গল্প দিয়েও যে তথাকথিত কিছু রাবিশ fan fiction কে চড় কষানো যায় তার প্রকৃষ্ট উদাহরণ আজকের গল্পটা। সত্যি অসাধারণ
@bjk790Күн бұрын
ekdom sotti kotha
@debjanipassionmedical19 сағат бұрын
Thik bolechen 👏👏👏
@suvrohalder22717 сағат бұрын
Fanfiction golpo gulo vul val banay ....kono ending hoy na ...era sudhu nam ta r carecter bodnam korche taranather
@KaminiRao-lx4ll2 күн бұрын
তথাগত বাবুকে ধন্যবাদ। হাজারী ঠাকুরের রান্নার কথা তো "আদর্শ হিন্দু হোটেল" কথা মনে পড়ে গেলো। খুব ভালো ❤
@JannatulFerdous-q7q2o2 күн бұрын
আহাহাহাহাহা! কত বছরের অপেক্ষার পর অবশেষে ক্যাপ্টেন মীর আফসার আলীর কণ্ঠে তারানাথের গল্প! যেনো হাজার বছরের তৃষ্ণার্ত মরুভূমির ওপর অঝোর জলধারা! এই সুখ বলে বোখাবার নয়। মীর দা'র মতো কেউ কোনোদিন তারানাথের ভূমিকায় কণ্ঠ দিতে পারেনি, আর পারবেও না। কি যে অসাধারণ একটা experience হলো! অনেক ধন্যবাদ মীর দা। আপনার গপ্পের ঠেকে তারানাথের আরও আরও অনেক গল্প চাই।
@Seeyal2 күн бұрын
Ektu ☕Chaa Hole Bhalo Hoto..😂 GoppoMirerThek team outstanding work and the Quality just Awesome..❤
@godindabarmanКүн бұрын
বাহ দারুন তো 🎉
@bapan.biswas122315 сағат бұрын
😂😂😂❤❤
@thisissk20243 күн бұрын
একথা আমি হলফ করে বলতে পারি তথাগত বাবুর স্বর্গীয় পিতামহ ও পিতৃদেব এই গল্প শুনে তাঁকে দু'হাত ভরে আশীর্বাদ করছেন এবং আপামর শ্রোতাগণ তাকে অবিরাম ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছে। তারানাথের লিগাসি যথার্থ ও যোগ্য হাতেই ন্যস্ত হয়েছে। আরও তারানাথ চাই। ❤❤❤
@toursoul32913 күн бұрын
তারানাথ নাম টা শুনলেই মন টা আনচান করে ওঠে ❤❤❤❤ Thank you Mir da❤❤❤
@glaciergamingg3 күн бұрын
একদম ঠিক কথা বলেছেন
@thisissk20243 күн бұрын
দু বার শুনলাম। আমার মনে হল বিজিএম এর কাজ আরও ভালো হওয়া উচিৎ ছিল। গল্পে দারুন দারুন হরর মোমেন্টস আছে কিন্তু সেখানে বিজিএম ঠিকঠাক দিতে পারলে আরও জমে যেত।
@neetdreamer20052 күн бұрын
@@thisissk2024 etei kanpie debe
@sayakdev68432 күн бұрын
Copyright niye onno taranath gulo bondho hok. KZbin dhapabazi te cheye geche taranath er naame
@The-Bestbrain1235 сағат бұрын
রক্ত যখন কথা বলে । দুর্দান্ত প্রতিভা। অমর জীবনকে নিয়ে কিছুটা এগোনো যাক , উনাকে নিয়ে কিছুটা চর্চা করুন এবং বিস্তারিত লিখুন।
@arkajitganguly99922 күн бұрын
তথাগত বন্দ্যোপাধ্যায়কে আমার বিনত প্রণাম জানাই। তারনাথ এর গল্পে ভয়, রহস্য, রোমাঞ্চ সবকিছুর পাশে যে এক গভীর দর্শনের উপস্থিতি বিভূতিভূষণ ও তারাদাস বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করিয়েছিলেন তা আজকের গল্পেও অনুভব করলাম। মনের সকল স্তরে পূর্ণ আনন্দ পেয়েছি... অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বোষ্টমীর চরিত্র ও তার আবির্ভাবের ফলে মনে যে ভয় ও শিহরণ জেগেছিল, তা স্নেহবশবর্তী বুঝতে পেরে এক অনন্য ভালো লাগার অনুভূতি পেলাম। আরও তারনাথের গল্প চাই। ভালো থাকবেন।
@TapasBarman-d6v3 күн бұрын
তথাগত বাবুর উপর ওনার পিতৃপুরুষেরা গর্ববোধ করবেন। তাদের মান রেখেছেন। ভবিষ্যতে আরও এমন গায়ে কাঁটা দেওয়া গল্প পাওয়ার প্রত্যাশা তৈরী করে দিলেন আপনি, অনেক বড় একটা দায়িত্ব চলে এলো আপনার উপরে, অনেক শুভকামনা আর ভালোবাসা রইল আপনার প্রতি।😃😃😃😃
@moumitabagri48632 күн бұрын
"দেহ মরণশীল, স্নেহ মৃত্যুঞ্জয়ী "🙏 such an eternal line ! 💮
@nayaranoor6882 күн бұрын
অসাধারণ
@debjanipassionmedical19 сағат бұрын
Really ❤❤❤❤❤❤
@SUBRATADAS-re5vl5 сағат бұрын
20:29 😊😅😮😅😮😅😊😮 20:42 😮😮😮 20:43
@souvikdas98723 күн бұрын
এতো দেখছি একেবারে তারাদাস বন্দোপাধ্যায়ের চেয়েও বেশি। কি লেখা। সত্যি বলেছেন কেউ রক্ত কথা বলে। সত্যি অসাধারণ আরও গল্প চাই তথাগত ব্যানার্জি মহাশয়ের থেকে।
@hironmaysarkar312216 сағат бұрын
ঠিক বলেছেন। বহু আলোকবর্ষ ধরে যেন চলে এ কাল্পনিক প্রলাপের ইশারার প্রলোভন। যেন মরেও আস্বাদন পাই, এই অমৃত সুধার। ধন্যবাদ।
@mainakmukherjee662 күн бұрын
রক্ত কথা বলে । কি সুন্দর লেখা l কত সুন্দর বর্ণনা । আধুনিক লেখক মত বিকৃত কাম বর্ণনা করে সুড়সুড়ি দেওয়া নাই , কথায় কথায় বৌদ্ধ দেব দেবী দের টেনে আনা নেই । তাও কত ভয় এর , কত ভালোবাসার । রক্ত কথা বলে ।
@santupaul39013 күн бұрын
রানাঘাটের হাজারি ঠাকুরের উল্লেখ শুনে একটা আলাদা শিহরণ জেগে গেল❤️
@arnabroy895614 сағат бұрын
অসাধারণ গল্প। মনের মধ্যে একটা ক্ষীণ আশা প্রবল হচ্ছে। মধুসুন্দরী দেবীর কৃপায় তথাগত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তারনাথ কে আবার ফিরে পাবো আমরা। ❤
@jee0983 күн бұрын
আশা করিনি যে তথাগত বাবু তাঁর পিতা ও পিতামহের মতো এই চরিত্রটির ধারাবাহিকতা বজায় রাখবেন তাও আবার লেখনীর মান না খারাপ করে। গল্পের শেষে "আমি তারানাথ" শুনে সত্যি গায়ে কাঁটা দিয়ে গেলো। গল্পের মধ্যে হরর + স্লাইস অফ লাইফ দিক গুলো ক্লাসিক তারানাথের কথা মনে করিয়ে দিলো। তাছাড়া গল্পে যে আদর্শ হিন্দু হোটেল ও অরণ্যক উপন্যাস দুটিরও রেফারেন্স আছে তা শুনেও বেশ ভালো লাগলো। তথাগত বাবুর হাতে পরবর্তী তারানাথ গল্পের অপেক্ষায় রইলাম।
@suhamdas11603 күн бұрын
উফ কি গল্প শুনলাম, অসাধারন, তথাগত স্যার একদম কাঁপিয়ে দিয়েছে । প্রথম একদম আশা ছিলো না , কিন্তু যেই গল্প শুনছি উত্তেজনা আরো যেমন বাড়ছে। মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর যোগ্য উত্তরসূরি তিনি। কি সুন্দর করে ভয় , imotion , comedi manage করেছেন , wah দারুন দারুন । তথাগত স্যার কে বলতে ইচ্চা করছে "" মহারাজা তুমারে সেলাম"" । তথাগত স্যার pro pro ❤❤❤❤
@PayelDas-vd8cr3 күн бұрын
'চা' চাওয়ার টাইমিং টা একদম সেরা ছিল😂😂 শুনে ওই ভয় তেই চোখ ফটাস করে খুলে গিয়েছিল 😂😂
@rubaichatterjee73162 күн бұрын
কোন পরিস্থিতিতে চায়ের কথাটা বলেছে সত্যিই ভয়ের মাঝেই না হেসে পারিনি।
@omnamahshivay87152 күн бұрын
Ekdom tai 😂😂 tarporei kishori ke dhomok dewa aha 😍🧡
@danceuponadream8925Күн бұрын
Ekdom thik 😂
@payelscreativecorner1998Күн бұрын
😂😂
@smallishani73021 сағат бұрын
সেই বলেছো 😅
@animikaaditya75592 күн бұрын
আজ এই গল্পটা শোনার পর আবার যেন তারানাথের আসল রোমাঞ্চ অনুভব করলাম,এত দিন অনেক ফ্যান ফিকশন শুনেছি,তবে "যা চাই তা পাই কই"… আজ পেয়েছি 😊❤ তথাগত বাবুকে অসংখ্য ধন্যবাদ 🙏🏻🙏🏻 এবং অনুরোধ,উনি যেন এইভাবেই তারানাথ তান্ত্রিক কে বাঁচিয়ে রাখেন আমাদের জন্য 🙏🏻🙏🏻🙏🏻 অবশেষে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা,সবাই ভালো থাকবেন 🙏🏻🙏🏻
@shoukondas1666Күн бұрын
উফফফ!!! অসাধারণ.. অসাধারণ অসাধারণ... বহুদিন পর এরকম তারানাথ তান্ত্রিক এর গল্প শুনলাম.. তথাগত বন্দ্যোপাধ্যায় মহান ঠাকুরদা ও মহান পিতার যোগ্য উত্তরসূরি.. এটাকেই বলে family legacy... ❤️❤️❤️❤️❤️❤️❤️.. পূর্বপুরুষেরা সঠিক জনের হাতেই চাবিটা দিয়েছেন...দেবদর্শন ও পাশাঙ্গমারার পর best তারানাথ তান্ত্রিক এর গল্প... যেমন গল্প... তেমন রহস্য, ভয়, ভৌতিক পরিবেশ, তেমনই তারানাথ তান্ত্রিক এর তন্ত্র ক্ষমতা.. এক অন্য জগতে পৌঁছে গেছিলাম... শুধু মুগ্ধ হয়ে শুনে গেলাম.. 🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻
@nilarghabagchi4783 күн бұрын
তথাগত বন্দ্যোপাধ্যায় স্যার এর কাছে একটাই অনুরোধ তারানাথ তান্ত্রিক সিরিজ টা আপনার হাত দিয়েই চলতে থাকে যেনো ❤❤
@sudipmajumdar82293 күн бұрын
Sir plz onek lok a6ha ....jara taranath a asakto ❤❤
@souravkesh21643 күн бұрын
এই দাবি টা মির দা কে রাখতে হবে,
@mrinmoysaha-ud3sp3 күн бұрын
amio achi.
@ProdoshCmeter3 күн бұрын
অপরাধ মার্জনা করবেন আমি এই গল্পটির মধ্যে ইনসেপশন, ইভিল ডেড সহ বেশ কিছু বিদেশি হরর সিনেমার দৃশ্যকল্পের ছায়া খুঁজে পেলাম, যদিও লেখক অসাধারণ মুন্সিয়ানায় সেগুলোকে নিজের মত করে ব্যবহার করেছেন। আমি ভুলও হতে পারি।
@sbemram79932 күн бұрын
সহমত❤❤❤❤ অসাধারণ লেখনি
@GHOST000133 күн бұрын
কী লিখেছেন তথাগত বাবু 😮 একবারে অসাধারণ 🔥 আরও গল্প চাই । আপনি আরও গল্প লিখুন বিশেষ অনুরোধ।
@pradyut2313 күн бұрын
জাস্ট অসাধারণ। ভাষা হারিয়ে ফেলেছি। তথাগত স্যার, আপনি প্রমাণ করে দিলেন যে আপনি কোন বাড়ির সন্তান। পরের গল্পের জন্য গভীর আগ্রহে রইলাম।
@ankitamondal17152 күн бұрын
মনে হচ্ছিল যেনো সেই পুরোনো সুর ফিরে এসেছে..... শ্রদ্ধেয় লেখক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ..... আপনি এই চরিত্রটিকে আবার জীবন দান করেছেন। আরও গল্প চাই❤❤❤❤❤
@compchem_SK2 күн бұрын
"দেহ মরনশীল...স্নেহ মৃত্যুঞ্জয়ী"....অসাধারণ
@keshobmondol91703 күн бұрын
যোগ্য পুত্র, বাবা ঠাকুরদাদার মতোই অনবদ্য। ❤
@kirtichakraborty16683 күн бұрын
উফ!!!🤯🤯🤯 দারুন লাগলো গল্পটা 🤩🤩🤩 তথাগত বাবুর ওপর তার পিতৃপুরুষের (বাপ-ঠাকুরদার) আশীর্বাদ রয়েছে নইলে এত সুন্দর লেখনশৈলী হতে পারেনা (Description box থেকে লেখকের নামটা আরেকবার দেখতে হল... নইলে মনে হচ্ছিলো যেন তারাদাস বাবুরই লেখা গল্প শুনছি 😅😅😅) এ যেনো সেই বহু পুরোনো প্রবাদের বাস্তবিক উদাহরণ 'রক্ত কথা বলে' লেখকের কাছে এটুকুই আবেদন এ লেখনী যেনো থেমে না যায়, আমরা যেনো আরও এইরকম দারুন সব গল্প পাই ওনার থেকে ❤❤❤
@AnikChakrabortyMathClasses3 күн бұрын
”একটু চা খেতে হবে” is epic. 😂❤ অসামান্য ❤
@Himu-g4o2 күн бұрын
@@AnikChakrabortyMathClasses 😄
@mausumihira112 күн бұрын
একদমই তাই অসাধারন!
@ankitmandal7322 күн бұрын
Sera chilo ota😂
@timtimscreativity70Күн бұрын
😂😂 seriously
@Mon-dg6si2 күн бұрын
একটু চা পেলে ভালো হতো!! কিশোরীর মত আমিও তাজ্জব 😅😅 দারুন গল্প , উপস্থাপনাও অসাধারণ মীর দা ❤ ...এরকম অনেক স্বপ্ন ই দেখে থাকি, সাইকোলজি নিয়ে পড়াশুনা করেও আজও তার অর্থোদ্ধার সম্ভব হয় নি। শুধু এটা বুঝি এই পৃথিবীতে অনেক কিছুই ঘটে, যার খুব কম অংশই আমাদের বোধশক্তির মধ্যে। তারানাথ এভাবেই আমাদের ওই জগতে নিয়ে গিয়ে বিচরণ করাতে থাকুক। লেখক সুন্দর ছকে ফেলে জাল বিন্যাস করে গেছেন, আরো করতে থাকুন। জাল গুটিয়ে যেন না ফেলেন।।
রক্ত কথা বলে, তথাগত স্যার কেন জানি না এত দিন লেখিনি। দাদু, বাবার মতো সেই ভাষার ব্যবহার। অসাধারণ ❤❤❤❤
@debranjanmishra16422 күн бұрын
আমার মনে হয় এই গল্প উনি অনেক আগে থেকেই লিখতে শুরু করেছিলেন।
@আরপারিনাদেখতে3 күн бұрын
মীরদা অসাধারন। কোনো বিকল্প আজ পর্যন্ত নেই। হবেও না হয়তো।। আপনার দীর্ঘ আয়ু কামনা করি।ঈশ্বর আল্লা আপনার মঙ্গল করুন। আপনার সংসার সুখের হোক।
@khokanmollah12343 күн бұрын
Mir sir all time great 👍👍👍
@MoumitaDas-zm8ys3 күн бұрын
প্রথম যখন জানলাম যে তথাগত বন্দোপাধ্যায় তারানাথ তান্ত্রিকের নতুন গল্প লিখছেন, তখন সত্যি বলতে একটু চিন্তায় ছিলাম যে কেমন হবে নতুন গল্প? তিনি তাঁর বাবা ও দাদুর মতো গল্পের বৈশিষ্ট্যগুলো বজায় রাখতে পারবেন কিনা। তবে আজ গল্প শুনে বলতে কোন দ্বিধা নেই যে তথাগত বন্দোপাধ্যায় সত্যিই তারাদাস বন্দোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরী। এত সুন্দর করে তিনি পুরো গল্পটা বর্ণনা করেছেন যে কোথাও গিয়ে তাঁর বাবা বা দাদুর লেখনীর থেকে তাঁর গল্প পৃথক করা যায় না। ওনাকে একটাই অনুরোধ আমাদের প্রিয় এই তারানাথ সিরিজ যেন এভাবেই চলতে থাকে। আমরা এরকম আরো রোমাঞ্চকর গল্পের ও অসাধারণ লেখনীর সাক্ষী থাকতে চাই। আর ক্যাপ্টেন কে নিয়ে তো কোন কথাই হবে না। তোমায় ভগবান তৈরী করেছেন এই তারানাথ তান্ত্রিকের চরিত্রের জন্য।❤❤❤❤❤ তোমার গলায় মন্ত্র উচ্চারণে রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছিল। শঙ্করী প্রসাদ স্যারের ভূমিকাটিও আমার আজ মন ছুঁয়ে গেছে। কি অস্বাভাবিক দীপ্তি ওনার কন্ঠস্বরে। মনে হয় যেন সত্যি কোন তেজস্বী সাধুর গলা শুনছি। সব মিলিয়ে খুব ভালো। অসাধারণ অনবদ্য বললেও কম বলা হবে ❤❤❤❤❤
@dilshadaftab17283 күн бұрын
এভাবে তারানাথের লেগ্যাসি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লেখক তথাগত বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ ❤
@meditationandrelaxingmusic46342 күн бұрын
Very nice 💯💯💯
@srizabose67072 күн бұрын
Ekdom ❤
@shibajimajumder77422 күн бұрын
Perfect observation😊
@sabyasachimitra98652 күн бұрын
Shri Tathagata Bandopadhyay er proti ekti abedan roilo 🙏... Uni Taranath er golpo aro likhle amra aro erokom episode GMT te sunte pabo...Osadharon
@udaybhanubandyopadhyay89902 күн бұрын
Very well written. He has the legacy of his ancestors especially his grandfather in his writing. Also, very well presented.
@arghya19782 күн бұрын
টুক করে দেবযান উঁকি দিল। আর বর্তমান কালের most happening and in thing বজ্রযান আলতো করে ছোঁয়া দিয়ে গেল। কিন্ত তারানাথের soul টা intact. আর মীরভানার miracle!!! Bravo....Bravo...long live Taranath...long live গপ্পোমীর। long live the VOICE ❤❤❤
@SujitDey-n9v2 күн бұрын
দেবযানের শেষ ক' লাইন মনে আছে ...আপনার? ..... ❤
@SankarJasu2 күн бұрын
অন্যবদ্য অসাধারণ অকল্পনীয় তথাগত বাবুর রচনা শৈলী মীর বাবুর কণ্ঠস্বর গপ্পো মীরের ঠেক ফাটা ফাটি ভাবে আলোড়ন সৃষ্টি করেছে অসংখ্য মানুষের ভালোবাসা আপনাদের সাথে আছে থাকছে থাকবে।
@Kshanakaal2 күн бұрын
এরে কয় হোমাজ। রেফারেন্স আর মেটাফরের ব্যবহারে মুগ্ধ হয়েছি। চাবির দায়িত্বের যোগ্য হস্তান্তর।🙏🏻❤️ তথাগত বাবুর প্রতি শ্রদ্ধাশীল ধন্যবাদ। ঠেকের প্রোডাকশন নিয়ে নতুন করে কিছু বলার নেই, অসাধারণ।❤
@ImranSk-p6p2 күн бұрын
চাবি দিয়ে কি হয় এখনো বুজলাম না যে
@rounikkar53662 күн бұрын
সত্যিই তথাগত বাবু কি লিখেছেন!! যতই যাই হোক legacy ধরে রাখার একটা পরীক্ষা শ্রোতার কাছে ছিল কিন্তু বলতেই হবে full marks with distinction 😅। গল্পটা শুনতে শুনতে স্কুলে পড়ার সময় সেই প্রথম রেডিওতে তারানাথ শোনার কথা খুব মনে পড়ছিল। তখন ছোট ছিলাম এত বুঝতাম না কিন্তু সত্যি বলতে captain এর কণ্ঠের জাদুতে এখন মাঝে মাঝে বইতে তারানাথ পড়লেও যেন মনে মনে আপনার কণ্ঠই শুনতে পাই।❤❤
@SubashishChakraborty3 күн бұрын
গল্পটি শুনে একবারও মনে হলো না কোনো নতুন লেখক গল্পটি লিখেছেন। সেই একটি ধারা বজায় রেখে তথাগত বাবু যে গল্পটি লিখেছেন এবং আমাদের তারানাথ উপহার দিয়েছেন, তা সম্পর্কে কোনো সন্দেহ নেই। আশা করছি, পরবর্তী দিনে তথাগত বাবু এবং মীরদা আরো তারানাথ আমাদের উপহার দেবেন। ❤
@indranilsaha33733 күн бұрын
প্রথমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারপর তারাদাস বন্দ্যোপাধ্যায় আর এখন তথাগত বন্দ্যোপাধ্যায় 🎉🎉🎉 ফ্যান-ফিকশন নয় পারিবারিক Legacy চলতে থাকুক ❤🙏❤
@wolverinea55493 күн бұрын
Exactly!
@BijayBhowmik-r1w2 күн бұрын
।।সত্য বচন,সত্য বচন।।👍
@Serujimi11 сағат бұрын
Onek Ei Vabche Chabi 🔑 ta ki ? Sunun E khane Chabi 🔑 ta holo Tara Nath Tantriker Character Ta . Onek kacha hater lok Taranath Tantrik chori tro ta niya galpo likhte chute aseche Famous hoyar lov a kintu kro pare ni Taranath tantrik er Galpo likhte . Ai khane taranath er Baba er keo na Tathagoto Babur Baba Taradash Bandhopadhyay, je ei Chabi ta eto din Jatno kore Tara Nath Tantrik likha aschilo, Aj tini nei tai ter Chabi nite onek Vando lekhok aseche market a But Rakto 🩸 katha bole .. Tai oi chabi 🔑 ta aber Dhorlen Tathagat Babu…. Sera Sera
@susmitadas31327 сағат бұрын
Thank you ❤️❤️❤️❤️❤️❤️🫶🫶🫶🫶🫶🫶
@BikramPal-r9g2 күн бұрын
ভগবান করুন বন্দ্যোপাধ্যায় পরিবার যেনো, প্রথাগতভাবে তাঁরানাথ কে এগিয়ে নিয়ে যায়।
@rockingjoydeep2 күн бұрын
সব থেকে বড় কথা এই যে The legacy continues!! তথাগত বাবু আপনি এগিয়ে চলুন, শ্রোতা মনোমুগ্ধ হয়ে শুনবে মীর দার গলায়❤️, শুভেচ্ছা, আর গল্পটা দারুণ ❤️
@somnaths.m57743 күн бұрын
অজস্র স্মৃতি পুরনো অতীতের বালুচরে এঁকে রেখে, ভবিষ্যতের পথে হেঁটে যেতেই হবে, তাতে দুঃখ নেই বরঞ্চ আনন্দ আছে ভরপুর, এর ফাঁকে যতটুকু ক্যাপ্টেন আপনাদের সাথে হেঁটে এসেছি, তার আনন্দ ছিল, ভালোবাসায় ফোঁটা ফুলের রঙের মতো -সবার শীর্ষে ধন্যবাদ। ❤️🙏🏻
@AbhikMondal-c5p3 күн бұрын
❤❤
@GHOSTRIDER-jo7cc3 күн бұрын
খুব সুন্দর। ❤❤
@tanumaymaity59753 күн бұрын
❤
@tirthampal89423 күн бұрын
Comment ta age theke likhe rakha chilo naki😂😂😂😂😂😂😂
@JamalHossain-u5i2 күн бұрын
🩷
@Mangal06383 күн бұрын
মীর দা আপনাকে কিভাবে ধন্যবাদ দিবো জানি না এই বছরে এরকম একটা উপহার দেওয়ার জন্য অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ দাদা 😊❤
@sreyapandit31292 күн бұрын
অসাধারণ, অপূর্ব, অনবদ্য রোমহর্ষক এক তারানাথ তান্ত্রিকের গল্পের সাক্ষী হয়ে থাকলাম শুধুমাত্র গপ্পো মীরের ঠেকের জন্য। 🥰🥰🥰 অসংখ্য ধন্যবাদ টিম গপ্পো মীরের ঠেককে ❤ এত সুন্দর সুন্দর গল্প বাছাই করে সেগুলো উপস্থাপন করার জন্য। 💗❣️
@LizzieTheLizard01092 күн бұрын
কাশী কবিরাজ, হাজারি ঠাকুর, আরণ্যক - এ তো বিভূতিverse❤😊
@arpanpaul41243 күн бұрын
অসাধারণ এক সৃষ্টি সত্যিই অতুলনীয় লেখনী এর জন্যে প্রথমত কুর্নিশ জানাই তথাগত বাবুকে যিনি এই লেখার ধার আরও ধারালো করেছেন তো বটেই কিন্তু সেই পুরোনো স্বাদ কে অপরিবর্তনীয় রেখে অব্যশই।।❤ দ্বিতীয়ত আমাদের প্রিয় মীর দা যিনি প্রায় 2 ঘণ্টার কাছাকাছি এক ভাবে তারানাথ এর কন্ঠে আমাদের মনোরঞ্জিত করে গেলেন আর গল্পটিকে এক নতুন অধ্যায়ের অতুলনীয় স্বাদ দিয়ে চমকপ্রদ প্রচেষ্টায় বাস্তবায়িত করলেন ।।। স্যালুট তোমায় মীর দা ❤❤সুস্থ থাকো আর এভাবেই সিরিজ টা প্লিস প্লিস কন্টিনিউ করে যাও 🙏🏻🙏🏻🙏🏻 তারানাথ যে আসলে সব থেকে প্রিয় 😢❤
@bimanmaitra51363 күн бұрын
যাই বলো intro.... আর গল্পের মাঝখানের Punch line..... গুলো সেরা ছিল পুরো জমে ক্ষীর দারুন দারুন।❤❤❤❤❤❤❤❤
@rahkkas3 күн бұрын
সেই আদি অকৃত্রিম তারানাথ তান্ত্রিকের গপ্পো !! ❤🔥 ক্যাপ্টেনের দৌলতে নতুন বছরের শুরুতেই এরকম উপহার পেলাম! 🙏
@shyamalsutar43852 күн бұрын
অনেক শুনছি তারানাথের গল্প , কিন্তু মীর-দার গলায় চরিত্রটি বাস্তব রূপ প্রকাশ পায় ❤
@mehragrazu3869Күн бұрын
তারানাথ তান্ত্রিক মীরের কন্ঠ ছাড়া চিন্তা করাই যায় না, এ পর্যন্ত অনেকের কণ্ঠ শুনেছি। মীরের কন্ঠ সৃষ্টিকর্তা প্রদত্ত এক আশীর্বাদ। ♥️♥️♥️
@SuprioDas-i1c2 күн бұрын
দেহ মরণশীল কিন্তু স্নেহ মৃত্যুঞ্জয়ী ----- অপূর্ব লেখনী ।
@shibajimajumder77422 күн бұрын
Beautiful✨
@dipankarroy97522 күн бұрын
What a language ❤
@abhradeeproy738121 сағат бұрын
Accha keo ending ta bujhiye deben please ami thik dhorte parini.....khub upokar hoto
@arpanpaul41243 күн бұрын
উফফ ভাবলেই মনটা যেন বারংবার সেই পরিচিত আনন্দের শিহরণে শিউরে উঠছে,, আবার ওই রোমাঞ্চকর পরিবেশ সত্যিই রচিত হতে চলেছে ... ❤️🩹 এ সত্যিই বছর শুরুর এক আশ্চর্য আনন্দদায়ক উপহার যা একদমই মুখে বর্ণনামূলক নয়।।।
@HXGolpoofficial3 күн бұрын
একদম ঠিক ❤❤❤
@sudiptasen61812 күн бұрын
একটাই কথা মনে আসছে বার বার "অমর জীবন"। ধন্যবাদ তথাগত বাবু 🙏। ধন্যবাদ "ঠেকের" টিম🙏। কি আনন্দ, কি প্রশান্তি! 🗝️ সঠিক হাতেই আছে।
@PaulamibanerjeeY2X2 күн бұрын
Banglai Astral projection niye eto ashadharon golpo porechi boley mone pore na..thank you @goppo mir er thek...
@rainbowentertainment67156 сағат бұрын
হুম
@iamhritwik58 минут бұрын
Astral projection and dream walking not same
@ASPIRANTAKM3 күн бұрын
তথাগত বাবু অধমের প্রণাম গ্রহন করবেন 🙏।। সত্যি আপনার কলমে জাদু আছে। তারানাথ তান্ত্রিক কোন চরিত্র নয় উনি আমাদের ইমোশন। তারানাথের সত্যিই কিছু অলৌকিক ক্ষমতা অবশ্যই আছে নইলে প্রতিটা গল্প শোনার সময় তার অতল গভীরে চলে যায় কেন ❤। তথাগত বাবু আজ আপনি আবার সেই আগের অনুভূতিগুলো ফিরিয়ে দিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ♥️ ভালোবাসা রইলো আশা করছি আপনার হাত ধরে তারানাথ কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ❤
@meditationandrelaxingmusic46342 күн бұрын
Great analysis 💯💯💯
@M_o_n_MOHINI3 күн бұрын
এত শীতের মধ্যেও মন যেন চাইছে একটু বৃষ্টি হলে ভালো হতো❤ তারনাথ তান্ত্রিকের চরিত্রে মির দার গলা শুনলে বেশ একটা শান্তি লাগে। অনেক দিন পর মন যেন তৃপ্তি পেলো❤
@@M_o_n_MOHINI tbe jai bolo mir daa er golatai best…akhn oii karone sunday suspence valo kono golpo krte par6e na….
@kile_musicmax43763 күн бұрын
34:57 Ayooo the Hindu hotel reference 😍😅
@dishamallick7002 күн бұрын
Amio sune chomke uthechilam.. such a good writing ✍️ 👏 👌
@sahelimukherjee12382 күн бұрын
সেই আর্দশ হিন্দু হোটেলের হাজারী ঠাকুরের নামটা এই গল্পে শুনে চমকে উঠেছিলাম ❤❤❤❤
@indranimandal68982 күн бұрын
দারুন স্বপ্না চারণ এ প্রবেশ করলাম....... অসাধারণ ❤ বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় এর পৌত্র লেখক তথাগত বন্দ্যোপাধ্যায় এর লেখনীর মধ্য দিয়ে.......#তারনাথতান্ত্রিক #গপ্পোমির কে অসংখ্য ধন্যবাদ ❤
@palashmondal91823 күн бұрын
স্যার সত্যি অসাধারণ আমার একটা নেশা সানডে সাসপেন্স সোনা !তাও আবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাদাস বন্দ্যোপাধ্যায়ের মত বিখ্যাত লেখকদের ! মনের একটা শান্তি এনে দেয় , এবার থেকে এক গল্প আর বারবার শুনতে হবে না ! স্যার তথাগত বন্দ্যোপাধ্যায়ের গল্প শুনবে আমাদের পরের প্রজন্ম ! এমন একজন স্যার পেয়ে আমি এবং আমার আমাদের বঙ্গবাসী কলেজ ধন্য ,,,,,,,🙏🙏🙏🙏🙏 বঙ্গবাসী কলেজের অর্ধেকের বেশি ছাত্র-ছাত্রী জানেই না এমন একজন বিখ্যাত মানুষ আমাদের প্রফেসর ধন্যবাদ স্যার। 23:38 23:44 23:45
@SabbirKhan-l1q1g3 күн бұрын
নতুন এক যাত্রার শুরু গপ্পো মীর ঠেক এর হাত ধরে। তথাগত বাবুকে শুভকামনা। আশা করি আরো গপ্পো শুনতে পাবো তার কলমের বদৌলতে
@pradiphalder1833 күн бұрын
আহা সেই কন্ঠস্বর, সেই গাম্ভীর্য, সেই ভাব, এই শীতে এমন এক গরম গল্প তাও আবার রাতে , সাথে পাসিংসো না হলেও একটা বড়ো গোল্ড ফ্ল্যাকের প্যাকেট জমে পুরো খেজুর গুড় মিরদা❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@souravdey106220 сағат бұрын
তারানাথ তান্ত্রিক চরিত্রটি সত্যিই বাংলা সাহিত্যের এক অমর সৃষ্টি। তারানাথের গল্পগুলোতে তিনটি প্রজন্ম ধরে যে অতিপ্রাকৃত কাহিনি এবং রহস্যময় ঘটনা বর্ণিত হয়েছে, তা পাঠকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছে।
@snehasishmukherjee77682 күн бұрын
অনবদ্য। ♥️ অসাধারণ।❤ অকল্পনীয়।♥️♥️ এরপরে ফেলুদার সোনার কেল্লা আর জয় বাবা ফেলুনাথ শোনার আবেদন জানালাম।❤
@payeljana85273 күн бұрын
Khub valo laglo .... অসাধারণ, অনবদ্য । সত্যি আমার ব্যাস্ততার জীবনে একমাত্র আনন্দ দেয় গপ্প মীর এর ঠেক ।।। Captain ..Tu se great ho ...😊😊😊😊 ...And finally Anujoy come back .. I am eagerly waiting for him ❤❤❤❤❤😊😊😊
@koushikdas82583 күн бұрын
তথাগত স্যার যেমন English এর অনবদ্য তেমনি বাংলা ভাষাতে ও অনবদ্য।স্যার যোগ্য উওরসুরী ।উনি ক্লাস করান তখনই তা বোঝা যায়।
@sudeshnapodder58763 күн бұрын
Uni kothai poran?
@koushikdas82582 күн бұрын
Sir cu র English এর অধ্যাপক
@osimakhatun3103 күн бұрын
"বাদ দিয়ে দিয়ে বললাম কারণ তোমাদের সব শোনার প্রয়োজন নেই".. উফ, সংস্কৃতির শ্লোক পাঠ এও মীর আফসার আলী অনবদ্য.. 🙏🌹🙏 বাবার মৃত্যুর বর্ণনা টা, তারানাথ মীর আফসার আলীর দরদী কন্ঠে অতুলনীয় লাগলো.. এক কন্ঠে কত কন্ঠের অধিকারী.. সেটা মীর আফসার আলীর পক্ষেই যেন বীরত্বের বীর গিরি.. 🎉❤🎉❤❤ দূর্দান্ত আজকের এই পরিপাটি গপ্পো পরিচালন পরিবেশন উপস্থাপন.. এক কথায় চমৎকার উপহার.. পঁচিশ এর প্রথম শনিবার.. জিও গপ্পো মীর এর ঠেক জিন্দাবাদ.. 🌿💕🌿🙏💐🙏💐🙏🌹🌹
@_Shouvik.SarkarКүн бұрын
অনবদ্য তথাগত বন্দ্যোপাধ্যায় স্যার, অনবদ্য। আবারও তারানাথকে পেয়ে যে কী ভীষণ ভালো লাগলো বোঝাতে পারব না। অনবদ্য বুনন গল্পের। স্যারের নিজস্বতা, সাথে পুরনো জমানো সুগন্ধের আভাস, অসাধারন। আরও লেখা পাই এই আশায় রইলাম। বইয়ের নাম হবে 'তারানাথের প্রত্যাবর্তন।' এই গল্প হোক 'অন্য তারানাথ'নামে
@SOVINITAdey5 сағат бұрын
এভাবেই বিভূতিভূষণ বাবুর বংশধর দের হাত ধরে তাদের উত্তরসূরিদের সুবাদে আমাদের উত্তরসূরিরাও তারনাথ এর আশীর্বাদধন্য হয়ে থাকবে এটা ভেবেই তারনাথ এর এখন অবধি সম্প্রচারিত সবকটি গল্প আবার শুনে ফেললাম। আহা কি তৃপ্তি। এভাবেই চলতে থাকুক। নতুন বছরের পরম পাওনা।।
@Piyashmita3 күн бұрын
আরও গল্প চাই দাদাভাই ... অনেকদিন পর আবার তোমার গলায় তারানাথ শুনছি কি যে ভালো লাগছে বলে বোঝানো যাবেনা... এই গল্প গুলোই তো আমাদের আনন্দ দেয় কত একাকীত্ব সময় এই গল্প শুনে আমাদের মন আবার ভালো হয়ে ওঠে... আর তোমার গলায় তো অপূর্ব লাগে যেন মনে হয় আমরা তোমার সামনে বসে আছি তুমি ঠাকুর মশাই হয়ে আমাদের গল্প বলছো ... নিজেদের সেই গল্পের একজন মনে হয়।।। ভালোবাসা নিও দাদা আরও সুন্দর সুন্দর গল্পের অপেক্ষায় রইলাম
@skmostafijurrahaman40282 күн бұрын
রাত 1:38 pm এ গল্প টা শেষ করলাম। অসাধারন গল্প। অপূর্ব লেখা। তারানাথ তান্ত্রিকের গল্প যেন এভাবেই চলতে থাকে এটাই কামনা করি। ✨✨✨✨
@Judge000073 күн бұрын
পাসাংমারা এর থেকে ভালো গল্প ,অডিও স্টোরি তে আজ পর্যন্ত একটাও শুনিনি,সেই সুর, সেই পরিবেশ আজ ও শুনলে মনে হয়,আমি যেনো সেই জঙ্গলের মধ্যে আছি আর পাহাড় গুলো আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে.... প্রার্থনা করবো,যেনো এই গল্পটা ভালো হয় আর সবার ভালবাসা পায় যাতে ভবিষ্যতে তথাগত বাবু পাসাংমারার মত কিছু লিখতে পারেন Edit: অনেকেই গল্পের শেষটা বুঝতে পারেননি ,তাদের জন্য একটু বোঝানোর চেষ্টা করছি,, আসলে "চাবি" বলতে এখানে "তারানাথ" বা "তারানাথ এর গল্প লেখার অধিকার"কে বোঝানো হয়েছে,সবার প্রথমে যেটা বিভূতিভূষণ এর কাছে ছিল,তারপর সেটা তারদাস বন্দোপাধ্যায় এর কাছে গেছিল আর এখন উত্তরাধিকার সূত্রে সেটা তথাগত বন্দোপাধ্যায় এর কাছে এসে উপস্থিত হয়েছে, আর গল্পে নকল তারানাথ এর মধ্যে দিয়ে এখনকার দিনের সেই সব লেখক দের বোঝানো হয়েছে,যারা তারানাথ এর নাম নিয়ে যা ইচ্ছে লিখে বেড়ায়
@kothakahiniENT3 күн бұрын
❤❤
@pabitrajana5433 күн бұрын
Ar sei ganta Othithi bonga.... Buddha narkel Chator Egiye asa pahar Meghla poribes Taranath er teleportation Bro i loved the story more than i love myself😂
@Arthur_Morgan_X3 күн бұрын
Sotti dada akdom khati kotha
@Nonsense_verse3 күн бұрын
R mrityunjoy
@AbirPanda-y4k3 күн бұрын
Akdom thik bolechen dada❤
@ayanikachowdhury6808Күн бұрын
স্যারের সানিধ্য পেয়েছি এই আমার পরম সৌভাগ্য। সত্যিই অনবদ্য।
@malaybiswas75046 сағат бұрын
Darun darun ❤❤❤❤❤ ay rokom golpo cy 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@rajitbhattacharjee41073 күн бұрын
Dil ta khush hoye galo go mir da Khub sundor golpo likheche tathagata babu, porer golper opekkhai roilam
@Arindam.843 күн бұрын
এতদিন সত্যিই বিভিন্ন লেখকের ফ্যান ফিকশনে ভন্ড তারানাথের গল্প শুনে বিরক্ত হয়ে পড়েছিলাম। এতদিনে সত্তিকারের ঠাকুর মশাই তৃতীয় পুরুষের হাত ধরে আবার গল্প বলতে এলেন। ভীষণ ভালো লাগলো গল্পটা।👍👏
@subhampaul99873 күн бұрын
আদর্শ হিন্দু হোটেলের রেফারেন্সটা দারুণ লাগলো।❤
@surajitdhar41773 күн бұрын
Hajari Thakur er ulleykh ta sotti khub bhalo laglo.... Mone hochche Tathagatha Sir Amader Bibhuti Sir Universe takey ultimately create kortey parben... Pls.... this will be a great creation.....
@sobujnaziul90512 күн бұрын
তারানাথ এর লিগ্যাসি টা তথাগত বন্দ্যোপাধ্যায় নিজে গল্পের মাধ্যমে বুঝিয়ে দিলেন। তারানাথও তার বাবার চাবির গোছা হাতে নিয়ে যেমন বলেছিলেন " আমিই তারানাথ "। তথাগত বন্দ্যোপাধ্যায়ও দাদু বাবার পর সাহিত্যের লিগ্যাসি পেয়েছেন।
@Anaivefalcon2 күн бұрын
চরম চক্কোতি মশাই ❤ মনে হচ্ছিল গল্পটা চলতে থাকুক । তারানাথ যেন আমাদের জীবনের এক অঙ্গ, তাঁকে হারাবার ভয় ভীষণ । বেঁচে থাকুক তারানাথ; তথাগত বাবুর কলমে……..😇
@biplabdasgupta3 күн бұрын
অসাধারণ! তথাগত বাবু যোগ্য উত্তরসূরী, মনেই হয় না এটা ওনার লেখা। সেই একই ধারা বজায় রয়েছে। আরও চাই।
@bengomabengomi76473 күн бұрын
আমাদের /যারা তারানাথতান্ত্রিকের ভক্ত তাদের কাছে একটা নতুন প্রাপ্তি এবং খুব ভালো লাগলো গল্পটা... আরো লিখুন তারানাথকে নিয়ে.. অনেক শুভেচ্ছা রইল।
@SabujDey1373 күн бұрын
অপূর্ব !! তথাগত বাবু আমাদের তারানাথ তৃষ্ণা পূরুন করার উপকরণ তৈরি করবেন , আর মীর দা তুমি এমন অসাধারণ উপস্থাপনার দ্বারা আমাদের তৃষ্ণা মেটাবে, আহা!! অসংখ্য ধন্যবাদ তোমাদের 💝 আর তথাগত বাবু যেন এমনি উপকরণ তৈরি করতে থাকেন তার অনুরোধ আর সাথে তাঁর প্রতি শ্রদ্ধা , আর মীর দা তোমার ও তোমার দলের প্রতি ভালবাসা রইলো 🪷💝
@debrajbiswas1732 күн бұрын
Khub Khub Bhalo Golpo Kintu listners Der Jonyo Taranath Jokhon Esechen ar Deep Sir jokhon Thek E Ache Tahole Er Pore Taranath Er Sathe Amar Jibon Er Kono Golpo hole Khub Bhalo Hoi. ❤❤❤ Amar mone Hoi amar Sathe Onek E o Eita Chaibe.
'তারানাথ চক্রবর্তী' এর চরিত্রে অভিনয় করেছেন মীর আফসার আলী.. কিন্তু এই বিস্ময়কর অভিনয় এর অনুসন্ধান টাও আরও বিস্ময়কর.. কারণ একটানা প্রায় দু ঘন্টার কাছাকাছি, একই "স্কেলে এক কন্ঠস্বর" এই গপ্পো অনুশীলন.. 😮😮👍🙂👍🙂👍🌹🌹🙏🎉🙏🎉🙏💐💐স্যালুট কুর্নিশ আর অঢেল ভালবাসা শুভেচ্ছা ও আশীর্বাদ তোমায় মীর আফসার আলী.. খুব খুব সুস্থ থেকো আনন্দে শরীরে মনে মীর আফসার আলী হয়ে.. 🌿❣️🌿 🙏💕🙏💕🙏😘😘
@IccheDana1720 сағат бұрын
সত্যি মীর অনবদ্য।যত শুনি তত ই মোহিত হয়ে যাই ।
@zamirulislam86783 күн бұрын
উফফফ এই কোয়াশাছন্ন রাতে,বাশতলার নিচে টিনের ঘরের টুপটাপ কোয়াশার পড়ার শব্দে কত দিন পর সেই প্রিয় চরিত্র,প্রিয় ভারি কন্ঠে শুনবো বলে অধীর আগ্রহে বসে আছি।
@ParthapratimAsh3 күн бұрын
Tumi khub Souvagyo niye jonmecho Bongo prokritir buke Taranath er golpo aa ha ki je bolbo ❤❤
@rubinakhatun9793 күн бұрын
Already love the start of the story. Can't wait for the next episode. Hopefully we'll get more story writing byTathagata sir and loved the reference of "Adarsha Hindu Hotel".
@Swarneelbhattacharya2 күн бұрын
What is the reference can you please explain?
@rubinakhatun9792 күн бұрын
34:54
@whoami69772 күн бұрын
একেই বলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সৃজনশীল কিছু সৃষ্টি করার গুণ ।। অসাধারণ...❤❤
@ukmsfhcr83292 күн бұрын
তারানাথের আরও গল্প শুনতে হলে, এবারের বই মেলায় মিত্র এন্ড ঘোষ প্রকাশনি থেকে "ভন্ড তারানাথ" বই টি কিনে, লেখককে আরও তারানাথ তান্ত্রিক গল্প সৃষ্টি করতে উৎসাহিত করুন।।
@parthabag31063 күн бұрын
"""একটু চা হলে ভালো হতো """"এই টা সেরা ছিল,, অনেক বার এইখান টি শুনলাম,, খুব হাসলাম,,, খুব ভালো লাগলো,,, গপ্পো মিরের থেকে কে জানাই 👌👌👌👍👍👍👏👏👏❤❤❤❤🙏🙏🙏
@ArpitaBala-g6z2 күн бұрын
Minute ta bolte parben ??
@parthabag31062 күн бұрын
54:40
@Amartya_Mandal133 күн бұрын
কত দিন পর আবার তারানাথ তান্ত্রিকের দারুণ গল্প শুনতে পেলাম........ Just দারুন........... THANKS MIR AFSAR ALI AND THE TEAM❤❤
@ambikaray63392 күн бұрын
কি সুন্দর লিখেছেন তথাগত বাবু পিতামহ এবং পিতৃদেবের ছোঁয়া তো পুরোপুরি আছেই তার সাথে যে আধুনিকতার আঁচ লেগেছে সেটা অসাধারন
@sandipsamanta12052 күн бұрын
অনেক দিন পরে মিরদার গলায় তারা নাথ শুনে অসম্ভব ভালো লাগছে।আরো শুনতে চাই।