ভাই আপনি ট্রেকিং করেন কেন এটা ট্রাভেল ভিডিও কেউ এত কষ্ট করে ফ্যামিলি নিয়ে এই সব করবে অন্য দের ভিডিও দেখুন তারা কি সুন্দর যাকে ট্রাভেল বলে সেই ভিডিও বানাচ্ছে এটা মাথায় রাখবেন।
@swapnopaul4 ай бұрын
বড়ই বিচিত্র ভাবনা। আপনি কি বাংলাদেশী?
@BiswajitGoswami-dm8ic4 ай бұрын
সপনো বাবুর সাথে আমিও একমত
@tripandtourguide4 ай бұрын
তপবনের 5 কিলোমিটার কে যদি বাদ দিই তাহলে এটা একটা দারুন ট্রাভেল ব্লগ আর বহু মানুষ সপরিবারে অন্ততপক্ষে জীবনে একবার গোমুখ দর্শন করার আপ্রাণ চেষ্টা করে। যদি পুরাণকে বাদ ও দিই তবুও এর সৌন্দর্য ভীষণ ভীষণ সুন্দর। এমনকি খালি পায়ে ছোট বাচ্চাকে নিয়ে এই ট্রেক করতে আমি দেখেছি। আর একটা কথা যদি কোন পর্যটক এইরকম ট্রেক একবার করে তাহলে বহু চিরাচরিত অনেক সুন্দর সুন্দর ভ্রমণের জায়গা তারা আর ভালো লাগবে না।
@dibakarmitra75404 ай бұрын
আপনার কথা কিছু বোঝা গেলো না, আমি আমার পরিবার নিয়েই 2010 এ গিয়েছিলাম কোনো সমস্যা হয় নি, আপনি দয়া করে দীঘা বা এই জাতীয় জায়গা ছাড়া কোথাও যাবেন না আর সুমুদ্রের পারে যাবেন না 😅
@som34504 ай бұрын
😂@@dibakarmitra7540
@sadhanachakraborty30593 ай бұрын
❤ অনেক ধন্যবাদ ও মঙ্গলেচ্ছা জানাই আপনাকে। অপূর্ব গোমুখ দর্শন করালেন দর্শকদের।
@swapnopaul3 ай бұрын
প্লেলিস্ট থেকে সিরিজের বাকি ভিডিও গুলো দেখার অনুরোধ রইলো।
@sharmisthachakraborty13414 ай бұрын
অসাধারণ পর্ব ।কোনোদিন যেতে পারব না ।ঘরে বসেই enjoy করছি।
@swapnopaul4 ай бұрын
দেখুন দিদি।
@sunetra10004 ай бұрын
এই trek করতে মনের জোর, ধৈর্য্য, সাহস এবং ঈশ্বরের প্রতি অগাদ বিশ্বাস ছাড়া অসম্ভব! আপনারা নমস্য ব্যক্তিত্ব যেযত্ন সহকারে এই দুর্গম পথের ভিডিও বানিয়েছেন তার জন্য আপনাদের কাছে চির কৃতজ্ঞ। অনেক অনেক শুভ কামনা রইল আপনাদের পরবর্তী অভিযানগুলোর জন্য। এখন আগামী episode-র প্রতীক্ষায়। ভাল থাকবেন।
@swapnopaul4 ай бұрын
এভাবেই পাশে থাকুন। আগামী কাল পরের পর্ব দেওয়ার চেষ্টা করছি।
@comp66374 ай бұрын
এত ভালো গোমুখ দর্শন video আগে দেখিনি। পরের video রং জন্য অপেক্ষায় রইলাম
@swapnopaul4 ай бұрын
সঙ্গে থাকুন
@arpitadas35974 ай бұрын
অসাধারণ অভিজ্ঞতা এই ভয়ঙ্কর সুন্দর পথ অতিক্রম করে তুষারপাতকে উপেক্ষা করে এগিয়ে চলা এক দারুন ব্যাপার। খুব ভালো লাগছে ভিডিও টি। এই ভাবে এগিয়ে চলো অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য ❤❤❤।
@swapnopaul4 ай бұрын
দেখতে থাকুন।
@biswanathdhar-mv1kn4 ай бұрын
অসাধারণ! আপনার ভিডিও যতই দেখছি, মুগ্ধ হয়ে যাচ্ছি, মনে হচ্ছে আমি নিজেই ভ্রমন করছি, অসম্ভব এক্সাইটেড। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার 💖💐👌
@swapnopaul4 ай бұрын
এক্সাইটমেন্ট এর আরো অনেক কিছু বাকি আছে। দেখতে থাকুন।
@tapatisinhabiswas13634 ай бұрын
দেখে খুব খুব ভালো লাগলো। সঙ্গী হতে পারলে খুব ভালো হতো। ভালো ভাবে ঘুরে আসুন। পরবর্তী এপিসোডের অপেক্ষায় রইলাম।
@saikatbosesvf29834 ай бұрын
অনেক পরিশ্রম অনেক চেষ্টা আর স্বপ্ন পূরণ সত্যি দেখছি আর মনে হচ্ছে আমিও যেন ওখানেই আছি। অসাধারণ 😊❤️😊👌
আপনার কষ্ট বেশি হবার একমাত্র কারণ চলতে চলতে কথা বলা। আমি গেছিলাম ২০০১ সালে।😊
@swapnopaul4 ай бұрын
তার জন্য বাড়তি কোনো কষ্ট হয়নি। রাস্তাটাই কষ্টকর।
@susantakumardutta78304 ай бұрын
. Excellent ,l have also experienced in this root before 30th year ago.we stay in lalbabar Ashram that night and then in a next fine morning starting for gomuke trek experienced ❤❤❤❤
@swapnopaul4 ай бұрын
So nice of you
@sudiptabhattacharya45494 ай бұрын
অসাধারণ অপূর্ব মুহুর্তের সাক্ষী হলেন আপনারা। ভিডিও দেখতে দেখতে প্রতি মুহুর্তে মনে হচ্ছে এরপর কি হবে। দারুণ অভিজ্ঞতা।ঝুরো মাটির পাহাড়ের পাশে দাঁড়িয়ে অবলীলায় ভিডিও করা মনে হয় আপনার পক্ষেই সম্ভব। আগামী পর্বের অপেক্ষায় থাকলাম।
@swapnopaul4 ай бұрын
পরের রাস্তার অবস্থা আরও ভয়ঙ্কর
@sudiptabhattacharya45494 ай бұрын
@@swapnopaul 😳
@manojsaha3644 ай бұрын
I went to Tapoban in 1982 thru glacier not in this route. Tks to you for this wonderful video
@swapnopaul4 ай бұрын
এখন রাস্তা বদলে গেছে
@ilaroy11704 ай бұрын
Rasta kothin kintu khub bhalo lagchilo. Tusar pat dekhte khub bhalo lagchilo 👍 er parer yatrar asay roilam
@swapnopaul4 ай бұрын
কমেন্টে একজন বললেন "হিমালয়ের পরতে পরতে রয়েছে বিষ, তাই হিমালয় এত সুন্দর".
@ilaroy11704 ай бұрын
@@swapnopaul keno ei katha bollo keno?
@benugopalbasu49684 ай бұрын
অসাধারণ অভিজ্ঞতা খুব ভালো লাগলো ধন্যবাদ
@niranjanhaldarveena4 ай бұрын
খুব খুব খুব ভালো লাগলো,সাংঘাতিক আবহাওয়া ও পরিবেশের মধ্য দিয়ে এই এডভেঞ্চার সত্যিই অপরূপ।
@swapnopaul4 ай бұрын
এডভেঞ্চার নিয়ে কোনো কথা হবে না। এ পথ এডভেঞ্চারে পূর্ণ।
@sarmilabhunia15534 ай бұрын
তুষারপাত ঠান্ডা সব কিছু উপেক্ষা করে এগিয়ে যাওয়া। সত্যি ভালো লাগলো
@swapnopaul4 ай бұрын
বড় কঠিন এ পথ।
@sukladutta88864 ай бұрын
খুব ভালো লাগল।রোমাঞ্চিত হয়ে পড়েছি।অসাধারণ অভিজ্ঞতা।
@swapnopaul4 ай бұрын
অনেক ধন্যবাদ। দেখতে থাকুন।
@subhasisray47184 ай бұрын
"ভয়ঙ্কর সুন্দর" এই শব্দবন্ধটি মনে হয় এই পথের জন্যই প্রযোজ্য।
😮 অপলক দৃষ্টিতে শুধু দেখছি। কি অপূর্ব সুন্দর ভিডিও। শুধু তুমি ভালো থেকো স্বপ্ন ভাই।❤
@swapnopaul4 ай бұрын
দেখুন দিদি দেখুন। মানস ভ্রমণ করুন।
@ilaroy11704 ай бұрын
Iglu hut gulo kintu bes sundor 👌 Dekhle mone hoi na bhitore ato jaiga aache.
@swapnopaul4 ай бұрын
অনেক জায়গা।
@dipm19753 ай бұрын
Ami Lalbaba'r Ashram ete chilam 1 din Gaumukh trek korar samay, bikele Aarati, besh bhalo khaoa-daoa o balish-bichhana ekhuno Mone aachhe. Pherar samay GMVN ete chhilam (ratre snowfall hoyechhilo)
@dibyaroychowdhury62434 ай бұрын
Ei porbo khub valo legeche amar Swapno kaku
@dibyaroychowdhury62434 ай бұрын
Apurbo, khub valo hoyeche video ta Swapno kaku
@pameladeychowdhury24364 ай бұрын
ভীষন ভালো লাগছে
@swapnopaul4 ай бұрын
সঙ্গে থাকুন।
@linaroychowdhury23334 ай бұрын
অপেক্ষায় ছিলাম ---- অসামান্য এক পর্ব!
@swapnopaul4 ай бұрын
দেখে নিন ভিডিওটা
@balarammajumdar88644 ай бұрын
Thank you from the button of my heart for sharing such a majestic & mesmerizing video of Gomukh treak.Great expedition. Excellent photography & narration. With Regards.
@swapnopaul4 ай бұрын
Thanks a lot
@sankardey87484 ай бұрын
Dada sabdhane thakben bhalo thakben
@swapnopaul4 ай бұрын
ধন্যবাদ। সঙ্গে থাকুন।
@dulaldatta57494 ай бұрын
হিমালয়ের রন্ধ্রে রন্ধ্রে বিষ, তাই এতো সুন্দর। ----- কালিকানন্দ অবধূত
@swapnopaul4 ай бұрын
কথাটা খুবই সুন্দর
@parthachakraborty35844 ай бұрын
Excellent sir
@sangitade81554 ай бұрын
খুব শক্ত জার্নি।আপনাদের অনেক সাহস।
@swapnopaul4 ай бұрын
এর পরের পর্ব দেখুন।
@surajitsaha14014 ай бұрын
Presentation r good
@subhasishmondal4894 ай бұрын
খুব ভালো লাগলো,,, পুরানো স্মৃতি মনে পড়ে গেল
@tapanchoudhury87994 ай бұрын
শেষ বারের মত গিয়েছি ১৯৯৫ সালে । চিরবাসা পার হয়ে যে এলাকাটিকে স্টোন-ফল জোন বলছে---তার নাম গিলাপাহাড় । ওই এলাকাটায় মাঝে মধ্যেই আঁঁধি হয় । কয়েটা ছোট কেভ ছিল গিলা-পাহাড় জোনে । আশেপাশে ছিল কিছু রক শেল্টার । এখন আছে কিনা জানি না । ভুজবাসাতে দেখছি অনেকগুলো থাকার জায়গা হয়েছে । জানি লাবাবা আর নেই । তাঁর সঙ্গে প্রথম দেখা হয়েছিল সেই ১৯৭০ দশকে । ভালো লাগল । অনেক পুরাতন দিনের কথা মনিয়ে দিলে তোমরা । বয়স তো হয়েছে । এখন আর ওইসব দিকে যাওয়ার কথা ভাবতে পারি না। গো-মুখের পথে দেখতে পাবে ব্রহ্মার কমণ্ডলু । ওই এলাকায় মাঝে মাঝে হ্যালুসিনেসন হয় । পকেটে টক লজেন্স থাকলে মুখে দিতে হবে । ঝির ঝির করে গঙ্গাধারা বয়ে যায় সেখানে । এগিয়ে যাও । চরৈ--বেতি । গোমুখ থেকে তপোবনের দুরত্ব বেশি নয় । তবে পথ দুর্গম।
@swapnopaul4 ай бұрын
আপনার লেখায় পুরানো কথা জানলাম। এখন রাস্তা বদলে গেছে। এখন ভুজবাসা থেকে গঙ্গা পার হয়ে গোমুখ যেতে হয়। আর ভুজ বাসা যাওয়ার পথে গিলা পাহাড়ের যে রাস্তার কথা বলছেন সে রাস্তারও এখন পরিবর্তন হয়েছে। চিরবাসা থেকে ভুজবাসা পর্যন্ত কোন রক শেল্টার বা রেইন শেল্টার নেই। এই পথ খুব অযত্নে আছে দেখেছি। এর পরের পর্ব আজ দিয়েছি ভুজবাসা থেকে তপোবন পর্যন্ত ট্রেক দেখতে পাবেন সেই ভিডিওতে।
@tapanchoudhury87994 ай бұрын
@@swapnopaul অবশ্যই দেখব। 1995 তে গিয়ে শুনেছিলাম গিলা পাহাড়কে পাশ কাটিয়ে নতুন রাস্তা হচ্ছে। আজ জানলাম সে রাস্তা হয়েছে। কিন্তু সে রাস্তা খুব বেশি নিরাপদ মনে হল না। সে যাইহোক প্লাস্টিক জঞ্জাল ফেলে রাস্তাটাকে নষ্ট না করলেই পাহাড় নিরাপদ থাকবে।
@anupalhalder4 ай бұрын
Very nice
@mahaswetachakraborty47124 ай бұрын
Darun cover korechen journey ta,great.
@swapnopaul4 ай бұрын
ধন্যবাদ। দেখতে থাকুন।
@arundhatibhattacharya29494 ай бұрын
আমি আপনাদের সাথে সাথেই আনন্দ ও কষ্ট উপভোগ করছি।চোগ ,মন সার্থক
@swapnopaul4 ай бұрын
সঙ্গে থাকুন।
@MrPicklu1234 ай бұрын
Tent e na theke GMVN ghor gulo book korte parten
@prabirbiswas76944 ай бұрын
Swapno da e ak dussahasik abhijan o tusharpat dekhlam.valo thakben.pl take care.
Upner chok diye debdhumi darsan korchi, kub Ananda hocche , Jani na konodin jete parbo ki na, khub bhalo thakun sustho thakun 😊
@swapnopaul4 ай бұрын
ধন্যবাদ, সঙ্গে থাকুন।
@tandradey8864 ай бұрын
অপূর্ব ❤
@samarde4 ай бұрын
Pather durgomota kobe kaun trekker ke domiye rakhte perechhe ? Apnakeo pareni. Bhison bhalo laglo aei episodeta.
@swapnopaul4 ай бұрын
পরের পথ আরো দুর্গম।
@swarupghosh15704 ай бұрын
Very nice ❤❤❤❤
@swapnopaul4 ай бұрын
Thanks 🤗
@SubhasPal-cl1xm4 ай бұрын
আপনাদের সাথে বেরিয়ে পড়তে মন চাইছে।
@arindamdeb7074 ай бұрын
Apnar shobdo choyon r eto bistaritio bornona sotti anobodyo......
@swapnopaul4 ай бұрын
পুরো ভিডিওটা দেখবেন। আশা করি ভালো লাগবে।
@ChandanBhattacharjee-w7y4 ай бұрын
Darun
@pralaykumarroy16374 ай бұрын
Dada, really wonderful
@swapnopaul4 ай бұрын
Thank you. Keep in touch.
@debjitchakraborty4 ай бұрын
Darun dekhlam episode ta...baje weather e ekta ojana adventure r poribesh..r weather bhalo hole tons of natural beauty ja anno kothao pawa sambhab noy..kemon laglo 5 kms hata r por bhujbasa dekhte peye...bhaloi settlement ache bujhbasa y...sara bochor ki okhane lokjon thake? Mandir o chilo ekta.
@swapnopaul4 ай бұрын
ওখানে তুষারপাত একটা বাড়তি পাওনা ছিল। শীতকালে কেউ থাকে না।
@indiraachary46854 ай бұрын
Excellent
@swapnopaul4 ай бұрын
Thanks
@SujitBhattachariya4 ай бұрын
1984 চার ধাম যাত্রা শুরু করেছিলাম সেপ্টেম্বর মাসের 2 তারিখে তার মধ্যে সবথেকে কষ্টদায়ক ছিল গঙ্গের টি থেকে গোমুখ তপন ভুজ বাসাতে একমাত্র থাকার ব্যবস্থা ছিল লালবাবা আশ্রম রাস্তায় খুব ছিল সাংঘাতিক তপবন পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি কেননা জীবনের এত বরফের সম্মুখীন কখনো হয়নি উপযুক্ত জুতোর অভাবে শেষ পর্যন্ত তপবন যেতে পারিনি এখন যেরকম অনেক দামি দামি জুতো পাওয়া যায় তখন আমাদের একমাত্র সম্বল ছিল বাটার হান্টার যার ফলে কষ্ট হলেও পায়ের অবস্থা একদম খারাপ হয়ে গেছিল পরবর্তীকালে আরো দুবার গোমুখ দর্শন করেছিলাম কিন্তু প্রথমবারের মত এরকম রোমাঞ্চ খুজে পাইনি।🎉
@swapnopaul4 ай бұрын
সেটাই স্বাভাবিক। প্রথমবার যেকোন জায়গায় যেতে যে রোমাঞ্চ পাবেন তারপর আর সেই রোমাঞ্চ কখনো সেখানে গিয়ে পাবেন না।
@saumitramukherjee76974 ай бұрын
অসাধারণ।
@shyamalmitra4304 ай бұрын
Thanks🙏🙏🙏🌹🌹🌹
@ProdipMondal-zj2vk4 ай бұрын
Chirbasa theakay Bujbasa pahari rasta, juro paharer pas diya lal baba asram, tussar bristi, tent, rater akash khub sundar dekhiyachen, Tapabon ar Gamukh pare dekhaben bolechen.
@swapnopaul4 ай бұрын
পরের পর্বে গোমুখ দেখিয়ে তপবন ট্রেক করবো।
@samarshome96584 ай бұрын
Fantastic🎉🎉
@swapnopaul4 ай бұрын
Thanks 🤗
@subrataganguly61823 ай бұрын
Thanks!
@swapnopaul3 ай бұрын
অনেক ধন্যবাদ সুব্রত বাবু। আপনি এই চ্যানেলের মেম্বার হয়েছেন। আপনাকে স্বাগত জানাই। সাথে থাকুন।
@kamakshyabasak38014 ай бұрын
Unique
@swapnopaul4 ай бұрын
ধন্যবাদ
@mahaswetachakraborty47124 ай бұрын
Sudhu slipping bag e sulen ki kore?khoob thanda to,amar experience ache ei thanday thaka sumurirri te chilam.setao anobadya experience.
আপনার বর্ণনা খুব ভালো লাগছে, তার সঙ্গে হিমালয়ের অপূর্ব রূপ। কত বয়স পর্যন্ত গোমুখ যাওয়া যায়?
@swapnopaul4 ай бұрын
সক্ষমতা থাকলেই হবে।
@shantanubhowmik22654 ай бұрын
অসাধারণ, খুব ভাল লাগল। একটা প্রশ্নের উত্তর দিলে খুব ভালো হয়, আগে থেকে booking না করে ভুজবাসা গিয়ে পৌছালে থাকার বন্দোবস্ত কিছু আছে কি।
@swapnopaul4 ай бұрын
GMVN আছে, কালি কমলি ধর্মশালা আছে।
@bappadutta20674 ай бұрын
Swapno da ki je valo laglo bojate parbo na, apni next tour e amake sangi korben, sei asai roilam, janate vhulben na kintu asai roilam.
@swapnopaul4 ай бұрын
পুরুলিয়া ট্যুর করছি সামনের মাসে । সেখানে চলুন।
@amitgoswami98234 ай бұрын
আপনারা কোন মাসে এই যাত্রা শুরু করেছিলেন।
@swapnopaul4 ай бұрын
গত মাসে
@anupmandal1094 ай бұрын
দাদা, আমরা দুই বন্ধু এই অক্টোবরে যাওয়ার প্ল্যান করছি। গোমুখ তপোবন নিয়ে যে সব ভিডিও গুলো দেখেছি, তাদের মধ্যে আপনার ভিডিও গুলো অন্যতম। নতুন পর্বের অপেক্ষা করে থাকি সবসময়। যে এজেন্সি এর মাধ্যমে আপনারা গেছিলেন, তাদের কন্টাক্ট ডিটেলসটা দিলে উপকৃত হতাম।
@swapnopaul4 ай бұрын
ওরা একদম নির্ভর যোগ্য না। টাকা নিয়ে শেষে সমস্যা হতে পারে। আমি রেকমেন্ড করবো না। চাইলে অন্য এজেন্সি দিতে পারি।
@anupmandal1094 ай бұрын
@@swapnopaul অবশ্যই দিন। আমাদের প্ল্যান করতে সুবিধা হবে। আমরা ভেবেছিলাম নিজেরা ওখানে গিয়ে গাইড করে নেবো। দুইজনের পক্ষে হয়তো কিছুটা costly ও হয়ে যাবে সেটা। অনলাইন সাইট থেকে পারমিশন করতে গিয়ে কোনো না কোনো এজেন্সিকে দেখাতে হচ্ছে। তাই কোনো একটা মোটামুটিভাবে নির্ভরযোগ্য এজেন্সি পেলে ভালো হয়।
@ashishsarkar35484 ай бұрын
আপনারা কতজন মিলে গাছেন, মাথা পিছু খরচ কত পড়ল এগুলো বিস্তারিত জানালে ভালো হয়। লালবাবার আশ্রমে কি থাকা যায়।
@swapnopaul4 ай бұрын
আগের পর্বে এসব বলেছি। লাল বাবা আশ্রমে থাকা যায়।
@NemaiBag-kl2dx4 ай бұрын
দাদা না ভাই হবে যানিনা ! আমরা দুই বন্ধু মিলে, ৯ ই মে ২০২২ শে চার ধাম গিয়ে ছিলাম, আমরা গঙ্গোত্রী দর্শন কোরে ছি, ওদিকে যমুনেত্রী, কেদারনাথ , বদ্রীনারায়ন, দর্শন কোরে ছি, আর গোমুখ যেতে পারিনি, শরীর আর পারমিসন দিলোনা, আমার বয়স তখন ৬২ , আর বন্ধুর বয়স ৬৫ , খুব ভালো, গাড়োয়াল হিমালয় যে কি ভয়ঙ্কর সুন্দর তা উপলব্ধি কোরেছি , নমস্কার আপনার ভিডিও খুব ভালো লাগলো ।
@swapnopaul4 ай бұрын
আমার 45 বছর বয়স। এই ট্রেক যে কতটা ভয়ংকর ও সুন্দর তা আমি হাড়ে মজ্জায় বুঝেছি। আপনি সঙ্গে থাকুন।
@exploremanoj4 ай бұрын
আমার তো ৫২ বছর বয়স, যেতে পারব! আপনি তো ৪৫এই হাপাচ্ছেন! সত্যিই ভয়ঙ্কর সুন্দর।
@samarnathdutta9604 ай бұрын
আমি 1990 সালে গোমুখ May মাসে গিয়েছিলাম। তখন লালবাবা আশ্রমে ছিলাম এবং পাশে Garwal mandol Vikas Nigam এর tourist lodge ছিল ।ওই গূল দেখা গেল না?
@ninamazumdar65254 ай бұрын
Asadaran
@praptimandal25114 ай бұрын
আপনার সাথে বেরিয়ে পড়তে ইচ্ছে করছে।
@srestendusaha20434 ай бұрын
আমি এর থেকে অনেক অনেক বেশী স্নো fall পেয়েছি।ছিটকুল,জুলুক এ সারাদিন, সারারাত snow fall পেয়েছি।stranded হয়ে গেছি দুবার ই।কেদার,ছাঙ্গু তেও পেয়েছি,তবে আটকে পড়ি নি।আর ঘুম এর কাছে বরফ তো অনেক বার ই
@swapnopaul4 ай бұрын
খুব বেশি বরফ পড়লে আবার বিপদ।
@Bulbul-tk2ks4 ай бұрын
কেমন আছেন দাদা একসাথে অ্যাডভেঞ্চারের সুযোগ কি আর জীবনে হবে না জানিয়ে দিলে ভালো হয়
@swapnopaul4 ай бұрын
দাদা আমাদের নিজস্ব ট্রেকিং টিম আছে। আমি সামনের মাসে পারুলিয়া ট্যুরের প্ল্যান করেছি। তার পোস্ট ও দিয়েছি। যদি মনে করেন তো যেতে পারেন।
@BiswajitGoswami-dm8ic4 ай бұрын
এই পথের পাহাড়ী নালার উপরের বাঁশের সাঁকো গুলো যদি concrete হতো তাহলে যাত্রীদের সুবিধা হতো
@swapnopaul4 ай бұрын
ঠিক কথা
@dipakkundu45694 ай бұрын
2000 সালে গিয়েছিলাম তখন লাল বাবার আশ্রম আর জিএমভিএন রেস্ট হাউস ছাড়া কিছু ছিলোনা তপোবণেও একটা আশ্রমের মতো ছিল
@swapnopaul4 ай бұрын
২৪ বছর কেটে গেছে।
@kartickkhatua154 ай бұрын
দাদা আপনার ভিডিও আসতে এত দেরি হয়, কারণ আপনার ভিডিওর অপেক্ষায় থাকি
@swapnopaul4 ай бұрын
এডিট করতে তো সময় দিতে হবে। আমি তো ইউটিউবে হোল টাইমার নই। অন্য কাজ ও তো আছে।
Ami 2015 te giye chilam,ami r amar Husband 5 am a Gangatri theke tracking suru kore chilam r Duphur 2 pm er moddhe pouche gechilam Bhojbasha te.
@swapnopaul4 ай бұрын
আমি 8 টায় বেড়িয়ে 4টায় পৌঁছেছি। 8 ঘন্টা লেগেছে।
@saumitramukherjee76974 ай бұрын
এটাই একমাত্র কাজ পাহাড়ে যত তাড়াতাড়ি সম্ভব যাত্রা start করতে হবে, পারলে ভোর রাত থাকতে
@leenapramanik70814 ай бұрын
Okhane ki thakar jaiga nei
@swapnopaul4 ай бұрын
আছে। দুটো।
@rabinhalder23234 ай бұрын
Dada ai tourist guide der sathe contact korbo ki vabe?
@swapnopaul4 ай бұрын
এজেন্সি মারফত। সরাসরিও হতে পারে।
@rabinhalder23234 ай бұрын
@@swapnopaul seta ki vabe
@swapnopaul4 ай бұрын
অনলাইনে অনেক ভালো ট্রেক এজেন্সি আছে। ইন্ডিয়া হাইকস এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওরা সাথে নিয়ে ট্রেক করিয়ে আনে।
@rainbowmychannel35024 ай бұрын
👍👍👍👌👌👌
@BiswajitGoswami-dm8ic4 ай бұрын
বিগলিত করুনা সিনেমাতে এই পথ দেখেছিলাম ৫০ বছর পরেও এই পথের কোন পরিবর্তন চোখে পড়লো না
@gopasarkar36834 ай бұрын
আপনাদের খুব কষ্ট হচ্ছে। ঐ ব্যাগের মধ্যে সরা শীরির গরম হয়।
@swapnopaul4 ай бұрын
অভ্যাস তো নেই...
@rakeshkumardas62714 ай бұрын
❤❤❤❤
@mahaswetachakraborty47124 ай бұрын
Ki dugam rasta!baba loke ekhane thake ki kore!ei pahare thaka ar chola ki kastokor jara pahare choreche tara jane.tushar paat pawa o bhagyer byapar
@swapnopaul4 ай бұрын
ওখানে কোন জন বসতি নেই। একটা আশ্রম আর GMVN এর কটেজ আর কিছু তাবু আছে।
@narayanbiswas86064 ай бұрын
Dada.apnar.phone.no.chi.apnaka.khub.valo.lagaa
@swapnopaul4 ай бұрын
ফোন নম্বর তো এভাবে দেওয়া যায় না। আপনি মেল করতে পারেন। ডেসক্রিপশনে মেল আইডি দেওয়া আছে।
@BiswajitGoswami-dm8ic4 ай бұрын
গাইড না নিয়ে একা এই পথে tracking করলে কি বিপদ হতে পারে তা তুতুলদি আমাদের জানালেন যারা এ পথে যাবেন তারা এ কথাটা খেয়াল না রাখলে গুরুতর বিপদে পড়বেন
@swapnopaul4 ай бұрын
অবশ্যই বিপদ হতে পারে।
@tanumanu6634 ай бұрын
দাদা নাক পরিষ্কার করে ভিডিও বানিয়েন আপনার প্রত্যেকটা ভিডিওতে একই অবস্থা বাকি সব ঠিক আছে
@swapnopaul4 ай бұрын
এবার তো নাক ফাটবে। আর রুপ চর্চা ঘরে বসে হয়, ট্রেকিং এ গিয়ে হয় না।
@tanumanu6634 ай бұрын
@@swapnopaul আরে আপনাকে মেকাপ করতে বলিনি নাক পরিষ্কার করে ভিডিও করতে বলেছি আমি নিজে একবার ভিডিও দেখে আমার কথা মিলিয়ে নেবেন,
@Baris7934 ай бұрын
Bangalira ki English er E o jane na igloo hot 🔥 na ota Hut 🛖 . Kindly bhashar barota bajaben na.
@swapnopaul4 ай бұрын
আমি সূচ হলে আপনি যে চালুনি সেটা বোঝা গেলো। পাণ্ডিত্য দেখাতে গিয়ে ইংরাজী ফন্টে বাংলা ভাষায় লিখতে আপনার আটকালো না? আর কানের সমস্যা হয়েছে আপনার। আপনি একজন কানের ডাক্তার দেখান। কোথাও ইগলু হট বলা হয়নি, ইগলু হাট ই বলা হয়েছে সব যায়গায়। আপনি পন্ডিত মানুষ হতেই পারেন তবে আমাকেও মূর্খ ভাবারও কোন কারন নেই। -২ ডিগ্রী সেন্টিগ্রেটে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে কথা বলে দেখবেন কতটা স্পষ্ট ভাবে কথা বেরোয় মুখ থেকে। যাই হোক আপনি খুঁত খুঁজতে থাকুন। আর দয়া করে ইংরাজী ফন্টে বাংলা ভাষা লিখে বাংলা ভাষার অমর্যাদা করবেন না। বাংলা লেখার জন্য বাংলা অক্ষর আছে।
@amlanmajumdar97774 ай бұрын
আশপাশের এলাকা দেখান, খালি আপনারদের মুখ বেশি
@swapnopaul4 ай бұрын
শুধু ছবিই যদি দেখতে চান তাহলে গুগলে সার্চ করুন, হাজার হাজার ছবি পাবেন ওই জায়গার।
@saumitramukherjee76974 ай бұрын
সত্যি মনে হচ্ছে আমরাও হাটছি আপনার সাথে। আমরা যেবার গিয়েছিলাম তখন তো কোনো তুষার ঝড় পাইনি fortunately