Рет қаралды 45,918
গানের কথাঃ
ভুলিয়া না যাই যেন, ভুলিয়া না যাই
অফুরন্ত দয়া তোমার, অনন্তকাল স্থায়ী ॥
যত দয়া এ জীবনে, দেশে দেশে এ ভুবনে
দণ্ডে দণ্ডে নিশিদিনে, সর্বক্ষণে পাই ॥
কেবলমাত্র তোমার দয়ায়, পিতা হে চিনেছি তোমায়
পেয়েছি ঐ পায়ে আশ্রয়, চিরকালের ঠাঁই ॥
যেন তোমার দয়ার কথা, চিরদিন রয় প্রাণে গাঁথা
কৃতজ্ঞতা যেন প্রাণে থাকে সর্বদাই ॥
#isaesong #isaechurch #ভুলিয়ানাযাই