জয় গুরু হরে কৃষ্ণ, নমস্কার কাকু। তুমি আমার ভক্তিপূর্ণ প্রণাম নিও। তোমার খুব সুন্দর একটি আলোচনা প্রসঙ্গ শুনে সত্যি আমার প্রাণ জুড়িয়ে গেল। আমি গর্বিত যে আমি একজন সনাতনী ও ভারতবাসী। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। গোবিন্দ তোমার মঙ্গল করুন। নমস্কার, হরে কৃষ্ণ জয় রাধে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিবোল।