বিশ্ববরেণ্য বাংলা সাহিত্যিক বিমল মিত্রের ১১৩ তম জন্মজয়ন্তী নদিয়ায় কৃষি সাহিত্য পত্রিকার উদ্যোগে

  Рет қаралды 38

কৃষিসাহিত্য

কৃষিসাহিত্য

Күн бұрын

গত ১৮ই মার্চ ছিল বিশ্ববরেণ্য বাংলা ঔপন্যাসিক ও সাহিত্যিক বিমল মিত্রের১১৩তম জন্মদিন। আমাদের কৃষি সাহিত্য পত্রিকার উদ্যোগে গত ১৭ তারিখ মাজদিয়া রেলবাজার হাই স্কুলের হলঘরে এবং ১৮ তারিখে কৃষি সাহিত্য পত্রিকা অফিসে তা#র ১১৩তম জন্মজয়ন্তী পালন করা হয় । ১৭ তারিখে রেলবাজার হাইস্কুলে কবি সাহিত্যিকদের উপস্থিতিতে বই পড়ুন বই পড়ান, বই প্রিয়জনকে উপহার দিন, চলো বই পাঠের অভ্যাস করি ,ইত্যাদি স্লোগান কে সামনে রেখে অনুষচ্ঠানের আয়োজন করা হয়েছে। ।
এদিনের অনুষ্ঠানে ডক্টর কুঞ্জবন বিশ্বাস কবি ও সাহিত্যিক বিপুল কুমার ঘোষ বিশিষ্ট সাহিত্যিক সোমনাথ কর্মকার কবি ও বিহান বেলা সম্পাদক সুমন বিশ্বাস সম্পাদক স্বপন কুমার ভৌমিক সহ প্রায় ২৫ জন কবি সাহিত্যিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ছিলেন বিশিষ্ট কবি ও গাংচিল পত্রিকার সম্পাদক বিপুল কুমার ঘোষ মহাশয়।
সবশেষে উপস্থিত কবি সাহিত্যিকরা তাদের নিজনিজ লেখা পাঠ করে শোনান।
সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয় রূপকার ও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের ১২৫ তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান উদযাপন করা হবে।
সিদ্ধান্ত নেওয়া হয় চলো বই পাঠের অভ্যাস করি নিয়ে একটি গ্রাম বাংলার মধ্যে পদযাত্রার আয়োজন করা হবে।
মূল বিষয়গুলি থাকবে বই পড়ুন বই প্রিয়জনকে উপহার দিন বই কিনুন লাইব্রেরীগুলিকে বাঁচান
প্রত্যেক স্কুলে একটি করে পঠনের ক্লাস রাখতে হবে।
লেখক পাঠক সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যেতে হবে।
পরবর্তীতে পায়রাডাঙ্গা রানাঘাট সহ বিভিন্ন স্থানে এই বিষয়ে প্রচার কর্মসূচি রাখা হবে।
পরের দিন
কৃষি সাহিত্য পত্রিকার সভাঘরে অনুষ্ঠিত জন্মজয়ন্তী অনুষ্ঠানে
স্মৃতিচারণ করলেন বিমল মিত্রের বর্তমান নিবাস আলিপুর নিবাসী বিজ্ঞানবার্তা পত্রিকার প্রকাশক অনিরুদ্ধ ভট্টাচার্য।
এছাড়াও বিমল মিত্রের স্মৃতিচারণা করেন ও কবিতা পাঠ করেন রিনা পাল কুমার বিশ্বাস বিকাশ বিশ্বাস কবি বিপুল কুমার ঘোষ সাহিত্যিক সবিতারায় বিশ্বাস সনজিৎ সেন।
ও কৃষিসাহিত্য সম্পাদক স্বপন কুমার ভৌমিক
ক্যামেরায় ও প্রতিবেদনে নিজস্য প্রতিনিধি । ধন্যবাদ ।

Пікірлер
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 83 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,7 МЛН
দাব্বাতুল আরদ্ AI কেন
1:02:00
Scientific Tafsir (Zakaria Kamal)
Рет қаралды 35 М.