কথা,সুর,আবেগ,পরিবেশন সবই অনবদ্য পল্লব। আরও গান পাঠাস।শেয়ার করলাম।
@saswatidasgupta9900 Жыл бұрын
Sotti asadharon akta gaan sunlam.jamon kotha temon sur..anoboddo..
@krishnadasgupta5811 Жыл бұрын
মাটির যেমন সোঁদা গন্ধ মন মাতায় ,তেমনি এ গান প্রান জুড়ায় ।অভিনন্দন অভিনন্দন
@PallabKirtaniaofficial Жыл бұрын
বন্ধুদের শুনিও।
@kironbhattacharjee9411 Жыл бұрын
যত শুনি তত মুগ্ধ হয়ে যাই। আর ভাবি কত বাজে গলা নিয়ে বাংলার গায়ক হয়ে যায় !!!
@samindrabhowmick8111 Жыл бұрын
অপূর্ব নিবেদন।যেমন কথা তেমন সুর।
@swagatabhattacharjee5892 Жыл бұрын
খুব সুন্দর কথা এবং গায়কী।🙏❤️
@shilpigupta8895 Жыл бұрын
Apurbo pallab babu ..apnar ganer ami sobsomoy e fan
@architamondal4022 Жыл бұрын
Asadharon
@tarakeshwarchakraborty5727 Жыл бұрын
বাহ্ চমৎকার লাগলো আপনার এই নতুন গান। শুভেচ্ছা রইলো একরাশ। গান চলুক নিরন্তর।দয়া করে এই প্রতিবাদী গায়ক পাল্টে যাবেন না। না হয় একটু আধটু সমালোচনা হবে,হোক না। আমি আছি, আমরা আছি। আমরা সঙ্খ্যায় খুব বেশি হবো না নিশ্চয়ই, তবুও আমরা আছি,থাকবো। আমি আপনার মতো গাইতে বা গান বাঁধতে পারি না ঠিক, চিৎকার করতে পারি,দু কলম লিখতে পারি আপনার জন্য। অনেক অনেক শুভেচ্ছা জানবেন। ভালো থাকবেন।
@kazirashed9994 Жыл бұрын
অসাধারণ গায়কীতে এক অনন্য লেখা পরিবেশনা শুনলাম। ভালো লাগলো। ধন্যবাদ।
@PallabKirtaniaofficial Жыл бұрын
অনেক ধন্যবাদ। সম্ভব হলে বন্ধুদের শুনিও।
@mitulduttaofficial907 Жыл бұрын
আরও বাঁধো, এমন গান। যাদের জন্য বাঁধলে, তারা যেন শুনতে পায় ♥
@PallabKirtaniaofficial Жыл бұрын
আমার গান কজন আর শোনে মিতুল?
@somenathghosh2713 Жыл бұрын
বাহ খুব সুন্দর । গ্রাম্য ছবির সাথে গান বাস্তব জীবনের কথা বলছে। অভিনন্দন জানাই । হোয়াটস আপ বিভিন্ন গ্রুপে শেয়ার করেছি।
@sadhanchowdhury72567 ай бұрын
এক জনমের হার…… আরও চমৎকার হয়… ভালো লাগলো গানের দৃশ্যায়ন।
@PallabKirtaniaofficial5 ай бұрын
ভালোবাসা!
@susmitabarikdas3 ай бұрын
খুব সুন্দর মন জুড়িয়ে গেলো
@tapankrbaidya2235 Жыл бұрын
পল্লব দা মানেই মনে আসে তৃপ্তি,বুকে আসে সাহস🙏🏻
@PallabKirtaniaofficial Жыл бұрын
অনেক ধন্যবাদ। বন্ধুদের শুনিও!
@syedasonia-dv2bm Жыл бұрын
টানা তিন বার দেখলাম। শুনবো নাকি দেখবো। তোমার গান মানেই চোখ ও কানের শান্তি মগজের খোরাক। তোমাকে না চিনলে না জানলে জীবনকে চেনা বাকী থেকে যেত আমার। মাটির ছেলে তুমি ভালো থেকো, নিরাপদ হোক তোমার পথচলা ও সুস্থ থেকো তোমার অনেক কাজ করতে বাকী আছে যে এখনও,,,,
@স্বপনপালেরকবিতাSWAPANPALPOET.P Жыл бұрын
অনবদ্য ভাবনা। অভিনন্দন।
@sanjurgaan Жыл бұрын
পল্লব দা কে আমি যত দেখি ততই কিছু না কিছু শিখি। বাংলায় এমন শিল্পীকে জেনে আমি আপ্লুত ও গর্বিত। ভালো থেকো দাদা। ❤ সঞ্জয় চট্টোপাধ্যায়।
@PallabKirtaniaofficial Жыл бұрын
অনেক ধন্যবাদ। সম্ভব হলে বন্ধুদের শুনি।ও
@supriyachatterjee1019 Жыл бұрын
এক কথায় দারুন
@ashischattopadhyay5421 Жыл бұрын
বন্ধু, গানটা শুনতে শুনতে, মনটা উদাস হয়ে গেল সঙ্গে অনেকটা ভারাক্রান্ত। তোমার সুকণ্ঠ, সঙ্গে সুমধুর সুরের আঘ্রাণ নিতে নিতে গ্রাম বাংলার মাটিতে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। চিরকালই জমিদার জোতদারের বিরুদ্ধে, মানুষ সংগ্রাম করে এসেছে। আর এখন মানুষ আর এক শ্রেণীর মানুষের দ্বারা শোষিত হচ্ছে। সময় এসেছে ,সংগ্রাম শুরু করো মুক্তির, দিন নয় তর্ক ও যুক্তির..... তোমার গানের মাধ্যমে মানুষ ঐক্যবদ্ধ হোক এই আশা রাখি। তোমার শিল্পী মন এবং শিল্প সত্তার আরও উন্নতি হোক, এই কামনা করে, আগামীর উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক্ষায়....
@elorabiswas5406 Жыл бұрын
মন ভালো করা কথা আর সুর।❤
@ritrajee Жыл бұрын
অসাধারণ দাদা। প্রণাম নিও
@somabandyopadhyay8524 Жыл бұрын
অসাধারণ একটি গান। কৃষকের কথা কজন বলতে পারে এভাবে। প্রণাম শিল্পীকে,এমন একটি গান উপহার দেওয়ার জন্য❤️🙏
@atanumajundar80993 ай бұрын
অসাধারণ, দারুন, দুর্দান্ত
@srabanibiswas341 Жыл бұрын
দারুণ লাগল। তোমার গান অনেক দিন পর শুনলাম।
@rudranimisra4384 Жыл бұрын
অনেক চাপের মধ্যেও, এই সামাজিক গানটার সুর কথা ভীষণ ভাবে নাড়িয়ে দিয়ে গেল। অনবদ্য🙏
@arpitadatta5102 Жыл бұрын
ভাষাতে প্রকাশ করার যোগ্যতা নেই। অসাধারণ
@sambikneogi4485 Жыл бұрын
দারুন দারুন দাদা
@simasarkar3622 Жыл бұрын
শুধুই মুগ্ধতা ৷ চোখের আরাম ৷ মনের শান্তি ৷
@PallabKirtaniaofficial Жыл бұрын
অনেক ধন্যবাদ। নন্ধুদের শুনিও।
@sahanachaudhuri9816 Жыл бұрын
অসাধারণ।👌👌👌
@sarmisthadutta3523 Жыл бұрын
আহা মনটা জুড়িয়ে গেল। কতদিন পরে এমন গান শুনলাম। আরো আরো গান করুন আমাদের জন্য। Share করলাম। এ গান সবার শোনার দরকার।
এই তো, আবার আমাদের সেই চিরচেনা পল্লবদা.... কী দেব আজ আমরা তোমায়- আঁজলা ভরা ভালবাসা ছাড়া...
@mithunag34863 ай бұрын
অসাধারণ! বার বার শুনেই যাচ্ছি।
@dr.ujjwalkumarroy10544 ай бұрын
অসম্ভব সুন্দর কি করে গাও বন্ধু আরো আরো অনেক চাই, তোমার আরো অনেক কিছু দেবার আছে, তোমার অনেক অনেক প্রতিবাদের জায়গা আছে , এগিয়ে চলো বন্ধু।
@PallabKirtaniaofficial4 ай бұрын
ভালোবাসা!
@salilchattopadhyay41817 ай бұрын
হৃদয়স্পর্শী সৃজন ও উপস্থাপনা!❤
@aditipal6053 Жыл бұрын
Dada osadharon.. lyrics jemon osadharon temon e composition temon e geyecho.. ek kothay dada darun hoyeche.. onek shroddha abong bhalobasa..egiye cholo..
@kakolichatterjee4281 Жыл бұрын
শমে সুর সৃজনশীল... খুব ভালো লাগলো দাদা! কৃষক বন্ধুদের প্রতি এমনে আকর্ণ কৃতজ্ঞতা নির্দ্বিধায় ব্যক্ত করে কয়জনায়? ... হৃদয় ছুঁয়ে গেলো ❤❤❤❤❤❤
@PallabKirtaniaofficial Жыл бұрын
অনেক ধন্যবাদ। সম্ভব হলে বন্ধুদের শুনি।ও
@rumaeducationcreations4252 Жыл бұрын
এইভাবে প্রকৃতি ও তার সন্তান তাদের কে নিয়েই তোমার ঘর ভালো থেকো আজীবন...
@sukantabarman5139 Жыл бұрын
অসাধারণ একটি গান ❤
@bharatitalukder62717 ай бұрын
কথায় সুরে গায়কিতে মন ভরিয়ে দিল।❤
@krishnabanerjee3089 Жыл бұрын
Ato baro akjan doctor ke Red salute I heard many songs. Tomar a la rai chalu thak❤
@rupalighosh4763 Жыл бұрын
অপূর্ব 🎉
@krishnaroy2029 Жыл бұрын
অপ্রতিম ❤
@jollybiswas5280 Жыл бұрын
অসাধারণ অসাধারণ স্যার 🙏💐
@santanubrahma43028 ай бұрын
ভীষণ ভালো লাগলো গানটা! ধন্যবাদ নেবেন।
@jana.ajanta9036 Жыл бұрын
Opurbo
@MUSICALINDU Жыл бұрын
অনবদ্য
@beautysaha6619 Жыл бұрын
চরম এই সত্য, কবে বুঝবে সমাজ?
@dipanwitaghosh4883 Жыл бұрын
Excellent, lost my word.
@rupalighosh4763 Жыл бұрын
অসাধারণ
@pradipmohanta9321 Жыл бұрын
এই রকম শিল্পী কাজ পান না, আর যারা গুণে এর ধারে কাছে নয়, তারা প্রচুর কাজ পায় আমাদের এই গত এক দশকে।
@PallabKirtaniaofficial Жыл бұрын
অজস্র ধন্যবাদ। সম্ভব হলে বন্ধুদের শোনাবেন!
@biplabchakraborty6423 Жыл бұрын
কৃষক বন্ধুরাই তো আমাদের মুখে অন্ন তুলে দেন |খুব ভালো লাগলো
@jhimkibanerjee5231 Жыл бұрын
অনেক যন্ত্রনা থেকে এমন কথা, গলায় এমন দরদ উঠে আসে। প্রণাম।
@SurajitSahaphysik Жыл бұрын
dada, khub sundor ekti gaan ...onek bar shune cholechi
@PallabKirtaniaofficial Жыл бұрын
অনেক ধন্যবাদ। সম্ভব হলে বন্ধুদের শুনিও।
@SurajitSahaphysik11 ай бұрын
অবশ্যই দাদা। তোমার কাছে একটা অনুরোধ। বর্তমানে এদেশে বিজ্ঞানমনস্কতা সংকটে। একের পর এক অবৈজ্ঞানিক বিষয় সিলেবাসে ঢোকানো হচ্ছে। বলা হচ্ছে আধুনিক বিজ্ঞানের সবই নাকি বেদ উপনিষদে আছে । ডারউইনের বিবর্তনবাদ ক্লাস 9-10 এর সিলেবাস থেকে তুলে দেওয়া হচ্ছে । বেশিরভাগ ছাত্রছাত্রীরা ক্লাস 10 এর পরে বিজ্ঞান নিয়ে পড়ে না তারা একবারের জন্যেও জানতে পারবে না যে মানুষ মানুষ হিসেবে এই পৃথিবীতে আসেনি বিবর্তনের ধারায় এককোষী থেকে বহুকোষী এই ধারা বেয়ে একটা সময় আধুনিক মানুষ এসেছে। বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান গুলিতে একের পর এক জ্যোতিষশাস্ত্র নিয়ে সেমিনার হচ্ছে ।অতীতে এমন অনেক কিছু আছে সত্যিকারের গর্ব করার মতোই । কিন্তু সেগুলি না বলে মিথ্যে কথা বলা হচ্ছে ।যে দেশে রেনেসাঁর সময় বিদ্যাসাগরের মতো মহান মানুষ প্রফুল্ল চন্দ্র রায় মেঘনাদ সাহার মতো বিজ্ঞানীরা লড়াই করে গিয়েছে সেই দেশের এখন এই অবস্থা । বিজ্ঞান গবেষণায় অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে। চতুরভাবে বিজ্ঞানের সাথে ধর্মীয় চিন্তা মিলেমিশে এক অদ্ভুত সত্য-মিথ্যার মিশেল তৈরি করা হচ্ছে। আমরা লড়াই করছি এই সমস্ত চিন্তার বিরুদ্ধে। লড়াই করছি বিজ্ঞানের জন্য। লড়াই করছি বিজ্ঞানমনস্ক ভারত তৈরি করার জন্য। তুমি যদি একটি গান লেখ এবং গাও এই সমস্ত কিছু নিয়ে তাহলে তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। আমরা সেই গান গাইবো।
@reaj9511 ай бұрын
পল্লব কীর্তানিয়া,শীতল চক্রবর্তী। এদের গান কেনো ভাইরাল হয়না!!! আমার বড়ো আপসোস লাগে। কমেন্ট রেখে গেলাম হাজার বছর পরের প্রজন্মের জন্য
@dr.ujjwalkumarroy10544 ай бұрын
আমার ও অভিমত
@nurjahankhatun5077 Жыл бұрын
ভক্তি
@miumiucats1788 Жыл бұрын
অসাধারণ লাগলো
@PallabKirtaniaofficial Жыл бұрын
বন্ধুদের শুনিও সম্ভব হলে।
@soumyawithhisworld1565 Жыл бұрын
অনবদ্য লাগলো।।❤ সুর, প্রিয় মানুষের গলা,, এ গান চূড়ান্ত জীবনবোধের গান। অনুপমের টুকরো ছবিগুলোও বেশ। আমার প্রণাম, শুভ কামনা রইলো ❤💐
@sharmilaghosh6851 Жыл бұрын
খুব সুন্দর... স্যার..
@supriyabiswas1235 ай бұрын
আহা আহা, মন ছুঁয়ে গেলো। ভালো থাকবেন।
@PallabKirtaniaofficial5 ай бұрын
ভালোবাসা!
@mousumichakraborty8423 Жыл бұрын
কি যে স্পষ্ট উচ্চারণ, অসাধারণ গলা, স্বাদটাই আলাদা গানের। মন ভালো হয়ে গেল। পুরোটাই অনন্য❤
@PallabKirtaniaofficial Жыл бұрын
ধন্যবাদ। সম্ভব হলে বন্ধুদের শুনিও। আমার গান তো ডেকে ডেকে শোনাতে হয়!
@khetevalobasi9191 Жыл бұрын
খুব খুব ভালো হয়েছে দাদা❤
@PallabKirtaniaofficial Жыл бұрын
অনেক ধন্যবাদ। সম্ভব হলে বন্ধুদের শুনিও। শুভ বিজয়া।
@PallabKirtaniaofficial Жыл бұрын
অনেক ধন্যবাদ। সম্ভব হলে বন্ধুদের শুনিও।
@ADHIKRAMBANERJEE Жыл бұрын
যতই প্রশংসা করি সেটাই কম হবে, তাই শুধুই 🙏🙏🙏
@PallabKirtaniaofficial Жыл бұрын
তোমাদের ভালো লাগলে আমার শ্রম সার্থক হয়, নতুন কিছু সৃষ্টির তাগিদ আসে। ভালো থেকো, সম্ভব হলে শুনিও বন্ধুদের ।
@syedraihan8019 Жыл бұрын
মন জুড়িয়ে যাওয়ার মত গান,তবেঁ কবে বুঝবে এই তথাকথিত সভ্যসমাজ অবহেলিত কৃষকের কি অবদান তাদের ঐ সভ্যতা গড়ায়
@nurjahankhatun5077 Жыл бұрын
আমার প্রিয় শিল্পী
@তনু-থ৩শ Жыл бұрын
জুড়িয়ে গেল মন আমার, জুড়িয়ে গেল কান। কবে জাগবে, কবে বুঝবে সেই আশায় দিন গুনি।
@mousumichaudhuri9584 Жыл бұрын
Ashombhob sundor , jemon sundor kanthoswar temon rachona saili Arakom aro srishti amader samridhi koruk Anek avinondon kabi shilpi bondhu
@PallabKirtaniaofficial Жыл бұрын
অনেক ধন্যবাদ। সম্ভব হলে বন্ধুদের শুনিও।
@poulamichakraborty1129 Жыл бұрын
অদ্ভুত!!! মন ছুঁয়ে গেল.... অসংখ্য ধন্যবাদ আমার মত একজন অধমকে নিজের হাতে গানটি পাঠানোর জন্যে😊🙏 মর্মস্পর্শী গান
@PallabKirtaniaofficial Жыл бұрын
বন্ধুদের শুনিও সম্ভব হলে!
@sharifmozumder7114 Жыл бұрын
অসাধারণ পরিবেশনা!
@rehanaparvin5594 Жыл бұрын
অনেক সুন্দর
@sunilbanerjee60739 ай бұрын
Excellent voice music & language,nice combination 🎉
@barnaliray9065 Жыл бұрын
বাহ
@mousumisensarma8561 Жыл бұрын
খুব ভালো 👏👏
@PallabKirtaniaofficial Жыл бұрын
অনেক ধন্যবাদ। সম্ভব হলে বন্ধুদের শুনিও।
@banibanerjee1888 Жыл бұрын
Khub valo
@PallabKirtaniaofficial Жыл бұрын
এই গানটা শুনে দেখো! শিরদাঁড়া বিকিয়ে যাওয়া শিল্পীদের দেখতে দেখতে ক্লান্ত আমি! kzbin.info/www/bejne/j4uwqouaZp56ock
@mitalidutta6713 Жыл бұрын
ব্যাপক
@indranigupta5753 Жыл бұрын
আহা!!!
@tithisingha882 Жыл бұрын
Khub shundor ❤
@utsabanerjee2026 Жыл бұрын
Excellent
@mousumihossain8033 Жыл бұрын
আপনার লেখা ও সুর ,গাওয়া ..... অসাধারণ।
@PallabKirtaniaofficial Жыл бұрын
তোমার মত দু একজন শোনে কেবল! যাই হোক ভালো বললে ভালো লাগে!
@mousumihossain8033 Жыл бұрын
লোকে এখন ইনি বিনি টাপা টিনি শুনতে ভালবাসে। লোকে এমন গান বানায়ও আজকাল।