এই মুহুর্তে দরকার একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ❤❤❤
@Shohidulislam-c1d8 күн бұрын
অনেক অনেক অভিনন্দন নতুন কমিশন কে
@naturestunes57328 күн бұрын
অভিনন্দন এবং শুভ কামনা / আলমগীর, ইতালি
@ferozalam82268 күн бұрын
❤❤❤❤ আপনারা যে দায়িত্ব নিয়েছেন আল্লাহ আপনাদেরকে সাহায্য করুক,এবং আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি।
@NajrulIslam-g4i6 күн бұрын
আলহামদুলিল্লাহ
@BulbulMia-bl1ql7 күн бұрын
আলহামদুলিল্লাহ্।
@MdProdip-z5m7 күн бұрын
সুস্ট নির্বাচন চাই
@farukhossen39077 күн бұрын
বুঝলাম না জামাত বিএনপি লিস্টে একই নাম কোথা থেকে এলো!!!!!!!!!
@mdshamimhasan88528 күн бұрын
Congratulations
@riponali22315 күн бұрын
মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এ, এম, এম নাসির উদ্দিন স্যার কে আইডিয়া-টু প্রকল্পের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন
@MDharunAlrashidBabul7 күн бұрын
ধন্যবাদ নতুন নির্বাচন কমিশনকে ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন ও উপজেলা নির্বাচন তারিখ ঘোষণা দিয়ে সম্পন্ন করে ফেলুন পরে জাতীয় নির্বাচন।
@MdForidi-rb3km7 күн бұрын
শুধু সুষ্ঠু নির্বাচন হতে হবে আর তাতেই বিএনপি ক্ষমতায় যাবে ইনশাল্লাহ
@AfsanaAfsana-u4x7 күн бұрын
👍
@MdOliullah228 күн бұрын
❤️❤️❤️
@pokamakor11147 күн бұрын
এদেশে আওয়ামীলীগ, বিএনপি ছাড়াও আরও অনেক মানুষ থাকে, তাদেরও ইচ্ছা-অনিচ্ছা আছে। দেশের বেশিরভাগ মানুষ নির্বাচন নাকি পূর্ণাঙ্গ সংস্কার চায়, সেই বিষয়ে গণভোট করতে হবে। সেই সাথে আওয়ামীলীগ এই দেশে রাজনীতি করতে পারবে কিনা, সেটারও গণভোট করতে হবে। কিন্তু দেশের এরকম জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে, এই সরকারের কিছুমাত্র গুটি কয়েক লোক, বিএনপির কথামতো সিদ্ধান্ত নিচ্ছে! ছাত্র-জনতার রক্তাক্ত লাশের উপর দাঁড়িয়ে থাকা এই সরকারের এত সাহস হলো কিভাবে, যেখানে দেশের বেশিরভাগ মানুষ পূর্ণাঙ্গ সংস্কারসহ আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতি চায়? গত ১৫ বছর ধরে বিএনপি আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে অসংখ্যবার আন্দোলনের ডাক দিয়েছিল, কিন্তু সাধারণ জনগণ কখনো কর্ণপাত করে নি। কিন্তু ছাত্ররা যখন ডাক দিয়েছে, তখনই সাধারণ জনতা রাস্তায় নেমে এসেছে। এখন যদি বিএনপির কথামতো দেশ চলে, আর সেই পুরনো পদ্ধতিতেই নির্বাচন ও সংবিধান বহাল থাকে, তাহলে এতগুলো মানুষ কেন জীবন দিল, তারা কী বিএনপিকে ক্ষমতায় আনার জন্য জীবন দিয়েছিল? তাই, আজ এই অথর্ব সরকারের কর্মকাণ্ড দেখে নিজেকেই ধিক্কার দিতে ইচ্ছে করছে, যেহেতু জুলাই গণঅভ্যুত্থানে ১৬০০ মানুষের মৃত্যু ও অসংখ্য মানুষের পঙ্গুত্বের জন্য আমিও দায়ী। আমিও ছাত্রদের ডাকে এক নতুন বাংলাদেশর স্বপ্নে লড়াই ও সমর্থন জুগিয়েছি। চেয়েছিলাম দেশটাতে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক। বিএনপি ১০ বছর ক্ষমতায় ছিল। কেউ কি বলতে পারবে যে, বিএনপির কোনো একটা উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা যেখানে সমগ্র দেশ উপকৃত হয়েছিলো? বরং, বিএনপির সময়ে, বাংলাদেশ ছিলো সারা পৃথিবীর মধ্যে অপরাধ ও দুর্নীতিতে চ্যাম্পিয়ন! সেই সময়ে একটা গৃহযুদ্ধপীড়িত দেশেও এতটা দুর্নীতি ছিলো না। এদের অপকর্মের কথা লিখে শেষ করা যাবে না। এমনকি, খুনী শেখ হাসিনার মতো, ১৯৯৬ সালে খালেদা জিয়া নিজেও ভূয়া নির্বাচন করে ৩ মাসের জন্য ভূয়া প্রধানমন্ত্রী হয়েছিল। এরপর, আবার, ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক বসিয়ে আরেকটা ভূয়া নির্বাচন করার পরিকল্পনা করেছিল। এছাড়াও, সবসময় ভারত বিরোধী বক্তব্য দেয়া এই খালেদা জিয়া আওয়ামীলীগের কাছে ক্ষমতা হারিয়ে, ২০১৫ সালে ভারতে গিয়ে নরেন্দ্র মোদীর পা ধরেছিল যাতে তাকে ক্ষমতায় বসায়। এই হচ্ছে এদের চরিত্র! আর খাম্বা তারেকের কীর্তির কথা নাই বা বললাম। আফসোস! আজকে তাদের কথা অনুসারে দেশ চলছে। বিএনপি নিজেই একটা স্বৈরাচারের দল। সুতরাং, তারা যে আনুপাতিকহারে নির্বাচন পদ্ধতি মানবে না এবং আরেক স্বৈরাচার আওয়ামীলীগকে সমর্থন করবে, এটাই স্বাভাবিক। লিখে রাখুন, বিএনপি ক্ষমতায় গেলে ছাত্রলীগের উপর থেকে সব ধরণের নিষেধাজ্ঞা তুলে নেবে। এরা মুদ্রার এপিঠ-ওপিঠ। তাই, এখন যদি ইউনুস সরকারকে চাপ দিয়ে সংবিধানের পূর্ণাঙ্গ সংস্কার না করা যায়, তাহলে এই ভুলের খেসারত আমাদেরকে আবারও ভবিষ্যতে জীবন দিয়ে মেটাতে হবে। তবে আমি এখনও সাধারণ জনতাকে নিয়ে আশাবাদী। সম্প্রতি চুয়াডাঙ্গা জেলাতে, বিএনপি তার তথাকথিত মহাসম্মেলনের উদ্দেশ্যে প্রায় ১০০০ এর উপরে চেয়ার এনেছিল, কিন্তু সেখানে ২০০ লোকও হয় নি। ধন্যবাদ চুয়াডাঙ্গাবাসীকে। এক প্লেট বিরিয়ানির বিনিময়ে আর দেশের স্বার্থকে বিকিয়ে দেওয়া যাবে না। সাধারণ জনগণ এখন বুঝে গেছে যে, এক বেলার খিচুড়ি-বিরিয়ানি লোভ করলে, সারা বছর কচু-ঘেঁচু ছাড়া আর কপালে কিছু জুটবে না। ছাত্র ও নাগরিক সমাজের উচিত, দ্রুত একটি রাজনৈতিক দল গঠন করে সময়পোযোগী ইশতেহার নিয়ে জনসম্মুখে আসা। জনগণ মুখিয়ে আছে দেশে নতুন ও তৃতীয় বৃহৎ এক রাজনৈতিক শক্তি দেখার আশায়। আর, এখানেই বিএনপির ভয়। তাই, তড়িঘড়ি নির্বাচন চায়।
@mdfayaz45297 күн бұрын
আগে সংস্থার পরে নির্বাচন। 🎉
@MDRakibulHasan-h9k8 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kazisaifulislam78927 күн бұрын
নির্বাচন কমিশন সংস্কার না করে নির্বাচন কমিশন অন্তর্ভুক্তি করলো বুঝা যাচ্ছে যে লাউ সেই কদু
@MuhasinShekh-q7v8 күн бұрын
❤❤❤❤❤❤❤
@MdMostafijarRhaman7 күн бұрын
ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর বাদারা আল্লাহর দিন কায়েমের জন্য ইসলামি দলকে ভোট দিবে।