অন্যদের কাছে শুনে শুনে ওনার প্রতি এতোদিন নেতিবাচক ধারনা ছিলো। আজ ওনার এতো চমৎকার আলোচনা শুনে বর্তমান সময়ের একজন যুগান্তকারী মানুষ মনে হলো। নিজ দেশ ওনাকে সঠিক মূল্যায়ন করতে পারেনি অথচ সারা পৃথিবীতে ওনার সম্মানের কমতি নেই। ভালো থাকবেন স্যার।
@zoinalabedin1449 ай бұрын
😭
@bulbul.aahmed9 ай бұрын
ঋষি শুনাক, যে বাইডেন, হিলারি ক্লিনটনও খুব সুন্দর করে কথা বলে..... তাহলে কি উনাদের প্রতি ইতিবাচক ধরে নেব ????....
@T3344219 ай бұрын
@@bulbul.aahmedহুম, উনাদের দোষ কি
@EliashRahmanAbir-xq4cw9 ай бұрын
@@bulbul.aahmedহাসিনা ত কোন অ্যাঙ্গেলেই কথা বলে না তাহলে তারে কি ধরে নিব?বস্তির রানি সুরিয়ার মতো।
@msumode44939 ай бұрын
@@bulbul.aahmed Ora ki kono valo social policy dara koriyeche?
@Rohim_Rafiya9 ай бұрын
এ কেমন এক মানুষ আমরা বাংলাদেশে পেলাম। শুনলে শুধু শুনতেই মন চায় তার কথাবার্তা। কতটা সাবলীল কতটা সরল ও সুন্দর কথাবার্তা তার, নীরব দর্শক হয়ে থাকতে মন চায় তার যেন ঘণ্টার পর ঘণ্টা শুনে চললেও ক্লান্তি বা বিরক্তি আসবে না মনের আসে পাশে,
@ayeshaislam-rm6rm9 ай бұрын
একজন মহান ব্যক্তি,আল্লাহ আপনার সহায়,হোন
@chanchalmahmud16469 ай бұрын
@@ayeshaislam-rm6rm সুদখোর ব্যাক্তির জন্য জান্নাত হারাম, সুদের সাথে জরিত মানুষ জাহান্নামের সর্বনিন্ম স্থান পাবে।
1.44 - 3 min থেকে কথাগুলো হৃদয় ছুয়ে গেলো। স্ত্রীর প্রতি কতোটা ভালোবাসা ❤️।এটাকেই বলে ভালোবাসা। ❤️
@NomadlandMind9 ай бұрын
একজন রক্তপিপাসু কথা শোনে আপনার আরও অনেক মানুষেরই মন ভরে যাবে। এই সময়ে খারাপদের জয়ী জয়ী অবস্থা। খারাপদের ভক্ত ও অনুরাগী বেশি।
@raselrahman92709 ай бұрын
@@NomadlandMind পুরো বাংলাদেশই চলে সুদের টাকায়। আইএমএফ বা অন্য যেকোনো আর্থিক প্রতিষ্ঠান থেকেই সরকার সুদের বিনিময়ে অর্থ নেয়। বাংলাদেশের পুরো অর্থ ব্যবস্থা চলে সুদের মাধ্যমে, সেখানে উনাকে আপনি একক ভাবে রক্তপিপাসু বলেন।
@habijabi24739 ай бұрын
@@NomadlandMindহাসিনার কথা বলতেছেন, আচ্ছা।
@michaelangelo29809 ай бұрын
😂😂@@habijabi2473
@ShamimAhmed-vz3ix9 ай бұрын
@@NomadlandMindতোর নেত্রী হাসিনার হাতে অজস্র মানুষের রক্ত লেগে আছে। আর সুদ ছাড়া আধুনিক অর্থনীতি কল্পনাও করা যায় না। তাহলে দেশের ব্যাংক ব্যবস্থা বলে কিছুই থাকবে না।
@ehteshamsajed82449 ай бұрын
8:30 আমি তখন ইন্টারে পড়ি। বাসায় স্যারের কাছে প্রাইভেট পড়ছিলাম, হঠাত ছোট বোন এসে বলল ডঃ ইউনুস শান্তিতে নোবেল পুরষ্কার পেয়েছে। আমরা অবাক হয়ে গিয়েছিলাম। এখনো মনে পড়ে পুরো দেশ উৎসবে মেতে উঠেছিলো। আপনার প্রতি শুভ কামনা।
@amaderbasha13749 ай бұрын
শান্তির নোবেল অতি বিতর্কিত একটা পুরস্কার। ১৯৭১ সালে গণহত্যায় মদদ দিয়ে হেনরি কিসিঞ্জার শান্তির নোবেল পেয়েছে। ইরাক, সিরিয়ায় বোমা মেরেও বারাক ওবামা শান্তির নোবেল পেয়েছেন। এমন অসংখ্য উদাহরণ আছে। আমেরিকা এই পুরস্কার ডিসাইড করে। আমেরিকার দালাল ও আমেরিকার প্রেসিডেন্টরা এটা পায়। আমেরিকার এটা একটা প্রজেক্ট। এতে গর্বের কিচ্ছু নাই, স্রেফ কিচ্ছু নাই।
@foysalmahamud9 ай бұрын
পশ্চিমারা যারা ইসলামের চির দুশমন তাদেরকেই নোবেল দেয়। ডক্টর ইউনুস থেকে বাংলাদেশের সাধারণ মানুষ, কোন উপকার পেয়েছে? বা সাধারণ মানুষের জন্য কিছু করেছে? এটা গর্ব করার মতো এমন কিছু না। আল কুরআন যেখানে সুদে লেনদেন করাকে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হয়েছে। সেখানে ডক্টর ইউনুস কিভাবে একজন মহান মানবতা ফেরিওয়ালা গর্ব করার বিষয় হয়? সে একজন স্বার্থপর মানুষ!
@ZubayedHossain-ys7sg8 ай бұрын
চরণ নঠ
@LawyersChannel15 ай бұрын
গ্রামীণ ব্যাংকের তিনি ছিলেন নিয়োগপ্রাপ্ত এমডি, যেমন আছে অন্যান্য ব্যাংকে। এই পদে থাকার একটা সময়সীমা আছে। তিনি তা লঙ্ঘন করেছেন যা অনৈতিক। গ্রামীণ টেলিকমের মুনাফার একটা বড় অংশ নেদারল্যান্ডে চলে যায়। নারীমুক্তি নারীর ক্ষমতায়নের কথাগুলো ইন্টারনেটে চালু কথা। যে কথার দ্বারা আপনি মুগ্ধ হতে পারেন কিন্তু বাস্তবে তা ঘটেনি। তার ক্ষুদ্র ঋণ বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে কোনো অবদান রাখেনি। ক্ষমতায়নে তো নয়ই। বরং এক্ষেত্রে অবদান রেখে চলেছে স্যার ফজলে হাসান আবেদের ব্র্যাক। ড. ইউনুস ব্র্যাকের মতো কোনো প্রতিষ্ঠান গড়ে তোলেন নি। বরং তিনি শ্রমিকদের মুনাফা থেকে বঞ্চিত করেছেন। তিনি শ্রমিক বিরোধী একজন মানুষ যিনি কোটি কোটি টাকার মালিক। দেশীয় ও বিদেশী ব্যাংকে তার অর্থবিত্তের পরিমান বিপুল। তিনি কখনো তার সম্পদের পরিমাণ কত জনসমক্ষে বলেন নি। তিনি নৈতিক দিক থেকেই একজন অসৎ মানুষ। শুধু নোবেল পুরস্কার পেলেই কেউ শ্রদ্ধা অর্জন করতে পারেন না!
@hossenmohammadjulkernine92454 ай бұрын
zionist yunnus is a follower of Dajjal. new world order of Dajjal . Mark this 41:56
@mdbaized4354 ай бұрын
অবশেষে স্যার বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান। স্যারের হাত ধরে এগিয়ে যাবে আমাদের প্রিয় মাতৃভূমি ❤
@hossenmohammadjulkernine92454 ай бұрын
zionist yunnus is a follower of Dajjal. new world order of Dajjal . Mark this 41:56
@MdShohag-gv9mb3 ай бұрын
ইনশাআল্লাহ সুদিন আসবে, আমাদের বাংলাদেশে ❤❤❤
@syedafahmianazneen92232 ай бұрын
ইনশাআল্লাহ
@lutfunbegum47032 ай бұрын
ইনশাআল্লাহ!
@sumanmajumder3926Ай бұрын
Se to dekhtei pachi alu 80kg,
@Bangladeshivlogerhappy-ls1si9 ай бұрын
ধন্যবাদ বিবিসিকে উনাকে এতক্ষণ ধরে আমাদের শুনবার সুযোগ করে দেওয়ার জন্য। উনার কথা আমরা এতদিন শুনি নাই। আরো শুনতে চাই ওনার কথা। বুঝতে চাই ওনাকে। শিখতে চাই অনেক কিছু ❤️
@BILLALDORGI9 ай бұрын
❤
@ruppojitchakraborty2822Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤wqq
@md.shanurrahman82849 ай бұрын
এই প্রতিবেদন দেখে ডঃ ইউনূস স্যার এর প্রতি আমার সম্মান আরো বেড়ে গেল আল্লাহ রাব্বুল আলামীন উনাকে নেক হায়াত দান করুক
@AkterHossain-p2x9 ай бұрын
Amin
@BandhanRoy0074 ай бұрын
Absolutely Right 👍
@AyanGaming-y5u2 ай бұрын
Plq @@BandhanRoy007
@MohdBaten2 ай бұрын
সূূূদখোর প্রতি আপনার সন্মান বেঠে গেলো?
@ShowketChowdhury-j9x4 ай бұрын
এখানে যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। দেশে এতো বিবেকবান মানুষ থাকলে দেশের উন্নতি কেও আটকে রাখতে পারবে না ইন শা আল্লাহ্। ইউনুস স্যারকে জানাই সালাম। দোয়া করি উনার হাত ধরে আমাদের সোনার বাংলা যেন দূর্নীতি - দারিদ্র - বৈষম্য থেকে পুরোপুরি বের হয়ে আসতে পারে।
@jaharmanna44919 ай бұрын
সারা বিশ্বজুড়ে ভালো মানুষ দের এমন হয়, ভালো থাকবেন ইউনূস বাবু, পশ্চিমবঙ্গ থেকে
@GolamHaidar-v8e9 ай бұрын
ইউনুস যদি ভালো মানুষ হয়ে থাকে খারাপ মানুষ কাহাকে বলে। বিদেশি ছাড়া এদেশের কার উপকার করেছে।দেশের ঝড় বন্যা অনেক কিছু গিয়েছে সেই কোন খানে সহ যোগিতা করিয়াছে। দেখান তো???.
@Naturallover-w8u9 ай бұрын
আপনি কতটুকু সাহায্য করেছেন, আসলে দোষ আপনার না শেখ হাসিনা এমন ভাবে শেখাচ্ছে যে ভালো মানুষ কে খারাপ আর খারাপ মানুষ কে ভগবান করছে🤬@@GolamHaidar-v8e
@arnob9718539 ай бұрын
মিডিয়া দেখে মানুষকে জাজ করলে এমনি হবে ! তোরা হচ্ছে মানুষরে মিডিয়া দিয়ে জাজ করোস ! ইউনুসরে সারা বিশ্বে সবাই যে এতো কদর করে এমনেই করে ? তারা সবাই কি অশিক্ষিত তোর মতো ?@@GolamHaidar-v8e
@tauficekhuda30479 ай бұрын
ভাই আপনাকে বইলা লাভ নাই। বুবুর কাছে যান
@ArifRatnijhum9 ай бұрын
তার প্রতিষ্ঠিত ৫০ টিরও বেশি প্রতিষ্ঠান এ কতো মানুষ চাকরি করে জীবন নির্বাহ করে??তারা কি দেশের অর্থনিতিতে ভুমিকা রাখছেনা?? এগুলা কি দেশের জন্য কিছু করা না???@@GolamHaidar-v8e
@rabayaruna55964 ай бұрын
# হাজার সালাম স্যার আপনাকে এত সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। না জানা বিষয় গুলো আজ জানতে পারলাম। ধন্যবাদ ❤❤❤ ডক্টর ইউনুস স্যার
@dastarok18449 ай бұрын
সময়টা অনেক নষ্ট না, চোখটা খুলে গেল। উনি সত্যিকারের একজন মহৎ মানুষ। আমাদের গ্রামে গ্রামীণ ব্যাংক আছে, ২০০৫/০৬ সালে এসেছিল সামনে থেকে দেখার সৌভাগ্য হয়েছে। Making other people happy is Super happy ness ❤ অসাধারণ উক্তি করেছেন। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি ❤
@LawyersChannel15 ай бұрын
গ্রামীণ ব্যাংকের তিনি ছিলেন নিয়োগপ্রাপ্ত এমডি, যেমন আছে অন্যান্য ব্যাংকে। এই পদে থাকার একটা সময়সীমা আছে। তিনি তা লঙ্ঘন করেছেন যা অনৈতিক। গ্রামীণ টেলিকমের মুনাফার একটা বড় অংশ নেদারল্যান্ডে চলে যায়। নারীমুক্তি নারীর ক্ষমতায়নের কথাগুলো ইন্টারনেটে চালু কথা। যে কথার দ্বারা আপনি মুগ্ধ হতে পারেন কিন্তু বাস্তবে তা ঘটেনি। তার ক্ষুদ্র ঋণ বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে কোনো অবদান রাখেনি। ক্ষমতায়নে তো নয়ই। বরং এক্ষেত্রে অবদান রেখে চলেছে স্যার ফজলে হাসান আবেদের ব্র্যাক। ড. ইউনুস ব্র্যাকের মতো কোনো প্রতিষ্ঠান গড়ে তোলেন নি। বরং তিনি শ্রমিকদের মুনাফা থেকে বঞ্চিত করেছেন। তিনি শ্রমিক বিরোধী একজন মানুষ যিনি কোটি কোটি টাকার মালিক। দেশীয় ও বিদেশী ব্যাংকে তার অর্থবিত্তের পরিমান বিপুল। তিনি কখনো তার সম্পদের পরিমাণ কত জনসমক্ষে বলেন নি। তিনি নৈতিক দিক থেকেই একজন অসৎ মানুষ। শুধু নোবেল পুরস্কার পেলেই কেউ শ্রদ্ধা অর্জন করতে পারেন না!
@ranakaysar16528 ай бұрын
ব্যক্তিত্ববান ও উন্নত মনের মানুষ। সারা পৃথিবীতে ইংরেজিতে কথা বলে যাওয়া মানুষটা, কত সুন্দর করে বাংলা বলেন। বর্তমান প্রজন্ম দ্যাখো।
@MdRaselHossain-zq2xb3 ай бұрын
তোর কি বাবা লাগে 😂
@morshedajhorna33253 ай бұрын
এ কেমন এক মানুষ আমরা বাংলাদেশে পেলাম। শুনলে শুধু শুনতেই মন চায় তার কথাবার্তা। কতটা সাবলীল কতটা সরল ও সুন্দর কথাবার্তা তার,
এইমাত্র শেষ করলামা । শুধু দুঃখ একটাই স্যার আগে এই কথাগুলো আমাদের সামনে বলেন নাই । ডয়েচে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায় - সেই সাক্ষাৎকারও দেখেছি । মীর সাব্বির এবং বিবিসি নিউজ বাংলা টিমকে ধন্যবাদ ।
@theguy40849 ай бұрын
bolle ki korten?
@gamertv86859 ай бұрын
খালেদ মহিউদ্দীন একজন সুবিধাবাধী লোক
@ImranHussain-xh5zx9 ай бұрын
নোবেল প্রাইজের দিনে আমি আমার ছোট মামার শিক্ষা প্রতিষ্ঠান খুলনা বিএল কলেজের তিতুমীর হলে ছিলাম। আপনার প্রতি যে অন্যায় হচ্ছে জাতি মনে রাখবে। ড. মুহাম্মদ ইউনুস সারা দুনিয়ায় একজনই। আপনার প্রতি আমার শ্রদ্ধা থাকবে সারা জীবন।
@farjanaakterratna16509 ай бұрын
2006 e ami Master’s xm diesilam. Ar 28th bcs preparation nichhilam confidence coaching, farmgate e. Unar Nobel prize nie bcs e question asbe tai oiden sbgulo newspaper collection e rakte hbe.unar proti prochondo rokomer respect kaj kore as a person.
@mriduldeb17059 ай бұрын
উ নার প্রতি অবিচার করা হচ্ছে
@PrimerCielo-ic8gg9 ай бұрын
@@farjanaakterratna1650apu apni ki bcs peyechilen. ami ekhon confidence farmgate e coaching kortesi
@PrimerCielo-ic8gg9 ай бұрын
@@farjanaakterratna1650apu apni ki bcs peyechilen? Ami ekhon confidence e choaching kortesi
@akhilbiswas16009 ай бұрын
খুব আহত হলাম। আমি বি এল কলেজের ছাত্র ছিলাম পাকিস্তান আমলে। এটা ব্রজলাল কলেজ। এখন মহাবিদ্যালয়। এটা আপনার ছোট মামার প্রতিষ্ঠান হলো কি করে। ব্রজলাল কলেজ কি আপনার নানা তৈরি করেছিলেন?????? আপনার মামা ব্রজলাল মহাবিদ্যালয় কলেজের কোন ঘর বা হোস্টেল কি তৈরি করে আপনার মামার প্রতিষ্ঠান বলে দাবি করছেন??? আমার জানামতে ব্রজলাল চক্রবর্তী ১৯০২ সালে ব্রজলাল হিন্দু একাডেমি তৈরি করেছিলেন।। পরে ১৯৪৪ সালে বি এল কলেজ হিসেবে আত্মপ্রকাশ করে।
@shakibkashmir3 ай бұрын
অধ্যাপক ইউনুস বাংলাদেশের অত্যন্ত মূল্যবান সম্পদ।বিশ্বব্যাপী সম্মানিত হয়েও নিজের দেশের নষ্ট রাজনীতির জন্য তিনি বারবার অসম্মানিত হয়েছেন কিন্তু ধৈর্য্য হারাননি। দেশের প্রতি দেশের মানুষের প্রতি তার ভালোবাসা দেখে আমি অবাক হয়ে যাই। এই জেনারেশনের ছেলে হয়ে এতো বড় একটা ইন্টারভিউ মনোযোগ দিয়ে পুরোটা শুনলাম।উনার মতো শিক্ষক যদি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে থাকতো তাহলে আমাদের দেশটা আজ অনন্য উচ্চতায় থাকতো।
@ummelwarabegum79803 ай бұрын
2007 8😊😊
@diprodipdas65079 ай бұрын
এক সেকেন্ডের জন্যেও ভিডিওটা স্কিপ করতে পারলাম না।শুধুই মুগ্ধ হয়ে শুনেছি।সৃষ্টির্কতা আপনাকে শতবছর বাঁচিয়ে রাখুক স্যার💝
@BandhanRoy0074 ай бұрын
সত্যি স্যার আপনার এই কমেন্টে একটি পরে আমি মুগ্ধ হলাম বর্তমানে ডক্টর ইউনুছ এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী
@md.shamimkabir36509 ай бұрын
Real gentle man.. So humble....এমন পরিস্থিতিতেও কি শান্ত ধীরস্থির...! কারো বিরদ্ধে কোন নেগেটিভ কথা নেই, গালাগাল নাই...! May Allah protect you
@LuluBilkis-y4x15 күн бұрын
Oshadharon! Great Dear Unus sir.
@debasishbhanja10 күн бұрын
Md samir Kabir you are a ass
@debasishbhanja10 күн бұрын
Lulu tue ekta gadha
@ImranVlogs88809 ай бұрын
খুবই দুঃখজনক ভয়ংকর ঘৃণ্য ঘটনা। একজন সম্মানী মানুষকে এভাবে কষ্ট দেওয়া উচিত হয়নি। উনি আমাদের দেশের একজন গর্ব।
@salehabegum99499 ай бұрын
কাকে অভিযোগ করছেন বাবা? আমরা তো চোখ থাকিতে অন্ধ!🇧🇩😂😂😂😂😂
@raihanuddin5519 ай бұрын
আমরা এখন এমন দেশে বাস করছি যে তৈল মর্দন করবেন, মিথ্যা বলবেন আর গ্রামম্য ভাষায় যাকে চামচামি বলে তাই করবেন তাতেই আপনার সন্মান হায়রে আমার সোনার বাংলাদেশে দোয়া করি আল্লাহ যেন এই মানুষ গুলো কে অসম্মান করে দুনিয়া থেকে নেয়।। আমিন ছুমমা আমিন।
@kawsersarker53789 ай бұрын
@@salehabegum9949😅
@BinoydebbarmaDebbarma-g9o3 ай бұрын
তোর কাংলাদেস কি হতছে বাই
@mdalvi86484 ай бұрын
স্যারের কথা কোন দিন শুনিনি আজ শুনেছি খুব ভালো লাগলো। আমাদের চট্টগ্রামের অহংকার। আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।
@sumon82059 ай бұрын
অসাধারণ একজন ব্যক্তি। কথা শুনলে, শুনতেই মন চায়। ❤ আফসোস। তিনি বাংলাদেশের গর্ব অথচ আমরা তার মূল্য দিচ্ছি না!
@nchowdhury76024 ай бұрын
Finally, we did.
@everythingsucks-pl4iw4 ай бұрын
Amra always respectful Sir er proti. amader kache sir er dam onek beshi shudhu oi Hasina habaite mohila jealous onek Yunus sir khub talented intelligent manush toh eijonno jealous
@badalchdey24323 күн бұрын
5⁶6⁷
@drsreepatidas61589 ай бұрын
ড মুহাম্মদ ইউনুস স্যার, আপনাকে বারে বারে শ্রদ্ধা ও সালাম জানাই। বাংলাদেশে আপনি একজনই যিনি নোবেল এনেছেন। আগে কেউ আপনার এ নোবেল সম্মান নিয়ে আসেনি, পরে কেউ কখনো পাবে কিনা, পেলে কখন পাবে তার কোন নিশ্চয়তা নেই। ক্ষমা করুন আমাদের কারণ আমরা আপনাকে ও আপনার অবদানকে বুঝতে পারছিনা। উপরে যিনি সর্বশক্তিমান বিচারক আছেন, তিনি জগৎ মঙ্গলের জন্য আপনার সহজাত ধৈর্য্য, সাধনা, শক্তি ও বয়স সবকিছুই বাড়িয়ে দিন এ প্রার্থনা।
@amaderbasha13749 ай бұрын
হাস্যকর এসব সম্মান। শান্তির নোবেল অতি বিতর্কিত একটা পুরস্কার। ১৯৭১ সালে গণহত্যায় মদদ দিয়ে হেনরি কিসিঞ্জার শান্তির নোবেল পেয়েছে। ইরাক, সিরিয়ায় বোমা মেরেও বারাক ওবামা শান্তির নোবেল পেয়েছেন। এমন অসংখ্য উদাহরণ আছে। আমেরিকা এই পুরস্কার ডিসাইড করে। আমেরিকার দালাল ও আমেরিকার প্রেসিডেন্টরা এটা পায়। আমেরিকার এটা একটা প্রজেক্ট। এতে গর্বের কিচ্ছু নাই, স্রেফ কিচ্ছু নাই।
@mizansdiary47804 ай бұрын
ড. মুহাম্মদ ইউনুস এক জীবন্ত ইতিহাস। আপনাকে চিনতে হয়তো আমাদের আরো অনেক সময় লেগে যাবে। আশা করছি আপনার নেতৃত্বে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ পৌছে যাবে এক অনন্য উচ্চতায়। অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আপনাকে স্বাগত ও অভিনন্দন ❤
@NahidMedia9 ай бұрын
সোজা সাপটা কথার জবাব দিয়ে থাকেন ড.ইউনুস! সত্যিকারে গনতন্ত্রকামী একজন মানুষ ✌️✌️✌️
@nezamulhasan19039 ай бұрын
খালেদা জিয়া যদি মুক্ত থাকত তাহলে হাসিনা মোদীর কোলে বসে রাম রাজত্ব করতে পারতো না
@nezamulhasan19039 ай бұрын
হাসিনার মতো হিংসুক মহিলা দুনিয়ায় খুব কমই জন্মায় ৷
@AlamgirKabir-m4r9 ай бұрын
গণতন্ত্র কি?
@abulhashim91569 ай бұрын
@@AlamgirKabir-m4rগণতন্ত্র হল বাহু বলে লাঠির বলে চর দখল
@ferdousirahman4399 ай бұрын
উনি একজন অপরাধী ও বটে, আর যদি নিরপরাধ হয়ে থাকেন তাকে প্রমাণ করতে হবে?
@irfanrahid589 ай бұрын
অসাধারণ.. আপনার মনোবল, আপনার সম্মান, আপনার প্রাপ্তি, আপনার শান্তি, আপনার ইতিবাচক মনোভাব সবকিছু মিলে এমন এক শক্তি আপনার মধ্যে সঞ্চার করেছে, এই নশ্বর পৃথিবীতে এমন কোন বান্দা এখনো জন্ম নেয়নি যে আপনার সেই সম্মান, শান্তি, প্রাপ্তি নষ্ট করতে পারে... আল্লাহ আপনার সম্মান শান্তি রক্ষা করবেন
@tislam17869 ай бұрын
Right
@syedashaheenakhan64259 ай бұрын
Ameen
@borhanuddinkajolmea5424 ай бұрын
A 1❤q q .x
@hossenmohammadjulkernine92454 ай бұрын
zionist yunnus is a follower of Dajjal. new world order of Dajjal . Mark this 41:56
@BandhanRoy0074 ай бұрын
Absolutely Right 👍
@Creamycanvas4 ай бұрын
আলহামদুলিল্লাহ, স্যার আপনাকে পেয়ে আজ আমরা বাঙালী জাতি গর্বিত, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই জাতি অনেক সময় নষ্ট করে আপনার প্রকৃত সম্মান ও মূল্য বুঝতে পেরেছে, সেই জন্য আমরা সত্যিকার অর্থে লজ্জিত থেকে যাবো আজীবন। অনেক ভূল করে ফেলেছে বাঙালি জাতি সঠিক সময়ে আপনার সম্মান ও মূল্য বুঝতে না পেরে, এখনো আপনার উপর অনেক অবুঝ মানুষের মধ্যে বিদ্বেষী মনোভাব বিরাজ করছে, কিন্তু তারা বুঝতে পারছেনা যে, আপনাকে দূরে রেখে এতটা বছর আমরা কি পরিমান ক্ষতিগ্রস্থ হয়েছি। ইনশাআল্লাহ, সেই পথভ্রষ্ট মানুষগুলো একদিন না একদিন বুঝতে পারবে যে, এই বাংলার উর্বর মাটিতে আপনার ভূমিকা, পরিকলপনা, দক্ষতা ও বিচক্ষণতা কতটা সহায়ক ও গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আপনার সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করি, আল্লাহর রহমতে ভালো থাকবেন, আমিন।
@hafizashirin72924 ай бұрын
ঠিক তাই
@AbdurRahim-k5d1i9 ай бұрын
স্যারের জন্য দোয়া রইল । আল্লাহ যেন তার সকল বালা মুসিবত দূর করে দেন ।
@jasimuddin84819 ай бұрын
Bala mucibot hoilo midnight election.
@deletedelete29849 ай бұрын
❤ ড.ইউনুস শতবছরের শ্রেষ্ঠ বাংলাদেশি
@romanha90719 ай бұрын
আমিন
@syedashaheenakhan64259 ай бұрын
Ameen summa Ameen
@f1n3man9 ай бұрын
তওবা তওবা ইউনুস স্যার সম্পর্কে কতই না ভ্রান্ত ধারণা আমাদের ছিল। এখন দেখছি ডঃ ইউনুস একজন টিকসই সুখশান্তি সৃষ্টিকারী ও লালনকারী ইনোভেটিভ একজন মহান ব্যক্তিত্ব।
@chanchalmahmud16469 ай бұрын
আল্লাহ সুদকে হারাম করেছেন, আর বর্তমানে মানুষ সুদকে সবচেয়ে সম্মানজনক ব্যাবসা মনে করে,
@allentertainment69484 ай бұрын
ভাই। পুরাটাই শুনলাম। কি ধারণা আসলেই উনার যে ব্যাক্তিত্ত ও ভবিষ্যৎ ধারণা খুবই মুল্যবান৷ এজন্যই পৃথিবীজুরো ঊনার চাহিদা ❤❤
@sultanmahmud26749 ай бұрын
আপনার প্রতি যে অন্যায় হচ্ছে জাতি মনে রাখবে। ড. মুহাম্মদ ইউনুস সারা দুনিয়ায় একজনই। আপনার প্রতি আমার শ্রদ্ধা থাকবে সারা জীবন।
@md.abduljabbarkhan5489 ай бұрын
স্যার, পৃথিবী আপনার জ্ঞানের ফসল ভোগ করার অপেক্ষায় আছে। আপনার সামাজিক ব্যবসা এবং তিন শূন্যের পৃথিবীর ধারণার জন্য আপনাকে প্রাণঢালা অভিনন্দন। আপনার স্বপ্নগুলো সত্যি হোক, পৃথিবীর মানুষ সুখী হোক। আপনি মার্কস, এরিস্টটল আর প্লেটোর মতো ইতিহাস হোন। আপনার জন্য শুভ কামনা।
@taslimaakter66854 ай бұрын
একজন সত্যি কারের ভালো মানুষ। আল্লাহ আপনার কাজ এবং দায়িত্ব সহজ করে দিন। আপনার প্রতি মানুষের আশা আকাংঙ্খা বাস্তবায়িত হোক। দোয়াও শুভকামনা।
@mdrashelrana9 ай бұрын
ড. ইউনুস, এতদিন আপনার প্রতি অনেক ভূল ধারণা ছিল। আলহামদুলিল্লাহ এপিসোড টা দেখে অনেক কিছু জানলাম
@SouravSharma-fi9sx5 ай бұрын
ূ 28:32
@lisanmaruf50634 ай бұрын
@@SouravSharma-fi9sx what? Explain
@hossenmohammadjulkernine92454 ай бұрын
zionist yunnus is a follower of Dajjal. new world order of Dajjal . Mark this 41:56
@mdjowel68399 ай бұрын
শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস স্যার চমৎকার মানুষ।নিশ্চই সত্যের জয় হবেই হবে।।
@syedashaheenakhan64259 ай бұрын
Insha Allah
@Mukchudi9 ай бұрын
বিবিসি বাংলাকে অসাধারণ একটি সাক্ষাৎকার প্রচার করার জন্য আন্তরিক অভিনন্দন। ডঃ মুহাম্মদ ইউনুস এর কথা শুনে আজ আমি আবেগ আপ্লুত হয়ে গেছি আমার চোখের কোনায় পানি চলে এসেছে। আশা করি ডঃ ইউনুস যাবতীয় সমস্যাকে সমাধান করে তার প্রতিষ্ঠান এবং কার্যকলাপকে আরো এগিয়ে নিয়ে যাবে।
@nazmabegum-r2l2 ай бұрын
I
@SyedShahin-u3z9 ай бұрын
স্যার, আপনি আমাদের সত্যিকার হিরো। বিশ্ব মানব জাতির জন্য অনেক করেছেন, এবার বাংলার মানুষকে মুক্ত করুন।
@smrityscakebake69133 ай бұрын
অফিসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। তবু ছাড়তে ইচ্ছে করছে না। সম্পূর্ণ না শুনলে যেন মনের অতৃপ্তি থেকেই যাবে।❤❤♥️♥️♥️
@farhantajwarnashid54429 ай бұрын
একদিক দিয়ে ভালোই হয়েছে।আমরা উনার কথা শুনতে পাচ্ছি। কিন্তু নিজের স্বার্থের জন্য এমনটি কামনা করি না। দোয়া করি তাড়াতাড়ি সকল সমস্যার সমাধান হউক।
@Bharat_Mata_Chod_719 ай бұрын
❤ ড.ইউনুস শতবছরের শ্রেষ্ঠ বাংলাদেশি
@MdAlomgir-mm1bo3 ай бұрын
প্রফেসর ইউনুস স্যার একজন বড় মনের মানুষ এতে কোন সন্দেহ নেই। আল্লাহ আপনি তিনাকে নেক হায়াত দান করেন। আমিন
@salehabegum99499 ай бұрын
অসাধারণ এক মানুষ, নোবেল প্রাইজ পাওয়ার যোগ্যতা কেবল মাত্র উনার-ই । সুস্থ্যতার সাথে দীর্ঘ জীবি হউন, আমীন 🙏🏼🇧🇩
@Brightness404 ай бұрын
এই মানুষটা যদি আমাদের নেতৃত্ব দিতো আজকে আমরা সত্যি সিংগাপুর হয়ে যেতাম। সেলুট বির আপনার প্রতি ❤️। এক হত ভাগা দেশে আপনার জন্ম💔 সাথে আমাদের ও
@mdahad96614 ай бұрын
ভাই আপনার মনের আশা আল্লাহ পূরণ করছে অভিনন্দন
@nayeemgaming86644 ай бұрын
@@mdahad9661 thik bolsen vai😸😸
@dewanakib88384 ай бұрын
shotti bolsen. Shohomot
@Yasoo-k6j4 ай бұрын
এখন আমরা যদি সোচ্চার হই তাহলে হবে।
@hossenmohammadjulkernine92454 ай бұрын
zionist yunnus is a follower of Dajjal. new world order of Dajjal . Mark this 41:56
@RinaAfroza-v6k3 ай бұрын
স্পর্শবাদী এবং সত্য কথা বলার শ্রদ্ধেয় একজন মানুষ আপনি স্যালুট আপনাকে ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mitadas50064 ай бұрын
নোবেল বিজয়ী একজন মানুষ। কত বড় সন্মান! সেটা আমাদের দেশের জন্য গৌরবের। এর আগে আর কেউ এদেশে তো এত বড় সন্মান আনেনি।কত নম্র বিনয়ী একজন মানুষ। কষ্ট হলো আলোচনা শুনে। আপনাকে সাধুবাদ জানাই।
@AbdulHakim-vf1jr4 ай бұрын
Hhh
@souvikmukherjee4694 ай бұрын
😅😅😅😅😅😅 জামাতি হারামি
@hossenmohammadjulkernine92454 ай бұрын
@@AbdulHakim-vf1jr zionist yunnus is a follower of Dajjal. new world order of Dajjal . Mark this 41:56
@hafizahmmed42963 ай бұрын
Nobel tai sondhahojonok....
@Md.HelalUddin-p3w2 ай бұрын
Who are you bloody ignore?@@hafizahmmed4296
@MonoarulMurad9 ай бұрын
অসাধারণ ব্যাক্তিত্ত্ব একজন প্রফেসর ইউনুস
@oprasongik9 ай бұрын
অসাধারণ সুদ খাওয়ার যন্ত্র আবিষ্কার করেছে। শুধু শান্তিতে না অর্থনীতিতেও নোবেল দেওয়া দরকার।
@deletedelete29849 ай бұрын
❤ ড.ইউনুস শতবছরের শ্রেষ্ঠ বাংলাদেশি
@mohamadistiaquehossain70139 ай бұрын
@@oprasongikনোবেল হাংরি আপার শিষ্য...... আপনি ও নোবেলের দাবীদার......
@NuhaTasmin4 ай бұрын
এবার আপনি বাংলাদেশের প্রকৃত মূল্যে সম্মানিত হবেন স্যার ❤
@MdRasel-zh6mo9 ай бұрын
আমাদের এখনও বলার সুযোগ আছে আমাদের "ডঃ মুহাম্মদ ইউনুস স্যার" আছেন। আমরা বাংলাদেশীরা উনাকে সম্মান দিতে পারলাম না !! এটা আমাদের আফসোস । স্যারের প্রতি আমার শ্রদ্ধা থাকবে সকল অবস্থায় ।❤❤
@moshirrrahman81912 ай бұрын
এটা কোন বিষয় না উনার যোগ্যতাকে সন্মান করি তবে ঘৃণা করি উনার সুদের ব্যবসাকে।
@sasimdesai6179 ай бұрын
বক্তব্যের শুরুতে কেবলই ভালোলাগা। শেষ অংশে রীতিমতো অভিভূত হয়ে গেলাম।
@ieemaieema58603 ай бұрын
ডঃ ইউনুস সাহেব বাংলাদেশের গর্ব। ধন্যবাদ সার আপনাকে।
@shafiqurrahman23659 ай бұрын
নিজের গড়া কোম্পানি অথচ নিজেই মালিক না, সবাই মালিক,Amazing "It's a brand of the world"🌏🌐
@Village-Youtuber9 ай бұрын
অসাধারণ সরলতা অসম্ভব মেধাবী ও বাংলাদেশের গর্ব। স্যালুট স্যার❤
@BegumDilaraAkhter3 ай бұрын
আল্লাহ প্রফেসর ডঃ ইউনূস স্যার কে সুস্থ্যতা ও নেক হায়াত দিন।আমিন।
@shabdakatha25449 ай бұрын
বিবিসিকে অনেক ধন্যবাদ ড. ইউনূসের বিস্তারিত সাক্ষাৎকার নেওয়ার জন্য। জানা গেল গ্রামীণ ব্যাংকের ইতিহাস। আশি ঊর্ধ্ব ড. ইউনূস কথাগুলো বললেন স্বতঃস্ফূর্তভাবে, সাবলীলভাবে। রেডিওতে মীর সাব্বিরের কণ্ঠ অনেক শুনেছি। কখনো দেখা হয়নি। তার গেটআপটা ভালোই, লাগল আনকমনও।
@BappyTheDrifter9 ай бұрын
দোকানে বিদেশি পন্য থাকার পরেও যারা দেশি পন্য কিনে ঘরে ফিরে তারাই প্রকৃত দেশ প্রেমিক
@sabbirhossainnoyon1009 ай бұрын
যারা আফগানিস্তানের পামির কোলা খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। তারা কি??
@alaminkhalifa97149 ай бұрын
@@sabbirhossainnoyon100তারা মুসলিম
@sabbirhossainnoyon1009 ай бұрын
তারা জং* গী।@@alaminkhalifa9714
@jahedulsameer119 ай бұрын
@@sabbirhossainnoyon100যারা আমেরিকা ও ইসরাইলের গুলো খেতে চায় ও খায়, তারা কী?
@anonymoussoul33439 ай бұрын
@@alaminkhalifa9714 হ্যা তাই মুসলিমরা দেশপ্রেমিক হতে পারে না
@Afrannik093 ай бұрын
এক মুহূর্তের জন্য ভিডিওটা আমি স্কিপ করি নাই স্যারের কথাগুলো শুধু শুনেছি মনমুগ্ধকর হওয়ার মত কথা অনেক ভালো লাগছে আল্লাহ যেন তার অনেকদিন বাঁচিয়ে রাখে এমন মানুষ থাকা অনেক প্রয়োজন আমি চাই আগামী দিনের প্রেসিডেন্ট হোক বাংলাদেশের❤❤
@boniamin80629 ай бұрын
স্যালুট জানাই স্যার আপনাকে। আপনি অত্যন্ত মেধাবী ও ভদ্র প্রকৃতির একজন মানুষ।
@iamcrypticcoder9 ай бұрын
উনি একজন যুগের চেয়ে এগিয়ে থাকা মানুষ... নিঃসন্দেহে....
@SaidulIslam-oi9ly4 ай бұрын
বাংলাদেশ একজন যোগ্য লোক প্রধানমন্ত্রী হলো স্যারের জন্য শুভকামনা
@azizulhaque16788 ай бұрын
আমি এক সময় গ্রামীন ব্যাংকে চাকরি করতাম। তাঁর একান্ত সান্নিধ্যে বহুদিন কাজ করেছি।তিনি সত্যি সত্যিই অসাধারণ একজন মানুষ। বাঙালী জাতি তার কদর বুঝলনা,এটাই আপসোস....!!!!!!
@xx_naezix_xx9 ай бұрын
অসাধারণ একজন ব্যক্তি। কথা শুনলে, শুনতেই মন চায়। আফসোস। তিনি বাংলাদেশের গর্ব অথচ আমরা তার মূল্য দিচ্ছি না!
@techtorest24tv404 ай бұрын
যতই দেখি ততোই বিম্ম্বিত হই আমি এত ভালো একটা মানুষ মাশাল্লাহ ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@bishwajitkumar85174 ай бұрын
যে কেস গুলো ওনার হয়েছে সেগুলোর সত্যতা কতটুকু আমি জানি না,, কিন্তু তিনি নি:শন্ধে একজন বিশ্বের সেরা মানুষ। ❤❤❤❤❤❤
@Momota-dp6tp3 ай бұрын
সত্যি তিনি একজন সেরা মানুষ।
@vandemataram250628 күн бұрын
Bishher sera manush Hindu nidhin er Nayok!!
@mk_pasha9 ай бұрын
বাঙালি হাজার বছরের সবচেয়ে উর্বর মস্তিষ্ক❤️ আপনার তরে শ্রদ্ধা❤️
@chanchalmahmud16469 ай бұрын
সুদখোর ব্যাক্তির জন্য জান্নাত হারাম, সুদের সাথে জরিত মানুষ জাহান্নামের সর্বনিন্ম স্থান পাবে।
@mdrasheb62524 ай бұрын
নোবেল বিজয় ড. ইউনুস উনার কথাগুলো শুনে মনে খুব শান্তি পাইলাম উনি আমাদের বাংলাদেশের গর্ব আমাদের বাংলাদেশের জন্য উনার থেকে ভালো কিছু একটা প্রত্যাশা করা যায়, উনার জন্য দোয়া রইল আল্লাহ তাআলা যেন ওনাকে দীর্ঘায়ু করুক সুস্থ সবল রাখুক 🤲
@Kamal.Uddin.9 ай бұрын
Bangladesh 🇧🇩 = Prof Dr.Yunus. Golden boy of Bangladesh bright the face of Bangladesh. Long lives Younus Sir.
@abusalehmdfarhad9 ай бұрын
এমন অসাধারণ ব্যক্তিকে আমরা ব্যবহার না করে হিংসায় ধ্বংস করতেছি।
@masumhossain73219 ай бұрын
অভাগা জাতী আমরা
@r.a.ayman15299 ай бұрын
সম্পূর্ণ বক্তব্য টা শুনলাম অনেক ভালো লাগলো
@alimsheikh62849 ай бұрын
ইসরাইলকে ঈমানদার সুদখোর সাহায্য করলো সেটা কি শুনছেন
@Naim1649 ай бұрын
আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন ,কেউ তা অসম্মান করতে পারবে না ইনশাআল্লাহ। আমারও ডক্টর ইউনুস এর প্রতি নিন্দা ছিল কিন্তু এপিসোড গুলো দেখে আরও সম্মান বেড়ে গেল গেল। ❤❤
@luthfamahabub66124 ай бұрын
এভাবে একজন নোবেল বিজয়ী কেএতো কিছু বলে অপমান করা উচিত নয় বলে আমি মনে করি। আপনার ওনাকে পেয়েছেন এটা আপনাদের ভাগ্য। 🎉❤😢
@JuthiSarmin9 ай бұрын
ধন্যবাদ বিবিসি বাংলা কে সত্যিই তিনি খুবই ভালো মানুষ ধন্যবাদ সবাইকে যাঁরা সত্যের পথে দেশের জনগণের পাশে এসে দাঁড়িয়েছে ইনশাআললাহ সবাইকে
@MdRobiul241219 ай бұрын
❤❤❤মোহাম্মদ ইউনূস বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান ❤❤❤
@MstURMIAkter-to1xd3 ай бұрын
কি এক নেতা পাইলাম রে.. তিনি আসলেই অসাধারণ❤
@enayetsarder15119 ай бұрын
Thanks BBC Bangla for presenting such a wonderful interview. many thanks to Dr Yunus for bringing such a prestigious award for Bangladesh. I personally wish you long and healthy life. Thanks to Mir Sabbir as well.
@mdamirulislam91723 ай бұрын
অনেক মানুষের বক্তব্য শুনেছি । ডাঃ ইউনুসের সাহেবের মত গরিবের মানুষের প্রতি এতো ভালোবাসা চিন্তাভাবনা করতে দেখিনাই। বাংলাদেশের ওর মত একজনকে পেয়ে আমি গর্বিত। ❤❤❤❤
@sarafnawar779 ай бұрын
আমরা গর্বিত আপনাকে নিয়ে ❤️।মহান আল্লাহ পাক আপনাকে সুস্থ এবং ভালো রাখুক আমিন।
@chanchalmahmud16469 ай бұрын
আল্লাহ সুদকে হারাম করেছেন, আর বর্তমানে মানুষ সুদকে সবচেয়ে সম্মানজনক ব্যাবসা মনে করে,
@niceislamictv57999 ай бұрын
এক একটা শব্দতে কতটা যে প্রজ্ঞা তা কিভাবে বুখাই। আর প্রতিটি প্রশ্নের জবাব এতো সরলতার সাথে দিলেন উনি। অবাক আমরা💞💞
@oprasongik9 ай бұрын
জি ভাই। উনার পদাঙ্ক লেহন করেন। আপনিও উনার মতো সুদের প্রজ্ঞাতে পজ্ঞান হবেন।
@arifasultana67459 ай бұрын
)
@Tasha9699 ай бұрын
সে তো গ্রামীণ ব্যাংক ছেড়ে দিছে। গ্রামীণ ব্যাংকের সব কার্যক্রম তো আপনার আম্মার পদলেহনকারিদের হাতে। তোহ, তোমার আম্মুর চেলারা কি সুদ খাওয়া ছাড়ছে!!@@oprasongik
@mohammadhossain13399 ай бұрын
@@oprasongik আপনি যদি সত্যিই সুদের বিরোধী হন তাহলে আপনিই সঠিক। কিন্তু আপনি সুদের বিরোধী না হয়ে যদি ইউনুস বিরোধী হন তাহলে আপনি একজন অপপ্রচারকারী।
@esrafilalom94569 ай бұрын
@@oprasongikউনি কিন্তু এখন গ্রামীন ব্যাংক চালায় না।তাতে কি গ্রামীন ব্যাংক সুদ মুক্ত।অন্যান্য ব্যাংক কি সুদ মুক্ত। এখন তো সরকার গ্রামীণ ব্যাংক চালায় তাহলে এই সুদের প্রমোটার কে। বুঝেন কমেন্ট করতে হবে আর এক পক্ষীয় হিংসা বিদ্বেষ থেকে মন্তব্য কইরেন না।
@Mr2015-f3q4 ай бұрын
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, বাংলাদেশকে অসম্ভাবনীয় একটা দেশ হিসেবে উপহার দেন
@jashimkhan56999 ай бұрын
ডক্টর ইউনুস বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। উনি আমাদের জাতীয় পতাকাকে সম্মানিত করেছেন। আমাদের দুর্ভাগ্য উনাকে অসম্মানিত করেই চলেছি....... ক্ষমা করবেন স্যার!!
@sohana11584 ай бұрын
ওনার কথা শুনলে শুধু শুনতেই ইচ্ছে হয়! কি সুন্দর আর সহজ ভাবেও সহজে গুছিয়ে উত্তর দেন! ওনাকে সত্যি প্রধানমন্ত্রী হিসেবে চাই ❤
@foodreel144 ай бұрын
Apnr iccha puron hoe geche ✌️
@mdkhirulislam98324 ай бұрын
ঠিক বলছেন ভাই @@foodreel14
@BandhanRoy0074 ай бұрын
আপনার ফিউচার প্লান আজকে সত্য হয়েছে বর্তমানে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী
@dilrubayesmindiba65844 ай бұрын
আলহামদুলিল্লাহ আপনার ইচ্ছা পূরণ হয়েছে
@nureyasminfatima38134 ай бұрын
শেষ কালে না এসে যদি তিনি আরো আগে আসতেন খুব ভাল হতো। আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিন।
স্যারের সাক্ষাৎকার নেয়ার আগে মীর সাব্বির অনেক লেখাপড়া করেছেন - এজন্য মীর সাব্বিরকে ধন্যবাদ ।
@MdAzharul-be6dv9 ай бұрын
সত্যি স্যার একজন অসাধারণ প্রতিভার মানুষ। দোয়া ও ভালোবাসা রইলো আপনার প্রতি।
@MrsRuma01723 ай бұрын
ডঃ ইউনুস অনেক ভালো একজন মানুষ আল্লাহ ভালো রাখুক তাকে আমিন
@True_lesson_by_Nature9 ай бұрын
স্যার এর জন্য ভালোবাসা। সব একদিন শান্ত হবে স্যার। আমি চাই আপনি তা দেখে যান। ♥️
@Roof1724 ай бұрын
Apner kothei right holo
@shahparan45364 ай бұрын
❤
@ShamimAkhter-d8z9 ай бұрын
অসাধারণ !! সুন্দর উপস্থাপনার মাধ্যমে ও আপনার সাবলীল উত্তরে অনেক কিছু জানলাম। স্যার, আপনার সমস্যাহীন, আপনার স্ত্রী ও আপনার সুন্দর জীবন এবং সুসাস্থ কামনা করছি। আল্লাহ সহায় হউন।
@MdBurhanuddinakondaАй бұрын
ডঃ, ইউনুস সাহেবের আলোচনা বিবিসি বাংলার সাক্ষাৎকার অত্যন্ত চমৎকার এবং উপভোগ করার মতো একটি অনন্য আলোচনা।যা যত শুনি তত ই যেন শুনতে ইচ্ছে করছিল। ইউনুস সাহেব কে আল্লাহ পাক যেন ইসলামের জন্য কবুল করেন। তার জ্ঞান যেন ইসলামের দিকে মোভম্যানট করেন।এ সাক্ষাৎকারটি এক অসাধারণ লেগেছে। ধন্যবাদ।
@chandansengupta92259 ай бұрын
Excellent interview. Wonderful ideas, proud of you as a bengali. Resident of west bengal.
@SelimShaikh-b1k9 ай бұрын
আমরা কতোই না, হতভাগ্য জাতি, ডাঃ মুহাম্মদ ইউনূস স্যারের মতো মানুষ কে চিন্তে পারলাম না, আর বিদেশিরা তাকে সম্মানিত করে।
@ShahriarShamrat4 ай бұрын
মনে হবেন আমাদের প্রধানমন্ত্রী এটা আমাদের অনেক ভাগ্য। আমরা ওনাকে নিয়ে গর্বিত। শুভকামনা সবসময়।
@btechexpertonline6429 ай бұрын
প্রিয় মুহাম্মদ ইউনূস। আমরা বাংলাদেশের মানুষ আপনাকে অনেক ভালোবাসি। সব বাধা অতিক্রম করে আপনি এগিয়ে যান। বাংলাদেশ আপনার হাত ধরে এগিয়ে যাচ্ছে।
@shiplakhan6429 ай бұрын
স্যার দুর্ভাগ্য আমাদের বাংলাদেশের দুর্ভাগ্য আমাদের এই জাতির আমরা আপনার এই মেধার মূল্যায়ন দিতে পারলাম না। ভালো কাজের জন্য আপনি উপর আল্লাহর কাছে অবশ্যই সম্মানিত হবেন।
@bdtechschool3 ай бұрын
সে কখনো ভাবেনি যে সে একটা সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা হবে,,আল্লাহ আমাদের কষ্ট দেই সামনে সুখ রেখে তার প্রমাণ,, ❤️❤️
@totalmakeover93979 ай бұрын
আমরা সবাই ইউনুস সারের সুস্থ শরীর এবং দীর্ঘ আয়ুর জন্য দোয়া করি. উনার স্বপ্ন যেনো এদেশে পুরা করতে পারেন. আমীন.....
@jahirislam35689 ай бұрын
এই দেশ নিয়ে উনার কি স্বপ্ন আছে ওনার স্বপ্ন শুধু গরিবকে চুষে খাওয়া
@RubinaBegum-u5e4 ай бұрын
অনেক সহজ সরল মনের মানুয় তিনি। খুব ভালো লাগছে।
@faruqefbo4559 ай бұрын
উনি আসলেই একজন পরোপকারী। আল্লাহ তাআলা উনাকে কবুল করুন।
@chanchalmahmud16469 ай бұрын
আল্লাহ সুদকে হারাম করেছেন, আর বর্তমানে মানুষ সুদকে সবচেয়ে সম্মানজনক ব্যাবসা মনে করে,
@nargishsultana68469 ай бұрын
অসাধারণ, মুগ্ধতা ছড়িয়ে আছে সব গুলো প্রশ্নের উত্তরে
@NusaibaIslam-s3z4 ай бұрын
স্যালুট স্যার আপনাকে, বাংলাদেশের এই রকম একটা সম্মান এনে দেওয়ার জন্য। সৈরাচারি হাসিনার পতন হয়েছে।