নাটকটিতে একদম বাস্তব চিত্র তুলে ধরেছে। বর্তমান সমাজের প্রেক্ষাপটে এমন একটি গল্পের নাটকের দরকার ছিলো।
@luckyjiin160010 ай бұрын
আমার মনে হয় এই নাটকটা তে কালো মেয়েদেরকে বেশি অপমান করা হয়েছে 😢
@Mainudheen-lh6pu10 ай бұрын
আমি🙋♀️
@rkromjan511210 ай бұрын
গল্পঃ টা ফেসবুক এ বছর খানেক আগে পড়েছিলাম। সেই লেখক কে কি কোন ক্রেডিট দেওয়া হইছে যদি বলতেন?!
@sampachakraborty615010 ай бұрын
এইধরনের বৈষম্যের শিকার আমিও হয়েছি। কিন্তু ঈশ্বর কাউকে বেশিদিন কষ্টে রাখে না,,সবাইকেই দুহাত ভরে দেয়।। আমার মতো সুখী হয়তো ১কোটি মেয়ের মধ্যেও একজন হয় না।। বিয়ে হয় না বলে বাবাও অনেক অপমানিত হয়েছে,,আর আত্মীয়রা সব অযোগ্য পাত্র নিয়ে আসতো,,যাদের না আছে শিক্ষা আর না আছে কোন যোগ্যতা।।শিক্ষিত মেয়ে হয়েও কখনো প্রতিবাদ করতে পাড়ি নাই।। দিনের পর দিন, রাতের পর রাত চোখের জল ফেলেছি।।আজ আমি সবদিক থেকেই সুখী।।এই নাটক টা দেখে নিজের জীবনটাকে নতুন করে আবার উপলব্ধি করলাম।।
@ranjonbarmon649810 ай бұрын
ভালো
@soniyakter-nh9wk10 ай бұрын
Apni ki koren
@shekpanna825510 ай бұрын
😢😢❤❤
@lisasarkar503710 ай бұрын
Tumi valo theko didi snsomoy❤😊
@nurunnahar653810 ай бұрын
Amaro same obostha 😢😢😢 Allah kopale biye tao lekhe nai akhono
@h.k_saha10 ай бұрын
সাবিলা নূর নিশ্চিন্তে বর্তমান প্রজন্মের একজন সেরা অভিনেত্রী। "নারী দিবস" উপলক্ষে আবারও তার একটি চমৎকার নাটক দেখলাম। আসলে কখনোই কাউকে রূপ দেখে বিচার করতে নেই। মানুষের ভিতরের আসল সৌন্দর্য তো লুকিয়ে থাকে তার মনে, তার কাজে। কিন্তু আমাদের সমাজ তো তা কখনোই বুঝবে না। এভাবেই বাংলা নাট্যজগতে বর্তমান প্রেক্ষাপটের ভিত্তিতে নাটক তৈরি হোক। অসংখ্য ধন্যবাদ সকল অভিনয় শিল্পী এবং কলাকুশলীদের এত সুন্দর একটি নাটক পরিবেশনের জন্য।
@hasiba966510 ай бұрын
নাটকটা দেখে আমি কান্না করে দিছি। এটা এই সমাজের বাস্তব চিত্র। একটা মেয়ে যত দিন না সফল হবে ততো দিন তার কোনো দাম থাকবে না। যেই সফল হয়ে যাবে। তখন তার দাম হবে কিন্তু তার না তার অবস্থান এর। তাও কিছু মানুষকে উচিত জবাব দেয়ার জন্য হলেও প্রতিটা মেয়ের নিজের একটা পরিচয় গড়া দরকার যেন মানুষ কথা বলার আগে দশ বার ভাবে। নাটক টা অনেক ভালো হইছে। বলার বাইরে।
@mdmehedyhasan11249 ай бұрын
ঠিক বলেছেন
@kazirashelpalmbbr6179 ай бұрын
অসাধারণ
@tasfumarium9 ай бұрын
ঠিক তাই মেয়েদের দাম থাকে না,,প্রতিষ্ঠিত হলে সবার কাছে দাম ঘরের লোকের কাছেও
@mohithasan819 ай бұрын
আমি ও কান্না করে দিছি, সত্যি এই সমাজে কালো মানুষের কোনো দাম নাই 😳😌😔😔
@mohithasan819 ай бұрын
আমি ও কান্না করে দিছি, সত্যি এই সমাজে কালো মানুষের কোনো দাম নাই 😳😌😔😔
@arupbarman54659 ай бұрын
বিদিশার মায়ের মতো এমন মা যেন সবার কাছে থাকে
@mdmamunislam56669 ай бұрын
Amar ma Amon na Amar kosto ta sao buja na😊😅
@mnbvnnmnbvnn10944 ай бұрын
ঠিক বলেছেন
@bulasaifan14614 ай бұрын
Sob maa ra e emn vlo
@Muslimajahan12310 ай бұрын
এই নাটকটা সেরার সেরা ফিল্মএউয়াড পাওয়া জোগ্গ।সাবিলা নূর শত শত অবহেলিত মেয়ের কষ্ঠ তুলে ধরেছেন। এর জন্য শেষ্ট অভিনেত্রী হিসেবে পুরস্কার দেওয়া হোক।
@tanzidahossain99810 ай бұрын
শ্রেষ্ঠ
@MdRobil-m7m9 ай бұрын
হুম.... 😊😊😊
@jannatulmasum5839 ай бұрын
রাইট
@রোমানা-ভ২ভ9 ай бұрын
ঠিক বলছেন
@dipshikakarmakar45719 ай бұрын
Ekdam
@Entertainmentchannel-laizu9 ай бұрын
দুনিয়াতে একজন ব্যাক্তি , যে কিনা বিনাস্বার্থে তার সন্তানকে ভালোবাসে , তিনি হলেন মা❤️❤️❤️❤️
@algalib9069 ай бұрын
শুধুমাত্র মা না বাবা ও
@naysobaisaratjahan81359 ай бұрын
Kakhono kakhono konotai sothik noy Karo jonno
@Entertainmentchannel-laizu9 ай бұрын
@@naysobaisaratjahan8135, ঠিক বলেছেন।
@ipsitaakhuli92139 ай бұрын
Ma baba 2 jon e but ekane ektu alada sob baba emon hoi na
@kamrunnahar42688 ай бұрын
@@algalib906বাবা না শুধু মা
@ShahanaraNargis9 ай бұрын
"" কালো রং আমরা অনেক অশুভ ভাবি, কিন্তু স্কুলের ওই কালো রঙের বোর্ডটাই আমাদের অনেক ভবিষ্যৎ গড়ে দেয়।
@sadiaIslam-je4jz9 ай бұрын
সাদা রঙের বোট অর্থাৎ হোয়াইট বোর্ড ও তো আছে আপনি হয়তো তা জানেনই না😅😅😅😂😂😂
@hamimhamim18669 ай бұрын
হোয়াইট বোর্ডে তো লিখে সেই কালো রং দিয়ে@@sadiaIslam-je4jz
@samihasiddika37939 ай бұрын
আগে কালো বর্ডেই পরানো হতো।for your kind information 😊
@RekhaAzad-b9d9 ай бұрын
Mone rakhven kolomer Kali O to kalo so Amra potita kajer moddhei kali bebohar kora hoy jibone voro hoy ai kolomer Kali Diya.
@mamunbangali718 ай бұрын
আপনার কথাটার ভার অপরিমেয়
@MithilaShorts-gw9tw8 ай бұрын
সেলিব্রিটি তো একজনই ছিলেন, যাকে না দেখেই সবাই তাকে নিজের আইডল মনে করে..তিনি আর কেউ নয়,তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা)
@thesilentkiller3882Ай бұрын
Morur dakat😂
@ferdousiarpa116610 ай бұрын
অসম্ভব সুন্দর একটা নাটক। বাস্তব জীবনের সাথে অনেক মিল আছে 😢 শুধু গায়ের রং না খাটো নিয়েও অনেক কথা শুনতে হয়🙂 নাটকটা খুবই সুন্দর হয়েছে ❤ এমন বাবা থাকার চেয়ে না থাকা অনেক ভালো😅 সমাজের মানুষগুলো খুবই খারাপ আর লোভী
@MuntasirRafi20168 ай бұрын
Apni thik bolecen. Khato niye onek besi Kotha sunte Hoy , bises kore cheleder 5 feet 3 hoye je ki opoman shojjo korte Hoy Amake😥
@SaifulIslam-hl3eu8 ай бұрын
😢😢
@tanhaishaq395210 ай бұрын
কে কে আমার মত শর্ট ক্লিপ দেখে আসছেন? 🤗
@shahirazaman506510 ай бұрын
Ami😊😁
@sabrinakhanam130810 ай бұрын
আমি
@ShakilaAkter-us2bo10 ай бұрын
Ame 😊
@rubaiyaislam542610 ай бұрын
আমি
@ensia.moni07-10 ай бұрын
Ami
@Mdtarek-dw6tv10 ай бұрын
কলো জিনিস সবাই পছন্দ করে কিন্তু কালো মানুষ কেউ পছন্দ করে না,,,,নাটকটি ভালো লাগলে নিচে একটা লাইক দিয়ে যান,,,,,।
@jhornabegum-d9i9 ай бұрын
😢😢😢
@janisa35689 ай бұрын
ঠিক কথা
@shahidahamed53229 ай бұрын
তবে সবাই এক নাহ
@janisa35689 ай бұрын
সবাই আবার ভালোও হয় না
@MostRinq9 ай бұрын
এটাই মানুষের সভাব
@elipakhi18399 ай бұрын
আমি কোন দিন কোথাও গিয়ে কমেন্ট করিনি আজ করলাম।কারন আমি ও কালে।আর কালো মোটা হওয়া কোন মেয়ে হলে তার বেঁচে থাকাটা যে কি কষ্টের তা আমাদের মতো মেয়েরা যানে।প্রতিটা দিন কান্না করি আল্লাহ সাথে। কালো তো তুমি বানাইছো।তাহলে মানুষ কেন। আমাদের এতো অবহেলা করে।তবে নিজেকে আবার নতুন করে বাঁচতে শেখাই কালো তাতে কি। আল্লাহ আমাকে নিজ হাতে তৈরি করেছে।আমি নিজের কাছে তো সুন্দর। হয়তো এমন কেউ আছে যার কাছে আমি রাজরানি হবো।
@jamed35799 ай бұрын
Right khotha Allah manus k dekhe k Kalo k goro k choto k mota manus dekhe kintu manus bojhe na j Allah sisti manus kintu manus Oram bola thik na Allah manus oi hisabe dekhena kar aklak bhalo kar dil bhalo k sot bebohar korey ta dekhe kintu dorjo sobor Allah nishoi koster por suk dey
মন ছোট করার কিছুই নেই আল্লার কাছে তুমি অনেক প্রিয় আর একদিন এত কিছু দিবে তুমি খুশি হয়ে যাবে
@MD-fq6ot9 ай бұрын
আল্লাহ উত্তম পরিকল্পনা কারি
@aldaee30379 ай бұрын
inshallah apu. shobai onk shundor. khali manush er mon ta kalo. allahr upor bhorsha rakhen. apnar jonno allah onk bhalo kichu rakhse.
@MdBiplob-ft7jm10 ай бұрын
এই নাটক নারী দিবসের সেরা নাটক💝 অসাধারণ মোটিভেশনাল নাটক যা শুধু নারীদের জন্য নয়, অনেক পুরুষের জন্যও বার্তা বহন করে✌️
@shompatusi-vv4nx10 ай бұрын
ভয়ংকর বাস্তব সত্য,,,, সমাজে কালো মেয়েদের বেঁচে থাকতে হয় জীবন যুদ্ধে লড়াই করে,,,, রক্তে মাংসে গড়া তারাও যে মানুষ সেটা সভ্য সমাজ ভুলেই গেছে,,,, জীবন থেকে নেওয়া নাটক টি দেখে কান্না চলে এসেছে 😢
@afrozaakter-fr4pe9 ай бұрын
অসাধারণ হয়েছে 👌👌
@sabihasultana137310 ай бұрын
পড়াশোনা ও করেছি,ভালো চাকুরী ও করি আলহামদুলিল্লাহ। কিন্তু এখনো প্রতিনিয়ত এই ব্যাপারগুলোর মুখোমুখি হই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে।নিজের সাথে অনেকটা মিল খুঁজে পেলাম।😊
@homayramim123210 ай бұрын
কি চাকরি করেন নাম কি
@AkAfruja10 ай бұрын
আপু সব মহান আল্লাহর হুকুমে হয় কোন চনতা করো না একদিন সব টিক হবে ইনসাহ আল্লাহ
@HalimaAkter-kr4wr9 ай бұрын
বাস্তব সত্যি টা তুলে ধরা হয়েছে। এটাই আমরা ও আমাদের সমাজ!!!!
@zarrinsubah73519 ай бұрын
নাটকের স্ক্রিপ্ট, অভিনয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক সবমিলিয়ে "goosebump " গায়ে কাটা দিয়ে উঠল Hat's off to all team
@kawsarmolla-l8n10 ай бұрын
হাজার লক্ষ্য বোনের নিরবে কান্না একটি সুন্দর নাটক,যা নিজে ছাড়া কেউ এই কস্ট বুঝে না
@@jihad5527 Na eta vool kotha , sob chhelera ei rokom hoi na, aaj kaal mae rao kom Jaan na
@saymaakter83449 ай бұрын
চোখের পানি ধরে রাখতে পারি নাই। সমাজের বাস্তব চিত্র ফুটে উঠেছে এই নাটকের মাধ্যমে। আর সাবিলা নূর অনবদ্য অভিনয় করেছেন।❤
@ashura54259 ай бұрын
নাটকটা দেখে মুখের ভাষা হারিয়ে ফেলেছি😢পরের মুখের কথার আঘাত সহ্য করা যায়,কিন্তু কাছের মানুষ আপন মানুষের কথার আঘাত সহ্য করা যায় না😢শুধু অবাক হয়ে যেতে হয় কাউকে কিছু বলা যায় না😢😢
@bapponroy561910 ай бұрын
খুব সুন্দর একটা নাটক,,,পৃথিবীর সব কালো মেয়ে যেন তাদের প্রাপ্য সম্মানটা পায় ❤
@sujonbappi98379 ай бұрын
ধন্যবাদ পরিচালককে। বাস্তবমুখী একটি নাটক ❤❤
@bristishah110 ай бұрын
নাটকটার জন্য সত্যিকারের কালো একজন মেয়েকে নেওয়া গেল না! এটাই বাস্তবতা,কালো মেয়ের চরিত্রেও মানুষ কালো মেয়ে দেখতে চায় না!
@AfrojaAkter-mc8lc9 ай бұрын
অভিনয় জানতে হবে না খালি নিলেই হবে
@kobitatirsatheacheganshammelat9 ай бұрын
Agree Kalo ovinetri o to ase 😮
@bristishah19 ай бұрын
@@AfrojaAkter-mc8lc অভিনয় জানা বহুত কালো মেয়ে আছে, মেয়েরা কালো হলে অভিনয় করতে পারে না এই ধারণা কই পাইলেন, আপনি তো রেসিজমের চূড়ান্ত পর্যায়ে আছেন
@bristishah19 ай бұрын
@@AfrojaAkter-mc8lc কালো মেয়েরা অভিনয় জানে না?? আপনি তো রেসি জ মের চরম পর্যায়ে চলে গেছেন
@monirkhandakar13229 ай бұрын
লিজেন্ডারি কমেন্টস 😍
@Rabeyaeity3349 ай бұрын
এই প্রথম কোনো নাটক এতো ভালো লাগছে,,, মনে হলো নিজেকে দেখছি আরেক জনের মাধ্যমে,,, তবে পারথক্ক একটাই ও নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারছে কিন্তু আমি তা পারি নাই 😅😅,,ওর মা ওর পাশে ছিলো তাই হয়তো ওনিজের জন্য লড়াই করেছে মুখের উপর জবাব দিতে পেরেছে আমি পারি না আমি বলার আগেই কান্না করে দেই,,,,,🥺🥺 যদিও জানি এটা নাটক তার পর ও কান্না দরে রাখতে পারলাম না,,,, সত্যি নাটক টা মন চুয়ে গেলো,,,,❤❤❤❤
@pachmishali687410 ай бұрын
আসলে যে মা সন্তান কে পেটে ধরেন সেই মা বুঝে সন্তান যেরকমই হোক সন্তান তার কলিজা।দিন শেষে মা ছাড়া কেউ আপন না।
@mohammamdshafi31319 ай бұрын
Amar ma to amake kali noleo ak somoi opoman korchilo akhon alhamdulillah ame kalo na tai amake adorkore😅
@aktarakhatun32519 ай бұрын
Ki kore ফর্সা হলে আপু@@mohammamdshafi3131
@aniksaha50059 ай бұрын
হ
@dipongkordipu71589 ай бұрын
আমাদের সমাজের বাস্তবতা তুলে ধরলো এই নাটকের মাঝে ধন্যবাদ পরিচালক কে ও তার টিম কে❤
@JannatJoya-z8k10 ай бұрын
নাটক টা সত্যি অনেক সুন্দর.. একদম বাস্তবতাকে তুলে ধরেছে.. নাটক টা দেখে চোখের পানি আটকে রাখতে পারলাম না🙂.. এতো সুন্দর একটা নাটক উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ ❤
@wasimachowdhury85959 ай бұрын
নাটকটার অনেক ঘটনা অত্যন্ত অবাস্তব। এরকম কালো মেয়ে আমাদের আসে পাশে অনেক আছে। তাদের দেখে কেউ বাসের সিট ছেড়ে যায় না, ফ্রেন্ডরা বলে না selfie নিবে না। অদ্ভূত লাগলো বিষয় গুলা।
@JiNNiE_KiSs_KOo74 ай бұрын
Right but sometimes tader bully hote hoy...
@_____Misba____10 ай бұрын
কে কে আমার মতো শট ক্লিপ দেখে আসছেন 😌😊
@mimisohan56939 ай бұрын
Ami
@rabbirabbi47109 ай бұрын
আমি
@TanishaRahman779 ай бұрын
Ami😅
@YesminGamingVideo-hf4zn9 ай бұрын
Ami
@NaidulMondal-v9n9 ай бұрын
আমি তোমার তোমার শট ক্লিপ দেখে এসেছি
@souravguin48510 ай бұрын
সত্যি একটি অসাধারণ নাটক। খুবই গুরত্বপূর্ণ একটি বার্তা দেওয়া হইছে । ভারত থেকে ভালোবাসা রইলো সাবিলা নূর এর জন্য।
@rubyeaaktersikha623610 ай бұрын
সত্যি সমাজের মানুষ এরকম একটা মেয়ের চেহারা কালো হলে ও বিয়ে না হলে পরিবার ও সমাজ কতরকম কথা শুনতে হয় যে মেয়েকে বলে সেই মেয়েই বুজে,,মেয়েটার যে কতটা কষ্ট হয় সেটা কেউ বুজে না!!এই নাটকটা বাস্তব চিত্র তুলে ধরেছে!!😢😢😢
@mdmasudulislam49629 ай бұрын
Ekdon right
@tomaakthershiuly20889 ай бұрын
মায়ের কথা গুলো অনেক যুক্তি সম্মত কেউ যদি কারো অবস্থান পরিবর্তন করতে চায় তাহলে পরাশুনা করা খুব জরুরি❤
@hridoyhassanmanik25798 ай бұрын
Right
@limalota741510 ай бұрын
বর্তমান সমাজের বাস্তবতা তুলে ধরেছে নাটকটা।
@LibinAkter-dz3nr10 ай бұрын
Hm
@jannatulferdousonu181310 ай бұрын
Thik kalo meyeder konodin Sangsar hoy na
@limalota741510 ай бұрын
বর্তমান সমাজে মেয়েরা অসহায় 😥😥
@RezaulKarim-xv9sq6 ай бұрын
রাত বাকি, নাটক টা আরো ভালো
@ariyanarfireem35719 ай бұрын
নাটকটিতে বাস্তবতা তুলে ধরার জন্য পরিচালক কে ধন্যবাদ, এটা আবারও প্রমাণিত হলো পিতা সন্তানকে অবহেলা করলেও মা কখনো সন্তানকে অবহেলা করতে পারে না কেননা সন্তান যে তার নার ছেঁড়া ধন।
@mdnuruzzaman79809 ай бұрын
সৌন্দর্যের আলাদা কোনো রং হয় না আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর 😊😊😊
@Fanexpress42010 ай бұрын
ওরা কারা যারা সিনেমার থেকে নাটক বেশি দেখে ও পছন্দ করে🥰🥰🥰🥰🎉
@ShantoMondol-k2d10 ай бұрын
সৌন্দর্য বা শারীরিক গঠন কখনোই কারো হাতে থাকে না,,ক'থাটা অনেক ভাল্লাগছে ,,,নাটক টা ও ভালো হ'য়েছে,,,☺️👌👌
@Mdnahid-iy7ho3 ай бұрын
ঠিক
@MoumitaBiswas-ut5rq10 ай бұрын
চলচিত্র পুরষ্কার দেওয়া উচিত,, অসাধারণ লাগছে
@BushraRani-w7w9 ай бұрын
অসাধারণ একটি নাটক...আশাকরি সবার ভালো লাগবে....❤
@Uthowaimya610110 ай бұрын
নাটকটি ভালো লাগলো। কারণ বিসি এস কেডার হওয়ার পর আমি ভাবলাম অন্য নাটকের মতন সাবিলা ফর্সা হয়ে যাবে। তবে সেটা হয়নি। তাই নাটকটি বাস্তবিক লেগেছে।
@ummesalma7469 ай бұрын
নায়ক ছাড়া একটা নাটক এতো সুন্দর করে করা যায় সত্যি ভাবা যায় না। দারুণ হইছে।
@shilpibegum298810 ай бұрын
কে কে আমার মতো টিক টক দেখে নাটক দেখতে এসেছো হাত তোল 😊
@Mdpolash-z3i10 ай бұрын
আমি 🙋♀️🙋♀️
@juelmiah447610 ай бұрын
আমি
@MdKokon-c2v10 ай бұрын
আমি ☺☺
@jannatunfardosfardos839910 ай бұрын
Ami
@housnaira681910 ай бұрын
Me
@dghjbgg9 ай бұрын
নাটক টা অনেক সুন্দর হয়েছে 😊মন ভরে গেলো
@taslimabp10 ай бұрын
এই নাটকের সাথে আমার জীবনের পুরাটাই মিলে যায়। ঠিক তেমনি আমার চাকরি হওয়ার পর যারা আমাকে পছন্দ করতেন না তারা ও বিয়ের অফার দিয়েছিল😅 জীবন কখন কাকে কোথায় নিয়ে দাড় করে সেটা কেউ বলতে পারে না। কালো চামড়ার মানুষগুলো সমাজে প্রতিনিয়ত এই বুলিং এর স্বীকার। আসলে কি এটার সাথে তার নিজের কোনো ক্ষমতায়ন আছে। যদি থাকতো তাহলে কি সে কালো হতো। প্রত্যেকটা বুলিং ওই কালো মেয়েটার ভিতর টাকে কতটা ক্ষত করে সেটা যদি কেউ জানতো 😢 ওই সময় মেয়েটা বা ছেলেটা খোদার কাছে চোখের পানি ফেলে একটা কথাই জিজ্ঞেস করে আল্লাহ দুনিয়াতে এভাবে কেন পাঠালে😢😢😢আগে এটা নিয়ে অনেক কান্না করতাম। কিন্তু এখন এটা ভাবি যদি আল্লাহ আমাকে সুন্দর করে পৃথিবীতে পাঠাতেন তাহলে আমিও হয়তো এভাবেই কোনো কালো মানুষকে নিয়ে উপহাস করতাম। তখন হয়তো এভাবেই কারো কান্নার কারণ হয়ে যেতাম। আলহামদুলিল্লাহ। হাজার কোটি শুকরিয়া আমার রবের প্রতি। ❤️❤️
@messages277710 ай бұрын
Somaje sob Manus am na
@TariqulIslam-y9j10 ай бұрын
আল্লাহ যারে যেমন বানাইছে সে সেখানে থেকে শুকরিয়া করা দরকার কারণ আল্লাহ চাইলে তার চেয়ে খারাপ ও বানাইতে পারতেন আমি এইটা বিশ্বাস করি, আমার ও দুই টা সমস্যা আছে আমি বুঝি মানুষ যখন ঔ বিষয়ে অসম্মান করে তখন মরে যেতে ইচ্ছে করে কিন্তু মরতে পারিনা কারন নিরগাত জাহান্নামে যেতে হবে, দন্যবাদ পরিচালক কে এবং সাবিলা নুর কে
@mdsayedsayed844310 ай бұрын
😢😢
@gamemamber128610 ай бұрын
খুশি হওয়া দরকার কেননা আল্লাহ ভালো বেসেই এমন বানিয়েছে পরিক্ষা দিচ্ছে,,,এটা ২ দিনের দুনিয়া,,, হয়তো এই কারনে ঐ দুনিয়ায় ভালো কিছু পেয়ে যাবে,,,কেননা আল্লাহ কাউকে ঠকায় না আলহামদুলিল্লাহ
@jannatulferdous776410 ай бұрын
আমার স্বামী আমাকে বলেছিলো আমাকে দেখতে নাকি কুত্তা জানোয়ার মত চেহারা, এই কথা টা বলেছে কয়েকবার মানুষের অবয়ব নিয়ে কষ্টদায়ক কথা বলা বিশ্বাস করুন, বিশ্বাস করুন এর চেয়ে কষ্ট আর পৃথিবীতে নেই,
@niparoy240010 ай бұрын
অসম্ভব সুন্দর। নেক্সট পার্ট বের করে যেখানে বিদিশা সামনে মাথা নত করে😍
@tituchowdhury838710 ай бұрын
সত্যিই দুঃখজনক!!! যে মানুষের ঘরেরই সম্মান পাই না, তাঁহার জন্য বাহিরেও সম্মান থাকে না। বাইরের বা শারীরিক আঘাতের চেয়ে আপনজনের মানসিক আঘাত খুবই কষ্টদায়ক। 👍👍👍
@nafizamrinaysha10 ай бұрын
😊
@farhana508710 ай бұрын
😢 true
@LovelyLovely-c3z10 ай бұрын
Right
@OrmiDas-i4s10 ай бұрын
সত্যিই,,, পারিবারিক মানসিক আঘাত অনেক খারাপ😢যেটা আমি সহ্য করি প্রতিদিন 😅
@RadhikaroyRadha9 ай бұрын
জীবনে আজ প্রথম কমেন্ট করলাম আসলে আমার জীবনে সাথে পুরো মিল রয়েছে আমার বাবা ঠিক আমার সাথে এমনটাই করে 😢😢
@suchonaislam79259 ай бұрын
😢😢😢
@DipuBiswas-gm1lp2 күн бұрын
লাইক পাওয়ার জন্য প্রথম কমেন্ট করছো এইটা বলতেছো আজব😡
@imrulkayes8949 ай бұрын
মানুষ মূলত একা। মানুষ মূলত মানুষের অবস্থানকে ভালবাসে। আল্লাহ পাক ছাড়া কেউ কাউকে স্বার্থ ছাড়া ভালোবাসে না। নিজেকে ভালোবাসতে হবে, নিজের যোগ্যতা বৃদ্ধি করতে হবে। 👍
@AnoyaraBegam-jt2xj10 ай бұрын
নাটকটা দেখে চোখে পানি চলে আসলো,,, বড়োই অদ্ভুত এক দুনিয়া,,,,,,।
@MahbubaMimu9 ай бұрын
নাটকের ইনিই সত্যিকরের আসল মা🥰সব মায়েরা এমন ভালো হোক🥰🥰❤❤
@TaniyaKhatun-p6w10 ай бұрын
কেউ কি গানের এই লাইন দুইটা খেয়াল করেছেন .... ❤❤ আগুন ঢেলেছো ছাই হবো ভেবে ❤❤ ❤❤ আমি তো ফিরেছি সোনা হয়ে ❤❤ সত্যি অনেক সুন্দর ❤❤
@taniapervin16199 ай бұрын
সমাজের বাস্তব চিত্র এতো চমৎকার ভাবে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ......😊
@jakiyashathi370210 ай бұрын
বর্তমান সমাজের বাস্তব চরিত্র এই নাটকে ফুটে তোলা হয়েছে সত্যি নাটকটা অসাধারণ
@ahadirfan019 ай бұрын
নাটকা অনেক সুন্দর ছিলো,,, দেখে মন ছুয়ে গেলো, যদিকেউ কখনো ও আমার কমেন্ট এ লাইক করে, তাহলে আবারদেখতে আসবো, এই নাটকটি দেখতে
@marufamallick40579 ай бұрын
আমিও একজন শ্যামলা মেয়ে। এরকম পরিস্থিতি সৃষ্টি হয় মাঝে মাঝে। মানুষ কত তারিফ করে, যেমন বলে, কত সুন্দর মুখশ্রী, কত সুন্দর শরীরের গঠন, 😅 আর শেষে বলবে সব ঠিক আছে শুধু গায়ের রঙটা চাপা বলে তাই😅, প্রথম দিকে মন খারাপ হয়ে যেত, কিন্তু এখন খুব হাসি লাগে😅😊
@skmoktar16569 ай бұрын
Sotti bolte ami onek sundor dekta sudhu aktu amar rong ta chapa besi na tao amak onek sob bole ar aktu forsa hole valo hoto 🙂
@MdmostafaUddinali9 ай бұрын
ধন্যবাদ আপনাকে এত সুন্দর নাটক আমাদের মাজে দেওয়ার জন্য
@AkshaRahman-kv8fn9 ай бұрын
আমারও
@marufamallick40579 ай бұрын
@@skmoktar1656 manush er kaj otai ar ektu hole valo hoto sob jinisei bolbe
@Jakiya..8999 ай бұрын
হুম
@koyelmanna65569 ай бұрын
"নাটকটি সত্যি অনেক সুন্দর, বাস্তবের সঙ্গে সম্পূর্ণ মিল রয়েছে সত্যি আজকের সমাজ এখনও রূপ দেখে গুন দেখে না 😢 টাকায় সব টাকা ছাড়া কেউ কিছু বোঝে না 😢 ।যাইহোক প্রত্যেকটা মানুষের এই নাটকটি দেখা খুব দরকার ❤ খুব সুন্দর নাটকটি ❤❤❤ দুঃখ,হাসি সব নিয়ে খুব সুন্দর নাটকটি ❤❤❤❤❤"
@MsPanna-c7f9 ай бұрын
আমি খাটো বলে আমাকে শুনতে হয় কিন্তু
@shawonahmed96219 ай бұрын
মা সবসময়ই সেরা 💝 মা'র সাথে কারো তুলনা হয় না।
@TanvirHasan-j6g8 ай бұрын
আমি ছেলে হয়েও বলছি নাটকটা অসাধারণ। এ সমাজে কালো মেয়েদের দিন যায় অত্যন্ত কষ্টের, তারা সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারেনা, কথা বলতে পারেনা, তারা বেশীরভাগ সময় একা থাকতে পছন্দ করে। আসলে একজন অর্থহীন ছেলে আর একজন কালো মেয়ে মুদ্রার এপিঠ ওপিঠ!!
@amiruddin16176 ай бұрын
১০০%রাইট
@mstummayhabiba965310 ай бұрын
নাটকে ক্যাডার হওয়া যত সহজ, বাস্তব জীবন ততই কঠিন।
@HafizaMoni-l6s10 ай бұрын
Sob thik tobe cesta korle kesu na kesu kora jai
@robiulislam-wh4wv10 ай бұрын
এখানে অন্য মেয়েদের স্বপ্ন পুরান করতে বুঝিয়েছে,,❤
@RimaAkter3293010 ай бұрын
Try effort Dua =success
@munnikhanam-ue2lr10 ай бұрын
Chesta ar essa thakla manus shob pare.....pacident o hote pare😊
@bashirahmed144710 ай бұрын
Right
@mamunbhuiyan70139 ай бұрын
এ ধরনের গল্প থেকে ছবি বানানো উচিত, সত্যি বাংলা নাটক অসাধারণ ❤️❤️
@suity709710 ай бұрын
এই নাটক টা আবারও প্রমাণ করে দিলো মা সর্বদাই সন্তানের পাশে থাকে ❤ পৃথিবীর সকল মা যেনো ভালো থাকে সুস্থ থাকে ।এই নাটক টা দেখে অনেক টা কষ্ট অনুভব হলো আসলেই সমাজের মানুষ হায় ,কিন্তু আমাদের এই এইখানে কালো নিয়ে বা আমাদের বন্ধুদের মধ্যে কোনোদিন এমন কাওকে আমরা এমন চোখে দেখিনি বা ফটো তোমার সময় সবাই একসাথে তোলা হয় আল্লাহ্ র রোহমোতে আমাদের এমন মেন্টালিটি ছিল না আলহামদুলিল্লাহ্
@onnorokom632810 ай бұрын
সবমাই থাকে না সন্তানের পাশে কিছু কিছু মা স্বার্থপরতার মত আচরণ করে,,, এটা সত্যি যে সব মা হয়তো বা সন্তানকে ভালোবাসে,,,,
@suity709710 ай бұрын
@@onnorokom6328 😢😥
@aklimaislam26989 ай бұрын
Sotti aita a sob mayera o cay tar sontan sundor hok😅
@ShahidulIslam-ei3tv9 ай бұрын
কে কে KZbin Shorts দেখে নাটকটি দেখতে এসেছেন।❤
@imamhassan95529 ай бұрын
Me
@imamhassan95529 ай бұрын
Me
@NaimaSultana-l1b8 ай бұрын
Me
@Miskatul171229 ай бұрын
এখনো অবহেলিত আল্লাহ একদিন নাটকের মতো আমার জীবন যাপন পরিবর্তন হবে😢😢😢😢😢😢😢
@JsSajibahamed9 ай бұрын
নাটকটি৷ একদম বাস্তবের সাথে মিলে গেলো,,, সত্যি আমাদের সমাজে কালো মানুষের কোনো দাম নেই,,,,,
@MdKhan-pd1ph9 ай бұрын
Nice
@MstNishiAkther-e3v9 ай бұрын
অসাধারণ লেগেছে নাটকটি 💔💔💔💔এগুলোই কিন্তু আমাদের বাস্তব সমাজের চিত্র।
@SilpiAktar-w6s8 ай бұрын
অনেক সুন্দর হয়েছে ❤❤❤সমাজের বাস্তব কাহিনি তুলে ধরার জন্য ধন্যবাদ ❤❤❤
@syedsalehin88609 ай бұрын
অসাধারণ একটা নাটক। পরিচালক নাটকের মাধ্যমে ভাল ম্যাসেজ দিয়েছেন। আসলেই কালো মেয়েদের জন্য এই সমাজটা অনেক কঠিন। সাবিলা নূর বরাবরের মত দুর্দান্ত অভিনয় করেছেন 👌👌
@RahulMondal-sc8vn9 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@SomaMandal-vd4md10 ай бұрын
যতই চোখে আঙ্গুল দিয়ে দেখানো হোক মানুষের গায়ের রঙটাই আসল নয় কিন্ত এই পোড়া সমাজ সহজে বদলানোর নয়।সাবিলা নূর খুব ভালো অভিনয় করেছে তবে মেকআপের প্রতি আরেকটু যত্নশীল হওয়ার দরকার ছিল ❤❤
@mdabirsohan553410 ай бұрын
❤
@MDSohelRana-hy8jp10 ай бұрын
আসলেই মেক আপ টার প্রতি মনেযোগ দিতে পারে নাই
@neer871210 ай бұрын
দেখছিলাম আর ভাবছিলাম এটাই
@baisakhibanerjee10 ай бұрын
সত্যি, মেক আপ টা ঠিক করা উচিত ছিল। Natural হয় নি।
@rajamiah32249 ай бұрын
নাটকের মেকাপ ম্যান কে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে সাজানো হয়েছে তবে অনেক কষ্টের চিত্র তুলে ধরছেন
@MdTasin-p5z9 ай бұрын
নাটকটির সাথে বাস্তবতার মিল আছে সত্যি অনেক সুন্দর একটা নাটক ❤
@bidushidas85499 ай бұрын
I am Bidushi from India..My life is also like this, I have to struggle and move forward. Watching such plays can inspire a lot. Thank you to the director
@mhayesha-qw6lg10 ай бұрын
হাজার হাজার মেয়েদের জীবনের সাথে নাটকটির মিল আছে। নাটকে ক্যাডার ইজিলি পসিবল। কিন্তু আমাদের সমাজের মেয়ে গুলোর কান্না ছাড়া কিছু করার থাকে না। ধন্যবাদ লেখককে এমন সুন্দর নাটক লেখার জন্য।
@missshelaakter61209 ай бұрын
আপনার ধারণা ভুল। বিসিএস ক্যাডার না হলেও অসংখ্য চাকরি রয়েছে যা একটি মেয়ে পরিশ্রম করে পেতে পারে।
@bristirmonmon619 ай бұрын
সব চাকুরিতে কালো মেয়েদের দাম নাই
@tanimtanhabristy190210 ай бұрын
খুবই শিক্ষনীয় একটা নাটক,,আমাদের সমাজ এর করুন পরিনতি ফুটে উঠেছে,, আমাদের সমাজে কালো মানুষ এর সামাজিক মূল্য নেই বললেই চলে😥😥
@ripamusicmedia60289 ай бұрын
WOH,, JUST AMAZING DRAMA,, IT'S REALLY VERY HEART TOUCHING OR SONG❤❤❤ LOVE IT
@MstSaplakhatun-p9w9 ай бұрын
এই নাটকটিতে পুরো বাস্তবতাই ফুটে উঠেছে।নিজের চোখের পানি কে ধরেই রাখতে পারলাম না। কারণ আমিও এই ধরনের বৈষম্যর শিকার হয়েছি। মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে।
@mahabubaakter755310 ай бұрын
এমন বাপের চেয়ে। এতিম হয়ে বাঁচাটা অনেক সম্মানের
@tanianehamoni10 ай бұрын
Hmmn amr amon
@rahimriyan3110 ай бұрын
hmmm
@MstKarima-p2s10 ай бұрын
Right
@rahimriyan3110 ай бұрын
@@tanianehamoni tai sem
@mdtuhin123510 ай бұрын
রাইট
@MimAkter-c4i10 ай бұрын
কালো মেয়েদের শুধু বইয়ে তে আর ছন্দ তেই মানায় বাস্তব জীবনে কেউ দাম দেয় না 😢😢
@MoniAfreen73789 ай бұрын
Shotti
@MoniAfreen73789 ай бұрын
Ami o onak kalo
@GilmatunAsma9 ай бұрын
একদম ঠিক বলেছেন
@FatemaAkter-f6p6 ай бұрын
ধন্যবাদ সাবিলা নূর কে বাস্তব জিবনটা তুলে দরছে, এত ভালো লাগলো নাটকটা সত্যি অসাধারণ, এরকম নাটক আরো চাই, বাংলা ছবির থেকেও বাংলা নাটকগুলা অনেল সামাজিক, কারা কারা বাংলা নাটক ভালোবাসেন,
@SalimRana-p8l10 ай бұрын
সত্যি নাটকটা দেখে অনেক কান্না করেছি আজ কালো আর খাটো বলে সমাজের মানুষ এর কাছে অনেক কথা শুনতে হয়
@Drakqueen-FM10 ай бұрын
সৌন্দর্য না থাকলে মেয়েদের কোথাও দাম নাই❤❤
@abdullahalmasum965310 ай бұрын
ছেলেদের ক্ষেএে সেম
@Sinthiya-y9f10 ай бұрын
thik
@rahimriyan3110 ай бұрын
tik bolsen
@MariyaAkter-rp4br10 ай бұрын
Kalo selederi besi sundor bou hoy. Seleder taka thaklei hoy
@Sinthiya-y9f10 ай бұрын
@@abdullahalmasum9653 na vaiya chelera jemon oi hok chele ther taka thaklei hoy
@Funnyvideo2487310 ай бұрын
মা এমন এক শক্তি। যা কাজে লাগালে পৃথিবী জয় করতে পারবে।
@Minto-h5e7 ай бұрын
শর্ট ভিডিও দেখে নাটকটা দেখতে আসলাম।এককথায় অসাধারন। প্রত্যক মা তার মেয়েকে আগলাই রাখে। EVERY MOTHER LOVES HER CHILD,,,,
@md.sazzadhossain357310 ай бұрын
মায়েরা মেয়েদের এভাবেই সাপোর্ট করা উচিত
@SoyebSayem-zx5el10 ай бұрын
মহান আল্লাহ রাব্বুল আলামীন এর সৃষ্টি সব কিছুই সুন্দর❤❤
@samiaislamtinny63359 ай бұрын
❤
@jumaakter693710 ай бұрын
অসাধারণ একটা নাটক,,,দেখে অনেক ভালো লাগছে,,,। সমাজে মেয়েদের বাস্তব চিত্র😢
@Bushrah-c2q9 ай бұрын
নাটকটা টিকটক থেকে দেখে আসলাম কাল না হলে বুজতাম না কত কষ্ট টাকা ছারা কুনো ম্যূল নেই হাইরে দুনিয়া আল্লাহ আপনি আমাকে স্যাফল করুন আমিন❤😢😢😢😢😢😢😢😢😢😢😢
@HappyHafsa-u1i9 ай бұрын
Natok ta reality indicate kore...Onek valo lagse❤❤❤❤❤❤ ei rokom Shikkhonio Natok Somaj ke valo dik nirdesh kore❤️❤️❤️ Tai, asha korbo ei doroner Natok apnara amader aro UPOHAR diben❤❤❤❤❤❤Sabila Nur apuk Onek donnobad ei rokom ekta Natok amader UPOHAR dewar jonno ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@afiaaziza13559 ай бұрын
কি পরিমাণ যে কান্না করেছি এই নাটক টা দেখে। এতো কষ্ট হয়েছে।আমিও এরকম পরিস্থিতির শিকার হয়েছি বলেই আরো ভালো করে অনুভব করতে পেরেছি।
@zinearahman952010 ай бұрын
বাচ্চাদের জন্য শিক্ষনীয়মূলক একটি নাটক ❤❤
@faysalbinmajid339710 ай бұрын
Bacca k
@HasanAhmed-py9nq9 ай бұрын
এই নাটকে একটি কালো মেয়ের জীবনি তুলে ধরা হয়েছে। আমি তো একটা ছেলে হয়ে এই ধরনের অনেক অপমানের মুখোমুখি হয়েছি। সত্য কথা কি? এই সমাজ কালো মানুষের থাকে সুবিধা নিতে পছন্দ করেন। সম্পর্ক করা সময় সুন্দর মানুষ খুঁজে। এতে সম্পর্কটা হউক বন্ধুত্ব অথবা জীবন সঙ্গী।
@Majedakhatun-t6e9 ай бұрын
Onek valo laglo natok somaj ke valo dik nirdesh kore so nice 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@islamrumana505510 ай бұрын
অনেক ধন্যবাদ। সময়ের এমন বাস্তবতার মুখোমুখি নাটক সমাজের জন্য অনেক শিক্ষা রয়েছে। (সাদা কালো) বিভেদ সৃষ্টি হয় কেন????
@juibiswas535110 ай бұрын
আবুল বাশার পিয়াশ এর লিখা গল্পটি আমি অনেক আগেই পড়েছিলাম, খুব ভালো লেগেছিল। আজ নাটকটি দেখলাম ভালো লাগলো।🖤🖤
@RaselBlog48189 ай бұрын
আল্লাহ যেমন সৃষ্টি করছে আলহামদুলিল্লাহ ❤
@lalprojapoti192810 ай бұрын
এরকম নাটক সমাজের লোকেদের দরকার।যাতে তাদের ঠিক ভাবে জবাব দেওয়া যায়
@MdMohibullah-l8z9 ай бұрын
কি বলবো ভাষা হারিয়ে পেলেছি আমিও খুব কালো আমিও আজ সমাজে অবহেলিতো। আচ্ছা আমার একটাই কথা আমিতো আর আমাকে নিজে বানাইনি। আমাকে আল্লাহ বানিয়েছে। তাহলে এদিকে আমার কি দোষ।আসলে মানুষ যদি নিজেকে নিজে বানাত তাহলে তারা তাদেরকে নিজেই নিজেকে ধ্বংস করে পেলতো সুধু কার থেকে কে বেশি সুন্দর হবে সেই চিন্তা করতো আগে। আল্লাহ যাকে যেভাবে সুন্দর লাগে তাকে ঠিক সেভাবেই সৃষ্টি করেছে😢😢 আলহামদুলিল্লাহ আমি কালোতো কি হয়েছে আল্লাহ আমাকে বানিয়েছে আল্লাহর সুন্দর লেগেছে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক
@anjanasaha20629 ай бұрын
বাংলাদেশের নাটক বা ছায়াছবির গল্পগুলো বাস্তবমুখী, যা দেখে মনে আলোড়ন সৃষ্টি হয়, বিচার বুদ্ধি বিবেচনার এক জগৎ তৈরি হয়।
@SumiSumi-n2f9 ай бұрын
এই নাটকটা সম্পুর্ন আমার জীবনের সাথে মিল। আমার বাবাও আমাকে বলেছিল যে, আমি মরলে নাকি বড় গরু কেটে মানুষকে মেহমানি করে খাওয়াবে।।। হাইরে জীবন,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
@dolillekhokabduljabbar378510 ай бұрын
সমাজের বাস্তব চিত্র থেকে এই নাটকটি অনেক সুন্দর হইছে,, আমাদের সমাজটাই এমন হয়ে গেছে , মানুষ ভুলে যায় সৃষ্টিকর্তা সকল মানুষকে এক রকম করে সৃষ্টি করে না