আপনি একটা সত্যিকারের জিনিয়াস ভাই। একই সাথে কনটেন্ট মেকিং, ভয়েস, ইডিট আমার সেই সাথে কঠিন বিজ্ঞানের সাবলীল উপস্থাপন 😮 অসাধারণ আপনি ভাই মাশাআল্লাহ ❤
@alhadithstudy10 ай бұрын
সাথে তো ফুটেজ কালেক্ট আছেই,, এটা একটা কঠিন কাজ
@kamalhossain226710 ай бұрын
অনেক সুন্দর ও তথ্যবহুল ভিডিও। বিদ্যুৎ আবিষ্কারের কাহিনী এক কথায় চমকপ্রদ। কত চড়াই উতরাই পেরিয়ে আজকের বিদ্যুৎ আমরা পেয়েছি। কত সহজে তার সুফল ভোগ করছি। অথচ যারা আবিষ্কার করে গেছেন তারা এর সুফল ভোগ করতে পারেননি। কিন্তু তাদের অবদানের কথা আমরা কয়জনে স্মরণ করি? বিদ্যুৎ ছাড়া আধুনিক সভ্যতা এবং তথ্য ও প্রযুক্তির কোন কিছুই চিন্তা করা যায় না। যারা মানব কল্যাণে বিদ্যুৎ আবিষ্কার করেছেন তাদের সবাইকে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করি।
@youtube.www.02rubel14Ай бұрын
❤
@sha00798 ай бұрын
ভাই আপনার ভিডিও দেখলে একটা ইলেকট্রিক সক লাগে, এতো গভীর ভাবে আপনি বুজিয়ে বলেন, সত্যি খুব দারুন লাগে, নেশা তে ডুবে যায়,১৪ পুরুষ যা জানতে পারেনি আজ আমরা এগুলো জানতে পারতেছি, অনেক ধণ্যবাদ, ভিডিও আর বানাবেন, দেখি নিয়মিত ❤❤❤
@MdAsad-ar279 ай бұрын
আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন ছাত্র। ভাই আপনার এই চ্যানেলের ভিডিওগুলো আমার এডুকেশনের জন্য অনেক উপকারী, আপনার জন্য মন থেকে দোয়া রইল ভাই এগিয়ে যান। এই চ্যানেলটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট চ্যানেল ❤❤❤
@shihababdurrakib516510 ай бұрын
মাশাআল্লাহ প্রিয় ভাই। কি অসাধারণ বুঝানোর ক্ষমতা আপনার। আপনার হাজার ঘন্টার পরিশ্রম ২০ মিনিটে দেখলাম। আল্লাহ আপনাকে আরও আরও উত্তম জ্ঞান দান করুন। ❤ সেইসাথে আমরাও যেন জ্ঞান আহরণ করতে পারি।
@Weather24hours10 ай бұрын
আপনার চ্যানেলের সব ভিডিও আমার ডাউনলোড করা,,,,যখন অফলাইনে থাকি তখন ভিডিওগুলো দেখি আর আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনার তৈরি ভিডিও আমার বিজ্ঞানপিপাসু মনের তৃষ্ণা মেটায়❤❤
@mitunguha474410 ай бұрын
আপনার শেষ দিকের কথা গুলো যেন আমার মনের কথা হয় গেল,,❤ বিজ্ঞান নিয়ে আমাদের দেশের মানুষের ধারণা খুব কম,, প্রাথমিক শিক্ষা থেকে বিজ্ঞানের ভালো ধারণা দেওয়া উচিত সরকারের,,
@sakiburrahman126210 ай бұрын
I am speechless, sir....In just one video, you've described history of electricity, bulbs, telegram, Morse code, Generator, Motor, AC current, DC current, light, maths, scientists, a good message at the end and even Mary Shelley's Frankenstein... What can I say??You are just amazing🥰🥰🥰
@rokanuzzamanhero258210 ай бұрын
এরকম ২০-৩০ মিনিটের ভিডিও পাওয়ার জন্য খুব অপেক্ষায় ছিলাম। আসলে বিজ্ঞান বিষয়ক ভিডিও আমি ঘন্টার পর ঘন্টা দেখতে পারি। আর আপনার কন্টেন্ট হলে তো কথাই নেই। যদিও এত লম্বা কন্টেন্ট বানানো অত্যন্ত কষ্টকর। তবুও আমাদেরকে এই উপহার দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা।
@shahedul815810 ай бұрын
আমার বিশ্বাস ই হচ্ছে না যে আপনি আমার কথা রেখেছেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ vdoটার জন্য❤ love from chattogram
@skabuzahidzahid590910 ай бұрын
ভাইয়া আমি মনে করি আপনার Science fiction বই লেখা দরকার কারণ আপনার বোঝানোর ধরন খুবই খুবই ভালো। বিজ্ঞান না বোঝা কোনো মানুষও অনেক কিছু বুঝতে পারে আপনার ভিডিও দেখে।Science fiction বই লিখলে আশা করি ব্যার্থ হবেন না। বিষয়টা ভেবে দেখবেন আশা করি।❤❤❤
@md.tanjimreza702710 ай бұрын
এই চ্যানলে এবং এর কন্টেন্ট সমূহ জাতীয় ভাবে পুরস্কার এর জন্য বিবেচনা করা হোক। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। এগিয়ে যান। আর কন্টেন্ট বানান।
@DepressedBlueCat10 ай бұрын
0:00 Introduction 0:57 Barometric light (1675) 1:20 Electrostatic generator(1705) 2:20 Magic by Electrostatic generator 2:43 Stephen Gray discovered electrical conduction 3:14 Leyden Jar- Device for storing static electricity(1746) 4:48 Benjamin Franklin and Kite experiment(1752) 5:17 Lightning rod experiment by Thomas-François & Georges-Louis(1752) 6:22 Torpedo fish / Electric ray 7:25 Galvani's Frog's Leg Experiment - Animal Electricity(1771) 8:02 Voltaic Pail Experiment & invention of the electric battery provided the first source of continuous current. 11:03 Davy lamp(1805) & First arc lamp(1807) 12:39 Giovanni Aldini - Galvanism - Electricity on dissected animals(1804) 13:22 Electromagnetic rotary device(1821) 15:32 Electromagnetism(1820) 16:07 Ohm's law(1827) 16:27 Michael Faraday - Electromagnetic or magnetic induction(1831) 19:23 Strong practical electromagnets - Electric doorbell - Morse code 22:04 AC vs DC 25:22 Conclusion
@BigganPiC10 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ
@DepressedBlueCat10 ай бұрын
@@BigganPiC ♥️
@hmhasim197210 ай бұрын
😊❤😂Q&"z❞
@nawabzada1056510 ай бұрын
@@BigganPiCচল তড়িৎ / বিদ্যুৎ নিয়ে বিজ্ঞান সম্মত এবং তথ্য বহুল ভিডিও দিলে উপকৃত হইতাম ❤❤❤❤❤
@nawabzada1056510 ай бұрын
@@BigganPiCমানব জিনোম সিকুয়েন্স, Hallucination, বিট কয়েন, ক্রিপ্টো কারেন্সি, ব্লকচেইন ইত্যাদি নিয়ে বিজ্ঞান সম্মত এবং তথ্য বহুল ভিডিও দিলে উপকৃত হইতাম ❤❤❤❤❤
@movietalerecapped10 ай бұрын
একটা কথা বিজ্ঞান বই আপনাকে দিয়ে লেখাইলে আমাদের সন্তানদের অনেক উপরকার হতো। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
@mdmontu50610 ай бұрын
❤
@pubgmobile100610 ай бұрын
asolei oni onek easily topic gulo explain korte pare
@dalimcorner10 ай бұрын
একেনা না বলে আমাদের নরসিংদীর ভাই।
@realstaticone83838 ай бұрын
Correct ❤
@SaifulTeach-mz3pz7 ай бұрын
R;&&&ddd&ddddddded&r
@AgradipMandal10 ай бұрын
অসাধারণ, যত বলা যায় তত কম বলা হবে এই ভিডিও র সম্পর্কে। কতটা পরিশ্রম লাগে এমন তথ্য জোগাড় করতে ভাবার বাইরে।
@skmdsulaiman24539 ай бұрын
এতদিনে youtube এ একটা ভালো বাংলা চ্যানেল পেলাম। দাদা তোমার জন্য অনেক ভালোবাসা পশ্চিমবঙ্গ থেকে
@swarupadhikary899810 ай бұрын
শেষের দুইটি লাইন খুবই ভালো বলেছেন " বিজ্ঞান কে উৎসাহ দেওয়া মানে দেশ ও জাতি কে এগিয়ে নিয়ে যাওয়া " কথাটা সত্যিই খুবই তাৎপর্য পূর্ণ তবে আমাদের দেশের মানুষ এই কথাটির অর্থ বুঝবে না এদের কাছে জাত পাত ধর্ম সবার উপরে বিজ্ঞান চর্চার সময় নেই Love you dada ❤ From INDIA 🇮🇳
@RumanMediaEurope9 ай бұрын
ভারতে গরুর মূত্র পান করেন আপনারা যা বিজ্ঞান সম্মত নয়
@mohinmohin356610 ай бұрын
আহা কি অসাধারণ!!! এই মানব সভ্যতা কাদের কাছে ঋনী আর কাদের নিয়ে নাচে!! যুগে যুগে এইসব মহীয়সী করেছে মহান এই পৃথিবী।
@mrwhite246510 ай бұрын
মানব জাতির বয়স কয়েক মিলিয়ন বছর , আর বিজ্ঞান ৩০০ বছর । এই আবিষ্কারের পূর্বে কি মানুষ পৃথিবীতে ছিলো নাহ? তারা কি দীর্ঘ জীবন কাটায় নাই? তারা কি কোন পার্শ: প্রতিক্রিয়া ছাড়া আলো বাতাস উপভোগ করে নাই । আজ বিজ্ঞান যে দ্রুত গতিতে এগুচ্ছে , শীগ্রই দুনিয়ার ধ্বংস ডেকে আনবে । ২০০ বছরে হঠাৎ পৃথিবীর যে পরিবর্তন , সেগুলো নিয়ে ভাবছে কয়জন?
@anonymoussoul334310 ай бұрын
@@mrwhite2465 তারা আগে শীতে গরমে কষ্ট করে থাকতে হতো, গুহায় বাস করতো, কাপড়ের বদলে ছাল চামড়া পরতো, শিক্ষা দীক্ষার কথা বাদই দেন। খাবারের জন্য পুরোপুরি প্রকৃতির উপর নির্ভর করতে হয়, যার ফলে দুর্ভিক্ষে অনেক মানুষ মারা যেত। আপনি তাহলে বনে চলে যান, মোবাইল চালান কেন? আসলে আপনারা সবই বুঝেন, ভাব ধরেন আর কি। নিজে বিপদে পরলে সবার আগে কই যান, কেন যান নিজেকে প্রশ্ন করবেন।
@mehedihasan2023410 ай бұрын
আসসালামু আলাইকুম ভাই আমার নাম মেহেদী আমি ইন্টার প্রথম বর্ষে পরি আমার বাড়ি নরসিংদী জেলায় মনোহরদী থানায় ভাই সত্যি বলছি আপনার ভিডিও আমার অনেক ভালোলাগে। আপনার চ্যানেলের সব ভিডিও দেখা শেষ খুঁজে খুঁজে দেখছি সব ভিডিও। রুমে টুকটাক কাজ করার সময়ও আপনার ভিডিও চালু করে রাখি। কতদিন যে আপনার ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে গেছি হিসাব নেই। ঘন্টার পর ঘন্টা একটানা আপনার ভিডিও দেখছি এমন অনেক হইছে। আপনার ভয়েজ বা বুঝানোর ক্ষমতা বা ভিডিও উপস্থাপনা খুবই সুন্দর। আপনাকে খুব ভালোবাসি ভাই। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক এবং সুস্থতা দান করুক। আপনার ভিডিও জন্য অনেক অপেক্ষা করি সবসময় যেনো তারাতাড়ি ভিডিও পাই 😍
@Bardacs8 ай бұрын
আপনার এমন ভালো কাজের যথাযথ পুরস্কার একমাত্র আল্লাহ দিতে পারবেন, কুনু মানুষ বা সরকার আপনার মূল্যায়ন করতে পারবেনা, দুআ করি আপনার জন্য যেনো আল্লাহ আপনাকে নেক হায়াৎ বাড়িয়ে দেন, সবাই বলেন আমীন ❤🎉
@khankalu940310 ай бұрын
দেশে আপনার মতো মেধাবী শিক্ষকের বড্ড অভাব। Hats off to you 😊
@sumonmolla93909 ай бұрын
Right
@BOT........7 ай бұрын
We need more moulana
@taraknathchoudhurisciencet64926 ай бұрын
কে রে
@sikdermdjahangir52936 ай бұрын
অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজকের এই বিদ্যুৎ। ভিডিও টি খুবই ভালো লাগলো। ধন্যবাদ জানাই আপনাকে এত কষ্ট করে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইতিহাস গুলোকে একই সাথে উপস্থাপন করারা জন্য।
@Techfamily-tc6dw3 ай бұрын
আমি একজন মূর্খ তবুও আপনার ভক্ত হয়ে গেলাম স্যার অনেক ধন্যবাদ,,,মনে হচ্ছে আমি কিছু আবিস্কার করে ফেলি,,,
@mrelectron11Ай бұрын
ভাই অশিক্ষিত আর মুর্খ এক জিনিস না! একজন শিক্ষিত ব্যাক্তি হলেই সে জ্ঞানী নাও হতে পারে! আর অশিক্ষিত ব্যক্তিরাও জ্ঞানী হয়! যেমন অনেক অশিক্ষিত কবি ও বিজ্ঞানী আছেন!!
@sultanmahmod539010 ай бұрын
যখনই ফেরাডে স্যারের নাম আসল তখন মন থেকে তাকে স্যালুট করতে হল। উনার ইলেকট্রিসিটি আবিষ্কারের ইতিহাস জানলে সবাই তাই করবে 💖
@horishroy338110 ай бұрын
স্যার আপনাকে NCTB'র উচিত,,, একাডেমিক বই লেখার সাথে যুক্ত করা,,,,,জাতি ও দেশ উপকৃত হতো ❤️❤️ ভালোবাসা নিয়েন সৈয়দপুর,নীলফামারী (রংপুর)থেকে
@shemul6810 ай бұрын
From saidpur also 🙋🏻♂️😐
@Nineties_Arcade_Game10 ай бұрын
সম্ভবত এই চ্যানেলের সেরা ভিডিও এটিই। তবে আপনি শেষের এক মিনিটে যা বলেছেন তার মর্মার্থ আপনার ১% দর্শকও বুঝেছেন কি না সন্দেহ!
@MAKGameplay247 ай бұрын
অধিকাংশ বিষয়ই বুঝি না তারপরও দেখি কারন আপানার অসাধারণ উপিস্থাপনের জন্য
@riponkumarchowdhury10 ай бұрын
অসাধারণ। এতদিন ধরে এরকম একটি ভিডিও খুঁজছিলাম। অশেষ কৃতজ্ঞতা, ভাই।
@LearnersCom-jq3dx10 ай бұрын
কখন যে ভিডিওর 26 মিনিট শেষ হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি।❤ এরকম চ্যালেন বাংলাদেশে কয়েকটি থাকলে বাংলাদেশের শিক্ষার্থীরা কখনো বিজ্ঞানে পিছিয়ে থাকবে না।❤❤
@musiclover255610 ай бұрын
বিষয় টা খুবই দুঃখজনক এতো সুন্দর একটা চ্যানেল এর এখনো ১ মিলিয়ন সাবস্কাইবার হয় নাই 😢। বাঙালি দেখে কি,,,,
@h.m.aminurrahman681810 ай бұрын
বাঙালি দেখে সাপরি অপু ভাই, টুকাই মামুন, বুড়ী লায়লা, জালে শবুজ, আমরা কোনদিন ভালো হবো না, আর করবো মানুষের গুলামি।😡😡
@sharifulislam958710 ай бұрын
ওআজ দেখে যা মানুষ মুখ্য করে তুলে
@BOT........10 ай бұрын
ওয়াজ মাহফিল 😊
@Uknownlyknown10 ай бұрын
@@BOT........Right. সবাই হয়ত বিজ্ঞান নিয়ে মাথা ঘামায় না,ঘামানোর প্রয়োজনও পরে না।সীমিত হায়াতের দিনগুলো সুখে কাটানো ও আল্লাহর ইবাদত সব মুসলিমের লালন হওয়া উচিত মহাবিশ্বে যাওয়া না🥰
@BOT........10 ай бұрын
@@Uknownlyknown প্রথম কথা হল ঈশ্বরের সাথে ধর্মের কোন সম্পর্ক নেই। ধর্ম হল ঈশ্বরের প্রতি নিমজ্জিত মানব সৃষ্ট কিছু নিয়ম কানুন। মহান সৃষ্টিকর্তার কোন নির্দিষ্ট আকার নেই নির্দিষ্ট ধর্ম নেই নির্দিষ্ট রং নেই। তিনি আমাদের বোঝার ক্ষমতার বাইরে। আমরা তার কাছে বালুকনা থেকেও ক্ষুদ্র। তিনি আমাদের ধর্ম ও নিয়ম কানুন নিয়ে পড়ে নেই। তিনি শুধু আমাদের পৃথিবীর মালিক নন তিনি এরকম কোটি কোটি পৃথিবী ,মানে মহাবিশ্বের মালিক। সৃষ্টিকর্তার সমীপ আমাদের বিচার কর্মে হবে ধর্ম গুনে নয়। আপনি কোন ধর্ম মানুন বা না মানুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে সৃষ্টিকর্তার কাছে খারাপ কাজের ফল খারাপই হবে। আপনি যদি আগেই কোন ধর্মের প্রতি অন্ধ হয়ে থাকেন তবে আমার কথাগুলো একটু খারাপ লাগতে পারে। একটু গভীর ভাবে চিন্তা করুন, সৃষ্টিকর্তা শুধু আমাদের পৃথিবী বা চাঁদের সৃষ্টিকর্তা নয় তিনি মহাবিশ্বের সৃষ্টি কর্তা । প্রত্যেকটা ধর্মের মানুষ তার সৃষ্টি। তার কাছে আমাদের অস্তিত্ব অতি তুচ্ছ থেকেও তুচ্ছ। আর আপনি মনে করেন সৃষ্টিকর্তা আমাদের তুচ্ছ ধর্ম নিয়ে পড়ে আছে। মানুষ শুধু শুধু ধর্ম নিয়ে পড়ে আছে তারা জানে না মহান সৃষ্টিকর্তার কোন ধর্ম হয় না।
@RatonHalder-c9b10 ай бұрын
ভাই আপনার ভিডিওগুলো সত্যি অসাধারণ । আপনার ভিডিওগুলো আমি নিয়মিত দেখি। আপনার প্রায় সব ভিডিওগুলি আমি ডাউনলোড করে রেখেছি যাতে বারবার দেখতে পারি। এটাও ডাউনলোড করে রাখবো। মোট কথা আপনার উপস্থাপনা অনেক দারুণ তাই আরো ভালো লাগে আপনার ভিডিওগুলো।
@mrmuhammadulla527110 ай бұрын
ইন্ডাকশন হিটার এর আবিষ্কার এর কার্যপদ্ধতি এইসব বিষয় নিয়ে একটা ভিডিও চাই। কেননা এটা খুবই চমকপ্রদ আমার কাছে মনে হয়েছে। আর আমি অনেকগুলো ভিডিও খোঁজার চেষ্টা করেছি সবগুলো ইংরেজিতে রয়েছে, বাহিরের মানুষরা এ বিষয়ে ভিডিও বানিয়েছে কিন্তু বাংলাতে কোন ভিডিও পাইনি😢। শিক্ষক 💚❤
@RakeshMondal-x4b10 ай бұрын
ডায়োড যন্ত্র নিয়ে ভিডিও দিলে আমার পড়ার বিষয় বুঝতে সহজ হতো। আপনার ভিডিও দেখলে পদার্থ বিজ্ঞান পড়তে ভালো লাগে। আপনার ভিডিও গুলো পদার্থ বিজ্ঞান বুঝতে সাহায্য করে যেমন আপেক্ষিক তত্ত্ব। আপনাকে অনেক ধন্যবাদ এই রকম ধরনের ভিডিও দেওয়ার জন্য।
@RakeshMondal-x4b10 ай бұрын
আশাকরি তাড়াতাড়ি ভিডিও টি দিবেন তাহলে যন্ত্র টা সম্পর্কে জানতে পারতাম।কারন বইতে ভালো ভাবে ব্যাখ্যা করা নেই!! ধন্যবাদ।
@yousufislam891910 ай бұрын
কি গুরুত্বপূর্ণ তথ্যসূত্র। সেরা ইউটিউব চ্যানেল
@asifiqbal492310 ай бұрын
আজকের ভিডিও টি খুবই তথ্য বহুল ।আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানুষ দেব দেবী আর নবী রাসূল এর প্রতি যে পরিমাণ ভক্তি শ্রদ্ধা রাখে তার সামান্য পরিমাণ ও বিজ্ঞানী দের প্রতি রাখে না অথচ মানব জাতির কল্যাণে কিনা করেছেন তাঁরা !
@anonymoussoul334310 ай бұрын
কারণ এগুলো বুঝতে মাথা ঘামানো লাগে, হুদাই বিশ্বাস করে বসে থাকার মত আরাম নাই।
@inertia-w3g9 ай бұрын
Exactly 👍🏿
@hasanmahamud200410 ай бұрын
জুম্মান ভাই পরবর্তী ভিডিওটা আকাশের (তাঁরা খসা) নিয়ে চাই, এবং এটা রিলেটেড সবকিছু, তাঁরার যখন স্থান পরিবর্তিত হয় তখন তাদের বেগ কিরকম থাকে ইত্যাদি, আপনার ভিডিওর অপেক্ষায় রইলাম❤😊
বিজ্ঞানকে সহজ করে উপস্থাপনের জন্য আপনাকে জাতীয় ভাবে পুরষ্কৃত করা উচিত।
@tamalchatterjee344110 ай бұрын
আপনার শেষ কয়েকটি কথা সবচেয়ে ভালো লাগলো। বিজ্ঞানকে এগিয়ে নিয়ে গেলেই দেশ ও দশের মঙ্গল। ধন্যবাদ। কোলকাতা 700029 থেকে 03/01/24 তারিখে দেখা।
@Jaman-nb1nl10 ай бұрын
কতোদিন পরে দিছেন ভাই আপনার ভিডিও ছাড়া ইউটুব বোরিং লাগে আগের ভিডিও গুলো শুধু দেখছিলাম
@travelwithalbi3 ай бұрын
দারুণ বলেছেন। বিজ্ঞান ছাড়া ধর্মান্ধতা দিয়ে কোন দেশ কোনোদিন উন্নতি করতে পারে না। বাংলাদেশের এই অবস্থার পেছনে, ধর্মান্ধতা ও গোঁড়ামি দায়ী।
@md.mamunurrashid128310 ай бұрын
অত্যন্ত চমৎকার ভিডিও । বিজ্ঞান পিপাসুদের জ্ঞান পিপাসা মেটানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।এ ধরণের আরো ভিডিও তৈরি করতে পারলে অনেকের উপকারে আসবে। আবারও ধন্যবাদ।
@asrafuzzamanbiplob198210 ай бұрын
অসাধারণ ব্যাখ্যা, বিজ্ঞানকে সহজ ভাবে বুঝার একমাত্র ভালো বাংলা চ্যানেল বিজ্ঞান pic। শুভ কামনা রইলো।
@twaseen16967 ай бұрын
কি ভিডিও মাইরি!!!! পুরোটা সময় ধরে উপভোগ করেছি। অনেক শুভকামনা রইল ❤❤❤
@mojammelhossen-xr8bt6 ай бұрын
আসলেই ভাই, অসাধারণ। আমি বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো প্রতি খুবই আগ্রহী। আমার মনের মতো ভিডিও ভাই 🥰।
@Mir7093210 ай бұрын
ইউটিউবে একটা মুভি সার্চ করতে ঢুকেছিলাম🥲 আপনার ভিডিও সামনে আসার পর আর মুভি দেখা হলো না😆 পুরো মনোযোগ আপনার ভিডিওটি নিয়ে নিয়েছে 👌
@Malhanda11110 ай бұрын
বাংলাদেশ সরকার যদি এরকম জ্ঞানী মানুষদের কাজে না লাগাতে পারে তাহলে এই জাতির কোনদিনই উন্নতি সম্ভব না ,,,,,আল্লাহ যেন আপনার জ্ঞানকে আরো বাড়িয়ে দেয়
@nawabzada1056510 ай бұрын
চল তড়িৎ / বিদ্যুৎ নিয়ে বিজ্ঞান সম্মত এবং তথ্য বহুল ভিডিও দিলে উপকৃত হইতাম ❤❤❤❤❤
@iamtanvirul9 ай бұрын
কি বলবো ভাই ! এক ভিডিওতে পুরা ইতিহাস কাভার ! ভালোবাসা নিবেন ভাইয়া❤
@Rasel-737410 ай бұрын
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যেন আপনার জ্ঞানের পরিধি আরো বাড়িয়ে দেন। এত সুন্দর সুন্দর বাস্তবমুখী ইতিহাস থাকতে আমাদের সন্তানরা স্কুলে আলুর ভর্তা, ডিম ভাজি, বানর থেকে মানুষ তৈরি ইত্যাদি হাস্যকর বিষয় নিয়ে পড়াশোনা করছে।
@sanjidapuspo17310 ай бұрын
বানর থেকে মানুষ সৃষ্টি বিজ্ঞান একথা কখনোই বলেনাই। ধর্মান্ধতা বাদ দিয়ে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করুন বিবর্তন বাদ নিয়ে পড়াশোনা করুন। তবেই প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবেন জীবনে। কথায় কথায় আল্লাহ আল্লাহ করা বাদ দিন। দোয়ায় কোনোদিন কাজ হয়না। দোয়ায় কাজ হলে হুজুর আল্লামা মুফতিরাই বিজ্ঞানী হত। তাহলে ডাক্তারের কাছে কারো যেতে হত না। দোয়ায় অসুখ ভালো হয়ে যেতো।
@KeepPeace3159 ай бұрын
আল্লাহ যদি এইটা করতে পারতো মুসলিমরাই পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের সেরা হতো, কিন্তু মানুষ নিজের চেষ্টায় সব করেছে, এখানে আল্লাহ, ইশ্বর বা গডের কোন অবদান নেই।
@Rasel-73749 ай бұрын
@@KeepPeace315 তো মানুষ সৃষ্টি করলো কে? এটা হাইস্যকর নয় যে মানুষ রোবট বানালো, আর রোবট বলতেছে সে নিজেই সেরা।
@KeepPeace3159 ай бұрын
@@Rasel-7374 প্রাকৃতিক ভাবে।
@SohiniBhaduri10 ай бұрын
Sir pls next vdo te Newton's cradle niya bolun❤🙏🙏... lot's of ❤ and respect from 🇮🇳🇮🇳india...and I'm also a learner (class 10)
@MdAbdurRoufBhuiyan-fo5kx8 ай бұрын
Very good video on history of discovery & advances of science & civilization.thanks for important video.
@আল্লাহরমহিমা10 ай бұрын
আমি ক্লাস ৯ পড়ি । আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি।আমি আপনাকে আমার শিক্ষক মনে করি ❤❤❤
@gamingSinha710 ай бұрын
Same🎉
@mahdi-bq3eyАй бұрын
জ্ঞানমূলক ভিডিও আপলোড করার জন্য ভাইকে অনেক ধন্যবাদ। ❤❤
@codehuntz10 ай бұрын
অনেক extra তথ্য আছে । তথ্য সমৃদ্ধ একটা ভিডিও 💙💙💙💙 অসাধারণ উপস্থাপনা
@rajibahmed21198 ай бұрын
এ-ই ভিডিও থেকে অনেক কিছু বুঝতে পারলাম।
@vampirehunter929910 ай бұрын
ভিডিওটি দেখে যা বুঝলাম প্রতিটা আবিষ্কার ইউরোপিয়ান আর আমেরিকানদের। এদেরকে আসলে কেন সুপোরিয়র জাতি বলা হয় সেটা আচ করা যায় এদের আবিষ্কার ও সভ্যতা সৌন্দর্য দেখলে।
@LaxmiDas-vf1rs3 ай бұрын
এটা জাতির জন্য নয় বরং জাতির শিক্ষার জন্য
@MahmudulHasan-fz3fu2 ай бұрын
আপনার আরো জানা প্রয়োজন আছে.. 😅
@jumman55892 ай бұрын
সাদা আমেরিকানরা কোনো জাতি না এরা ইউরোপীয় মানুষ যাদের ফ্রেন্চ ও ব্রিটিশরা ওখানে জেলে পাটাতো
@AbdullahAlMamun-p6tАй бұрын
😂
@palashpaul919410 ай бұрын
আমি ইন্ডিয়া থেকে বলছি। আমার শুভকামনা নেবেন। আপনার তৈরি সব ভিডিও ভালো লাগে বলেই একটা অনুরোধ করছি। যদি সম্ভব হয় তাহলে কোনো বস্তুতে গন্ধের উৎপত্তি এবং সেই বস্তু থেকে কিভাবে গন্ধ আমাদের নাকে এসে পৌঁছায় তার ক্রিয়াকৌশল নিয়ে একটি ভিডিও বানানোর অনুরোধ করছি।
@rakibgaanpagolsudhogaan14953 ай бұрын
ভাই শুভ কামনা করি আপনার জন্য।প্রভু আপনাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক।❤❤❤❤
@hasibalislam522510 ай бұрын
অনেক চমৎকার তথ্যবহুল একটা ভিডিও পেলাম। জুম্মন ভাই আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। ভালোবাসা রইলো ❤️❤️❤️
@SanjoyKumar-eu2npАй бұрын
,,কত মানুষের ত্যাগ তিতিক্ষার পরে আজকের এই আরামদায়ক বিদ্যুৎ,, অন্যান্য যেকোনো কিছুই আবিষ্কার করতে 1 অথবা 2 জন যথেষ্ট ছিল। অথচ ঐই বিদ্যুৎ আবিষ্কারে কত মানুষের অবদান তা জানতাম না। আজ জানার পর খুব উপকৃত হলাম।
@farhanishtiak81910 ай бұрын
ধন্যবাদ, অনেক দিন আগেই আমি এটা নিয়ে ভাবতেছিলাম যে , বিদ্যুৎ আবিষ্কারের আগেই কি মানুষ বিদ্যুৎ সম্পর্কে জানত কিনা!
@mdsuhagmiah357310 ай бұрын
ভাই কি বলবো আপনার এতোদিনের পরিশ্রম আসলেই দেখার মতো ছিলো এই টাইপের আরো কিছু ভিডিও নিয়ে আসুন ❤❤❤
@nawabzada1056510 ай бұрын
মানব জিনোম সিকুয়েন্স, Hallucination, বিট কয়েন, ক্রিপ্টো কারেন্সি, ব্লকচেইন ইত্যাদি নিয়ে বিজ্ঞান সম্মত এবং তথ্য বহুল ভিডিও দিলে উপকৃত হইতাম ❤❤❤❤❤
@Weather24hours10 ай бұрын
ভাই,,,, পৃথিবীর মানচিত্র নিয়ে একটা ভিডিও তৈরি করেন।ফ্লাট মানচিত্রে উত্তর মেরুর দেশগুলোর আয়তন বেশি এবং বিষুবীয় অঞ্চলের দেশগুলো ছোট দেখায় কেন?? এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন ❤
@prottoybiswas828310 ай бұрын
আসসালামু আলাইকুম স্যার। আপনার ভিডিও আমি অনেক দিন থেকে দেখি এবং অনেক কিছু জানতে পারি, আর এ কারণে আপনাকে অনেক ধন্যবাদ।❤❤। আমার আপনার কাছে একটি প্রশ্ন ছিলো। মনে কিছু করবেন না। আমিও এক বিজ্ঞানের প্রেমিক। আমার প্রশ্নটা হলো যে: আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? না মানে আপনার ভিডিও দেখে আমি কোনোদিন এই বিষয়টি উপলব্ধি করতে পারিনি, তাই আমার এই প্রশ্ন। ভালো মনে হলে এই ছোট ভাইটির প্রশ্নের উত্তর দিয়েন। আল্লাহ আপনাকে জ্ঞানের গভীরে নিয়ে যাক আমীন। ❤❤ আপনার জন্য দোয়া রইলো।
@anonymoussoul334310 ай бұрын
কোন কিছুর অস্তিত্ব থাকলে সেটা আপনার বিশ্বাসের ধার ধারে না, এটা বুঝেন? আপনি কি অক্সিজেন বিশ্বাস করেন? অক্সিজেনকে অবিশ্বাস করলে তাতে কিছু আসে যায়?
@prottoybiswas828310 ай бұрын
@@anonymoussoul3343 আপনাকে ধন্যবাদ ভাইয়া❤, আমি আমার ভুলটি বুঝতে পেরেছি। এবং আমি দুঃখিত।
@NusratJahan-fi8um9 ай бұрын
Marvelous..onk kichu jantam na..thank u sir..aro jante chai emn..keep making vidoes like this sir!
@Shahriar-Imon10 ай бұрын
দিন দিন চ্যানেলটি আরো প্রিয় হয়ে উঠছে। ❤ Good job & keep going brother. 🎉
@mrmuhammadulla527110 ай бұрын
দুর্দান্ত! দুর্দান্ত! বিজ্ঞানের সূচনার ভিডিও গুলোই চাই। ঠিক এরকম ❤❤❤
@masterflash904510 ай бұрын
সত্যি আপনি অনেক সুন্দর ইস্টরিটেলিং করতে পারেন।।অনেক সুন্দর তথ্য ভাইয়া সব সময় সাপোর্ট করব।
@OmairNomairАй бұрын
ভাইয়া, আপনার সকল ভিডিওতে সাবটাইটেল যুক্ত করলে ভালো হয়। এতে উচ্চারিত টার্ম বা গুরুত্বপূর্ণ শব্দগুলো সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবো এবং আরও বিভিন্নভাবে উপকৃত হবো!
@NahidHasan-td8jz10 ай бұрын
Brother THEY WERE THE REAL LEGENDS......
@hossenbillal95006 ай бұрын
আলহামদুলিল্লাহ ভাই আপনাকে অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য ধন্যবাদ
@kananahmed10 ай бұрын
vai ei vedio 7-8 bar dekhe felsi sotti khub valo legeche.ekon porjonto sera vedio
@ISRAT_JAHAN4410 ай бұрын
Dear Sir, Your scientific videos are really helpful for the students like us. I have a request for you. Recently I have curiosity about knowing foreign birds, biomagnetism or magnetite of birds, how they determine their way or in a word biomagnetism. It would be really helpful if you make a video on this topic. Thanks.
@skformanbhai..940010 ай бұрын
আপনার পিছনের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আমার খুব পছন্দ হয়েছে ধন্যবাদ দাদা আপনাকে
@mdjakir-uy6pw10 ай бұрын
অসাধারণ তথ্যবহুল একটি ভিডিও... ধন্যবাদ,, এতো সুন্দর ভাবে উপস্থাপন করে বিদ্যুৎ এর ইতিহাস তুলে ধরার জন্য ❤️✅
@mrhridoy234310 ай бұрын
আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক অজানা জিনিস জানলাম।বিজ্ঞান সম্পর্কে আরো জানতে চাই।আরো বেশি বেশি ভিডিও চাই।❤
@ElytraBlaster10 ай бұрын
আরেহ আপনি তো আমার ছোট বেলার কাহিনী মনে করিয়ে দিলেন, ব্যাঙ কে কেটে আবার সেলাই করা,❤ অনেক ভালো লাগতো সেই দিন গুলো❤😢
@imtiazahmed33619 ай бұрын
First time viewed your video and subscribed without any thinking.. you're video is simply masterpiece.
@nazmulhasan919710 ай бұрын
ভাইয়া আপনার ভিডিও দেখতে অনেকদিন অপেক্ষা করেছিলাম শেষ পর্যন্ত পেয়েছি
@aliftaluk7349 ай бұрын
পরমাণুর তিন মডেল নিয়ে একটি ভিডিও বানাবেন কি? অনেক অসুবিধা হচ্ছে সেগুলো নিয়ে, এক্ষেত্রে রাদারফোর্ড, বোর আর কোয়ান্টাম মডেল নিয়ে একটি বড়সড় ডিটেইলড (যেমন গোল্ডেন ফয়েল টেস্ট) ভিডিও বানালে খুব ভালো হয়। পরে চাইলে অন্যান্য মডেলগুলো নিয়েও বানাতে পারেন। ধন্যবাদ 😊
@RajNabil10 ай бұрын
অনেক তথ্যবহুল একটি ভিডিও। ধন্যবাদ এত কষ্ট করে ভিডিওটি তৈরি করার জন্য।
@kpshowmiktd635010 ай бұрын
laster kotha ta valo laglo.... onnanno deser moto amather desh keo Biggan ke usshahito kora powjon chilo tahole aj amrao egiye thaktam
@jannatame65189 ай бұрын
খুব সুন্দর। সারাদিন আমি আপনার ভিডিও গুলোই দেখি
@AbuSufian-vf3wq10 ай бұрын
Thanks a lot for this beautiful and interesting content.🙂👍👍
@pratubhuiyan817810 ай бұрын
এত পুরাতন ইতিহাস তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুব জানতে ইচ্ছে করছে এই ভিডিও টা তৈরি তে কত দিন সময় দিতে হয়েছে আপনাকে ?
@mrmuhammadulla527110 ай бұрын
আমি আপনার শেষ কথাগুলো থেকে অনুধাবন করতে পারছি আপনি এই ব্যাপারে কতটা দুঃখ ভারাক্রান্ত যে আমাদের দেশে এখনো পর্যন্ত বিজ্ঞানের চর্চা হচ্ছে না অথবা সুযোগ করে দেয়া হচ্ছে না
@anytimerafsif10 ай бұрын
অসাধারণ ভিডিও , এমন ভিডিও বাংলা ভাষায় প্রথম দেখলাম। এগিয়ে যান ভাই,
@koushikbarury120010 ай бұрын
খুবই তথ্যবহুল ভিডিও। অনেক কিছু জানতে পারলাম। 👍
@Fanexpress42010 ай бұрын
আমাকে কেউ বলুন তো এরকম সুন্দর ইনফরমেটিভ এবং সাইন্টিফিক ভিডিওতে ভিউ কেন কম কেন হয়????😅 সবাই কি টিকটিক এবং অশ্লিল অকাজের ভিডিও দেখেই মজা পায়??? আমি বুঝি না সত্যিই😢😢
@AnishaNurNipa-nd5ju10 ай бұрын
আসসালামু আলাইকুম। ভাই.... প্যারাডক্স, টাইম প্যারাডক্স নিয়ে আপনার বৈজ্ঞানিক ব্যাখ্যা শুনতে চাই..
@jabidmuntasir1407Ай бұрын
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য
@GufranMohammadSami-hk9fv10 ай бұрын
vaiya bulb and LED light kivabe kaj kore ta niya viedo banale onek valo hoto🤗🤗
@bangla-sydney10 ай бұрын
Well made video. Good on you "Biggan Pi c".
@SaifulIslam-d8r7b9 ай бұрын
আপনার এই শিক্ষা বিতরণীতে অনেক সহায়তা করতে পারনে
@UtshoAhmed-o8g9 ай бұрын
Joss bhaai❤ need more more that type informational videos
@sauravdatta453910 ай бұрын
❤❤❤ অনেক দিন পর ভিডিও পেয়ে ভালো লাগলো
@aittoohin12097 ай бұрын
The matter of electricity is presented very beautifully. ❤❤❤❤
@mdhabibreza-cq8re10 ай бұрын
বিদ্যুৎ ছাড়া আধুনিক পৃথিবী কল্পনা করা অসম্ভব,, মানুষের সেরা আবিস্কার বিদ্যুৎ,, এই আবিষ্কার পৃথিবীতে আমুল পরিবর্তন করতে সহায়তা করছে,,