বর্তমানে যাত্রীসংকটের জন্য নৌপথে যাত্রী ফেরানোর উদ্দেশ্যে ডেক ভাড়া ৩০০ টাকা করে রাখা হয়। কিন্তু কিছু অসাধু সুযোগসন্ধানী এবং বিশেষ করে লঞ্চ ক্রু আগে থেকে এদের নানা নামে কেবিন বোকিং দিয়ে একটি কৃত্রিম সংকট তৈরি করছে এবং মানুষদের হেনতা করছে। এই ভাবে চলতে থাকলে মনে হয় না মানুষ আর নৌপথে ভ্রমণ করার কোনো আগ্রহ দেখাবে।🙂