Рет қаралды 59
বিল গেটসের নিট সম্পদের পরিমাণ ১৩ হাজার ৫৪০ কোটি ডলার। এটা ফোর্বস সাময়িকীর সম্পদশালীদের তালিকায় আজ ২৪ অক্টোবর রোববার সকাল ৯টার হিসাব। প্রতিদিন যদি তিনি এক কোটি ডলার করে খরচ করেন, তবে ১৩ হাজার ৫৪০ দিন, অর্থাৎ ৩৭ বছরের বেশি লাগবে সে টাকা ফুরাতে।