Рет қаралды 63,362
আমার বহুবার বিমান যাত্রার অভিজতা থেকে এই ভিডিও টি বানানো। পুরো ভিডিওটি বাংলা ভাষায় বর্ণিত।
এই ভিডিওটি পুরটা দেখলে একজন মানুষ যিনি আগে কখনও বিমানে চড়েন নি , তিনি একা একা একটি বিমান যাত্রা নির্ভয়ে করতে পারবেন।
যারা আগে কখনো বিমানে চড়েন নি তারা এই ভিডিও টি দেখে কি কি সাথে নিতে হবে জেনে যাবেন।
সিট নাম্বার কিভাবে বুঝবেন তা বলেছি।
সাথে ছোট দুগ্ধপোষ্য শিশু থাকে কি কি করতে হবে তা বলেছি।
বয়স্ক মানুষ দের জন্য হুইল চেয়ার কি ভাবে পেতে হবে বলেছি।
পোরটার কিভাবে পেতে হবে জানিয়েছি।
সাথে কি কি রাখতে পারবেন বা পারবেন না তা বিশদে বলেছি।
পানীয় জল অথবা ধূমপান কক্ষ সম্পর্কে জানিয়েছি।
একটি বিমানবন্দরের ভিতরে কি কি পর্যায় পেরোতে হয় বিমানে ওঠার আগে , তা বর্ণনা করেছি বিশদে।
Background audio provided by www.bensound.com
Image Curtesy : Pexels.com