প্রতিদিন ভোরবেলা এবং রাতে বিছানায় শুয়ে শুয়ে শুনুন শিবকন্যা মা নর্মদার অনুপম মাহাত্ম্য কথা : তপোভূমি নর্মদা 'র অডিও বুক। লিংক : kzbin.info/aero/PLaraFtRMwGktok1dAA6HyeLDrN2C_RULH&feature=shared
@pronobeshchatterjee95127 ай бұрын
অপূর্ব মধুর কণ্ঠ। খুব সুন্দর উপস্থাপনা। জয় গুরু 🙏🏽 জয় জয় সীতারাম 🙏🏽
@PradipsahooАй бұрын
ধন্যবাদ
@romaprosadhalder689 Жыл бұрын
প্রদীপ সাহুর উপস্থাপনা এক কথায়,' অসাধারণ '। Genius.
@nabakumarsau3651 Жыл бұрын
জয়গুরু জয় জয় সীতারাম অপূর্ব🙏🙏🙏
@Pradipsahoo Жыл бұрын
Ank dhanyabad
@kanikachaterjee241 Жыл бұрын
আমি ছোটবেলা থেকে অনেকবার উনার দর্শন পেয়েছি. উনার নাতনির বাড়ি ছিল রানাঘাটে. আমিও রানাঘাটের মেয়ে. আমার মামার বাড়ীর সাথে তুমুল দহ আশ্রমের একটা আত্মিক যোগাযোগ ছিল. শ্যামনগরে আমার মাসিমার বাড়িতে উনার যাতায়াত ছিল এবং মামারাও ওনার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন. অনার্স উপদ্রব রঘুনাথ মামাকেও আমি অনেকবার দেখতে পেয়েছি. এটা আমার পরম পাওয়া ও পরম সৌভাগ্য বলে মনে করি. হয়তো বিশ্বাস করবেন না আমি আজো স্বপ্নাদেশে উনাকে দেখেছি. আমার মা আমার বাড়ির সবাই ওনার দীক্ষিত.
@namaivakevalam5621 Жыл бұрын
প্রথমেই উপস্থাপককে অসংখ্য ধন্যবাদ জানাই এই বিশ্ববরেণ্য দার্শনিক, অভিনব প্রণববাদের স্রষ্টা , নামাবতার অধ্যাত্মপুরুষের দিব্য জীবনের উপর এই নিবেদন পরিবেশন করার জন্য। অপূর্ব নিবেদন। তবে তথ্য সম্বন্ধে আরো সচেতন হলে ভালো হতো। অনেক ভুল তথ্য পরিবেশিত হয়েছে। এবিষয়ে ভবিষ্যতে সচেতন হলে ভালো হয়।
@Pradipsahoo Жыл бұрын
আমায় ক্ষমা করবেন।
@mausamiray19204 ай бұрын
@@namaivakevalam5621 ঠাকুর সীতারাম দাস এর সম্বন্ধে আমি কী বই পড়লে জানব? প্লিজ জানাবেন।
@namaivakevalam56214 ай бұрын
@@mausamiray1920 কলকাতায় ডানলপের কাছে অবস্থিত মহামিলন মঠে ওঙ্কারনাথদেবের অনেক বই পাওয়া যায়। ওখানে গিয়ে দেখতে পারেন।
@MSKim6563Ай бұрын
@@namaivakevalam5621 ...উদাহরণস্বরূপ?!!
@samareshroy3570 Жыл бұрын
খুব সুন্দর
@shwetabhattacharjee2073 Жыл бұрын
জয় গুরু 🙏🙏জয় ঠাকুর🙏🙏
@dipayanghosh45002 жыл бұрын
Sitaram Das Omkarnath , amar Gurudev 🙏,Baba Prodip , tomar ei Sundar prochesta sarthak hoke . Ro Mahapurus er jiban kahini jante parbo . tumi bhalo thako . Joy Guru , Joy Ma Narmada , Joy Baba Omkareswar 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Pradipsahoo2 жыл бұрын
হর নর্মদে হর।
@prasenjitthakur22852 жыл бұрын
Priyo bhai , ami Purulia district-e thaki . Amar area theke burnpur jete almost 1 hour time laage . Okhane gurujir ashram ache , google theke pelam . Tumi ki contact number ta dite parbe amay , tahole kuub bhaoo hoto . Ami pelam na . Aar 1 ta question ache , gurujir deekha ki shokti mantra te dewa hoy ? Ami shokti mantra te nite chai . Kindly reply diyo bhai . Bhalo thek gurujir moha kreepay . OM GURUVE NAMAH 🕉👏🏾🌸
@shwetabhattacharjee2073 Жыл бұрын
জয় গুরু🙏🙏খুব ভালো লাগলো🙏🙏
@Pradipsahoo Жыл бұрын
জ্যোতিষ সংক্রান্ত এপিসোড এই চ্যানেলে পাবেন। তাই অনুরোধ করব এই চ্যানেল সাবস্ক্রাইব করুন। চ্যানেল লিংক : youtube.com/@pradipsahoo2.0
আপনার কন্ঠধ্বনি অতি মধুর। আপনার জননী বড় ভাগ্যবতী কারণ আপনাকে গর্ভে ধারণ করেছেন। রাধে রাধে
@barunichatterjee9953 Жыл бұрын
আমার গুরু সীতারাম।জয় গুরু। খুব ভালো লাগলো।
@chandrapal23762 жыл бұрын
🙏🌷🕉🌺 একবারএই মহাপুরুষকে দর্শন করবার সৌভাগ্য হয়ে ছিল !যেবার দোলপূর্ণীমাতে বালিগণ্জের ট্রয়ংগল পার্কে নবদ্বীপ থেকে বিষ্ণুপ্রীয়া পূজীত মহাপ্রভুর পাদুকা আনা হয়েছিল 🌷🙏🕉🌺
@dmukherjee3737 Жыл бұрын
দেহ ত্যাগ এর পর মুনি কা রে তি তে আমি উনার দেখা পাই । পরে স্বপ্নে ও একবার । জয় জয় ঠাকুর তোমার এই ভালোবাসতে আমি ধন্য, আমি কৃতজ্ঞ, তোমার শ্রী চরণে যেনো আমৃত্যু মতি থাকে ।জয় জয় সীতারাম কোটি কোটি প্রণাম নিও ঠাকুর ।
@thokathukirannaghar2002 Жыл бұрын
Hare Krishna 🙏
@rsrsdutta1012 Жыл бұрын
ভালো হয়েছে। কিন্তু ভুল তথ্য আছে। যেমন প্রথম দর্শন হয় শিব ছয় বছর বয়সে, বাবার সঙ্গে ঘরে শুয়ে ছিলেন। বাবা দেখতে পাননি। জিজ্ঞাসা করলে শিবের হুবহু বর্ণনা দেন।২৬ বয়সে আবার দর্শন পান। তখন সীতারাম জিজ্ঞাসা করেন আপনি কে। শিব বলেন ছোটবেলায় দর্শন দিয়েছিলাম চিনতে পারিস নি, আমি তোর গুরু। তারা বলেন যদি গুরু হও ইষ্ট দর্শন করান। তখন এক মাতৃমূর্তি শিবের সঙ্গে নেমে এসে তার চিন্ময় দেহ নিয়ে দোলাতে থাকেন ও রাম নাম শোনাতে থাকেন। সীতারামের ইষ্ট দর্শন হয়নি । এর থেকে প্রমাণিত হয় যে তিনি স্বয়ং রাম। আমরা জানি যে রামের গুরু শিব শিবের গুরু রাম। দ্বিতীয়তঃ ওমকারনাথ নাম অবতরণ হয়। তৃতীয়তঃ তিনি শ্রী ক্ষেত্রে ১০ই বৈশাখ" যাযা নাম দিগে যা"জগন্নাথ দেবের কাছে আদিষ্ট হন। এরপর তার শ্রীনাম প্রচার আসমুদ্রহিমাচল ছড়িয়ে পড়ে।
@Pradipsahoo Жыл бұрын
Apnk ank dhanyabad janai . Ami Boi theke path korechi . Apner ei comment bakider bujhte sahajjo korbe. Narmade har .
@rsrsdutta1012 Жыл бұрын
জানিনা কার লেখা বই। AUTHENTIC লেখকদের বই থেকে পাঠ করলে দেখবেন একই কথা লেখা আছে। আসলে শ্রী শ্রী ঠাকুর সীতারামদাস ওঙ্কারনাথ জীবনী বহু জন লিখেছেন।