Рет қаралды 26,565
দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা নজিরবিহীন এক টালমাটাল অবস্থা পার করছে।
দিনের অর্ধেক সময় বা তারও বেশি সময় বিদ্যুতবিহীন দিন কাটাচ্ছে মানুষ। খাদ্য, ওষুধ ও জ্বালানির চরম অভাব মানুষকে মরিয়া করে তুলেছে। নজিরবিহীন ক্ষোভে ফুঁসে উঠেছে দেশের মানুষ। কাগজের অভাবে ৪৫ লাখ শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া বন্ধ হয়ে গেছে। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। চাল প্রতি কেজি ৫০০ টাকা পর্যন্ত পৌঁছেছে। সব মিলিয়ে সরকার ও সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। এ অবস্থায় দেশটি থেকে পালাতে শুরু করেছে লোকজন।
যেসব দেশ আগে দেউলিয়া হয়েছিল?
শুধু লেবানন কিংবা শ্রীলঙ্কাকে ঘিরে রাষ্ট্রের দেউলিয়াত্বের বিষয়টি সামনে এসেছে তা কিন্তু নয়। মহামারি করোনার থাবায় কুলাতে না পেরে ২০২১ সালে রাষ্ট্রের দেউলিয়াত্ব ঘোষণা করে ব্রাজিল। ইউরোপের প্রায় অর্ধেক দেশ, আফ্রিকার ৪০ শতাংশ দেশ এবং এশিয়ার প্রায় ৩০ ভাগ দেশ নানা সময়ে দেউলিয়া হয়েছে গত দুই শতকে। এই তালিকায় কিন্তু যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, যুক্তরাজ্য এবং চীনও আছে। তবে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার দেউলিয়া হয়েছে ইকুয়েডোর। মোট ১০বার দেশটি নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে।
শ্রীলংকা ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর থেকে কখনো এতোটা দুরবস্থায় পড়েনি দেশটি।
কিন্তু এই অবস্থা কেন তৈরি হল? শ্রীলংকা কেন দেউলিয়া হলো? চীনা ঋন নিয়ে বাংলাদেশের অনেকেই চিন্তায় আছেন, শ্রীলঙ্কার মতো অর্থনৈতিক সংকটে পড়বে কি বাংলাদেশ ? তা জানাবো আজকের এই ভিডিওতে।
LICENSE CERTIFICATE: Envato Elements Item
=================================================
This license certificate documents a license to use the item listed below
on a non-exclusive, commercial, worldwide and revokable basis, for
one Single Use for this Registered Project.
Item Title: Cinematic Dramatic Epic Orchestra
Item URL: elements.envat...
Item ID: CWBV7R7
Author Username: SERGMARU
Licensee: Md Razib Farazi
Registered Project Name: Financial Crisis In Sri Lanka
License Date: April 9th, 2022
Item License Code: MK475LTUFW