বিস্ফোরক আসমা বিবি! তৃণমূলে যোগ দিয়ে কার দিকে আঙুল তুললেন?

  Рет қаралды 1,970

Banglar Kotha - বাংলার কথা

Banglar Kotha - বাংলার কথা

11 күн бұрын

হঠাৎ করে তৃণমূলে যোগদান ভাঙ্গড়ের আইএসএফের লড়াকু নেতৃত্বের
ভাঙ্গড় : আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান আসমা বিবির যিনি আই এস এফ এর একজন লড়াকু মুখ হিসাবে পরিচিত ছিল, সেই আসমা বিবি একেবারে লোকসভা নির্বাচনের পর পরই তৃণমূলে যোগদান করলেন। কিছুদিন আগে যিনি সওকাত মোল্লাকে একেবারে নাম ধরে চোর হিসাবে আখ্যা দিয়েছিলেন শুধরে যাওয়ার উপদেশ দিয়েছিলেন নইলে জেলের ভাত খেতে হবে,সেই শওকাত মোল্লার হাত ধরে আইএসএফের লড়াকু এই কর্মী হঠাৎ করে তৃণমূলে যোগদান কেন তা নিয়ে প্রশ্ন উঠছে একাধিক। তবে কি লোকসভায় আইএসএফের অস্তিত্ব মুছে যাওয়ার কারণে তার এই পথ বেছে নেওয়া নাকি অন্য কিছু? তবে পূর্বের দিকে একটু দৃষ্টিপাত করলে দেখা যাবে তিনি তৃণমূলের হাত ধরে রাজনীতিতে এসেছিলেন পরে আইএসএফ এ যোগদান করেছিলেন তবে পুনরায় আইএসএফ ছেড়ে আবার কেন তৃণমূলে যোগদান করলেন একাধিক কারণ দেখিয়েছেন তিনি, তার মধ্যে বিশেষ কারণ হিসাবে তিনি বলেন ভাঙ্গরের আগের তৃণমূল নেতৃত্ব তাকে যোগ্য সম্মান দেন নি তিনি বহু অপমানজনক পরিস্থিতির মধ্যে দিয়ে সাফার করেছেন ঠিক এই কারণে তৃণমূল ছাড়তে তিনি বাধ্য হয়েছিলেন, আজ তারা জেলে, ঠিক কাকে ইঙ্গিত করলেন নাম না করে তিনি কি আরাবুলের দিকে আঙ্গুল তুললেন এ নিয়েও থাকছে বড় জিজ্ঞাসা চিহ্ন। কিন্তু লোকসভা নির্বাচনের ঠিক কয়েক মাস আগে বাংলার কথাকে দেওয়া একটি সাক্ষাৎকারে তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল যে তিনি মূর্খের সাথে রাজনীতি করতে নারাজ তাই শিক্ষার পথ ধরে তিনি অর্থাৎ আইএসএফের দলটাকে তিনি শিক্ষার কান্ডারী হিসাবে বেছে নিয়েছেন শুধু তাই নয় তৃণমূলের বিভিন্ন কেলেঙ্কারির সাথে জড়িত নেতৃত্বদের নাম করে করে যেমন জ্যোতিপ্রিয় অনুব্রত তাদেরকে নিয়েও মন্তব্য করতে শোনা যায় ।

Пікірлер: 1
@SalaChoda-cl8xj
@SalaChoda-cl8xj 8 сағат бұрын
Cie
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 85 МЛН
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 24 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,2 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 85 МЛН