আহা কী মধুর সঙ্গীতের সুরের মূর্ছনা , আর তালে তালে যুগলবন্দি অন্যান্য যন্ত্রের সহায়তা , হৃদয় মন ভরিয়ে দিলেন আপনারা । শিল্পীকে জানাই সাথে সাথে আপনাদের সকলকে এই বুড়োর পক্ষ থেকে জানাই সুরেলা আশির্বাদ । সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গীতের মতোই সবার জীবন মুগ্ধাময় , মধুময় , পদে পদে ছন্দে ছন্দে আনন্দময় হোক ।