হায়রে পুরনো স্মৃতি মনে করলে বুকটা ফেটে যায় দোস্ত 😢
@TorikulIslam-j9d7 күн бұрын
কে কি মনে করেন আমি জানি না,তবে আমার কাছে অভিনয় বা মুভিটা অনেক মজার লেগেছে। কারণ এখানে বড় একটা শিক্ষনীয় বিষয় আছে। যেটা বর্তমান প্রায় সমাজে হয়ে থাকে, বড় বড় ফেতনা।এই অভিনয় বা মুভি বা ছবি যেটাই বলেন,বা নিজের ঘরেও হতে পারে ভাই ভাইয়ের মধ্যে ভাই বোনের মধ্যে, যখনই কোন ঝগড়াঝাটি হবে নিজেদের সম্পর্কের মধ্যে, তখন ঝগড়া না করে ঠান্ডা মাথায় ভাবুন,কে আপনাদের এই সম্পর্কের মধ্যে কে তৃতীয় পক্ষ হয়ে আপনাদেরকে উস্কানি দিচ্ছে এবং ঝগড়া লাগাচ্ছে। অভিনয়ের ভাইদেরকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।