Рет қаралды 103,539
দক্ষিণা বাতাসে লাল পলাশ জানান দেয় বসন্ত এসে গেছে। রামধনু রঙের ফাগের ছোঁয়ায় চারপাশ হয়ে ওঠে রঙিন। বৃন্দাবনে সখা-সখীগনে মেতে ওঠে বসন্ত রঙে। আর সেই রঙের উৎসবে মাতোয়ারা হতে 'বারোগানে বর্ষযাপনের' একাদশতম গান "বসন্ত রঙে"।
দখিনা বাতাসে বসন্ত জাগে
প্রকৃতি আজ নব রূপ সাজে
মাতিলো ভূবন ফাগুনের রঙে
রঙ্গিলা প্রকৃতি মাঝে
এলোরে আজিকে দোল এলোরে রঙের দোল
বসন্তে আজ রঙিন হয়েছে মধুর বৃন্দাবন
পলাশের রঙে ভরিয়া উঠেছে কুসুমিত নিধুবন
রঙের আবেশে প্রেমের পরশে হরষিত ব্রজবালা
রাধা গোবিন্দ মাতোয়ারা আজ বসন্তে হোলি খেলা
মাতিলো ভূবন ফাগুনের রঙে
রঙ্গিলা প্রকৃতি মাঝে
এলোরে আজিকে দোল এলোরে রঙের দোল
রং ভোরে পিচকারি মারে শ্যাম সোহাগিনী রাই
চুয়া চন্দন ডারি ডারি রাই অঙ্গে কানাই
আবিরে সোহাগে রাঙা যে হয়েছে পবিত্র ব্রজধাম
সখা সখিগনে মিলিল সকলে আনন্দে জয় গান
মাতিলো ভূবন ফাগুনের রঙে
রঙ্গিলা প্রকৃতি মাঝে
এলোরে আজিকে দোল এলোরে রঙের দোল
নির্দেশনা , ভাবনা ও রূপায়ণ
সঙ্গীতম মিউজিকাল হাউস
সঙ্গীত নির্দেশনা ও পরিচালনা- জয় সরকার
কথা এবং কণ্ঠ : অদিতি মুন্সী
ধ্বনি গ্রহণ : বাপ্পদিত্য চক্রবর্তী , ষ্টুডিও সঙ্গীতম
ধ্বনি গ্রহণ ও রূপায়ণ : গৌতম বসু , ষ্টুডিও ভাইব্রেশন
সেতার : সুভাষ বসু
সানাই : হাসান হায়দার খান
Programming: Sabuj - Ashish
তবলা : জয় নন্দী
গিটার :জয় সরকার
সহযোগী কণ্ঠ : মৌসুমী বসু এবং বনি বসু
দৃশ্যায়ন : ইন্দ্রজিৎ মজুমদার
রূপায়ণ- দীপাঞ্জন মুন্সী
শিল্প নির্দেশনা - নারায়ন নন্দী এবং সহকারী
বিশেষ সহযোগিতায় : সঙ্গীতম কালচারাল একাডেমির ছাত্র-ছাত্রীরা, রাজারহাট গোপালপুর আর্টিস্ট ফোরামের সদস্যরা এবং রিকি-অদিতি ডান্স অ্যাকাডেমীর ছাত্রীরা
সঙ্গীতম টিম - রাজা , প্রসেন, মধুমিতা ,অনিন্দিতা ,রনি, অনির্বাণ, দ্বীপ, ইন্দ্রনীল, জয়ন্ত , সোহম
শিল্পীসাজ (অদিতি মুন্সী) : প্রশান্ত রায়
শিল্পীসাজ - সায়ন
পোশাক - শ্রী বুটিক