মিক্স খাবার প্রয়োগ করুন - এক গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট + এক গ্রাম লাল পটাশ + এক গ্রাম সী উইড গ্রানিউলস + এক গ্রাম ইউরিয়া + এক হাড়গুড়ো + এক গ্রাম ডিএপি + এক গ্রাম সুপার ফসফেট সবগুলো একসাথে মিশিয়ে টপ প্রতি এক চামচ করে মাসে একবার করে ব্যবহার করবেন।
@sukumarmaiti88752 жыл бұрын
ধন্যবাদ
@PikasGardening2 жыл бұрын
🙂🙂
@krishnakalibasu47502 жыл бұрын
Amar gaachh Khub lamba dalpala hoyechhe. Kono phool ashchhe na . Ekhon ki pruning kora jai. Amar gaachhe aage Khub phool hoto , boro tub e achhe 5 yrs er purono
@PikasGardening2 жыл бұрын
হ্যাঁ, এই সময় আপনি অবশ্যই গাছের প্রুনিং করবেন কারন এটা গাছের বৃদ্ধির সময় এবং প্রুনিং করার সঙ্গে সঙ্গে আপনি গাছে খাবারটাও প্রয়োগ করে দিন।
@sadiahaquechowdhury1920 Жыл бұрын
সার কখন দিব এবং তারপর কি পানি দিব
@PikasGardening Жыл бұрын
মাসে একবার দেবেন এবং সার প্রয়োগ করার পর অবশ্যই পানি দেবেন।
@gourangasarkar133010 ай бұрын
আমি দুটো কাগজ কুল গাছের চারা কিনেছি গাছগুলোর গায়ে কাঁটা আছে কাটা থাকলে কি থাইল্যান্ড ভ্যারাইটি হয়
@sayantanpal17695 ай бұрын
কাগজফুল আর বগেনভেলিয়া কি একই?
@henaroy60865 ай бұрын
@@sayantanpal1769কাগজফুল, বেগনভেলিয়া এবং বাগানবিলাস তিনটাই একই।
@sohambiswas0075 ай бұрын
@@sayantanpal1769ha
@moriomsultana52255 ай бұрын
শিংকুচি ও হাড়ের গুঁড়ো এই গাছে দেয়া যাবে না?
@PikasGardening5 ай бұрын
Ha jabe
@pokaon4163 Жыл бұрын
খাবার কখন দিতে হবে? কোন কোন মাসে?
@PikasGardening Жыл бұрын
Every month e
@mayazrahman48772 жыл бұрын
Sei varytir nam gulo blo jate segulo kinte pari
@PikasGardening2 жыл бұрын
Purple Star, California gold, orange king
@riponhossain2566 Жыл бұрын
পাতাগুলো কী ছাটাই করতে হবে?? নাকি কী করতে হবে??
@PikasGardening Жыл бұрын
Ha
@rumaroy4008 Жыл бұрын
আমার ব্যালকনি উত্তর মুখী। এখানে কি বোগেনভোলিয়া গাছ করা যাবে?
@PikasGardening Жыл бұрын
কাগজ ফুলে ভালো ফুল আনতে গেলে যথেষ্ট পরিমাণে রোদ্রের প্রয়োজন, যদি আপনার উত্তরমুখী ব্যালকনিতে ভালো রৌদ্র আসে তাহলে অবশ্যই সেখানে গাছে ভালো ফুল আসবে।
@faridaghani94112 жыл бұрын
Koto din por por khabar dite hobe
@PikasGardening2 жыл бұрын
Monthly ekbar
@bhaswatibasu80737 ай бұрын
Koto din bade bade khete debo
@PikasGardening7 ай бұрын
Monthly ekbar kore
@santanubhattacharjee19662 жыл бұрын
Excellent
@PikasGardening2 жыл бұрын
🙂🙂
@thememerbmdbs5417 Жыл бұрын
Amn kichi variety nam bolun dada jehulo sara bachor ful fote. Tahole kub vlo hy. Amar gach gulo ank rod pay, jol km dei tabuo ful fote na. Sudu pata die vara. Please ektu bolben.
@PikasGardening Жыл бұрын
চ্যানেলে গিয়ে দেখুন ভিডিও আছে।
@atiyaaamreen94662 жыл бұрын
Dada first time reporting korar somoy koto inch pot nebo?
@PikasGardening2 жыл бұрын
ছোট গাছের জন্য ৮-১০ inch
@itispitis7768 ай бұрын
এই গাছের মাটি কি ভাবে তৈরী করবো একটু bolun
@PikasGardening8 ай бұрын
40% soil + 20% compost + 10 % neem khol + 10% harguro + 10% singkuchi + 10% fungicide misiye media toiri kore neben.
@itispitis7768 ай бұрын
@@PikasGardening thank you..
@snigdhadas32592 жыл бұрын
Valo valo bogenveliya gaach kothey pabo?
@PikasGardening2 жыл бұрын
আপনার এলাকার আশেপাশের নার্সারিতে খোঁজ করুন পেয়ে যাবেন
@kalpanakonar2 жыл бұрын
এই ফুল গাছ এর cutting সম্পর্কে কিছু। বল ভাই plz
@PikasGardening2 жыл бұрын
কাটিং এর কি বিষয় সম্পর্কে জানতে চাইছেন ?
@bablirozario1482 жыл бұрын
Thanks
@PikasGardening2 жыл бұрын
🙂🙂
@rashmikaborni27082 жыл бұрын
আচ্ছা পটাশ আর শুকনা গোবর জদি মিক্সিং করে দি,সমস্যা হবে কি?
@PikasGardening2 жыл бұрын
না কোন সমস্যা নেই
@avikbag88062 жыл бұрын
Dada social media handel tar name bolben please..kichu katha ache
@PikasGardening2 жыл бұрын
facebook.com/amit.shil.56
@sudipytparui7888 Жыл бұрын
Koto din antor antor gacha khabar daboo? Sara বছর dora
@PikasGardening Жыл бұрын
Monthly ekbar
@gourangasarkar133011 ай бұрын
এই খাবারগুলো কতদিন পরপর দেবো
@PikasGardening11 ай бұрын
Monthly ekbar
@basantisarkar64052 жыл бұрын
খুব ভালো তথ্য দিয়েছ । উপকৃত হলাম
@WanderlessWanderer8 ай бұрын
ভাই, জৈব খাবার টা কি প্রতি ১৫দিন পর পর দিতেই থাকবো? আর সব গাছে (গোলাপ, ক্যামেলিয়া, জবা) এই খাবার একই নিয়মে দেয়া যাবে? আর এই খাবার কি সারাবছরই দিতে পারবো নাকি নির্দিষ্ট সময় ধরে? প্লিজ ৩টারই উত্তর দিবেন।
@PikasGardening8 ай бұрын
Ha dite parben Sara bochor
@WanderlessWanderer8 ай бұрын
@@PikasGardening ধন্যবাদ
@faisalahmed-ph7pr Жыл бұрын
আমার গাছের ছোট ছোট ফুল গুলো পরে যাচ্ছে কি করতে পারি? জানালে উপকৃত হতাম 🙏
@PikasGardening Жыл бұрын
গোড়ার মাটি বেশি শুকনো রাখবেন না তাহলে ফুল খুব কম সময়ে ঝরে যাবে এবং ফুল থাকা অবস্থায় কোন ধরনের জৈব তরল খাবার গাছের প্রয়োগ করবেন না এতেও অনেক সময় ফুল ঝরে পড়ে।
@manasibanerjee41652 жыл бұрын
Ami sabe geche bosiechi. Ekhon ki korbo.
@PikasGardening2 жыл бұрын
গাছকে পুষ্টি সমৃদ্ধ খাবার প্রয়োগ করুন, পুরোপুরি সূর্যালোকের নিচে রাখুন, সময়মতো কাটাই ছাঁটাই করুন। আগে গাছকে সঠিকভাবে বড় হতে দিন।
@dilipkumarmondal25932 жыл бұрын
আমি একটি Formosa pink গাছ লাগিয়েছি খুব সরু এবং গাছটি লম্বা হয়ে যাচ্ছে এখনই কি শাখা আনার জন্য স্প্রুনিং করবো ? না গাছটা একটু গ্রোথ করিয়ে তারপর স্প্রুন করবো ?
দাদা আমি বাংলাদেশ থেকে বলছি, আমার গাছে টানা ৩ ঘন্টা রোদ পড়ে ভোর থেকে সাড়ে দশটা পর্যন্ত, এতে কি রোদের চাহিদা পূরন হবে?
@PikasGardening Жыл бұрын
বাগান বিলাসের গাছ খুব ভালো রোদ পছন্দ করে তাই যত বেশি রোদে গাছ রাখবেন তত ভালো রেজাল্ট দেখতে পারবেন।
@BonsaiAndAll2 жыл бұрын
So Beautiful 🥰
@PikasGardening2 жыл бұрын
Thank you
@purabidey31062 жыл бұрын
Khub bhalo laglo ❤️❤️
@MoutusisDiary1M Жыл бұрын
চা পাতা পচিয়ে দেওয়া যাবে কি। চিনি ছাড়া চা পাতা ধুয়ে শুকিয়ে যদি দেওয়া যায় । কাজ হবে দাদা ?
@PikasGardening Жыл бұрын
হ্যাঁ হবে
@kousikjana60102 жыл бұрын
Fantastic ♥️♥️
@hillormajara6483 Жыл бұрын
বাংলাদেশে পাওয়া খুব কঠিন,যেগুলো পাওয়া যায় সেগুলো ও অনেক দাম নেই।
@debaprosadchakraborty76172 жыл бұрын
Please give address of a nursary near Dum Dum junction.
@shambhunamboothirikn5392 жыл бұрын
Good
@sayaakter38192 жыл бұрын
think
@somabhattacharyya52822 жыл бұрын
জৈব কিংবা রাসায়নিক খাবার কত দিন পর পর গাছকে দিতে হবে?
@PikasGardening2 жыл бұрын
জৈব সার সপ্তাহে একদিন করে দেবেন এবং রাসায়নিক সার মাসে একবার।
@jagannathbarman562 Жыл бұрын
3 বছর গাছ report করার পর পাতাগুলো কুঁকরে আছে এক মাস পর্যন্ত কী করব
@PikasGardening Жыл бұрын
গাছে জল দেওয়া টা একটু কম রাখুন তাতে গাছের পাতা গুলো ঝরে পড়বে এবং পাতাগুলো ঝরে পড়লে তখন আপনি খাবার প্রয়োগ করবেন তাতে দেখবেন কিছু সংখ্যক ফুল আসার সম্ভাবনা বেড়ে যাবে।
@gouridas78452 жыл бұрын
খাওয়ার কতদিন পর পর দেব,বললে ভালো হয়।
@PikasGardening2 жыл бұрын
১৫ দিন পর পর দিন।
@pratyashamajumder4100 Жыл бұрын
পিঁপড়া কি করে দূরে করবো
@PikasGardening Жыл бұрын
নিম তেল ব্যাবহার করুন
@debasissen397 Жыл бұрын
কলার খোসার সার কোথায় পাব ?
@PikasGardening Жыл бұрын
বাজার থেকে কলা কিনে নিয়ে এসে তার খোশাগুলোকে শুকিয়ে আপনি ৭ থেকে ১০ দিন জলের মধ্যে ভিজিয়ে রেখে লিকুইড সার অতি সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন।
@santanusett58352 жыл бұрын
আমার বারান্দায় শীতকাল ছাড়া রোদ আসেনা। বুগেনভেলিয়া গাছ কিভাবে করব
@PikasGardening2 жыл бұрын
কাগজ ফুলের গাছে অত্যধিক ফুল দেখতে গেলে রৌদ্র খুবই জরুরী, গাছ করতে পারবেন কিন্তু অল্প বিস্তর ফুল হবে সেই হিসেবে প্রচুর ফুল দেখা যাবে না।