Рет қаралды 412
আনুষ্ঠানিক পথ চলা শুরু হল বৃষ্টি বিলাশ রেষ্ট হাউজ মৌলভীবাজারে। ২০ ই সেপ্টেম্বর ২০২২ ইং বুধবার শহরস্থ সিংকাপনে অপরুপ স্বপ্নের মতো সুন্দর রেষ্ট হাউজ টি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সত্ত্বাধিকারী প্রবাসী মামুনুর রশীদ অনিক কেক কেটে আলোক জ্বলমলে বৃষ্টি বিলাশের উদ্ভোধণ ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তিত্ব, মেয়র ফজলুর রহমান, চেয়ারম্যান আবু সুফিয়ান, যুবলীগের সভাপতি নাহিদ আহমদ সহ সর্বস্তরের মানুষ। #ahmednaz #Bristy_bilash