ধন্যবাদ মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটিকে এত সুন্দর ভাবে আমাদের সামনে সত্যকে তুলে ধরার জন্য,সত্য তখনই সত্য হয় যখন তা মান্য গুনে উপলব্ধি করা যায়। বাংলাদেশ থেকে রাকিবুল হাসান বলছি।মহারাজের কাছে একটি জানার অভিলাষ কিভাবে নিজেকে একমুখী করা যায় অর্থাৎ গুরুমুখী করা যায়।
@सोचनेकीबात-द3घ2 жыл бұрын
এক মুখী বা গুরুমুখি কখনো এক মানে হয় কি ?
@सोचनेकीबात-द3घ2 жыл бұрын
এ গুরুজীর নিকট কেবল প্রথম ক্লাসের জ্ঞান আছে , ব্রহ্মা,বিষ্ণু, শঙ্করের নিকট কেবল চতুর্থ ক্লাসের জ্ঞান আছে, ব্রহ্মা,বিষ্ণু,শঙ্করের ,মায়ের নিকট দশম ক্লাসের জ্ঞান আছে, এই তিন দেবতার পিতার কাছে দ্বাদশ ক্লাসের জ্ঞান আছে, ইনাদের পিতার উপরে যিনি তাহার নিকট বি, এ-gyan Aachhe , ইনার থেকে যিনি উপরে অর্থাৎ যাহার জ্ঞানের উপরে কাহারো জ্ঞান চলে না ,তিনি পূর্ন ব্রহ্ম বা সর্ব সৃষ্টির পিতা বর্তমানে তাহারই অবতার হয়ে যিনি অবতীর্ণ হয়ে এসেছেন এই পৃথিবীতে তাহার নিকট পি, এ্চ , ডি -gyan আছে।
@सोचनेकीबात-द3घ2 жыл бұрын
এই ব্যক্তির জ্ঞান সাময়িক, যাহা মানব কল্যাণের জন্য নয়। যে জ্ঞান পূর্ন গুরুর দ্বারা প্রাপ্ত হয় ,তাহা জানলে এই লোক টেনশন ফ্রী তথা সুখী হবার মূল কারণ প্রাপ্ত হয়।
@udaydatta3563 жыл бұрын
অসম্ভব জ্ঞানগর্ভ আলোচনা। সমৃদ্ধ হলাম।
@Knowledgewithquery8 ай бұрын
প্রণাম মহারাজ 🙏। কলাতত্ত্ব ও অবতার তত্ত্ব এত সুন্দর ভাবে আগে জানার সৌভাগ্য হয়নি।
@alokbhattacharya30682 ай бұрын
সশ্রদ্ধ এবং সপ্রেম প্রনাম। আলোকিত হলাম জটীল কলাতত্বের সুন্দর ব্যাখ্যায়। আপনার গুরুকৃপায়, শোনার পর মাধূর্যে মন ভরে উঠল। প্রণাম।
@banibanerjee5747 Жыл бұрын
ভক্তি পূর্ণ প্রণাম জানাই মহারাজের চরণে। অসাধারণ আলোচনা।চরণাশ্রিতম,শরণাগতম জয় গুরু মহারাজ।জয় ঠাকুর। জয়তু ভারতবর্ষ।
অপূর্ব অপূর্ব অসাধারণ আলোচনা ।সশ্রদ্ধ প্রণাম মহারাজ 🙏🙏🙏
@ramendrasundarbanerjee33615 ай бұрын
আপনার আলোচনা শুনি। আমার নিজস্ব একটা প্রশ্নের উত্তর হঠাৎ পেয়ে গেলাম। 🙏
@arupbanerjee679010 ай бұрын
মহারাজ আপনাকে আমার শতকোটি প্রনাম জানাই। আশীর্বাদ করুন যেন সংযমী হতে পারি। আশীর্বাদ করুন যেন আমার বৈরাগ্য লাভ হয়। ঈশ্বরের কৃপা থেকে বঞ্চিত না হই। জীবন কে বুঝতে পারি,জানতে পারি, সার্থক করে তুলতে পারি।
@BithiGanguly76o.-_9 ай бұрын
অপূর্ব সুন্দর করে বললেন। মন ভরে গেলো। 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️
@kobitakunja2 жыл бұрын
যত শুনি তত জানি। ততই সমৃদ্ধ হই।
@sujitadhikari34412 жыл бұрын
প্রণাম নেবেন মহারাজ,মুগ্ধ হয়ে শুনলাম সব কিছু।
@shilsailesh19172 жыл бұрын
শীল শৈলেশ ফ্রান্স থেকে , হরে কৃষ্ণ অসাধারণ ব্যাখ্য মহারাজ আমার সাদর প্রণাম নিবেন
@falgunichakraborty98863 жыл бұрын
খুব সুন্দরভাবে সত্য কে উপস্থাপনা করেছেন মহারাজ 🙏
@arupbanerjee679010 ай бұрын
এই যে এতো সুন্দর সুন্দর মানুষ আমাদের চারপাশে আছেন এটা দেখে মনটা ভরে গেল। যাঁরা কমেন্টস করেছেন তাঁদের প্রনাম জানাই।
মহারাজ প্রণাম নেবেন। আমি এক গৃহি মানুষ । আপনার আলোচনা গুলি বেশ হৃদয় গ্রাহি ও যুক্তি সংগত। আমি ক্রিয়া-যোগ শিক্ষা নিতে আগ্রহী। কি ভাবে শিক্ষা নিতে পারি। জানালে বিশেষ উপকৃত থাকব।
@utpalasarkar61173 жыл бұрын
Khub valo laglo. Pronam. Maharaj.
@soumenganguly29142 жыл бұрын
মহারাজ আপনাকে অসংখ্য প্রণাম শত শত কোটি কোটি প্রণাম সত্য আমার
@prasantakumarpaul15262 жыл бұрын
আপনি স্বীকার করলেন গুরূদেবের থেকেই প্রাপ্ত , কিন্তু এতো সুন্দর ভাবে উপস্থাপনা করাও এক বিশেষ কৃপাধনয আশীর্বাদ । ধন্য ধন্য করাই আমাদের করতবয ।
@santachakraborty68015 ай бұрын
প্রণাম মহারাজ আপনার কথা শুনতে খুব ভালো লাগে।
@sanskardarpan74982 жыл бұрын
অতি সুন্দর আলোচনা শুনে অনেকটা সমৃদ্ধ হলাম । আপনাকে সশ্রদ্ধ প্রণাম ।
@chittaranjanbarman55053 жыл бұрын
অতি সুন্দর আলোচনা
@rajibbiswas43753 жыл бұрын
Khub khub sunder
@aranyamondal65843 жыл бұрын
অসাধারন আলোচনা💚💚💛💞🙏🙏🙏🌺🌹🌹
@annapurnar.henshel2 жыл бұрын
খুব ভালো লাগলো মহারাজ,প্রণাম নেবেন
@PABANSARDAR-kh9wl7 ай бұрын
Amar pronam neben maharaj.apnar alochona sunte khub vlo lage
@manasigorai3460 Жыл бұрын
Khub sundar alochona.. anek kichu jante parlam.. Vison valo bolar vongima.. 😊
@ranajitsengupta2065 Жыл бұрын
Pronam juruji 🙏 ., apnake onek onek srodha 🙏🙏
@sujatamondal71593 жыл бұрын
Sadhu asadharon probochon joyGuru
@dibyendubhattacharjee1368 Жыл бұрын
অসাধারণ আলোচনা।প্রণাম নেবেন।
@subhrochakraborty80153 жыл бұрын
আপনাকে আমার অনেক অনেক প্রণাম।
@vhubanbarui47574 ай бұрын
Joy ho Guru maharaj ar❤ Aapnar chorne 🙏🙏🙏🙏🙏
@mohansinha7383 жыл бұрын
ওঁপরমাত্মনে নমঃ জয় গুরু জয় মা ভালো লাগলো
@joyshreesaha32083 жыл бұрын
প্রনাম মহারাজ
@susmitahalder60403 жыл бұрын
Ki sundor alochona. Khub valo laglo. Pranam maharaj.
@prasantamandi40442 күн бұрын
প্রণাম মহারাজ, অনেক সমৃদ্ধ হলাম।
@games_123893 жыл бұрын
Apurbo apnar bisleson, sonar pore sotti mon vore gelo, asadharon apnar gyan 🙏🙏🙏 pronam neben
🙏🏻🙏🏻জয় গুরু ..জয় ঠাকুর 🙏🏻🙏🏻...মহারাজ প্রণাম নেবেন। আপনার আর একটা ভিডিও দেখে এই ষোলো কলা সম্পর্কে জানবার খুব ইচ্ছা হয়েছিলো। আলোচনা টা খুব ভালো লাগলো। আশীর্বাদ করবেন নিজেকে যেনো চেতনার দিকে ক্রমশ উন্নত করতে পারি। যেনো ব্রহ্ম স্থিতি সবসময় থাকে। 🙏🏻
@sandipanmukhopadhyay44343 жыл бұрын
সমৃদ্ধ
@omnomoshibaynamo61173 жыл бұрын
প্রণাম মহারাজ জী 🙏🙏🙏অসাধারণ
@rupapal9452 жыл бұрын
অসাধারণ আলোচনা। প্রণাম নেবেন মহারাজ।
@mohansinha7383 жыл бұрын
খুব ভালো লাগলো
@anjubanerjee55823 жыл бұрын
মহারাজের কথা বিশেষ দিনগুলিতে যদি মন্দিরে মন্দিরে ভিডিওগুলি চলে সাধারণ মানুষ বোধ করি বড়ো উপকৃত হয় পুজোতে মাইকে গান বাজানোর চেয়ে এমন ভিডিও বাজালে মানুষ যে ভিতর থেকে সুন্দর হোতো প্রণাম মহারাজ 🙏🏻🌹