হরে কৃষ্ণ প্রণাম সকল সাধু গুরুর চরনে আমার নাম পার্বতী সরকার আমার অপরাধ ক্ষমা করুন আমায় কৃপা করুন।
@Shantidata-sv2zrАй бұрын
হরে কৃষ্ণ পার্বতী মাতা বলুন আপনার কি সেবা দিব ।
@SagarSarkar-r6hАй бұрын
@@Shantidata-sv2zr হরে কৃষ্ণ প্রণাম গুরুজী আমাকে ক্ষমা করুন আর কৃপা করুন আমি যেন পাপ থেকে মুক্ত হতে পারি ও কৃষ্ণ ভক্ত হতে পারি।
@narayanchandraroy52247 ай бұрын
ঈশ্বরের প্রিয় ভক্ত কে তা তিনি নিজেই ঠিক করেন । এ ভাবে বলা ঠিক নয়। দেখা যায় খুব সামান্য এক জন তাঁর প্রিয় ভক্ত আর আড়ম্বর করে বহু নিয়ম কানুন মেনে তাঁর সেবা করে তাঁর প্রিয় ভক্ত হতে পারে নি । কার উপর তাঁর করুণা হবে তা সাধারণ আমরা কেও নির্ধারণ করতে পারি না। অহংকারীদের তিনি করুণা সাধারণত করেন না । নিজেকে নিজে বড় মনে করলে , তিনি তাকে অনেক ছোটো করে দেন।