বাঃ! খুব ভালো লাগলো। ঠিক কথা.. গন্তব্যের মতো গন্তব্যে পৌঁছানোর পথটা আর তার সাথে মিশে থাকা ছোটো ছোটো অনুসঙ্গগুলো যাদের প্রতি মুহূর্তে রোমাঞ্চিত করে ও পরম প্রাপ্তির মতো এক তৃপ্তি দেয় তারাই প্রকৃত ভ্রমণ পিপাসু।💛❤️
@sumitachoudhury41962 жыл бұрын
এককথায় অসাধারণ ভিডিও দেখলাম। দারুন ঘুরে বেড়ালাম আপনাদের সঙ্গে। শিবাজী ভাই, আপনি ৫০ , আমি ৫৬। কলকাতার বেহালা র সরসুনা থেকে। আপনার মত আমার ও ভীষণ এনার্জি। আমি ও বেড়াতে গেলে এখনও সেই পরিবেশের রূপ রস বর্ণ গন্ধ সব চেটেপুটে উপভোগ করি। ভাই শিবাজী এভাবে আমাদের সঙ্গে নিয়ে দীর্ঘ দিন আপনাকে বেড়াতে হবে। থামলে একদম চলবে না বলে দিলাম। পৃথবীজিৎ আর অনিকেত ভাই য়ের গলায় গান আরও জমিয়ে দিল। গান গাওয়া মানুষ তো, গান ছাড়া ভাবতে পারি না। সববাই ভাল থাকবেন।
@aloknaskar939110 ай бұрын
অসাধারণ লাগলো ব্রজমোহনপুর ও চারপাশের মানুষের গ্ৰাম্যময়তা ও তাদের আতিথেয়তা ভোলার নয়। আর আপনার উপস্থাপনা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এই ভাবে এগিয়ে চলুন শিবাজী দা আমরা আপনার সাথে আছি 💐💐💐💐💐💐
@prasantaseal86222 жыл бұрын
একদম রূপসী বাংলা। মনমুগ্ধকর ভিডিও।
@blogwithoni16822 жыл бұрын
সব থেকে সেরা ভিডিও। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল।এর ভাগ হবে ণা।।।।।Neet and clean.
@rumachaudhuri1723 ай бұрын
ভিডিওর শুরুতেই পৃথ্বীজিত বাবুর অসাধারণ গান মুগ্ধ করল। এই জাতীয় গান আরও হলে খুব ভালো লাগত। আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। 🙏🙏
@goutamdebnath25602 жыл бұрын
Ai to amdr gram bangla...ruposhi bangla ❤
@shibprasaddutta2658Ай бұрын
এই ভিডিওটি আমাকে অপূর্ব সুন্দর লাগলো আমার যেন সমস্ত মন প্রাণ জুড়িয়ে গেল দেখে অনেক অনেক ধন্যবাদ শিবাজী দা
Khub bhalo laglo video ta ekta natural Feel pelam grambanglar ....... 👌👍
@AbhijitDas-mh4pn2 жыл бұрын
অনেকদিন পর পৃথ্বীজিত দার নতুন করে আবির্ভাব হলো ...এবং আগের থেকে শরীর ও মনের মধ্যে অনেক পরিবর্তন লক্ষণীয়..
@SumanDas-zj7nl2 жыл бұрын
সাত সকালে শ্রদ্ধেয় Prithi দার শুধু গলায় শাস্ত্রীয় সঙ্গীত হৃদয়ে গেঁথে থাকবে !!....Prithi da & Aniket দার ভালোবাসা মাখা কথার খুনঁসুটি very entertaining!!....Shibaji da পঞ্চাশ বছর বয়সে গাছে উঠে ছেলে বেলায় হারিয়ে গেল !!.....পাঁঠার মাংস ও নদীর মাছে জিভে জল!! ......background এ একতারা অনবদ্য!!....শেষে নদীর তীরে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনে পড়ে গেল আজ বাংলার অন্যতম সেরা কবি জীবনানন্দ দাশের জন্মদিন!!🌹❤🙏🏻 তাই বলতে ইচ্ছে করছে ......"আবার আসিব ফিরে .....ধানঁসিড়িটির তীরে , এই বাংলায়".....অসংখ্য ধন্যবাদ Shibaji da!!🙏🏻❤🌹💐🌼🏵👍❤🙏🏻
@arindamdasdas31722 жыл бұрын
দারুন দাদা মনটা মুগ্ধ হয়ে গেল গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ
দারুন লাগল। গ্রাম আমার সব সময় প্রিয়। আমি যার জন্য মাঝে মধ্যে আমার গ্রামের বাড়ি যাই। শহরের এই ব্যাস্ত জীবন ছেড়ে কয়েক দিন একটু অবসর সময় কাটানো। তার পর পৃথ্যিজীৎ বাবুর অসম্ভব সুন্দর গাড়ীতে গান। Is iceing on the cake. খুব সুন্দর একটা outing. খুব খুব ভাল লাগল।,👍
@bananichakraborty58182 жыл бұрын
Just darun 👌👌💞💞 .gramer poribesh to khub valo lage 👌👌💞💞khub sundor 👌👌❤️
@sanjuktabagchi24042 жыл бұрын
দাদা তোমার ভিডিও সাথে পৃথবীদার গান শুরু টাই এতো ভালো লাগলো.
@ILOVEINDIA-19712 жыл бұрын
'আজকেই আসা হল নাকি ' কথাগুলো খুব চেনা । ভাববাচ্যে বলা এই শব্দবন্ধ যে কতবার শুনেছি অনেক দিন পর গ্রামের বাড়ি গেলে । সাদামাটা অথচ আন্তরিক মানুষ গুলোকে খুব ভালো লাগল। আর পৃথ্বীজিতবাবুকে অনেক দিন পর দেখে ভাল লাগল।
@sagnikkirtania27842 жыл бұрын
Khub valo laglo.Gramer.sabuj monke Nara day.
@joymukherjee86292 жыл бұрын
Darun laglo, awasome tomader ei arambagh safar r aro bhalo laglo kochi panthar jhol diea bhat khawa
@anitaroychowdhury22672 жыл бұрын
Khub bhalo laglo.Apnar proti ti vedio te notun rokom anando pai.
@sreemoyeebhattacharya20982 жыл бұрын
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সবুজ দেখানোর জন্য।
@amitbhattacharya47792 жыл бұрын
Dada mon bhore gelo eto sundor khub valo laglo
@himanishbose57712 жыл бұрын
Bah...natun experience...darun laglo
@arijitganguly64302 жыл бұрын
Arijit namer lokera khub valo hoi...darun lagche ei episode gulo...choker Shanti...moner shanti...
@sipanmajumder76682 жыл бұрын
বাঃ,খুব ভাল। এই সব ভি ডি ও গুলো মনে কেমন একটা প্রশান্তি সঞ্চার করে। ধন্যবাদ। 🙏
@Sujan_Mandal_312 жыл бұрын
Khub valo laglo, #amar sonar bangla
@bithidas84522 жыл бұрын
গ্রাম্য প্রকৃতি রং ও সূক্ষাতিসূক্ষ অনুভূতিগুল হৃদ মাঝার এ গেঁথে নিলাম।
@parthamitra16832 жыл бұрын
ভীষণ ভালো লাগল । শুভেচ্ছা রইল অনেক ।
@debrajbarmanroy31412 жыл бұрын
Daroon.... Khoob bhalo laglo
@Msabhirupasen2 жыл бұрын
মন ভালো করা ভিডিও।
@dilipmondal33692 жыл бұрын
আপনার ভিডিও গুলো দেখলে মনটা আনন্দে ভরে যায়।
@bappadityapaul97122 жыл бұрын
পৃথ্বীজিৎ বাবুকে অনেক দিন পর দেখে খুব ভালো লাগলো,এক কলি রাগপ্রধান গানে কুয়াশা মাখা শীতের সকাল পুরো জমে গেল। গ্রাম্ নিয়ে আলাদা করে বলার কিছু নেই, আমাদের মত শহুরে মানুষদের কাছে এই রকম গ্রাম্য পরিবেশ চিরকালই খুব আকর্ষণীয়। আজ ও আপনার ব্লগে নতুনত্বের ছোঁয়া পেলাম।
@kekapaul93152 жыл бұрын
কি যে ভালো লাগলো। অনবদ্য।
@avikshaanmajumder9292 жыл бұрын
Heavvy heavvy jio boss chaliye jao... 👍👍👍
@jayadas1002 жыл бұрын
Khati bangalir proman cha with basi ruti...👍👍👏👏😝😝😝😝😝❤❤❤
@sanjaydhar3829 Жыл бұрын
গ্রামে র জীবনের বিভিন্ন দিকগুলো দেখতে পাওয়া গেলো। ❤❤ গ্রামে র মানুষের আতিথেয়তা আবার একবার দেখতে পেলাম। 💖💖
@daliabanerjee83352 жыл бұрын
দারুণ সুন্দর, খুব ভাল লাগল,
@sagarmondal902 жыл бұрын
Darun sundor,khub valo laglo
@rosysaha72672 жыл бұрын
Aj trip suru ta darun holo 3 jon mile ,r gaan tao darun .
@mitrasuvendu2 жыл бұрын
Khub bhalo laglo.....specially Shib Mondir ta asadharon laglo.....nami jaiga r theke choto garmmo jaigo gulo dekhte beshi bhalo lage....
@dipanjandutta73612 жыл бұрын
Manush gulo koto simple koto bhalo.......🙏🙏🙏❤❤❤
@risavchakravorti66692 жыл бұрын
Besh laglo video ta...darun..👍
@sharanyachowdhury77122 жыл бұрын
খুব ভালো লাগলো অনেক পুরোনো স্মৃতি masir বাড়ির কথা মনে পড়ে গেল thank you Shibaji da
@asoklodh2 жыл бұрын
মনে আনন্দ , প্রাণে সুখ আর চোখের আরাম গ্রাম বাংলার আহা কি রূপ , সেলাম দাদা সেলাম
অসাধারণ, নিজে বর্ধমানের গ্রামের ছেলে, তাই প্রতিটা রাস্তা, মানুষ, আকাশ গাছপালার সঙ্গে আত্মীয়তা বোধ করছিলাম, মাধ্যম আপনার প্রাণবন্ত উপস্থাপনা।
@parthapratimdas86512 жыл бұрын
Dada, Khub bhalo laglo.Regds
@BaktearAlam Жыл бұрын
অসাধারণ। খুব ভালো লাগলো দাদা।।।
@moumitapaul59402 жыл бұрын
স্যার.. আপনি খুব সুন্দর করে প্রকৃতির অপরূপ দৃশ্য তুলে ধরেন..🙏
@biplabdasgupta78615 ай бұрын
Bahhh...Darunn Laglo..
@chinmoyghoshal17722 жыл бұрын
khub sundar laglo video ta
@arnabchanda53402 жыл бұрын
শহরের ব্যস্ত জীবন ছেড়ে একটু শান্ত পরিবেশ এ সময় কাটানো এবং fresh oxygen নেওয়া খুব দরকার। এই blog টা সেইরকম , ধন্যবাদ Explorer Shibaji দা কে এরকম একটা blog share করার জন্য।
@dipakpatra92732 жыл бұрын
খুবই দারুন লাগলো গ্ৰাম বাংলার দৃশ্য দেখে... অপূর্ব সুন্দর একটা ছবি তুলে ধরলেন ... ধন্যবাদ...
@kaushik40202 жыл бұрын
Ei video ta one the best! Darun laglo sir
@swagatadas24952 жыл бұрын
অনেক দিন পর আবার মামাবাড়ী এবং মামাবাড়ির পরিবেশ দেখে খুব ভালো লাগলো............। Tnk u tnks a lot.....❤️
asadharon gram banglar prokriti, maago bangla maa amar ebhabei buke kore rekho
@MrUsernm2 жыл бұрын
Refreshing ektai word says it all...goghat e gechi thekechi.. ghoghat power house e..
@abhinayak64912 жыл бұрын
Kub valo laglo tomar video
@sanjaysanjay110911092 жыл бұрын
Khub khub bhalo laglo... 💟
@citizenkolkata62552 жыл бұрын
দুর্ধষ্য লাগলো।
@ritam020719882 жыл бұрын
Bha khub laglo video ta.Amar ekbar darakeswar jabar iccha chilo ei video ta dekhe icche arro bere gelo.chobir moto sundor gram apurup vabe apni video te tule dhorechen.👍😀
@kalyansen1602 жыл бұрын
খুব খুব ভালো লাগলো দাদা তারাপীঠ ভিডোও করো
@ashisdatta49142 жыл бұрын
খুব ভাল লাগল। গ্রাম বাংলার সুন্দর ছবি অনেকটাই তুলে ধরেছেন। ধন্যবাদ।
@mousumiganguly5002 жыл бұрын
darun 👍👌 gram banglar sotti khub sundor .ato sabuj chok juriay jai . ki sundor hospitality. mongola k khub valo laglo. was missing pritthijitda and his voice. aniket o gan ta valoi gai..apnar ai anami jaigar choto tour gulo vishon valo lagay. ok will wait for next vlog 👌👍
@sbroy19772 жыл бұрын
darun laglo dada ai amar bangla
@krish56132 жыл бұрын
আবার একটা অপূব ভিডিও।।।👌🏻
@tanmaysen28492 жыл бұрын
Bah khub bhalo laglo dada
@aribankol2 жыл бұрын
Notun gari ....congratulations....video ta darun laaglo, apnar soujonye grame ekta din darun katalam