Рет қаралды 1,780
আবু সাঈদ কে নিয়ে একটি গান | The First Song Abu Sayed | Rangpur Bangladesh
স্মৃতিতে বীর শহিদ আবু সাঈদ ভাইয়া....
২৩ এর এপ্রিলে ইংরেজি প্রাইভেট টিচার হওয়ার সুবাদে ভাইয়ার সাথে পরিচয়।
বেশি দিনের সুযোগ হয়নি তার কাছে পড়ার।
তবে এই অল্প কয়েকদিনে এতটুকু বুঝেছিলাম, অনেক ভালো মনের মানুষ, খুব ঠান্ডা মেজাজের,যিনি অন্তত কাউকে ২/৪ টা কড়া কথা বলতে পারবেন না। কিন্তু যা জানতাম না তা হলো উনি দুঃসাহসিক একটা মানুষ। যার ভিতরে ছিল অদম্য সাহস। তবে ২৪ এ এসে তা জানা হয়ে গেল।
প্রাইভেট চলাকালীন আমাদের ব্যাচের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়।
আমরা দেখা উনি একজন শিক্ষক ছিলেন যে কিনা ব্যাচ ক্লোজ হওয়ার পরেও ওই গ্রুপটায় আমাদের খোঁজ নিতেন। কিন্তু ধারণা করতে পারিনাই কোনো একদিন ওই গ্রুপটায় ভাইয়ার মৃত্যুর খবর আসবে।
এইতো জানুয়ারি মাসে আপনি বেরোবি ক্যাম্পাস দেখার জন্য ডাকলেন।ফেব্রুয়ারি মাসেও আপনার সাথে কথা হয়েছিল। ঠিক এসএসসি পরীক্ষার আগের দিন। আবার মে মাসে রেজাল্টের দিন। বারবার আপনার লাস্ট ম্যাসেজটা মনে পরে। আজ গ্রুপটা এখন আছে, গ্রুপ ফটোতে আপনিসহ আমাদের ব্যাচের সবার পিকটা আছে, অথচ আপনি মানুষটা নাই! গ্রুপটায় কোনো দিনও আর আপনার ম্যাসেজ আসেবনা।
কোনো এক ১৬ তারিখে আমরা ইফতার পার্টি করলাম। ট্রিটটা আপনি দিয়েছিলেন। কত পিক তুললাম। আপনার ভালো ভালো পিকগুলা কে তুলে নিছে সেটা নিয়ে কত ঝগড়া করলাম। হাসাহাসি করলাম।
কিন্তু কোনো এক ১৬ তারিখই আবার আপনি আমাদের ছেড়ে চলে গেলেন।
কোটা আন্দোলনের শুরু থেকেই দেখতাম এফবিতে আন্দোলন নিয়ে পোস্ট করতেন। প্রায় সব পোস্টেই রিয়্যাক্ট দিতাম। তবে একবারের জন্যও ভাবিনি এই আন্দোলনে আপনাকে আমরা হারায় ফেলব।
১৬ জুলাই ৩:৩০ এর পর প্রাইভেটে ফ্রেন্ডদের বলতেছিলাম - "জানিস, যে ভাইয়ার কাছে পড়তাম উনি তো আজকে আন্দোলনে থাকবেই, সেই সাহস, সাংবাদিকরা পর্যন্ত এসে কথা বলেছে............. "
অথচ তখনও জানতাম না আপনি আর নাই।
বাড়িতে এসেই খবরটা শোনা মাত্রই এক বিরাট ধাক্কা খেলাম।
৫ই আগষ্টের বিজয়ের পর আপনাকে, আপনাদেরকে খুব মনে পরছিল।
পূর্ণতার মাঝেও যেন শূন্যতা!
আপনিও কালকে বিজয় উল্লাসের পোস্ট করতেন,,,, আহারে কতই না ভালো লাগতো!
খুব গর্ব হয় ভাইয়া, খুব!
বিশেষত, গর্ব হয় আপনার স্টুডেন্ট হতে পেরে।
আপনি আর আপনার মত যতজন শহিদ হলেন, তারা সবাই এই জাতির হৃদয়ে অমর হয়ে থাকবেন।আল্লাহ আপনাদের জান্নাতবাসী করুন। আমিন।
#abu_sayed
#আবু_সাঈদ
#আবু_সাঈদ_প্রথম_গান
#abu_sayed_frist_song
#song
#ছাত্রআন্দোলন
#ছাত্র_আন্দোলন_২৪
#আন্দোলন_২.০
#বাংলাদেশ_ছাত্র_আন্দোলন