আফসোস হল, তখনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যাররা ছিলেন সত্যিকারের শিক্ষক, নিষ্ঠাবান ও অকুতোভয় আর এখন সরকারের সমালোচনা করার সাহস ঢাবির খুব কম শিক্ষিকেরই আছে।
@HasntMohi3 жыл бұрын
দুই টাইপেরই আছে।১৯৭১ সালে ঢাবি পাকিস্তান সরকারের পক্ষেই বিবৃতি দিতো।
@Abc-me2cx3 жыл бұрын
Dorkar nei tai dey na pete tan na porle keu mathe name na that is fcts bro....jedin sorkar economy valo chalabe na oi din shobai nambe
@sifattanjim37933 жыл бұрын
বুয়েট ভর্তি পরীক্ষার জন্য আপনার যে রুটিনটা ছিল তার উপরে একটা ভিডিও বানালে অনেক ভালো হতো + কিছু টিপস জিনিয়া দিলে খুশি হতাম তাই please ভিডিওটা বানাবেন
@ishtiakishmi73813 жыл бұрын
আহমদ ছফা স্যারের বই পড়লে তো তেমনটা মনে হয় না। বা, সলিমুল্লাহ খান স্যারের বক্তব্য শুনলেও তেমন মনে হয়না। এমনকি, আব্দুর রাজ্জাক স্যারের কথা শুনেও তেমন মনে হয় না। ভালো, খারাপ সর্বদাই ছিলো, এখন ও আছে, ভবিষ্যতেও থাকবে। হতে পারে, তখনের চেয়ে এখন খারাপের পরিমাণ বেশি,বা, অন্য কিছু।
@durxoy3 жыл бұрын
Vai tumi sorkar birodhi...tmr chokhe sob i kharap...
@souravbiswas26453 жыл бұрын
"ঘুম ও চিন্তার উপর অভিকর্ষ বলের থাকা সবচেয়ে জরুরী ছিল।"......লাইনটা🖤 স্যার, আপনার প্রতিটি ভিডিও একেকটা শিক্ষা। মানে এই সব তথ্য জানার ইচ্ছে থাকলেও জানতে পারি না কোথাও হতে!!
@hasibali37883 жыл бұрын
জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি।
@nahiyanhkhan3 жыл бұрын
I love you too vaiya ❤️ পাকিস্তানি হানাদার বাহিনী যুদ্ধে আমাদের সাথে না পারলেও এই একটা জায়গায় বেশ সফল, একটা জাতিকে মেধাশূণ্য করার প্ল্যান। এই মানুষরাই ছিলেন "আসল বুদ্ধিজীবী"। তাদের প্রতি শ্রদ্ধা।
@runtheway13753 жыл бұрын
পাকিস্তানি বাহিনী তখন নিজেই পালাইতেসিল আর অধিকাংশ যাদের হত্যা করা হয় সবাই পাকিস্তান পন্থী ছিল,হত্যা কে করসে তা বুঝার জন্য জহির রায়হান কে কেন মারা হইসে অনুস্ধান করুন আর না পেলে বলুন
@@runtheway1375 faltu kotha bondho koren. Prokrito Muslims hole konta shotti sheta janar chesta korun. Onnaykarider bachanor chesta korben na. Pakistanider moto joghonno jat ke kon lojjay support koren?
@ratulpaul97323 жыл бұрын
প্রফেসর আব্দুর রাজ্জাক সম্পর্কে জেনেছিলাম যদ্যপি আমার গুরু উপন্যাসে। উনি হেনরী কিসিঞ্জারের কলিগ ছিলেন।
@EnayetChowdhuryOfficial3 жыл бұрын
hop miya colleague kamne chilo?
@masudsworld553 жыл бұрын
Colleague chilo na. Razzak sir kissinger er seminar e chilo. Razzak sir dekha korte gechilen, Kissinger tar wife ke porichy den " no he isn’t my student, my colleague"
@abirmahmudkhan3 жыл бұрын
স্যার একটা অনুরোধ, আশা করি রাখবেন - এই জেনারেশন মুক্তিযুদ্ধ সম্পর্কে জ্ঞান অনেক সীমিত রাখে, তার উপরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তত্ত্ব চলে, অনেকে করায় এখনো, দেশটা তো এখনো রাজকার মুক্ত হয়নি তাই হয়ত - অনুরোধ শুধু এতটুকুই আপনার মাধ্যমে এই প্রজন্ম যাতে একটা সঠিক ধারণা আর ইতিহাস সম্পর্কে জানতে পারে। ধন্যবাদ স্যার।
@dengue27323 жыл бұрын
রাজাকার মুক্ত হয়নি -কথা শুনেই বুঝা যায় আপনার ইতিহাসের জ্ঞান কত.....
@sadmankhaledrafid43353 жыл бұрын
@@dengue2732 apnar ei comment deki buja jai ,rajakar je silo sei tai bisas koren nah
@fsayon35233 жыл бұрын
উচ্চপদস্ত লোকদের বেয়াই হয় রাজাকার, আর ক্ষমতার জোরে যদি নিরপরাধ দের অপরাধি করা হয় তাহলে দেশ রাজাকার মুক্ত হবে কি করে???
@cantthinkofaname6323 жыл бұрын
বর্তমান জেনারেশন এর পোলাপান আসল ইতিহাস এর ভিডিও দেখে না তারা দেখে থার্ডক্লাশ কোন্সপেরিসি থিউরিস্টদের ভিডিও 🙄
@sahanaakhter75443 жыл бұрын
তরুন প্রজন্যকে উনি ভুল ব্যাখ্যা দিচ্ছে-বক্তব্য সন্দেহজনক মনে হচ্ছে কেউ Influence করেছে-বুদ্ধিজীবী হত্যায় ভারতকে উড়িয়ে দেবার কোনো সংশয় নেই ,তারা নিজেদের স্বার্থে এই দেশকে শেষ সময়ে সাহায্য করতে এসেছিলো-আর মুক্তিযুদ্ধের শেষ সময়ে পাকিস্তানি সৈন্যরা ভারতীয় আক্রমন প্রতিহত করতে ব্যস্ত ছিল তাদের হাতে এতোটাও সময় ছিল না যে পরকিল্পনা করে কাউকে হত্যা করবে। (সূত্রঃ ডেড রেকনিং,পৃ,১৫৩দ্র)।
@mubarakhossainrahat77993 жыл бұрын
আজকের কনটেন্ট যথেষ্ট ভাল হয়েছে। সারসংক্ষেপ করার স্লাইডটা ভাল লেগেছে।
@tasnianajiba60903 жыл бұрын
স্যার, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলোতে কি রাজনীতি থাকার কোনো প্রয়োজন আছে কি ??? এসব নিয়ে একটি ভিডিও চাই।
@allazmainshahriarshahad35563 жыл бұрын
ভিডিও তো আছেই একটা। কিন্তু শেষের প্রশ্নটার উত্তর হয়ত পাবেন না৷
@hasibali37883 жыл бұрын
এ নিয়ে স্যার অনেক আগেই ভিডিও বানিয়েছেন একটু চ্যানেলটা ঘুরে আসুন
@tasnianajiba60903 жыл бұрын
@@hasibali3788 ধন্যবাদ তবে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিষয়ে কোনো ভিডিও নেই।
@abhinandandey_ricky3 жыл бұрын
ছাত্র রাজিনীতি নাকি শিক্ষক রাজনীতি?
@Abc-me2cx3 жыл бұрын
Mad rasa gulo te rajniti shikhano ban kora uchit kina ta niye video chai
@ronaldaurunavodas1693 жыл бұрын
স্যার এই যে উদ্যোগ নিয়ে ভিডিও বানিয়েছেন বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানায়। আমাদের অনেকে চিন্তা করি কিন্তু কাজে করে দেখাতে পারিনা। সেক্ষেত্রে আপনি যে ভিডিও বানিয়েছেন তার জন্য আপনাকে সেলাম।
@imamulislam85233 жыл бұрын
বুদ্ধিজীবী দিবস নিয়ে খুব একটা আলোচনা হয় না, যেটা খুবই দুঃখজনক। আপনাকে অনেক ধন্যবাদ। আশা করবো আপনি এভাবেই এগিয়ে যাবেন। ভিডিওটা আমার খুব ভালো লেগেছে! ❤️
@imrulkaisar3 жыл бұрын
আফসোস স্বাধীনতার ৫০ বছর পরেও আমরা বুদ্ধিজীবীদের তালিকা সম্পূর্ণ করতে পারিনি। যদিও আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আছে।
@saianit3 жыл бұрын
ধন্যবাদ । আশা করি আগামীতে আরো বিস্তারিত ভাবে বুদ্ধিজীবী নিয়ে ভিডিও পাবো।
@masfiqurrahman35233 жыл бұрын
খুব খারাপ লাগলো এসব ভিডিও কেউ কোন দিন দেয় না। আল্লাহ তাদের জান্নাত দান করুক (আমিন) লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এ স্বাধীনতা আজীবন তাদের গভীর শ্রদ্ধাভরে স্মরন রাখবে❣️❤️🇧🇩 জয় বাংলা, বাংলদেশ চিরজীবী হোক ❤️🇧🇩
@nazmussakib70203 жыл бұрын
মুক্তিযুদ্ধ পরবর্তী যদি সকল বুদ্ধিজীবী থাকত তাহলে আজ বাংলাদেশ আর ২০ বছর এগিয়ে থাকতো। এনায়েত চৌধুরী ভাই ধন্যবাদ এই সম্পর্কে ভিডিও বাড়ানোর জন্য।
@khalidmosharraf94743 жыл бұрын
এনায়েত ভাই একজন তথ্যভান্ডার।।❤️
@makjilany3 жыл бұрын
জয় বাংলা.........আপনার রিসার্চের তুলনা হয় না.... বেঁচে থাকুন শ বছর আরও ..... 💚💚💚💖💖💖💛💛💛
@EnayetChowdhuryOfficial3 жыл бұрын
@MAK JILANY, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সাধারণত প্রতি বুধবার বিকাল ৫ টায় ভিডিও আপলোড করে থাকি। দেখার আমন্ত্রণ রইলো।
@makjilany3 жыл бұрын
@@EnayetChowdhuryOfficial স্যার আপনার ভিডিও আপলোড হলেই নোটিশ চইলা আসে আমার কাছে, আপনার মতো মানুষদের খুব দরকার সমসাময়িক বাংলাদেশে... অবিরাম ভালোবাসা.... 💖💖💖💚💚💚
@creativeayon36253 жыл бұрын
এনায়েত ভাইও একজন বুদ্ধিজীবী
@অনির্বাণশাহ্3 жыл бұрын
সম্ভবত প্রথম কমেন্ট। ভালোবাসি ভাই💝
@Abc-me2cx3 жыл бұрын
Oneke ase age newest comment theke niche gelei dekhte parba maybe 6th comment
@SJTechExplorer3 жыл бұрын
স্যার, এখন বুদ্ধিজীবীরা বেচে থাকলে বাংলাদেশের উন্নতি কতটুকু হওয়ার সম্ভাবনা থাকতো তা নিয়ে ভিডিও বানালে উপকৃত হতাম 🙂
@bulbulchowdhurychowdhury7171 Жыл бұрын
অসাধারণ একটি বুদ্ধিজীবী হত্যা নিয়ে নিরীক্ষা ধর্মী প্রতিবেদন যা থেকে অনেকেই উপকৃত হবেন।।
@abdussami52133 жыл бұрын
আহ্ আজকের video দেখে অনেক শান্তি লাগছে নিজের দেশের সম্পর্কে জানতে পারতেছি😍 ধন্যবাদ এনায়েত স্যার☺
@EnayetChowdhuryOfficial3 жыл бұрын
@Vengeance Thank you so much for the appreciation 😍😄😄
@hakunamatata39353 жыл бұрын
মুক্তিযুদ্ধ সম্পর্কে আরো জানতে চাইলে অর্থনীতিবিদ রেহমান সোবহানের ইন্টারভিউ দেখতে পারেন। লিঙ্ক দিলাম। kzbin.info/www/bejne/g5ayg42on7yYp9E kzbin.info/www/bejne/aKO6Zml3i5Jjgbc
@truebangladeshi4013 жыл бұрын
@@EnayetChowdhuryOfficial Buddhijibi hotyar sathe Bharot er Hindu ra jorito 😀😀😀😀😀
@mdarifulislam-ik7tb Жыл бұрын
আপনার ভিডিও গুলো পরবর্তী প্রজন্মের জন্য লাইব্রেরি ভাই। আমি নিজেও জানতাম না এতো কিছু এই ভিডিও গুলোর অপেক্ষা করি আমি নিজে প্রতিদিন।
@Ashik40023 жыл бұрын
১৪ ডিসেম্বর শহীদ হওয়া সকল বুদ্ধিজীবীর প্রতি বিনম্র শ্রদ্ধা 🙏🙏
@Abdulmannan-yu6tp3 жыл бұрын
71 a bacae jawa r ak buddhijibi amader Enayet vhi..proud of you boss..😍😍😍😍
@monowarparvezbabu3 жыл бұрын
ধন্যবাদ। আপনার মত আরো অনেক মানুষের প্রয়োজন বাংলাদেশের।
@soulless20393 жыл бұрын
Bangladesh e ei first ekta meaningful channel dekhlam
@makemoneyonline93923 жыл бұрын
স্যার, ১৬ই ডিসেম্বর বিজয় হলেও, খুলনা পুরোপুরিভাবে ১৭তারিখে শত্রু মুক্ত হয়। এটা নিয়ে একটা ভিডিও বানাবেন প্লিজ, আর খুলনার কুখ্যাত শিরোমনির রাজাকার ক্যাম্প সম্পর্কে বিস্তারিত জানাবেন। আপনার ভিডিও অনেক শিক্ষামূলক, অনেক অনেক ভালোবাসা রইলো স্যার❤️❤️
@EnayetChowdhuryOfficial3 жыл бұрын
eita niye V-Gull and History channel e video aashbe. 16 December
@makemoneyonline93923 жыл бұрын
@@EnayetChowdhuryOfficial ধন্যবাদ স্যার❤️❤️
@guerrillabiker713 жыл бұрын
"খুলনা" নামটির সাথে আরও দুটি নাম চলে আসেঃ ১। চুকনগর গণহত্যা, যা ১৯৭১ সালের ২০ মে সংঘটিত হয়। একদিনে ১০ হাজারের বেশি মানুষ শহীদ হন পাকিস্তানি সেনা বাহিনির গুলিতে। ২। আরেকটি কুখ্যাত নাম মনে পড়ে খুলনা নামটি শুনলে, সেটা হলঃ খুলনার ই রাজাকার সবুর খান। এই দুটি বিষয়ে হয়তো একদিন আপনি কিছু বলবেন এনায়েত ভাই, এই অনুরোধ রইলো।
@truebangladeshi4013 жыл бұрын
@@guerrillabiker71 Islam er jonyo lorai Korte giye keu jodi keu Rajakar hoy tahole amio Rajakar.... Pakistan zindabad
@naimulhaque3753 жыл бұрын
চুকনগর গনহত্যার একজন প্রত্যক্ষদর্শী আমার বাবা। একটা ইনফরমাল ডিস্কাশনের মধ্যে আমি তার সাক্ষাতকার রেকর্ড করেছিলাম। চুকনগর গনহত্যার ব্যাপারে ভিডিও করতে চাইলে এটা রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পার।
@tanbirahammad10413 жыл бұрын
ভাই ভালোবাসা নিবেন ❤️ধন্যবাদ এমন ইনফরমেটিভ ভিডিও দেওয়ার জন্য❤️❤️❤️
@rummanamim9453 жыл бұрын
ঘুম আর চিন্তার উপর অভিকর্ষ বলের প্রভাব থাকা সবচেয়ে জরুরী ছিল !
@mahbubanishi55423 жыл бұрын
ভিডিওটা ছোট হলেও অনেক তথ্যবহুল ছিলো। অনেক ধন্যবাদ।
@limon453 жыл бұрын
Sir, এতোদিন আপনার ভিডিওগুলো দেখার কারণে আপনার উপর আমার( আমার মনে হয় আমাদের) যথেষ্ট ভরসা জন্মে গেছে। তাই আপনি যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের, স্বাধীনতার ঘোষক এসব নিয়ে একটা ভিডিও কিংবা সম্পূর্ণ একটা ভিডিও সিরিজ তৈরী করতেন তাহলে বড় উপকৃত হতাম।কারণ বর্তমানে রাজনীতিবিদ গণ তাদের মন মতো ইতিহাস লিখছেন।যার কারণে আমরা যারা মুক্তিযুদ্ধের সময় ছিলাম না তারা ইতিহাস নিয়ে কনফিউশনে আছি।
@EnayetChowdhuryOfficial3 жыл бұрын
আমার নিজের কাছেও আসলে কিছু বিশেষ টপিক নিয়ে ভালো কোনো রেফারেন্স নাই।
@hakunamatata39353 жыл бұрын
মুক্তিযুদ্ধ সম্পর্কে আরো জানতে চাইলে অর্থনীতিবিদ রেহমান সোবহানের ইন্টারভিউ দেখতে পারেন। লিঙ্ক দিলাম। kzbin.info/www/bejne/g5ayg42on7yYp9E kzbin.info/www/bejne/aKO6Zml3i5Jjgbc প্রথম ভিডিওটা অবশ্যই দেখবেন।
@sahanaakhter75443 жыл бұрын
তরুন প্রজন্যকে উনি ভুল ব্যাখ্যা দিচ্ছে-বক্তব্য সন্দেহজনক মনে হচ্ছে কেউ Influence করেছে-বুদ্ধিজীবী হত্যায় ভারতকে উড়িয়ে দেবার কোনো সংশয় নেই ,তারা নিজেদের স্বার্থে এই দেশকে শেষ সময়ে সাহায্য করতে এসেছিলো-আর মুক্তিযুদ্ধের শেষ সময়ে পাকিস্তানি সৈন্যরা ভারতীয় আক্রমন প্রতিহত করতে ব্যস্ত ছিল তাদের হাতে এতোটাও সময় ছিল না যে পরকিল্পনা করে কাউকে হত্যা করবে। (সূত্রঃ ডেড রেকনিং,পৃ,১৫৩দ্র)।
@zinethinzian92433 жыл бұрын
শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি শহীদ বুদ্ধিজীবীদের এবং একরাশ ঘৃণা পাক হানাদার ও হেনরি কিসিঞ্জার এর প্রতি।
@mubasshirahmed3 жыл бұрын
এনায়েত ভাইকে যদি ৭১ e পাকিস্তানি আর্মি শহীদ করত , তাহলে আমরা প্রতি বুধবার একজন বুদ্ধিজীবীর আলোচনা মিস করতাম
@gaebolglancer3 жыл бұрын
ik it's a joke but many will come to correct you
@rahmanrony42603 жыл бұрын
দারুণ। আরেকটু বড় হলে ভালো হতো। আরো বেশি জানতাম।
@arafatislam26113 жыл бұрын
সেই লোকগুলো বেঁচে থাকলে আজকে এই জাতি "আত্মসম্মান" শব্দটার সাথে পরিচিত হতে পারতো।
@joyita270112 жыл бұрын
Best non biased work in this sector so far. মুক্তিযুদ্ধের টোটাল কতজন শহীদ হয়েছিল তিন লাখ নাকি ত্রিশ লাখ, এটা নিয়ে একটা আপনার একটি ভিডিও প্রজেক্ট আশা করছি।
@EnayetChowdhuryOfficial2 жыл бұрын
@Joyita D suja Thank you so much for the appreciation 😍😄😄
@MSSOHAG3 жыл бұрын
আপনার ভিডিওগুলো খুবই ভালো লাগে ভাই অন্যরকম একটা ব্যাপার আছে🖤
@EnayetChowdhuryOfficial3 жыл бұрын
@MS SOHAG, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সাধারণত প্রতি বুধবার বিকাল ৫ টায় ভিডিও আপলোড করে থাকি। দেখার আমন্ত্রণ রইলো।
@sahanaakhter75443 жыл бұрын
তরুন প্রজন্যকে উনি ভুল ব্যাখ্যা দিচ্ছে-বক্তব্য সন্দেহজনক মনে হচ্ছে কেউ Influence করেছে-বুদ্ধিজীবী হত্যায় ভারতকে উড়িয়ে দেবার কোনো সংশয় নেই ,তারা নিজেদের স্বার্থে এই দেশকে শেষ সময়ে সাহায্য করতে এসেছিলো-আর মুক্তিযুদ্ধের শেষ সময়ে পাকিস্তানি সৈন্যরা ভারতীয় আক্রমন প্রতিহত করতে ব্যস্ত ছিল তাদের হাতে এতোটাও সময় ছিল না যে পরকিল্পনা করে কাউকে হত্যা করবে। (সূত্রঃ ডেড রেকনিং,পৃ,১৫৩দ্র)।
@FizzFixx3 жыл бұрын
সুন্দর একটি তথ্যবহুল ভিডিও।
@abdulla-albaset50053 жыл бұрын
kzbin.info/www/bejne/roaZgYivpJJ3odk
@knight_wolf_gaming3 жыл бұрын
তবুওকি তারা বাংলাদেশকে দমিয়ে রাখতে পারছে ❤️🇧🇩।আজকে পাকিস্তানের অবস্থা দেখুন ৩ বেলা খেতে পায়না।
@mdrabiulrobi82513 жыл бұрын
Palto kota
@hakunamatata39353 жыл бұрын
Allahr gojob porse oder upor. Eto manush marar poro oder kono onushochona nai.
@knight_wolf_gaming3 жыл бұрын
@@mdrabiulrobi8251 এখানে পালতু কথার কি আছে 😒
@sahanaakhter75443 жыл бұрын
তরুন প্রজন্যকে উনি ভুল ব্যাখ্যা দিচ্ছে-বক্তব্য সন্দেহজনক মনে হচ্ছে কেউ Influence করেছে-বুদ্ধিজীবী হত্যায় ভারতকে উড়িয়ে দেবার কোনো সংশয় নেই ,তারা নিজেদের স্বার্থে এই দেশকে শেষ সময়ে সাহায্য করতে এসেছিলো-আর মুক্তিযুদ্ধের শেষ সময়ে পাকিস্তানি সৈন্যরা ভারতীয় আক্রমন প্রতিহত করতে ব্যস্ত ছিল তাদের হাতে এতোটাও সময় ছিল না যে পরকিল্পনা করে কাউকে হত্যা করবে। (সূত্রঃ ডেড রেকনিং,পৃ,১৫৩দ্র)।
@rashedyaqub68473 жыл бұрын
বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির মূলে ৩ টা বড় বিষয় আছে যার ক্রেডিট প্রায়ই সরকার নিয়ে থাকে। ১ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনসংখ্যার তরুণ অংশের কর্মভিত্তিক অবদান। ২ বিদেশিদের পাঠানো রেমিটেন্স প্রবাহের আধিপত্য। ৩ সরকারি সুবিধার দিকে তাকিয়ে না থেকে গণমানুষ যে যেভাবে পারে করে খাওয়ার দুর্দমনিয় প্রচেষ্টার ফলে জাতীয় আয়ের বৃদ্ধি।
@halcyonfaysal28013 жыл бұрын
বরাবরের মতো অসাধারণ ব্যাখ্যা।
@sakibsadi15443 жыл бұрын
I am very lucky that I found the books of both Musa Sadik and Rehman Sobhan to use in my paper.
@tanha72893 жыл бұрын
How can I get these books!!!
@ρεωρεωδνοοπ3 жыл бұрын
Rehman sobhan chor na?
@sakibsadi15443 жыл бұрын
@@tanha7289 Your local book shops or রকমারি I guess! Tell me if you want to know the name of those books.
@sakibsadi15443 жыл бұрын
@@ρεωρεωδνοοπ Why?
@tanha72893 жыл бұрын
@@sakibsadi1544 sure . Thanks
@nadirahaider6323 жыл бұрын
সত্যিই নতুন কিছু শিখতে পারছি।অসংখ্য ধন্যবাদ ও দোয়া রইল ভাই
@sahanaakhter75443 жыл бұрын
তরুন প্রজন্যকে উনি ভুল ব্যাখ্যা দিচ্ছে-বক্তব্য সন্দেহজনক মনে হচ্ছে কেউ Influence করেছে-বুদ্ধিজীবী হত্যায় ভারতকে উড়িয়ে দেবার কোনো সংশয় নেই ,তারা নিজেদের স্বার্থে এই দেশকে শেষ সময়ে সাহায্য করতে এসেছিলো-আর মুক্তিযুদ্ধের শেষ সময়ে পাকিস্তানি সৈন্যরা ভারতীয় আক্রমন প্রতিহত করতে ব্যস্ত ছিল তাদের হাতে এতোটাও সময় ছিল না যে পরকিল্পনা করে কাউকে হত্যা করবে। (সূত্রঃ ডেড রেকনিং,পৃ,১৫৩দ্র)।
@EnayetChowdhuryOfficial3 жыл бұрын
@Sahana উল্টাপাল্টা কথা বইলেন না। ডেড রিকনিংঃ মেমোরিজ অব দ্য ১৯৭১ বাংলাদেশ ওয়ারের ১৫৩ পৃষ্ঠায় কোথাও ভারতের কথা বলা হয় নাই। ডিরেক্টলি এইটা বলা হইসেঃ "In the second week of December the Pakistani army was busy fighting, and losing, a war with India, and it is possible that while Razakar groups such as Al-Badr were created by the army earlier, these Bengali elements started to operate on their own in the final days of the war. They would have had access to the lists (of the intellectuals) or had their own lists, as they were the likely sources of the intelligence on rebel supporters in the first place." এইখানে রাজাকার, আল বদরের কথা বলা হইসে যেখানে ওরা পাকিস্তান কমান্ডের বাইরে এসে নিজেরা নিজেরাই অপারেট করা শুরু করেছিল বলে ইঙ্গিত দেয়া হয়েছে।
@tanjilahmed6513 жыл бұрын
অনেক সুন্দর ভাবে বুঝিয়েছেন🖤🖤
@sahanaakhter75443 жыл бұрын
তরুন প্রজন্যকে উনি ভুল ব্যাখ্যা দিচ্ছে-বক্তব্য সন্দেহজনক মনে হচ্ছে কেউ Influence করেছে-বুদ্ধিজীবী হত্যায় ভারতকে উড়িয়ে দেবার কোনো সংশয় নেই ,তারা নিজেদের স্বার্থে এই দেশকে শেষ সময়ে সাহায্য করতে এসেছিলো-আর মুক্তিযুদ্ধের শেষ সময়ে পাকিস্তানি সৈন্যরা ভারতীয় আক্রমন প্রতিহত করতে ব্যস্ত ছিল তাদের হাতে এতোটাও সময় ছিল না যে পরকিল্পনা করে কাউকে হত্যা করবে। (সূত্রঃ ডেড রেকনিং,পৃ,১৫৩দ্র)।
@shadmanshakib31393 жыл бұрын
অনেক নতুন তথ্য জানলাম।ধন্যবাদ ❤️
@kingefaz36403 жыл бұрын
আপনার কল্যাণে ইতিহাসবিমুখী এই তরুণ প্রজম্ম অনেক কিছু জানতে পারছে।ইউটিউবে এসবের চর্চা নেই বললেই চলে।তাই ইউটিউব আসক্ত তরুণদের একটা বড় অংশ এসব কল্পনাও করতে পারে না।চালিয়ে যান💓
@EnayetChowdhuryOfficial3 жыл бұрын
@King EFAZ Thank you so much for the appreciation 😍😄😄
@shafiqmahmud353 жыл бұрын
You're right man👉
@kingefaz36403 жыл бұрын
@@shafiqmahmud35 😁
@BithiSithiGunjon3 жыл бұрын
এই বিষয়ে ভিডিয়ো বানানোর জন্য ধন্যবাদ ভাইয়া!
@EnayetChowdhuryOfficial3 жыл бұрын
@Bithi Sithi Gunjon Thank you so much for the appreciation 😍😄😄
@revolutionist24683 жыл бұрын
শ্রদ্ধার সহিত স্মরণ করছি শহীদ বুদ্ধিজীবীদের
@sahanaakhter75443 жыл бұрын
তরুন প্রজন্যকে উনি ভুল ব্যাখ্যা দিচ্ছে-বক্তব্য সন্দেহজনক মনে হচ্ছে কেউ Influence করেছে-বুদ্ধিজীবী হত্যায় ভারতকে উড়িয়ে দেবার কোনো সংশয় নেই ,তারা নিজেদের স্বার্থে এই দেশকে শেষ সময়ে সাহায্য করতে এসেছিলো-আর মুক্তিযুদ্ধের শেষ সময়ে পাকিস্তানি সৈন্যরা ভারতীয় আক্রমন প্রতিহত করতে ব্যস্ত ছিল তাদের হাতে এতোটাও সময় ছিল না যে পরকিল্পনা করে কাউকে হত্যা করবে। (সূত্রঃ ডেড রেকনিং,পৃ,১৫৩দ্র)।
@anonymous-hr4wr2 жыл бұрын
বোচাকোদা বুদ্ধিজীবী
@ndc321 Жыл бұрын
ওই সময় অনেক সেরা বুদ্ধিজীবী আমরা হারাই । কারা বুদ্ধিজীবীদের ধরে নিয়ে গেছে তা আমরা জানি, কিন্তু আমেরিকার কিসিঞ্জারের কারণে এই ঘটনা ঘটানোর সুযোগ তৈরী হয় তা জানতাম না । আপনার গবেষণা ভালো লাগলো | এখন অনেক বুদ্ধিজীবী গবেষণা বাদ দিয়ে রাজনীতির টক্ শো নিয়ে ব্যস্ত আর হিরো আলম মার্কা লোকজনদের পাচ্ছি |
@mubarakhossainrahat77993 жыл бұрын
জামাল নজরুল ইসলাম স্যারকে নিয়ে ভিডিও আশা করছি এবং "দেশে এসে উনি কি ভাল করেছেন নাকি বিদেশে থাকলে ভাল হতো " এ বিষয়টার পরিষ্কার ব্যাখ্যা ।
@maruf.ahammad3 жыл бұрын
গভীর ভালোবাসা ❤️❤️ একাত্তরের সেই চির বীরদের
@NhAnik-ft4cf3 жыл бұрын
ভাইয়া আপনার ভিডিও আমাদের অসলেই অনেক ইন্সপায়ার করে। অনেক নতুন বিষয় জানতে পারি।
@ashikur.shovon3 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ এনায়েত । ভালোবাসা নিও । জয় বাংলা ♥️
@kazimahfujurrahman73223 жыл бұрын
There are 7 days in a week. They're : Saturday, Sunday, Monday, Tuesday, EnayetDay, Thursday & Friday. Happy EnayetDay everybody ❣️✌🏻
@HadiMohammed2 жыл бұрын
oh amazing prof razzaque... ahmed sofa had certainly highlighted it!!!
@raihansarder76163 жыл бұрын
আমাদের যাত্রা অপ্রতিরোধ্য 😍🇧🇩
@Philosophy_of_Justice3 жыл бұрын
সময় উপযোগী ভিডিওটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ...
@studymaterials28843 жыл бұрын
ধন্যবাদ এই বিষয়ে ভিডিও বানানোর জন্য 💓💓💓💓
@shohelrana-xd1ii3 жыл бұрын
আপনি আমার দেখা রিয়েল হিরো।অল রাউন্ডার। শুভ কামনা রইলো ভাই।।
@Saiful_Islambd3 жыл бұрын
বিভিন্ন উপন্যাস থেকে যা জেনেছি যে, ঢাকা বিশ্ববিদ্যালয় এর সকল স্যার দেশের জন্য কেমন ডেডিকেটেড ছিল
@HadiMohammed2 жыл бұрын
oh amazing Prof Razzaque... Ahmed Sofa had certainly highlighted it in যদ্যপি আমার গুরু.. আজ জাতি অক্ষরে অক্ষরে বুঝতে পারছে যে দেশে কি পরিমান বুদ্ধির অভাব... great job my brother as always!!!
@EnayetChowdhuryOfficial2 жыл бұрын
Thanks a ton
@meherunnessaoishe71793 жыл бұрын
স্যার, আপনি এতো এতো ইনফরমেশন কিভাবে ইন্টারকানেক্ট করে ফেললেন? আসলে আমারো ৭১ নিয়ে অনেক আগ্রহ ছিল, অলয়েজ ট্রাই করি বইগুলা পড়তে ইনফোগুলা জানতে আজকে আপনার ১২মিনিট ট্রুলি অনেক হেল্পফুল ছিল! ধন্যবাদ 😁 (বারবার গায়ে কাটাঁ দিচ্ছিল!) নেক্সট কে ফোর্স নিয়ে কিছু বইলেন আমি উনাকে নিয়ে অনেক বই পড়েছি বাট কিছু ধোয়াশা আছে
@smjxd013 жыл бұрын
Yeah Tnx somaj boi er viewpoint theka halka ektu ber hoise
@Joy_oishee3 жыл бұрын
কিছু দিন পরে শুনব পাকিস্তান মুক্তিযুদ্ধের টাইম এ বাংলাদেশ কে হেল্প করছে
@hakunamatata39353 жыл бұрын
Hahaha! Thik bolechen
@mohammadsohag9163 жыл бұрын
নতুন কিছু শেখার পাশাপাশি মজাটাও পেয়ে গেলাম 🖤
@Rayhan_Sefat3 жыл бұрын
কেন জানি না, আপনারা এই ভিডিও দেখার সময় বারবার গায়ে কাঁটা দিচ্ছিল। জানি না, research করার সময় আপনি কেমন অনুভব করেছেন। সেই অনুভতিটা নিয়ে কিছু বললে খুব খুশি হবো।
@EnayetChowdhuryOfficial3 жыл бұрын
aasholei aamro same obostha
@jamestabi20323 жыл бұрын
@@EnayetChowdhuryOfficial আপনার রিসার্চ অসাধারণ। বুদ্ধিজীবী নিধনের মূল হোতা জামাতের আল বদর আর এর প্রধান মুজাহিদের নাম কী সুন্দর করে বাদ দিয়ে দিলেন ! আর হার্ভার্ড গ্রাজুয়েট বাংলা টাইপের আবিষ্কারক মুনীর চৌধুরী, প্রফেসর জি সি দেব এরা বুদ্ধিজীবী হিসাবে তখনই বিশাল মানের হলেও এদের নাম সুকৌশলে এড়িয়ে গেছেন আওয়ামী পন্থি আর হিন্দু হবার কারণে ! আর যে ৩ জনের নাম বেছে নিয়েছেন এদের গায়ে আওয়ামী লেবাস তো নেই !! এরা পরে বুদ্ধিজীবী হয়েছেন। কিন্তু যারা তখনই সিনিওর বুদ্ধিজীবী ছিলেন এদের নাম গুম করে দিয়েছেন। মিরপুরে জামাতের নেতার বাসায় বুদ্ধিজীবীদের লিস্ট উদ্ধার করা হয়েছিল যাদের অনেককেই হত্যা করা হয়েছিল। সার্চে এইগুলা পান নাই ! গোবেষক বটে
আব্দুর রাজ্জাক স্যার আমাদের গ্রামের, আমরা গর্বিত কারণ তিনি আমাদের গ্রামের ই একজন।
@md.rahatsarkar1683 жыл бұрын
Assalamualaikum, sir ❣️ Huge fan of yours, Johnny Harris, Dhruv Rathe, Mohak mangal ❣️ Now It's 2:32 a.m.... Just after finishing Taxation maths in Accounting, here i come to see your video, sir ❣️ Lots of love from Hajee Mohammad Danesh Science & Technology University, Dinajpur 🇧🇩
@StoryHead3 жыл бұрын
১২ মিনিটে এত অজানা তথ্য আগে কখনও পাই নি।
@EnayetChowdhuryOfficial3 жыл бұрын
you know who are the boss now
@arafatislamsunny70273 жыл бұрын
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ভিডিও আসলো, তাহলে তো বিজয় দিবস নিয়েও ভিডিও চাই, স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের অর্জন অথবা স্বাধীনতার পর ৫০ বছরের বাংলাদেশের একটা সংক্ষিপ্ত ইতিহাস নিয়েও ভিডিও বানালের খুশি হতাম।
@BeingNature-iy7jc3 жыл бұрын
অনেকগুলো নতুন বিষয় জানানোর জন্য ধন্যবাদ স্যার। 💛💛💛
@AANABIL3 жыл бұрын
আমি আপনার কাজ এবং পরিশ্রম কে সম্মান করি | ভিডিওর যে জায়গায় আপনি বলছেন , "বুদ্ধিজীবী হত্যা নতুন কিছু নয়" | তার পরের প্রশ্নটা এমন হওয়া উচিত ছিল " ওই সময়ে পাকিস্তান সেনাবাহিনীর এমন একটা ঘটনা ঘটানোর মত সক্ষমতা ছিল কিনা?" এই প্রশ্নটা ভালোমতো পর্যালোচনা করলে একটা সিদ্ধান্তে আসা যেত | ধন্যবাদ |
@rukaiya24313 жыл бұрын
অবশ্যই ছিলো। এবং সেটা খুব কঠিনও ছিলোনা তাদের জন্য। যে সব বুদ্ধিজীবীরা ১৪ ডিসেম্বর শহীদ হয়েছেন তারা কেউই ছড়িয়ে-ছিটিয়ে দেশব্যাপি ছিলেন না। বরং তারা ঢাকাতে অবস্থান করছিলেন। আর ঢাকা ছিলো পাকবাহিনীর দূর্গ, সবচেয়ে শক্ত অবস্থান। সো তাদের পক্ষে সেসব বুদ্ধিজীবীদের ট্রেস করা এবং হত্যা করা কোনো কঠিন কাজ ছিলো না।
@ibrahimkholilullah8757 Жыл бұрын
বুদ্ধিজীবী মারার মাস্টারমাইন্ড ছিল ইন্ডিয়া এটা ১০০%। কারণ ইন্ডিয়া চাইছিল যে এ সকল বুদ্ধিজীবী থাকলে এক সময় না এক সময় আমাদের মতামতের ঊর্ধ্বে গিয়ে কোন না কোন কিছু ঘটাবে। যার জন্য বুদ্ধিজীবীকে বেছে বেছে হত্যা করেছে যাতে বাংলাদেশের জনগণ সারা জীবন ভারতে গোলাম হয়ে থাকে। আজ বর্তমান অবস্থা দেখো সব বুঝতে পারবে সে সময় তারা উপকার করছিল না তাদের স্বার্থের জন্য করেছিল।
@mahdiazfar3 жыл бұрын
কাল hsc math পরীক্ষা। ক্যালকুলাস করা বাদ দিয়ে আপনার ভিডিও দেখতে বসলাম!
@tWa2323 жыл бұрын
এর পরেও দেশের ৩/৪ অংশ মানুষ বলবে মুক্তিযোদ্ধের সব কিছুর জন্য ভারত দায়ী।। স্যার একটা রিকোয়েস্ট থাকবে, মুক্তিযুদ্ধে ভারতের অবদান ইতিবাচক না নেতিবাচক সেটা জানান।
@dengue27323 жыл бұрын
১৯৬৫ সালে ভারত যখন লাহোর দখল করতে না পারার প্রতিশোধ ১৯৭১ এ বাংলাদেশের মুক্তি,পাকিস্তানকে সামরিক ভাবে দূর্বল করা...
@mamtajurrahman93113 жыл бұрын
@@dengue2732 jai hok eta amader jonno itibacok cilo
@rukaiya24313 жыл бұрын
@@dengue2732 বোকা যুক্তি। যদি তাই হতো, তাহলে যেই বাঙালি সেনা সেদিন লাহোর রক্ষা করল, তারাই কিংবা তাদের অনুসারী বাঙালি সেনারা কেনো পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলো?? পাকিস্তান ভেঙ্গে বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তানেরই গোঁয়ার্তুমির কারণে।
@dengue27323 жыл бұрын
@@rukaiya2431 আপনিকি গাজা খোর? কিছু বুঝেন? নিজে কি উল্টাপাল্টা বলে তার কোনো ঠিক নাই... ৯-১০ম এর বাওবি বই পরে নিজেকে ইতিহাসবিদ ভাবিয়েন না.....
@rukaiya24313 жыл бұрын
@@dengue2732 আপনি তো খুব ইতিহাস জানেন। তাহলে বলেন সত্যি ইতিহাস কি? আপনারা হলেন পাকিস্তানের অন্ধভক্ত। ৩০ লক্ষ মানুষকে হত্যা করলো অথচ এখনও ওদের সাপোর্ট করেন। আচ্ছা, পাকিস্তানকে সাপোর্ট করার একটা লজিক দেখাতে পারবেন?? ২৫শে মার্চ পাকিস্তান বাহিনী কি অপারেশন সার্চলাইট শুরু করেনি?? নাকি সেটাও ভারতের চাল??? সবগুলো সেক্টর কমান্ডার পাকিস্তান বাহিনী থেকে বের হয়ে আসা বাঙালি অফিসাররা ছিলেন। এখন কি বলবেন তারাও ভারতের চাল ছিলো?? শুধু ছাগলের মতো বলতেছেন সব ভারতের চাল, ভারতের চালটা কি ছিলো সেটা তো বললেন না!! নাকি নিজেই জানেন না। হুদাই ছাগলের ৩নং বাচ্চার মতো লাফাচ্ছেন!! এতো যে পাকিস্তান প্রীতি দেখান, পাকিস্তান কি পুছে আপনাদের??? লজ্জা লাগে না????
@baddaspeople10353 жыл бұрын
Best explain by enayat chowdhury
@MrSatan-ji8kj3 жыл бұрын
তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেহমান স্যার যে কথা বলতে পারছে। এই ফেসিস্ট রিজিমে সে কথা বলারও তো জো নাই
@shamimasultana14903 жыл бұрын
Ki oshadharon, kintu mon kharap hoye jawa content 💞
@EnayetChowdhuryOfficial3 жыл бұрын
haa eirokom e
@mjzmehedi3 жыл бұрын
আমার মনে হয়না আমরা মুক্তিযুদ্ধ নিয়ে আসল ইতিহাস জানতে পারি, সেই শুরু থেকেই এটা স্কুল, কলেজ, এখন ভার্সিটি তেও পড়ছি, তারপরেই কেনো জানি একটা গ্যাপ রয়ে গেছে জানার জন্য, এখানে কিভাবে রাজনীতি আনা হলো, এটার জন্যই আমরা জানতে পারছি না,,, আশা করি ১৬ decembe নিয়ে ভিডিও টা তথ্য বহুল হবে, আর নতুন কিছু জানতে পারবো,,!! স্বাধীনতার পরে আমাদের রাজনীতির অবস্থা আর পরাশক্তি গুলার অবস্থান নিয়ে আলাদা একটা ভিডিও বানানো যায়না???
@jamestabi20323 жыл бұрын
জানার আগ্রহ থাকলেই জানা যায়। ব্লগে নেটে অনেক সোর্স আছে। +
@hakunamatata39353 жыл бұрын
মুক্তিযুদ্ধ সম্পর্কে আরো জানতে চাইলে অর্থনীতিবিদ রেহমান সোবহানের ইন্টারভিউ দেখতে পারেন। লিঙ্ক দিলাম। kzbin.info/www/bejne/g5ayg42on7yYp9E kzbin.info/www/bejne/aKO6Zml3i5Jjgbc
@rayhanraj47543 жыл бұрын
Vai...last time e sob gular ekta summary kore bollen..evabe next vedio gulo te summary korle..ei information gulo khub vlo vabe bujha jai
@eftakherahammad84263 жыл бұрын
Luckily Enayet Choudhury didn't born before liberation war 😂😂
@someone26753 жыл бұрын
😆
@fatinisraqabir92833 жыл бұрын
😐😐
@alauddinmohdadil3 жыл бұрын
এমনে এতো ইনফরমেশন কোথা থেকে পান? অসাধারণ। অনেক ধন্যবাদ।
@mdrahatstor3 жыл бұрын
জয় বাংলা ❤️❤
@shamsuzzamannishad89853 жыл бұрын
Most awaited content of this channel for me 🤩🤩🤩🤩🥰🥰
@EnayetChowdhuryOfficial3 жыл бұрын
Hope you enjoyed it!
@ronaldaurunavodas1693 жыл бұрын
Sir what is the reaction of west pakistani civilians during the three stages of pakistani rule...one. Muslim league two. Military rule three. awami vs ppp ? requested to make a video about it cause I think it has a relation with reaction of Pakistani not asking forgiveness for the liberation war till now..
@nerdynorah46583 жыл бұрын
Ajke sir videor shurur dike pura vlogger der moto camera niye ghure ghure video korse different angles theke. Khub valo lagse ei beparta
@pronobeshbarua77353 жыл бұрын
স্যার অনেকে মনে করে বুদ্ধিজীবী হত্যার পিছনে ভারত ছিল, এই কথার কতটুকু সঠিক ?!! আপনার মতামতের অপেক্ষায় রইলাম
@hasibali37883 жыл бұрын
কোন এভিডেন্স নাই এই ব্যাপারে। এসব মিথ্যা প্রোপাগাণ্ডার অংশ।
@hakunamatata39353 жыл бұрын
মুক্তিযুদ্ধ সম্পর্কে আরো জানতে চাইলে অর্থনীতিবিদ রেহমান সোবহানের ইন্টারভিউ দেখতে পারেন। লিঙ্ক দিলাম। kzbin.info/www/bejne/g5ayg42on7yYp9E kzbin.info/www/bejne/aKO6Zml3i5Jjgbc
@hakunamatata39353 жыл бұрын
Absolute bhua kotha. Ajkalker polapain porashuna kicchu kore na, khali youtube dekhe. Ar ja propaganda chorano hoy tai gile. Tokhonkar international reporter, diplomat der lekha porlei jana jay.
@506gahnafshahriar73 жыл бұрын
Ajke to enayet day na Tobuo thanks video deyar jonno
@jarintasnim73213 жыл бұрын
এনায়েত ভাই খুব সূক্ষ্ম ভাবে একটা রুম ট্যুর দিয়ে দিলেন 😉😉
বুয়েট ভর্তি পরীক্ষার জন্য আপনার যে রুটিনটা ছিল তার উপরে একটা ভিডিও বানালে অনেক ভালো হতো + কিছু টিপস জিনিয়া দিলে খুশি হতাম তাই please ভিডিওটা বানাবেন
@ajswithetc3 жыл бұрын
১৪ই ডিসেম্বর শহীদ হওয়া সকল বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা😇❤️
@prabirghosh80824 ай бұрын
We should celebrate Intellectual martyrs day with respect
@mahian1313 жыл бұрын
Sir আবার এর logo টা খব সুন্দর হয়েছে
@kaysarmahmud44263 жыл бұрын
সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ টা আপনি এড়িয়ে গেছেন পূর্বের আর বর্তমান বুদ্ধিজীবীদের ভূমিকা আর তাদের ভেতর পার্থক্য।
@EnayetChowdhuryOfficial3 жыл бұрын
eita thikvaabe nirdharon kora possible na
@kaysarmahmud44263 жыл бұрын
@@EnayetChowdhuryOfficial আসসালামু আলাইকুম স্যার। ইফাত মান্নান স্যার আপনার কথা শুনে বলেছিল আপনারা সহপাঠী। যাইহোক..আপনি নিদিষ্ট মানদন্ডে না ফেলে বা কিছু নির্ধারণ না করেও এই টপিকে এটলিস্ট কিছু কথা বলতে পারতেন 🙂
@ApurboDebnath2 жыл бұрын
Hi sir 1st er background music ta darun.😃
@mdshakilkhan85393 жыл бұрын
ভিডিওর প্রথমে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা 🔥❤
@mahmodulhasan73 жыл бұрын
ভাই কি জানি নতুন নতুন মনে হচ্ছে 😶❤️
@someone26753 жыл бұрын
Great. Keep it up. ❤️
@riduanulkarim16873 жыл бұрын
অনেক ধন্যবাদ ভাই। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক, আমিন ❤️
@EnayetChowdhuryOfficial3 жыл бұрын
@riduanul karim Thank you so much for the appreciation 😍😀
@fridaysecret Жыл бұрын
ভিডিও সাউন্ড নিয়ে কাজ করেন, Sound level thik nei.... Editing e eta kheyal rakha dorkar brother..
@ashikurrahaman42073 жыл бұрын
ভাই নিজের দেশ নিয়ে মাঝেমধ্যে এমন দু'চারটা করে ভিডিও দিলে অনেকেই উপকৃত হবে এবং অনেক কিছুই জানতে পারবে।