Budgerigar Bird Breeding | খুব সহজে পাখিকে ডিম বাচ্চা করানো | বাজারিগার পাখির ব্রিডিং | Pakhi Palon

  Рет қаралды 759,758

grow life

grow life

Күн бұрын

Budgerigar Bird Breeding | খুব সহজে পাখিকে ডিম বাচ্চা করানো | বাজারিগার পাখির ব্রিডিং | Pakhi Palon
বাজরিগার পাখি পালন ও বাজরিগার পাখির ব্রিডিং বিষয়ক এই কন্টেন্ট এ আপনি জানবেন আপনি আপনার বাজিগর পাখিকে কিভাবে ব্রিট করাবেন মানে বাজরিগার পাখিকে কিভাবে ডিম বাচ্চা করাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশাকরি বাজরিগারের ব্রিডিং নিয়ে আপনার আর কোন প্রব্লেম থাকবে না।
ডিম বাচ্চা উৎপাদন করতে চাইলে প্রথমেই আপনাকে জানতে হবে বাজিগর পাখিকে কিভাবে জোড়া দিতে হয় । নতুন দুইটা ছেলে ও মেয়ে পাখিকে যদি সরাসরি এক খাচার মধ্য দিয়ে দেন তবে প্রথম দিকে সমস্যা হতে পারে। অনেক সময় পাখিকে মারামারি করতে দেখা যায়। এজন্য পাখির জোড়া দেয়ার সবচাইতে ভালো নিয়ম হচ্ছে দুইটা পাখিকে আলাদা আলাদা খাঁচায় রাখা। প্রথমে আপনি যে খাচাটার মধ্যে পাখিকে ব্রিড করাতে চাচ্ছেন সেই খাচাটার মধ্যে ছেলে পাখিটাকে দিয়ে রাখুন। এরপর এর পাশেই একটা খাঁচায় মেয়ে পাখিকে দিয়ে রাখুন। এভাবে পাশাপাশি খাঁচায় দুইটা পাখিকে অন্তত ছয় সাত দিন রেখে দেন। সাত দিন পর মেয়ে পাখিটাকে ছেলে পাখিটার খাঁচার মধ্যে দিয়ে দেন ‌। এ পদ্ধতিতে কিন্তু আপনি খুব সহজেই পাখির জোড়া টা দিতে পারেন। পরবর্তীতে আপনার কাজ হবে সাত দিন অপেক্ষা করা। পাখিগুলোকে একসাথে দেওয়ার সাত দিন পর খাচার ভেতর একটা হাঁড়ির ব্যবস্থা করে দিন। বাজিগার পাখির জন্য কিন্তু মাঝারি সাইজের হাড়ি ব্যবহার করতে হয় মোটামুটি ভেতরে 8 ইঞ্চির মত জায়গা আছে এরকম হারি হলেই হয়। বেশি ছোট হাড়ি দিলে পাখি বাচ্চাদের ঠিকভাবে খাওয়াতে পারে না এবং গাদাগাদি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবার হাড়িটা যদি খুব বেশি বড় হয় তবে ডিমে তা দেওয়ার সময় ডিমগুলো অতিরিক্ত নড়াচড়া করে। আর এজন্যই বাজিগার এর জন্য মাঝারি সাইজের হাড়ি প্রেফার করা হয়।
বাজরিগার পাখির ব্রিডিং এর পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে পাখির থাকার পরিবেশ নিশ্চিত করা। আমাদের মধ্যে অনেকেই পাখির খাঁচা কে নড়াচড়া করে। মানে খাচাটা রাতের বেলা ঘরের ভেতর নিয়ে রাখে এবং দিনের বেলায় এটাকে বাইরে নিয়ে রাখে। এই কাজটা কখনোই করা যাবে না। বাজরিগার পাখির খাঁচা আপনি যেখানে রাখবে সেখানেই সবসময় রাখতে হবে এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনি ঘরের ভেতরেও খাঁচা রাখতে পারেন বারান্দায় রাখতে পারেন বা বাইরে রাখতে পারেন তবে এটা নিশ্চিত করতে হবে আপনার পাখির খাচাটা যেখানে রয়েছে সেখানে যেন মানুষের যাতায়াত একেবারে কম হয়। উদাহরণস্বরূপ আপনি যদি পাখির খাচাটা রাস্তার সাথে রাখেন বা সবসময় মানুষ যাতায়াত করে এরকম কোন জায়গায় বা ড্রইং রুমে রাখেন সেক্ষেত্রে কিন্তু পাখি প্রচুর ডিস্টার্ব ফিল করে। তাই পাখিকে অবশ্যই প্রাইভেসি দিতে হবে এবং একটা নির্জন জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত আলো বাতাসের চলাচল করে এবং মানুষের যাতায়াত কম। তাছাড়া ইঁদুর-বিড়াল তেলাপোকা এ সমস্ত প্রাণী গুলো যদি পাখিকে ডিস্টার্ব করে সেক্ষেত্রে কিন্তু বাকি সব সময় ভয়ে থাকে এজন্য তারা ডিম বাচ্চা করে না। তাই পাখি পালবার সময় আপনাকে নিশ্চিত করতে হবে এই প্রাণীগুলো যাতে আপনার বাসায় একেবারেই না থাকে। বিশেষ করে ইঁদুর তেলাপোকা ও টিকটিকি থাকলে এগুলো কে মারার ব্যবস্থা প্রথমে করুন তারপর পাখিকে কিনুন।
বাজরিগার পাখির ব্রিডিং এর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাখির জন্য পর্যাপ্ত আলো ব্যবস্থা করা। এজন্য আপনাকে দেখতে হবে প্রাকৃতিক ভাবে পাখি কি পরিমান আলো পায়। আপনি যদি আপনার পাখির খাঁচার উপর সারারাত লাইট জ্বালিয়ে রাখেন সে ক্ষেত্রে কিন্তু পাখিগুলো স্ট্রেসে এসে পড়বে এবং তারা তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। এজন্য পাখির খাঁচা যেখানে রাখবেন সেই জায়গাটায় সাথে রাতের বেলা কোনোভাবেই ভালো না চলে সেটা নিশ্চিত করতে হবে। কারণ রাত হচ্ছে পাখির ঘুমের সময় আর এরা এ সময় যদি ঠিকভাবে ঘুমাতে না পারে তবে তাদের থেকে আপনি কোনোভাবেই ডিম বাচ্চা আশা করতে পারেন না। সবদিক বিবেচনা করে বাজিগার পাখি রাখার সবচাইতে ভালো জায়গা হচ্ছে একে বারান্দায় রাখা। যেখানে প্রচুর আলো বাতাস থাকে এবং প্রাকৃতিক ভাবে যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণ পাখি আলো পায় এবং যতক্ষণ সূর্যের আলো থাকে না ততক্ষণ সে কোন লাইট বা আর্টিফিশিয়াল লাইটের নিচে থাকে না। আপনি যদি পাখির সঠিক বিডিং চান তবে আপনি সর্বোচ্চ রাত আটটা পর্যন্ত লাইট জ্বালিয়ে রাখতে পারেন এরপর আপনার পাখির খাঁচা গুলো পুরোপুরি অন্ধকার করে দিতেই হবে।
১, পাখিকে ব্রীডিং করানোর পূর্বে আপনাকে নিশ্চিত হতে হবে আপনার পাখিগুলো সুস্থ সবল আছে কিনা। কারণ পাখি যদি পুরোপুরি সুস্থ সবল থাকে তবেই তাকে দিয়ে ডিম বাচ্চা করানো যাবে। আপনি যদি আপনার বাজিগারের খাঁচা তে প্রতিদিন দুইবার করে পানি পরিবর্তন করে দেন এবং একবার করে খাবার পরিবর্তন করে দেন তবে আপনার পাখির রোগ বালাই ও সম্ভাবনা 75 শতাংশ কমে যাবে । শুধুমাত্র এই দুইটা কাজ করলে আপনার পাখিগুলো বেশিরভাগ সময় সুস্থ সবল থাকবে। এছাড়া পাখির পায়খানার ট্রেটা দুই থেকে তিন দিন পর পর একবার করে পরিষ্কার করে দিতে হবে এই কাজটা যদি আপনি করতে পারেন তবে ধরে নিতে পারেন আপনার পাখি দরবারে সুস্থ থাকবে।
২, পাখিকে ব্রিডিংয়ের দেয়ার আগে অবশ্যই তার বয়স সম্পর্কে আপনাকে নিশ্চিত হতে হবে কমপক্ষে 6 মাস বয়সের প্রার্থী কে ভেঙে দেওয়া যায় তবে ভালো হচ্ছে 8 মাস বয়সের পাখিকে ব্রীডিং এ দেয়া ‌ । বিল্ডিং এর উপযুক্ত মেয়ে পাখিগুলোর ঠোঁটের রং ব্রাউন বা বাদামি কালার ধারণ করবে। আর ছেলে পাখিগুলোর ঠোটের উপরে নাকের ঝিমলির অংশটা হবে গারো নীল রঙের। এই দুইটা জিনিস নিশ্চিত হয়ে তারপর পাখিকে ব্রিডিংয়ের দিবেন। তারমানে মেয়ে পাখি গুলোর নাকের জিন্দি যখন গাঢ় বাদামী রং ধারণ করবে এবং ছেলে পাখির নাকের ছিলি যখন কারো নীল রঙ ধারণ করবে শুধুমাত্র তখনই পাখিকে ব্রিডিং এ দেয়া উচিত।

Пікірлер: 354
@growlife
@growlife Жыл бұрын
বাজরিগার সহ সব ধরনের পাখির সম্পূর্ণ ব্রিডিং প্যাকেজ আমাদের কাছ থেকে নিতে চাইলে ফেসবুকে মেসেজ করুন বা ফোন করুন facebook.com/profile.php?id=100092738077707 মোবাইল নং: 01915970801
@SKTVভৈরব
@SKTVভৈরব Жыл бұрын
ভাই আমি আপনার সমস্ত ভিডিও দেখি আমি আপনার কাছ থেকে বাজিগার পাখি নিতে চাই
@shahinsound9328
@shahinsound9328 9 ай бұрын
@MUNIRACOOKING
@MUNIRACOOKING 5 ай бұрын
Bhai female thought badami hue chalo aabhar Sada hoye geche ki korbo😅😅
@olierrahman3086
@olierrahman3086 3 жыл бұрын
আমি 3 মাস বয়সী এক জোড়া পাখি কিনেছি। এখন কি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত পাখি দুইটাকে আলাদা রাখবো?
@nahiyan7960
@nahiyan7960 3 жыл бұрын
No
@muhammadnaeemmunsi6834
@muhammadnaeemmunsi6834 2 жыл бұрын
Na ek sathe rakhun
@Different_Videos567
@Different_Videos567 2 жыл бұрын
No
@bidhanhalder7761
@bidhanhalder7761 2 жыл бұрын
Not
@deycreater1025
@deycreater1025 Жыл бұрын
Na aksathe rakhun jokhon ora adult hobe tokhon nige thekei breeding korbe
@bossmurad7780
@bossmurad7780 2 жыл бұрын
ভাই আমার পাখির জোড়া নিয়েছে একটা ওন্য টাকে খাবার খাওয়ায় কিন্ত ব্রিডিং করেনা
@munirashetu3871
@munirashetu3871 2 жыл бұрын
আমারও একই সমস্যা।
@khadizaansary2601
@khadizaansary2601 2 жыл бұрын
ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে খুবই শিক্ষণীয় টিউটোরিয়াল।আমি নতুন পাখি পালনে। খুবই হেল্পফুল আপনার ভিডিওগুলো।
@pritigupta4502
@pritigupta4502 3 ай бұрын
দাদা এই পাখিগুলোর আয়ু কত দিনের হয়? আমরা বাড়িতে পোষা শুরু করেছি, আমরা এই ব্যাপারে কিছুই জানিনা প্লিজ একটু গাইড করে দেবেন
@mdnerob776
@mdnerob776 2 жыл бұрын
ভাইয়া, আমার পাখির সবে ৩টা বাচ্চা ফুটেছে, আর ও ৩-৪ টা ফুটবে, কিন্তু পাখি আমার ঘন ঘন ব্রিডিং করছে এখন আমি কি করবো
@growlife
@growlife 2 жыл бұрын
আরেকটা হাড়ি বা মটকা দিতে পারেন। অনেকে এরকম দুইটা হাড়ি/ মটকা দেয়। ছেলে পাখি বাচ্চাদের খাওয়াবে আর মা পাখি নতুন হাঁড়িতে ডিম দিবে।
@mdnerob776
@mdnerob776 2 жыл бұрын
@@growlife অনেক ধন্যবাদ ভাইয়া
@darussalammiful8882
@darussalammiful8882 2 жыл бұрын
যদি কোথাও ৭-৮ দিনের জন্য যাওয়া লাগে তাহলে পাখিকে বাসায় কিভাবে রেখে যাব?
@bangladeshi79095fk
@bangladeshi79095fk 2 жыл бұрын
akta lokar bola jata hoba
@bangladeshi79095fk
@bangladeshi79095fk 2 жыл бұрын
ja paki ka daka sono korta parba
@souymadas7805
@souymadas7805 2 жыл бұрын
Hi-tech hub
@mostufa9988
@mostufa9988 Жыл бұрын
ভাই আমার ছেলে পাকিটা বিডিং করতে চায় but মেয়ে পাকিটা বিডিং করতে চায় না এখন আমার করণীয় কি?
@Beauty-nd7zq
@Beauty-nd7zq Жыл бұрын
Vaia krimi course korano jabe?
@sweet__maya
@sweet__maya 3 жыл бұрын
ভাই,আপনার পাখির ডিম পারার হাড়ীটার একটা,পিক দিতে পারবেন....
@khokonsheak691
@khokonsheak691 3 жыл бұрын
ভাই পাখি ডিম দিছেই না পাখির ৬ ৭মাস হবে কি করি ভাই মিনারেবলক দিয়েছি ডিম দিছে না উত্তর না দিয়ে যাবেন না
@abdullamolla698
@abdullamolla698 3 жыл бұрын
Vai. ... apni 2 ta pakhi alada kore rakhan. ...2 mash
@sifachy3499
@sifachy3499 3 жыл бұрын
Ha atai shotik aidiya ami o kore dhek si amer pakhi ami cattel fish bon ar meneyan block disi dim desay 10 ta 10 dine
@ummeaymansara8964
@ummeaymansara8964 Жыл бұрын
@@sifachy3499 bujholam na vaia
@rajabkhan5878
@rajabkhan5878 Жыл бұрын
ডিম কি দিছে ভাই?
@motakabbirmahim7624
@motakabbirmahim7624 Жыл бұрын
​@@sifachy3499কোন ভাষায় যে কি বললেন ভাই কিছুই তো বুঝলাম না
@Md-Alamin-Hassan.
@Md-Alamin-Hassan. Жыл бұрын
ভাল যুক্তি দিলেন ধন্যবাদ।
@dhrubamondal2818
@dhrubamondal2818 Жыл бұрын
দাদা পাখি ব্রিডিং করছে ডিম হচ্ছে প্রথম একটি ডিম দিয়েছে এবং সেই ডিমটা ফাটিয়ে ফেলেছে, এর পরে কতদিন পরে আবার পুনরায় ডিম দেবে?
@RSANTOR-n8c
@RSANTOR-n8c 2 ай бұрын
হ্যা দিবে😊
@sandipbiswas7532
@sandipbiswas7532 7 ай бұрын
Vai bagrigar pakhi pair niyache 8 month age ache breeding mode ache but dim diche na ki korbo bolen
@sahelikarima7034
@sahelikarima7034 3 жыл бұрын
বড় ভাই মেল ফিমেল বাজরিকা পাখি একসাথে একই খাচায় ৪-৫ জোড়া রেখে, পরে ব্রিডিং মুড আসলে আলাদা খাঁচায় রাখলে কি ডিম বাচ্চা করতে সমস্যা হবে জানা বেন প্লিজ
@RambGourab
@RambGourab 2 ай бұрын
আমি 10টা পাখি এনেছি। 2 মাস হলো কিন্তু ডিম দিচ্ছে না কেন
@hrkabir1666
@hrkabir1666 2 жыл бұрын
ধ‍্যানবাদ💖💕💞💓💗💟💙💜🎇✨🎉🎐🎑🎎🎍🎋🎁🎀🎗🎟🎫🎖🏆
@salemiaskue
@salemiaskue Ай бұрын
আমিও3মাসবয়সীদুইজোড়াপাখিকিনেছিএখন ওডিমপারেনি
@growlife
@growlife Ай бұрын
আমাদের কাছে পাখির ব্রিডিং ফর্মুলা মেনে তৈরি খাবার প্যাকেজ আছে এটা খাইয়ে দেখতে পারেন 01915970801 এটা হোয়াটসঅ্যাপ ও ফোন নম্বর
@asrafulalom2556
@asrafulalom2556 2 жыл бұрын
ভাই পাখির খাচা কোথায় সেটাপ করব
@riyadussaliheen5528
@riyadussaliheen5528 2 жыл бұрын
বারান্দায়
@mdsobuzalisobuz6352
@mdsobuzalisobuz6352 Жыл бұрын
ভাই পাখি কতদিন পরপর ডিম দেয়, একটু বলবেন প্লিজ
@ohimustarin5698
@ohimustarin5698 2 жыл бұрын
ভাইয়া ক্যাটল ফিস বোন এটা কি বা কোথায় পাওয়া যায় আমাকে একটু জানাইবেন,
@Mdarif-on7oy
@Mdarif-on7oy 3 жыл бұрын
আমার পাখি ডিম দেই কিন্তু আবার নষ্ট করে ফেলে বাচ্ছা ফুটে নাহ। এখন কি করবো? অগ্রিম ধন্যবাদ
@newlife8540
@newlife8540 2 жыл бұрын
আমিও এই বিষয় টা জানতে চায়, আমার পাখি টা এমন করছে, কেও যদি একটু বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলতেন তাহলে ভালো হতো।
@iraneislam3020
@iraneislam3020 2 жыл бұрын
Ami o jante chai
@cocomoco2865
@cocomoco2865 3 жыл бұрын
আমার ফিমেইল পাখিটা ঝিলি সাদা কিন্তু নিচের ঠোঁট টা বাদাম এইটা কি এডাল্ট?
@dasapu7215
@dasapu7215 3 жыл бұрын
আপনি পাখি টি কত দিন আগে এনেছেন
@mdfazalyrabby2032
@mdfazalyrabby2032 2 жыл бұрын
আমি পাখি পালতে চাই কিন্তু আমার ভয় হয় কারন আগে একবার ডিম সহ পাখি আনার পর আর ডিম দেয়নি এরকম হবার কারনি এমনটা কয়েকবার হয়েছে,,,, প্লিজ ভাই,, আমি আবার সুরু করতে চাই সাহায্য করুন যেনো আমি সফল হই ইনশাআল্লাহ
@mdfazalyrabby2032
@mdfazalyrabby2032 2 жыл бұрын
আপনার উত্তর এর অপেক্ষায় রইলাম 🙏🙏🙏🙏🙏🙏
@akhi.rani.dhar.
@akhi.rani.dhar. 11 күн бұрын
ভাইয়া বাজুকের পাখিকে কোনরকম সুপ খাওয়ানো যাবে
@amirajdip04
@amirajdip04 Жыл бұрын
Vai amr khachai 2 jora paki ache kono problem nai to pls replay deben
@mitamoni8905
@mitamoni8905 3 жыл бұрын
ভাইয়া আপনি কি পাখির বাচ্চা ফুটানোর জন্য একটি ভিডিওদার
@suparnaacharya380
@suparnaacharya380 Жыл бұрын
Good
@suparnaacharya380
@suparnaacharya380 Жыл бұрын
Good bird
@AS.COCHING
@AS.COCHING 5 ай бұрын
Bhai amr cage 2 male 2 female acha tahola breed hoba odar modha jora hoba please bolan
@thesubstitute0966
@thesubstitute0966 2 жыл бұрын
1:25 kibhabe bujhte parbo je amar pakhi gula jora niche?
@afrinakter190
@afrinakter190 3 жыл бұрын
ভাইয়া আমার পাখির ডিম দেয় কিন্তু বাচ্চা হয়না আর ডিম শুকিয়ে যায়
@পোষাপ্রাণী-স৬ঝ
@পোষাপ্রাণী-স৬ঝ 2 жыл бұрын
😒
@shilamajumdar8704
@shilamajumdar8704 3 жыл бұрын
খুব ভালো লাগলো এই রকম ভিডিও আপলোড করুন
@abulhasan3816
@abulhasan3816 3 жыл бұрын
☺😊
@pokefan247
@pokefan247 6 ай бұрын
amar maye pakhir aak mash hoyar por naker rong brwon hoye geche kintu kano😓😓
@Birdskindom8908
@Birdskindom8908 3 жыл бұрын
ভাই বাজিগার পাখির ডিম কিভাবে করায়
@mdsultanmia4579
@mdsultanmia4579 2 жыл бұрын
আমার পাখি ডিম দেয়না।
@AsifAhmedAsifAhmed-lf5pl
@AsifAhmedAsifAhmed-lf5pl 6 ай бұрын
আমার পাখি গুলো ডিম দিছে আজকে মনে হয় ২০ দিন হয়ে গেল কিন্তু এখনো বাচ্চা ফুটাচ্ছে না কেন
@ahilnaveel7210
@ahilnaveel7210 4 ай бұрын
২৫-২৬ দিন অপেক্ষা করুন
@Irtu5950
@Irtu5950 3 жыл бұрын
শীতের সময় ও ৮ টা পর্যন্ত লাইট জ্বালাই রাখবো?
@YousufAli-hu6cq
@YousufAli-hu6cq 3 жыл бұрын
Yes
@mostakinballa3937
@mostakinballa3937 3 жыл бұрын
ভাই আমার মদ্দা বিড়িঃ৷ করতে চাচ্ছে কিন্তু মাইয়া করতে চাচ্ছেনা ভাই কি করবো
@dasapu7215
@dasapu7215 3 жыл бұрын
আরে কিছু দিন সমায় দেন
@dasapu7215
@dasapu7215 3 жыл бұрын
আর আপনি যেই খানে রেখেছে সেই খানে যেনো মানুষ না যায়
@tahsantoha5390
@tahsantoha5390 2 жыл бұрын
আচ্ছা ভাইয়া আমি ব্রিড করানোর আগে পাখিকে কোনো ক্যালসিয়াম কোস করাইনি, এখন তারা ৪ টা ডিম দিছে। এখন কি আমি ক্যালসিয়ামের ক্যালপ্লেস্ট ইউজ করব? কতটুকু পানিতে কিভাবে??? প্লিজ রিপ্লাই 😔🙏🙏
@growlife
@growlife 2 жыл бұрын
দরকার নেই
@tahsantoha5390
@tahsantoha5390 2 жыл бұрын
@@growlife আচ্ছা, আমি তাহলে সিড মিক্স এবং সাকসবজি খাওয়ে, ডিম বাচ্চা করাতে পারবো??
@shalauddinanik6701
@shalauddinanik6701 3 жыл бұрын
ধন্যবাদ ভাই।
@Duoset11
@Duoset11 Жыл бұрын
When i took another for my budgie they got loved by each other by a second.
@primrose3299
@primrose3299 2 жыл бұрын
আপনার টিপস গুলো অনেক ভালো লাগলো ভাইয়া অনেক ধন্যবাদ।আমাদের নতুনদের জন্য খুবি গুরুত্বপূর্ণ টিপস।
@amirajdip04
@amirajdip04 Жыл бұрын
Akhon winter season tai ami khachar upore akta light lagiechi jate tader thanda na lage problem nei to??
@comilldhaka6748
@comilldhaka6748 Жыл бұрын
Cattle fishboon, minerel ki, buji ni
@selinakhatun8213
@selinakhatun8213 Жыл бұрын
ভাইয়া আমার পাখি ৬ মাসে বিডিং করছে।
@Priya-official-Channel
@Priya-official-Channel 4 ай бұрын
আপনারে বলার জন্য একটা সময় নিয়ে বসে
@iaxmibisfrthhfddjkwaslaxmi5893
@iaxmibisfrthhfddjkwaslaxmi5893 9 ай бұрын
Jodi Majhe Majhe biral jalatine Kore Tale ki
@gwsbir5494
@gwsbir5494 11 ай бұрын
Kano harite dhukchena😢😢
@kazisonia5217
@kazisonia5217 Жыл бұрын
ভাইয়া আমার পাখির জোড়া দিলাম ২ মাস হয়ে গেল কিন্তু বাচ্চা দেয় না।। please আমাকে help koran...আর দোকান দার হাড়ি আগে ই দিসে
@SamiEdits-
@SamiEdits- Жыл бұрын
ভাই আমি যদি বারজারিকা পাখি কম বয়সের একজোড়া কিনে একসাথে রেখে বড়ো করি তাহলে কী ডিম দিবে প্লিজ বলো
@growlife
@growlife Жыл бұрын
জি কোন সমস্যা নেই। আমিও এটাই করি
@SamiEdits-
@SamiEdits- Жыл бұрын
@@growlife পরবতীতে কী ডিম পাড়া আগে পাখি দুটোকে আলাদা করে রাখতে হবে প্লিজ বলেন
@growlife
@growlife Жыл бұрын
@@SamiEdits- না , সবসময় একসাথে রাখবেন
@md.fahadhossain6572
@md.fahadhossain6572 6 ай бұрын
বাজিগার পাখি ডিম পারল্লে বাচ্চা উঠে কিন্তু বাচ্চা ও ডিম মেরে ফেল্লা কেন আর ডিম খেয়ে ফেল্লে কেন ভাই একটু জানায়েন
@itsarobinda2850
@itsarobinda2850 Жыл бұрын
ভাইয়া আমার কাছে দুটো বাজরিগার পাখি আছে, কিন্তু কোনটা ছেলে কোনটা মেয়ে কিছুই বুঝতে পারছি না...একটা নাকে একদম সাদা আর একটা হালকা বাদামি ভাব আছে....? প্লিজ কিছু বলেন
@soniatokjhalmisti7310
@soniatokjhalmisti7310 Жыл бұрын
আমার পাখি এনেছি ১বছর হলো ডিম দেয় না। আর সকালে জোরে চিল্লাতে থাকে।মেয়ে পাখির নাকটা বাদামি রং হয়ে আছে।
@petzonebd6142
@petzonebd6142 3 жыл бұрын
মা শা আল্লাহ। আমার চ্যানেল টায় ঘুরে আসার দাওয়াত সবাইকে।
@Muslimuddinchy
@Muslimuddinchy 2 жыл бұрын
আমি আপনার থেকে অনুপ্রাণিত হয়ে পাখি পালা শুরু করেছি
@আহমেদজীবন
@আহমেদজীবন 2 жыл бұрын
Q
@towhidemon8824
@towhidemon8824 2 жыл бұрын
হোগা মারছেন আমর মত
@jabarjabar7049
@jabarjabar7049 11 ай бұрын
ভাইয়া আমার বাজরিগাল পাখি ডিম পারছে ৮ টা বাচ্চা দিছে ৪ টা আর ৪ টা ডিমের ভিতরে বাচ্চা হইছে কিন্তু বাচ্চা ফুটেনাই মরে গেছে তার জন্য কি করবো বলে দিন আর রিপ্লাই দিলে ভাল হবে আমি নতুন পাখি পালা শিখতাছি কোন আইডিয়া নেই পাখির পালার বেপারে প্লিজ রিপ্লাই দিন
@mdsani7490
@mdsani7490 3 жыл бұрын
ভাই রানিং বাজরিগার পাখি কিনেছি কিন্তু ডিম দিতেছেনা যদি একটু বলতেন
@Saima_khan-b9e
@Saima_khan-b9e 11 ай бұрын
আমার পাখি একটু করে রিডিং করে একটু ঝকরাকরে
@sahinurafrosesonali9530
@sahinurafrosesonali9530 3 жыл бұрын
Uncle amr pakhi khacha 20/16 aita ta ki 2 kora pakhi ta breading kora no jaba
@goldgamerz37
@goldgamerz37 2 жыл бұрын
6 inch hari ki enough hbe ?
@MONSTERGAMING-em5tr
@MONSTERGAMING-em5tr 3 жыл бұрын
খরগোশ পালন সম্পর্কে একটা ভিডিও দিন
@ridoysagor7750
@ridoysagor7750 3 жыл бұрын
বাজরিগার পাখির ছোটো কলোনিতে পাখি পালন এর কিছু টিপস 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dasapu7215
@dasapu7215 3 жыл бұрын
আমি কিছু ভিডিও তৈরি করেছি দেখতে পারেন
@hasibulhasan2744
@hasibulhasan2744 3 жыл бұрын
ভাইয়া খুব ভালো। আপনার সাবস্কাইবার আমি বাড়ানো চেষ্টা করবো।
@dasapu7215
@dasapu7215 3 жыл бұрын
Plz 🙏🙏🙏
@FACETHETRUE-y3f
@FACETHETRUE-y3f 2 жыл бұрын
পাখি কিনব, নাম্বার দেন
@irintithi5228
@irintithi5228 2 жыл бұрын
ভাইয়া আমার পাখি ডিম দিয়েছে পাঁচদিন হলো, আর আমার পাখিটা আজ মারা গিয়েছে, আমি এখন কি করব ডিমটাকে প্লীজ কিছু বলবেন।
@bdgameing1116
@bdgameing1116 2 жыл бұрын
No way
@Nahid214
@Nahid214 Жыл бұрын
আমি তো এই কাজ করি কারন রাখার জায়গায় এখনো ঠিক করতে পারিনি তাই হয়তো ডিম দিচছেনা কয়দিন লাগবে এখনো জায়গায় ঠিক করতে তখন কি ডিম পারবে।ছাদে ঘর বানাবো কি দিয়ে বানালে ভালো হয় জানালে ভালো হতো।
@Nayla51503
@Nayla51503 Жыл бұрын
Pakhir dam koto
@herbsinfo23
@herbsinfo23 Жыл бұрын
পোষা বিড়াল হলে কিছুই হয়না, আমি পাখি বিড়াল এক রুমে রেখেই পালি। আমার বিড়ালরা কিছুই করেনা।
@gardaleningking599
@gardaleningking599 2 жыл бұрын
বৃষ্টি হলে কি করব?
@mssudalam1612
@mssudalam1612 3 жыл бұрын
Amar Pakistan
@hamimsk6798
@hamimsk6798 7 ай бұрын
ভাই আমার ফিমেল বাজরিগার পাখির নাকের রং হালকা বাদামি বাদামি হচ্ছে আর মেল পাখি নাকের রং গারো নীল ডিম পাড়া বয়স হয়েছে
@methnshorts
@methnshorts Жыл бұрын
পাখি ডিম দেয় হুম দেয় কিন্তু ফুটায় না আর ফেলে দেয়
@pompygoswami9978
@pompygoswami9978 2 жыл бұрын
Amar phaki baccha dim dia ma ba baba mara fala
@uzzalsingermedia5461
@uzzalsingermedia5461 2 жыл бұрын
হ্যাঁ ভাইজান আজ আমি এক জোড়া বাজিগার পাখি কিনেছি আমার আগে এক জোড়া পাখি ছিল তো সেই ক্ষেত্রে সেই খাঁচা থেকে বের করে তাদেরকে আরো নতুন একটি খাচায় আমি তাদেরকে দিয়েছি সে ক্ষেত্রে কোন প্রবলেম হবে অবশ্যই জানাবেন ভাই প্লিজ🙋‍♀️🎶🎸🎤
@farhanfaiyaz7477
@farhanfaiyaz7477 5 ай бұрын
যদি বাচ্চা পাখি কিনে আনি তাহলে কি প্রথম থেকেই একসাথে রাখবো?
@Muchiro28962
@Muchiro28962 Жыл бұрын
ভাইয়া ১৩ দিন পাখি খাঁচায় রেখেছি এটা জোড়া লেগেছে এখন ওরা হাড়ি পরিষ্কার করতেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিলাম ❤
@Hugy650
@Hugy650 9 ай бұрын
Bhi amar pakhi nai toba khob সীগিরি আসবা দো আ কোর বা
@Hugy650
@Hugy650 9 ай бұрын
9:41 9:41 9:41
@mdsifat-gu1ds
@mdsifat-gu1ds 2 жыл бұрын
ভাইয়া আমার পাখি গুলো একটু অন্ধকার হলে অনেক ভয় পায় লাফালাফি করে সারারাত খাঁচার উপর ঝুলে থাকে এতে কি কোনো সমস্য হবে
@Pets-o5e
@Pets-o5e 2 ай бұрын
পাখির সমস্যা সমাধান করে থাকি
@JeonJungkook-lz6uj
@JeonJungkook-lz6uj 5 ай бұрын
vaiya ami to dine akbar change kori. Ta chara ami purify water khaite dei. Ami pakhi rume rakhi Ar amar chele pakhir naker jilli tai colour ase nai Vaiya amake kindly aiktu question tar reply dan
@GamingwithShihab140
@GamingwithShihab140 11 ай бұрын
যদি চরুই পাখির আনা গোনা থাকে তাহলে কোনো সমস্যা হবে?
@anurupamajumder665
@anurupamajumder665 Ай бұрын
Kentu okhane to oneke lok thake ami amar barandai rekeche okhane onek lok thake tahole ki korbi
@growlife
@growlife Ай бұрын
আমাদের কাছে সব ধরনের পাখির পাখির ব্রিডিং ফর্মুলা মেনে তৈরি খাবার প্যাকেজ আছে যেটা পাখিকে দ্রুত ডিম বাচ্চা করাতে সহায়ক এটা খাইয়ে দেখতে পারেন 01915970801 এটা হোয়াটসঅ্যাপ ও ফোন নম্বর আমার সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজে মেসেজ করুন facebook.com/profile.php?id=100092738077707
@hasanmedia9951
@hasanmedia9951 3 жыл бұрын
জোড়া সেট হলে কিভাবে বুঝব
@growlife
@growlife 3 жыл бұрын
মেটিং করতে দেখবেন
@tajoddin-bu8ld
@tajoddin-bu8ld Ай бұрын
আমার পাখির,ঘাচা,১২ ইনচি
@leinolmessi
@leinolmessi Жыл бұрын
ভাইয়া আমার ছেলে পাখিটা আর এক বছর 5 মাস পূর্ণ কিন্তু উনাকে রঙটা এখনো এখনো গোলাপি এবং হালকা নীল রঙের ব্রাডিং যাবে কিনা
@utshoroy994
@utshoroy994 3 жыл бұрын
মিনারেল ও ক্যাটেল ফিসবন কোথায় পাবো
@romanabcd4520
@romanabcd4520 3 жыл бұрын
Pakhir dokane
@jahidsalman9651
@jahidsalman9651 11 ай бұрын
সব থেকে ভালো জায়গা যদি বারান্দা হয়, তাহলে সাদ কি বারান্দার থেকেও খারাপ?
@smhemayet6791
@smhemayet6791 2 жыл бұрын
Vay hap nar nambar ta aktu diben
@THEBSBDGAMER
@THEBSBDGAMER 8 ай бұрын
Vai 7 mas boyse pakhi kinbo
@chandenserker-un8pq
@chandenserker-un8pq Жыл бұрын
আমার এক জোড়া পাখি আছে ব্রিডিং করে কিনতু মিটিং করে না এখন হাড়ি দিবো কিনা বা পাখি মিটিং করবে কিনা
@NurIslam-ff9ps
@NurIslam-ff9ps 2 жыл бұрын
Amr pakhi harite jai na,,,,
@divine-zone009
@divine-zone009 8 ай бұрын
Via ami jodi hari use na kore ekta box use kori tahole ki kaj hobe? Please reply korben
@monishaecra7273
@monishaecra7273 Жыл бұрын
Vai plz reply diben....ami apnr vedio gula dakhi..sale pakhi ar maye Pakhi chinbo kmna
@RajibdasRajibdas-k4p
@RajibdasRajibdas-k4p 6 ай бұрын
আমার পাখি ডিম পাড়েছে না কেন?
@syedsuhag8550
@syedsuhag8550 2 жыл бұрын
ক‍্যাটেল পিস বন কি?
@halal721
@halal721 3 жыл бұрын
বারান্দায় বৃষ্টি হলে কি করব?
@mdtayham2769
@mdtayham2769 3 жыл бұрын
Brishty porle koronio ki??
@halimtech4895
@halimtech4895 3 жыл бұрын
Deke diben
@soumensana2617
@soumensana2617 3 жыл бұрын
Dim nosta hoya jacha Kano dada
@sidattorai74
@sidattorai74 2 жыл бұрын
ডিম পেলে দেই কেন। এ পযন্ত ৩ পেলে দিচে।
@jeon_adrity
@jeon_adrity 2 жыл бұрын
ভাইয়া আপনাদের এই পাখিটি আছে
@mdmeherabhossain4797
@mdmeherabhossain4797 2 жыл бұрын
কিছু কাজ
@siyammkhan9713
@siyammkhan9713 2 жыл бұрын
Amar ek jora pakhi ache...kono shaksobji,fruit kisui khay na..sudhu khbr r pani khay..shaksobji,fruit khwanr jnno ki krte hbe
@tarekalom7313
@tarekalom7313 3 жыл бұрын
ভাই, বারান্দায় বৃষটি হইলে কি করব?
@MDSohel-kw4vt
@MDSohel-kw4vt 6 ай бұрын
ভাই 1জোরা পাখি যদি পালি তাহলে ডিম বা ডিম ফুটাবে পিলিজ জানাবেন
@sharminakter6570
@sharminakter6570 3 жыл бұрын
ভাই লুটিনো বাজিগারের নাকের কালার চেন্জ হয় না
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
Hand Feeding Hatched Budgie from Incubator
9:28
Alen AxP
Рет қаралды 1,7 МЛН