বিজয় এর ক্রিটিকাল লেআউটের কারনে আজও শিখিনি। কিন্তু অভ্র এসে যেন আত্মা ভিজিয়ে দিল। নিকস +অভ্র মিলে আমার লেখার স্বাদ পূর্ন করেছে। অভ্র এর উচিৎ এখন সফটওয়্যার কে মনোযোগের সাথে এক অতি উচ্চমাত্রায় ডেভলপ করা। যেন ইউজার ফ্রেন্ডলি হয়। ❤
@shebluahmedofficialАй бұрын
Right
@HengGrongАй бұрын
একবার শিখে নেন। আর ভুলতে পারবেন না
@ksr2070Ай бұрын
@@HengGrongআমি ভুলে গেছি 😂
@RobinHood-ms4rkАй бұрын
সাথে ভাই কালপুরুষ ফন্ট টাও অসাম।
@যমদূতАй бұрын
আমার প্রিয় ফন্ট হচ্ছে নিকষ-২ আর BNG ।
@Habib-A-SojibАй бұрын
জীবনের প্রথম ভাষা প্রেম হয়েছিল অভ্র ব্যবহার করে। আজ অবধি সেই প্রেমেই জমে আছি। ডা. মেহেদী হাসান স্যারের কাছে কোটি কোটি বাংলা ভাষাভাষী মানুষ আজন্মকাল কৃতজ্ঞ থাকবে। সত্যিই ভাষা হোক উন্মুক্ত। ভাষা হোক চেতনার বাতিঘর।
@BusinessInspectionBDАй бұрын
Truth!
@mdreazhosen5Ай бұрын
গুগলের বাংলা ফিক্সড সোআইপ কিবোর্ড ব্যবহার করে দেখুন, অনেক দ্রুত।
@mdjakirgdАй бұрын
বাংলা টাইপিং এর ক্ষেত্রে বিজয় নিঃশন্দেহে একটি যুগান্তকারী আবিষ্কার ছিল, কিন্তু Dr. Mehdi Hasan Khan এর অভ্র কিবোর্ড বাংলা টাইপিং এর ধারনাই পাল্টিয়ে দিয়েছে,! যার ফলে আর কাউকেই বাংলা টাইপিং ট্রেনিং করে শিখতে হয় না ! Dr. Mehdi Hasan Khan কে মন থেকে ভালোবাসি ও তার জন্য দুয়া করি,!😊🤲
@BusinessInspectionBDАй бұрын
It was revolutionary.
@Aspirin-75Ай бұрын
Doctor Mehedi Hasan khan hobe...uni MBBS doctor from MMC❤️
@rafid.0721 күн бұрын
Ekhon ar eshob Lage na. Mobile er khetre google Bose addda mare naki. Gboard ase na? Sekhane sob vasa ase. Emon ki avro er o suvita paber "abc -> বাংলা" babohar Kore. Bas English qwerty layout sikhlei, Sara bisser sob Language layout done.
@mdjakirgd20 күн бұрын
@@rafid.07 আপনার কথা ঠিক আছে, কিন্তু ABCD দিয়েও যে বাংলা টাইপিং করা যায় এই আইডিয়া / আবিষ্কার প্রথমে অভ্রই নিয়ে এসেছে,,!
@nickHanson101Ай бұрын
ভাষা নিয়ে ব্যবসা বন্ধ হোক। ভাষা হোক উন্মুক্ত।
@BusinessInspectionBDАй бұрын
Thanks for your comment
@AbdullahAlAdham-c6jАй бұрын
অভ্র ভাষা হোক উন্মুক্ত
@Anonymous-z9Ай бұрын
@@AbdullahAlAdham-c6jঅভ্র শুরু থেকেই উন্মুক্ত।
@ProfessorParadox-bk7svАй бұрын
এজন্য ই অভ্র
@H.asan23230Ай бұрын
❤
@efwwiousАй бұрын
Awesome vai awesom!!😍😍😍 আফসোস লাগে খুটিয়ে খুটিয়ে বিভিন্ন সোর্স পড়ে এই যে পুরো বিষয়টা জেনেছিলাম আজ থেকে ৬/৭ বছর আগে, এখন মনে হচ্ছে এই অল্প কয়েক মিনিটের ভিডিওটা আগে পেলে এত কষ্ট করা লাগতো না! feels like, "জীবনের এতোগুলা দিন কেটে গেলো একা একা, তুমি কেন আগে আসোনি আগে কেন দাওনি দেখা"
@BusinessInspectionBDАй бұрын
thank you for your love and support.
@Forkanulislam5562Ай бұрын
বাংলাবিভাগের ছত্র থাকায় মোস্তফা জব্বর ভাল কলাম লিখতেন, মাঝেমাঝে মনে হত সে-ই সঠিক, তিনি অনবরত বলে যেতেন তার পক্ষে সাফাই গাইতেন। অথচ মেহেদি হাসানকে কখনো কোথাও বক্তব্য দিতে দেখেনি বা শুনিনি
@mdsifatytidАй бұрын
বর্তমানে Kontho Keyboard অসাধারণ একটা কীবোর্ড! অভ্র+বিজয়+গুগোল জিবোর্ড এর সকল ফিচার আছে এই কীবোর্ডে ✅
@alamin658Ай бұрын
একটা সরকারি ট্রেনিং সেন্টারে ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন শেখানোর কোর্স চালু হয়েছিল। কিন্ত বিজয় লিখতে না জানা থাকার কারণে ভর্তি হতে পারিনি। ইন্টারভিউয়ে বাদ দিয়ে দেয়। সেই থেকে অনেক কষ্টে অল্প অল্প লিখতে পারি। কিন্তু জানতাম না যে বর্তমানে এটা শেখা বাধ্যতামূলক নয়। কেননা আমার প্রথম বাংলা লেখার হাতেখড়ি অভ্র দিয়ে।
@BusinessInspectionBDАй бұрын
Thanks for your comment.
@rahad121Ай бұрын
সরকারি চাকুরির ব্যাবহারিক পরিক্ষাতে বিজয় লাগবেই লাগবে।।বাধ্যতামূলক
@netbackupfile777827 күн бұрын
@@rahad121এখন সরকারিভাবে অভ্র কীবোর্ড ও নিকশ বান ফন্ট ব্যবহার হচ্ছে
@code-to-learn12 күн бұрын
@@rahad121কে বলেছে আপনাকে?
@rahad12112 күн бұрын
@@code-to-learn সরকারি চাকুরির ব্যাবহারিক পরিক্ষা দিছেন একবারো??
@sahaentertainment1061Ай бұрын
আমি জব্বার এবং তার বিজয় কীবোর্ড দুইটাই তীব্র অপছন্দ করি, কিন্তু জীবনে প্রথম টাইপিং শিখেছিলাম বিজয়ে বলে আমি সহজে মুভ করতে পারছি না, তাছাড়া আমার যে ফিজিক্যাল কীবোর্ড টি আছে তার লে আউটও বিজয়ের তাই আমার এই বাগ ভরা সফটওয়্যার অনিচ্ছা স্বত্তেও ব্যবহার করতে হচ্ছে !
@BusinessInspectionBDАй бұрын
Unfortunate
@AbdullahAlAdham-c6jАй бұрын
Avro keyboard bebohar koren
@mazharulislam6091Ай бұрын
Use kontho
@AlaminRahman_011Ай бұрын
আরে ভাই, যে পারেনা সেও অভ্র দিয়ে লিখতে পারে
@niazmurshidАй бұрын
ভাই প্রভাতে ঝড়ের গতিতে লিখতে এক সপ্তাহ লাগে। এটা বেটার।
@SoumittroBiswasАй бұрын
আমি সেই জেনারেশনের মানুষ যখন সবাই অভ্র'র বিরুদ্ধে মামলা করার কারণে বিজয়'কে ট্রল করতো। আমি নিজেও বিজয় বাদ দিয়ে অভ্র ব্যবহার করা শুরু করেছিলাম।
@BusinessInspectionBDАй бұрын
Thanks for sharing with us.
@murshadahamed9790Ай бұрын
এদিকে আমার অভ্র দিয়ে লেখতে কঠিন লাগে, আর বিজয় দিয়ে লেখতে সহজ লাগে🥲
বাংলায় টাইপ করতে না পারার একটা কষ্ট ছিলো, যা দূর করেছে অভ্র এবং রিদমিক। অভ্র এবং রিদমিক এর স্রষ্টার কাছে আমরা কৃতজ্ঞ। মোস্তফা জব্বারের বিজয় কী-বোর্ডের পতন হচ্ছে জেনে মনে আনন্দ লাগছে।
@iamabrartahsinАй бұрын
মোবাইলে Ridmik Keyboard এর Avro ব্যবহার করতে করতে, এখন কম্পিউটারে ও অভ্র ছাড়া ব্যবহার করতে পারিনা! বিজয় বায়ান্নো দিয়ে লিখতেই পারিনা, কারণ আমরা বাংরেজী লিখতে পছন্দ করি, যেটা Ridmik Keyboard সুবিধা করে দিয়েছে! ❤
@itz_prank27 күн бұрын
Same
@rafid.0721 күн бұрын
Ekhon ar eshob Lage na. Mobile er khetre google Bose addda mare naki. Gboard ase na? Sekhane sob vasa ase. Emon ki avro er o suvita paber "abc -> বাংলা" babohar Kore. Bas English qwerty layout sikhlei, Sara bisser sob Language layout done.
@coldfahimАй бұрын
অভ্র দিয়ে কমেন্ট করলাম। স্কুলে স্যার জোড় করে গেলাতো বিজয়ে লেখার জন্য। কিন্তু বিনা কোন সমস্যা ছাড়া অভ্র ব্যবহার করতে শিখেছি এবং আজও অভ্রই সেরা
@AntRiderproАй бұрын
জীবন সহজিকরণের লক্ষ্যে সেই শুরু থেকেই অভ্রতে লিখে আসছি.. অনেকের সাথে বিজয়ের বিপক্ষে বাক যুদ্ধে লিপ্ত হয়েছি, শুনতে হয়েছে অনেক কথা, তবে আমার কথা ছিলো একটাই, (দেখেন, অল্প কিছুদিনের মাঝেই বিজয়কে সবাই বাদ দিবে, সবাই সহজের দিকেই যাবে)
@BusinessInspectionBDАй бұрын
Thanks for your comment.
@TasnimAhmadTawsibАй бұрын
সহজ জিনিসকে কঠিনভাবে করার মাঝে এমন কি ফায়েদা আল্লাহ মালুম। কিছুটা চপস্টিক দিয়ে ডালভাত খাওয়ার মত অবস্থা। আবার গর্বও করে অনেকে এটা নিয়ে। 😂
@sourovajmain2048Ай бұрын
সত্যিই অসাধারণ। অনেক কিছু জানতে পারলাম
@BusinessInspectionBDАй бұрын
Thank you for your comment.
@santoshpal6747Ай бұрын
খুবই সুন্দর একটি প্রতিবেদন।👏👏 বাঁকুড়া জেলা, পশ্চিমবঙ্গ।
@BusinessInspectionBDАй бұрын
Thanks for your comment.
@iamshahadatАй бұрын
সরকারী বিভিন্ন চাকরি পরীক্ষায় বাংলা টাইপিং এর ক্ষেত্রে বিজয় কিবোর্ড বাধ্যতামূলক না করা এখন সময়ের দাবি।
@HydrospecАй бұрын
ধন্যবাদ মেহেদী হাসান খান সার কে এমন একটি কিবোর্ড উপহার দেওয়ার জন্য। বাংলা ভাষার হাতেখড়ি হয় আমার। এই অভ্র কিবোর্ড থেকেই। ❤❤❤
@sasajubdАй бұрын
অভ্র কীবোর্ডের প্রভাত খুব সুন্দর এবং সহজ
@BusinessInspectionBDАй бұрын
True.
@MdAyubAli143Ай бұрын
প্রভাত ব্যবহার করিনি এখনো,,
@sharifsheikh2005Ай бұрын
অভ্র দিয়ে লেখলাম। বিজয় জীবনেও ব্যবহার করি নাই 🤣
@md.saniulsarkar4699Ай бұрын
আমিও 😂
@MdAyubAli143Ай бұрын
বাংলা লেখাটা শুরু করেছি অভ্র দিয়ে, তবে বিজয় কি-বোর্ড টা ট্রেইনিং থেকে শিখেছিলাম। মুখস্থ আছে এখনো,,
@coldfahimАй бұрын
মনের কথা, কম্পলেক্স মেকানিকাল সমস্যার সমাধান করলে আর লেখালেখি করতে হবে না!
@devctblog21 күн бұрын
Same 😅
@engmdalireza193317 күн бұрын
অভ্র তে অনেক বানান ভুল হয় কিন্তু বিজয় তে বানান ভুল হওয়ার সম্ভাবনা থাকে না
@videoeditor-sumonАй бұрын
বিজয় ব্যবহার করেই বাংলা ইংরেজি লিখি, অভ্র এখনো শিখিনি। তবে আমার কাছে বিজয় কিবোর্ড ভালোই লাগে। অনেকেই বলে বিজয় কিবোর্ড শেখা কঠিন। তবে এটা খুবই সহজ
@HengGrongАй бұрын
একবার শিখে ফেললেই সব সহজ
@furiousalex1472Ай бұрын
যেটা শেখার কোন প্রয়োজন নেই সেটা শিখবটাই কেন
@debashismukharjee01Ай бұрын
bijoy to ekdom sohoj ekto chesta korle para jani, Jemon ami kono training na niye o bijoy keybord diye likhte pari
@mdalmahmud6555Ай бұрын
বিজয়ে যারা লেখেন তারা এটার লে আউট প্রথমবার মুখস্ত করে, পরবর্তীতে এটা আঙুলের অগ্রভাগে চলে আসে, তখন আর ব্রেনের প্রয়োজন হয় না, মনে ও থাকে না। তবে কম্পিউটারে বসেলেই হাতের আঙুল গুলো অটোমেটিক লেআউট গুলো মনে রাখে, এবং সে অনুযায়ী সঞ্চালিত হয়... ❤❤❤ বিজয় দিয়ে লিখলাম, এবং অনেক দ্রুতই লিখলাম...
@mahadi01735Ай бұрын
আসলেই, বিজয় সেরা আনারিদের পছন্দ অভ্র
@raihanahmed3853Ай бұрын
অনেক দিন পর আপনাদের একটি এপিসোড পুরোটাই দেখলাম, ❤️
@arifkhan2uАй бұрын
অনেক কিছু জানলাম ধন্যবাদ
@RifatHasan-q1mАй бұрын
আওয়ামী লীগের উত্থন পতন নিয়ে একটা ভিডিও চাই
@BusinessInspectionBDАй бұрын
🥴🥴🥴
@tousifmahbubАй бұрын
😂😂😂😂
@sumon_prodhanАй бұрын
Xoss vai😅
@CaptainFahimАй бұрын
lul
@mohammedkhaliedrafsan3547Ай бұрын
😂😂😂😂
@mr.anonymous298Ай бұрын
অভ্র বেস্ট ❤
@Buno_HashАй бұрын
খুব ভালো ব্যাখ্যা করেছেন। অনেক ভালো ভিডিও। ধন্যবাদ।
@SNP1132Ай бұрын
Kontho best support everything
@amitsaha1999Ай бұрын
অভ্র থাকতে কে বিজয় ব্যবহার 😂
@BusinessInspectionBDАй бұрын
Let us know in the comment.
@mohammadjakaria9603Ай бұрын
বিজয় is good for me
@Anonymous-z9Ай бұрын
@@mohammadjakaria9603বিজয় আমার কাছে সবচেয়ে বেশি কমফোর্টেবল।
@পার্থ-ঘ৮যАй бұрын
আমি ভাই বিজয় ছাড়া অন্য কিছু চিনি না😞
@Mr-NandanАй бұрын
বিজয় কম্ফোর্টেবল অনেক। অভ্র এর অনেক জায়গায় ঘাটতি আছে। যেমন যুক্তবর্ণ, আমরা বই-এ যেভাবে যুক্তবর্ণ শিখেছি সেটাই ফলো করে বিজয়।
@kbw487Ай бұрын
অভ্রতে বিজয় কি বোর্ডের অনেক দ্রুত লেখা যায়। আমার মনে হয় অফিসিয়ালি দুটোই রাখা উচিত।যে যার মত বেছে নেবে
@BusinessInspectionBDАй бұрын
Thanks for your comment.
@mohammedkhaliedrafsan3547Ай бұрын
Very Informative Video ❤️🇧🇩❤️
@BusinessInspectionBDАй бұрын
Thank you for your comment.
@friendsclub2017Ай бұрын
কম্পিউটারে ( ওয়ার্ড, ইলেস্টেটর, ফটোশপ) বাংলা লেখার জন্য বাংলিশ কিবোর্ড কোনটা বেস্ট? অভিজ্ঞ ভাইদের কাছে মতামত জানতে চাচ্ছি।
@khanmohammodhedaietulislam9703Ай бұрын
বিজয় ব্যবহার করছি ২০০৯ থেকে, এখন পর্যন্ত আমার কাছে প্রিয় বিজয়। যারা বিজয় তে লিখতে পারে, তারা অভ্র/অন্যান্য ইউনিকোড সফটওয়্যারেও লিখতে পারে।
@FaisulAlamАй бұрын
শিখে টাইপিং করতে হবে যেখানে অভ্র দিয়ে পান্তা ভাতের মতো? বিজয় দিয়ে টাইপ করতে পারা কোন ক্রেডিটের বিষয় না কেরানি মার্কা কাজ এইটা।
@neazahmed9102Ай бұрын
Ai KZbin channel ta amr khub vlo lage 😊
@BusinessInspectionBDАй бұрын
Thank you for your support
@mofijulislammafiss02Ай бұрын
মুস্তফা জব্বার কে আমি ব্যাক্তিগত ভাবে পছন্ধ করি না,, তবে,, বিজয় ব্যাবহার করে অভ্যস্ত হওয়ার কারনে এটাই ব্যাবহার করি,,, সবার জন্য ভালোরবাসা,, ধন্যবাদ,,
@ShipraRani-vs6xqАй бұрын
Bijoy diye typing shikheci...Ekhn ami bijoy e typing expert....Avro o kharap lage na...Toba bijoy er erokom kharap situation er jonno khub mon kharap holo 😢😢😢
@RPG_LegendsАй бұрын
Bijoy is Outdated, but for Government use it still exists.
@fahadabdullahal-razi351529 күн бұрын
জনপ্রিয়?? কিন্তু অনেক কঠিন ,
@don___007Ай бұрын
অভ্র বেস্ট।।❤
@mddulalmiah4567Ай бұрын
First like, comments and views
@BusinessInspectionBDАй бұрын
thanks for being our greatest supporter.
@mdjihadulislam5968Ай бұрын
Big respect for Mehedi Hasan Khan, this man deserves a lot
@BusinessInspectionBDАй бұрын
Yes he does.
@mrboss8230Ай бұрын
অভ্র দিয়ে কমেন্ট করলাম
@BusinessInspectionBDАй бұрын
Thanks for your comment
@shuvojitbiswas938Ай бұрын
আমি ও ভাই
@_Beast_Slayer_Ай бұрын
It was informative
@BusinessInspectionBDАй бұрын
Thanks for your comment.
@khanetc640Ай бұрын
আমি অভ্র ব্যাবহার করি ২০১১ সাল থেকে এবং এখনও এর কোন বিকল্প নেই মনে করি
@BusinessInspectionBDАй бұрын
Truly.
@mahdihasan8317Ай бұрын
NMS Kontho কিবোর্ড ব্যবহার করতে পারেন যেটা অভ্রর মতোই টাইপ করতে পারবেন প্লাস আরও অ্যাডভান্স ফিচার আছে।
আমি আমার কম্পিউটার থেকে বাংলাই টাইপ করছি কিন্তু মজার বিষয় হলো আমি বিজয় বা অভ্র কোন কিছুই ব্যবহার করছি না, কারণ আমি কম্পিউটারের মাইক্রোসফট ইনপুট ভাষার ডিফলট বাংলা ইনপুট মেটহোড ব্যবহার করি যা মাইক্রোসফট এর নিজস্ব বাংলা ইনপুট কিবড এবং এটি ব্য়বহার খুবই সহজ এবং আমি খুব সাচ্ছন্দ্যে ঝামেলা ছাড়াই ব্যবহার করতে পারি ঠিক যেমন ইংরেজি লিখি তেমনি বলতে গেলে তার থেকে ও সহজ। এবং খুব সহজেই ইংলিশ থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজিতে শিফট করা যায় শুথুমাত্র কিবোর্ড শর্টকার্ট কি ব্যবহার করে যা আমার কাজের অনেক সময় এবং শ্রুম কমায়। তবে এটা ঠিক অভ্র কিবোর্ড বিজয় থেকে অনেক অংশে ভালো আমি ফোনে টাইপিং এর ক্ষেত্রে অভ্র ব্য়বহার করি।
@BusinessInspectionBDАй бұрын
Thanks for sharing with us
@Pritom_x_Ай бұрын
Brooo how ?? Windows a to bangla nai?!! Tahole kivabe broooo?? Plzzz helppp
@m.s.rahman7024Ай бұрын
@@Pritom_x_ আছে দাদা। Bengali Indic Input 3 নামে মাইক্রোসফটের বাংলা লেখার সফটওয়্যার আছে। যেটা অনেকটা অভ্রর মতোই। যদি অভ্র জানেন তাহলে ব্যবহার করে দেখতে পারেন।
@CACOPHONIEАй бұрын
একারণেই বানানে এত ভুল।
@hasnatthegoldenfish1902Ай бұрын
অভ্র দিয়ে কমেন্ট করলাম, দারুন কিবোর্ড।
@MoviesBangla-p5sАй бұрын
আমার কাছে বিজয় এখনো পছন্দ প্রথমে রয়েছে❤️❤️কম্পিউটারে ও ব্যবহার করি এবং মোবাইল ও বিজয় ব্যবহার করি❤️❤️
@asadullahassahilАй бұрын
❤❤❤❤❤ ধন্যবাদ
@MD.ASRAFULISLAM-g6vАй бұрын
২০২৫ সাল উপলক্ষে নতুন পাঁচটি বিজনেস আইডিয়া নিয়ে ভিডিও চাই ❤❤
@BusinessInspectionBDАй бұрын
Thank your for your suggestion!
@MdElias-jy2orАй бұрын
অভ্র ই সেরা!❤❤❤
@mayukhdas4401Ай бұрын
বিশ্বকে বাংলাদেশের সবচেয়ে বড়ো উপহার অভ্র ইউনিকোড...
@mdesmail-31Ай бұрын
অভ্র কি বোর্ড থাকতে বিজয় কে ব্যাবহার করে আমি বুঝি না, অভ্র একদম সহজ 😮
@BusinessInspectionBDАй бұрын
Thanks for your comment
@Mr-Nandan5 күн бұрын
@@mdesmail-31 প্রশ্ন যখন আসবে গতির তখন বিজয় কিবোর্ডকে টেক্কা দিবে এমন কিবোর্ড নাই আর। যত ভালোই প্র্যাকটিস করুক না কেনো বিজয় অভ্র এর চেয়েও ফাস্ট । বাংলিশে বাংলার শব্দ সব একুরেট আসে না সবসময়। সো বিজয় সেদিকে উইনার। প্রিন্টিং প্রেস, সংবাদপত্র এরা বিজয় ছাড়া ইউজ ই করবে না কখনো। সময় একটা বড় জিনিস।
@rehab4338Ай бұрын
Hats off to the the legend, Mehedi Hasan Khan
@BusinessInspectionBDАй бұрын
He is a legend.
@Cineclips2025factАй бұрын
মানুষ এতো মগা হইতে পারে কমেন্টস না দেখলে বুঝা যায় না, বিজয় হলো স্ট্যান্ডার্ট ফন্ট, আর অভ্র হলো unicode যার ফন্ট পরিবর্তন করা যায় না।
@piashpori533Ай бұрын
সাধারণত যারা ফোন দিয়ে বাংলা টাইপ করে অভ্যস্ত তারা যখন পিসিতে বাংলা ট্রাই করে তখন তারা বাংলিশে লেখার চেস্টা করে... সেটাকেই বেস্ট মনে করে
@mehediofficial5862Ай бұрын
অভ্র কর্নভার্ট করে বিজয়ের যেকোনো ফন্টে রুপান্তর করা যায়।
@cunningmentorАй бұрын
আহারে আমার প্রযুক্তি বিশেষ অজ্ঞ ষাড়
@mr.perfect4237Ай бұрын
তোর ১৪ গুস্টি মগা মালঞ্চি ভাই
@NtGamingzАй бұрын
বিজয় শেখার পর এখন খুব কষ্ট লাগে আমাদের অভ্রে লিখা দেখলে?
@HatureMedia26 күн бұрын
তবে 'বিজয় কীবোর্ড ' দিয়ে লেখার যে মজা যারা বিজয় ব্যবহার করে তারাই জানে। আমি ২০১০ সালে যখন চতুর্থ শ্রেণীতে পড়ি তখন থেকে ২০২৪ আজও, বিজয় কীবোর্ড' দিয়েই সব লেখা লেখি করি। ভাষাকে লিখে শান্তি পাই কারণ যুক্ত বর্ণ লেখার সময় ভালো লাগে যেমন অংক করতে ভালো লাগে। বিজয় কীবোর্ড আমার কাছে সেরা সব সময়। আর, অভ্র কীবোর্ড ' ইচ্ছে অটো প্রাইভেট কারের মতো যে কেউ এটা ব্যবহার করতে পারে। বিজয় হচ্ছে ম্যানুয়েল গাড়ির মতো এটা শিখতে সময় লাগে + মজা লাগে লেখার পর।
@ShimulKhulna007Ай бұрын
কণ্ঠ এর কথা বললেন না। এখন অনেকে কণ্ঠ ব্যবহার করতেছে। কণ্ঠ নিয়ে একটা ভিডিও দিয়েন।
@JaidHasan-gb9shАй бұрын
আমার স্কুলের কম্পিউটার ল্যাবে এখনও বিজয় কীবোর্ড আছে।
@RahmatAliSujonАй бұрын
Gov. & Non Gov. Job Bijoy Best
@BusinessInspectionBDАй бұрын
Unfortunate.
@alaulislam3890Ай бұрын
শুরু থেকে এ টপিকে লেগেছিলাম, তাই এগুলো সবই জানা ছিল। দুর্দান্ত কনটেন্ট হয়েছে। মোজব্বারকে নব্বইয়ের দশকে পীর মানতাম, ২০০৫ এর দিকে এসে ধান্দাবাজ ছাড়া আর কিছু মনে হয়নি।
@BusinessInspectionBDАй бұрын
Thank you for your appreciation.
@probashisebaАй бұрын
আমি আমার কম্পিউটার সেন্টারে অভ্রকেই প্রাধান্য দিয়েছি। এটি ফ্রীতে অনলাইনে পাওয়া যায় এবং একটি কীবোর্ড লে আউট যানা থাকলেই অভ্র লেখা যায়। আমিও এর ডেভেলপারকে মন থেকেই দুয়া করি। যদিও উনি এই মুস্তফা জাব্বারের অনেক ক্রোদের স্বীকার হয়েছিলেন।
@palli_saya27 күн бұрын
বিজয় বেস্ট❤
@arafat5775Ай бұрын
বাসা হোক উন্মুক্ত অভ্র ❤❤❤
@sharwarsimonАй бұрын
অভ্র সেরা 💖🤩
@maruftanim6975Ай бұрын
অভ্র একটা ভালোবাসা ❤️❤️
@BusinessInspectionBDАй бұрын
Thanks for your comment.
@AbuBakkarSiddique-ox2neАй бұрын
সরকারি চাকরি পরীক্ষায় কি এখনো বিজয় দিয়ে টাইপ করতে হয় নাকি এখন অভ্র দিয়ে করলে হবে??
@MahadiislamUpomАй бұрын
আমিও জানতে চাই
@tigermediabdАй бұрын
f
@robiulawal5321Ай бұрын
F
@Sajib_Hasan_ChemistryАй бұрын
Bolen kao
@alexeggsy8421Ай бұрын
বিজয়
@khalidemonsheikh7892Ай бұрын
-আসসালামু আলাইকুম , সরকারি চাকরির টাইপিং টেস্টে কি অভ্র দিয়ে লিখতে পারবো নাকি অন্য কোন কিবোর্ড দিয়ে লিখতে হয়?
@dipsaha454Ай бұрын
অভ্রই বেস্ট। এটার কোন বিকল্প হয় না
@Rashid_SahriarАй бұрын
অভ্রের সাথে ভাষা হোক উন্মুক্ত
@BusinessInspectionBDАй бұрын
Thanks for your comment.
@AponTechyАй бұрын
অভ্র সব দিক থেকে ভালো
@engmdalireza193317 күн бұрын
বিজয় ছিল বিজয় আছে বিজয় থাকবে বিজয়ের তুলনা কোন কিছুর সাথে হয় না
@nevermindsabixАй бұрын
নতুন প্রযুক্তি কে appreciate না করা ব্যক্তি অসভ্য,,,, যেটা অসহ্যকর,,,, সবাই বলে চাকরি করতে গেলে বিজয় টাইপিং শেখা প্রয়োজন,,,, কেনো?,,, আমরা কি এখনও টাইপরাইটার এর দুনিয়ায় থাকি নাকি?
@kmlhsn1Ай бұрын
বিজয় কীবোর্ড বাংলা টাইপিং সহজ করে তুলেছিল, তবে নতুন প্রযুক্তির আগমনে এর প্রাধান্য কমেছে। প্রযুক্তি নিরন্তর পরিবর্তনশীল, তাই সদা আপডেট থাকা জরুরি।
@jarir01Ай бұрын
অভ্র 💥💖
@MehadiLifeStyleАй бұрын
তবে বিজয় বিজয়ই, যারা বাংলা টাইপ করে তাদের বিজয় অবশ্যই শেখা উচিত। একজন ক্লার্ক অভ্র দিয়ে টাইপ করতে যে সময় লাগবে বিজয় দিয়ে তার অর্ধেক সময় কাগবে৷
@BusinessInspectionBDАй бұрын
Thanks for your comment.
@m.s.rahman7024Ай бұрын
স্টিভ সাহেবকে ঘৃণা করলেও আপনার এই কথাটা একদমই সত্যি। শুধু ক্লার্ক না, যে কারোরই বাংলা লেখার জন্য অভ্রর চেয়ে টাইপিং লেআউটে কম সময় লাগবে, হোক সেটা বিজয় বা অন্য কোন লেআউট।
@oshihabUIUАй бұрын
02:05 শহীদ লিপি ১৯৮৫ তবে ভিডিওতে ১৯৯৫ এসেছে।
@dr.tanmayrahimАй бұрын
ফোনের জন্য রিদ্মিক আর পিসির জন্য অভ্র ব্যবহার করি। কম্প্লিকেটেট বিজয় শেখার কোন আগ্রহই হয় নাই
@BusinessInspectionBDАй бұрын
Thanks for your comment
@razoralex9001Ай бұрын
avro is the best , you can use avro linux , widows and in all types of operating system
@BusinessInspectionBDАй бұрын
It is the best.
@mdshaurav9168Ай бұрын
বাংলা লেখার জন্য বিজয়ের সাথে কারো তুলনা হয় না। এটা্ শেখা সহজ।
@BusinessInspectionBDАй бұрын
Why should anyone learn a new thing to write in Bangla when they can do it right after installing a software.
@kazinurbdАй бұрын
ভাষা হোক উন্মুক্ত ❤️
@BusinessInspectionBDАй бұрын
❤️
@ForhadMia-w1wАй бұрын
বিজয় কিবোর্ড নিষিদ্ধ করা হউক । নিয়ম করা হউক যেকোন কিবোর্ড দিয়ে যেনো কাজ করা যায়। সরকারি বে-সরকারি চাকরি ক্ষেত্রে
@thedarkknightdeltakx-4756Ай бұрын
Never got interested in learning Bijoy nor Avro but yeah Avro is much easier for people to get a hold of.
@mazid9221 күн бұрын
অভ্র এর প্রভাত কিবোর্ড নিয়ে ভিডিও বানান। অনুরোধ
@mdrukonuzzamanrokon6537Ай бұрын
বিজয় সবসময় সেরা।
@ashrafulislamrobinofficialАй бұрын
ভাষা হোক উন্মুক্ত। অভ্র🇧🇩♥️
@mrj26418 күн бұрын
যতযাই হোক বিজয়ই সেরা! বাংলার জন্য! এ কমেন্টাও বিজয় দিয়েই করলাম
@msashoyebАй бұрын
Avro 👌👌
@techgptАй бұрын
Bijoy amar khub valo lage
@akashnill3199Ай бұрын
আমি তো কয়েক বছর রিদ্মিক কীবোর্ড ব্যবহার করছি এখন ৩-৪ বছর ধরে দেশ কীবোর্ড ব্যবহার করি আর কম্পিউটার এ অভ্র কীবোর্ড ব্যবহার করি
@newsscraperbangla5883Ай бұрын
three is a new software called Nms Kontho keyboard, which is more modern and featureful.
@BusinessInspectionBDАй бұрын
Need to try that.
@aviedey1200Ай бұрын
মোট কথা অভ্র ফ্রি আর কাজেও ভালো, ল্যাপটপে বাংলা লেয়াউটও থাকে না। তাই আলাদা কীবোর্ডও লাগে না। কেন এতো কষ্ট করে বিজয় শিখে, আলাদা কীবোর্ড নিয়ে সাথে আবার দাম দিয়ে বাংলা টাইপ করবো?
@BusinessInspectionBDАй бұрын
Thanks for sharing with us.
@QuizqytАй бұрын
জব্বারের উদ্দেশ্য ছিল ব্যবসা। আর মেহেদী হাসানের উদ্দেশ্য ভাষাকে বিনামূল্যে সবার মাঝে ছড়িয়ে দেওয়া।
@parvezahmed3559Ай бұрын
অনেক ডিটেইল্ড প্রতিবেদন।
@BusinessInspectionBDАй бұрын
Thanks for the visit.
@tareq4057Ай бұрын
ভাষা হোক উন্মুক্ত ☁️
@maahi_star_tvАй бұрын
আমিও বিভিন্ন কাজে অভ্র কিবোর্ড ব্যবহার করি 😊😊
@_monir_Ай бұрын
যে ভাষার জন্য মানুষ জীবন দিসে, সে ভাষার লেআউট বেচে একজন টাকা কামায়, এটা যেদিন থেকে বুঝসি, সেদিন থেকে তারে ঘৃনা করি
@BusinessInspectionBDАй бұрын
Unfortunate.
@arrow343921 күн бұрын
এই কমেন্ট টা অভ্র দিয়েই করলাম। অভ্রের উপরে আর কিছু নেই। মেহেদী ভাই কে যখন জিজ্ঞেস করা হয়েছিল, "তোমার এই অভ্র কিবোর্ড ফন্টের জন্য কত টাকা চাও?" তিনি বলেছিলেন, "ভাষার জন্য টাকা কেন নিব?" অন্য দিকে জব্বার ভাই, "হে কপিরাইট হো কপিরাইট মাঙ্গাল বেলা আই"