আপনার ভিডিও গুলো খুবই Effective. অনেক মানুষ এই Video দেখে উপকৃত হয়েছেন
@asimmamtabanerjiasc.mkumar578816 күн бұрын
Apnar VDO gulo manusher khub upokare lage. Thank u.
@subratagoswami654616 күн бұрын
Apnar video dekhle Bangalore kemon jana jay. Bhalo thakben. Kolkata was clouded yesterday. Today, it's shiny.
@antachat-ti8zb17 күн бұрын
সঠিক ভিডিও। উপযুক্ত সময়ের...
@SurajitDas-cx8ul17 күн бұрын
My son stayed Bangalore for last two years .He is cognizant employee so I see your video regularly. Bhalo lage apner video.
@NabanitaSarkar-bp4qs17 күн бұрын
Tomar video khub dorkari bhai tai dekhi, bhalo theko thanks
@abhishekchakraborty338916 күн бұрын
আপনার ভিডিও গুলো যথেষ্ট উপযুক্ত এবং প্রয়োজনীয়। আমি ছেলের চিকিৎসার জন্য মণিপাল হাসপাতালের কাছে থাকার ক্ষেত্রে আপনার ভিডিও দেখে উপকৃত হয়েছি। সেজন্য আপনাকে ধন্যবাদ। ব্যাঙ্গালোরে ম্যানেজমেন্ট পড়ার বিভিন্ন Institution এবং তাদের fee structure নিয়ে ভিডিও করলে উপকৃত হবো। ভালো থাকুন- সুস্থ থাকুন।
@bhromonindia16 күн бұрын
চেষ্টা করব এই বিষয়ে ভিডিও করবার। তবে এখন ক্যারিয়ার বিষয়ক ভিডিও অন্য চ্যানেলটিতে করি। @SumanBiswasGuide চ্যানেলের নাম।
@abhishekchakraborty338916 күн бұрын
@bhromonindia besh...oi channel ai dekhbo
@samarprasadkoley318416 күн бұрын
যে যার প্রয়োজনে যায়। আপনার ভিডিও দেখে যায় না। তবে আপনার ভিডিও অনেক সাহায্য করে যাতায়াতে, থাকায় বা অন্যান্য প্রয়োজনে।
@bhromonindia16 күн бұрын
ধন্যবাদ। এটাই তাঁকে আমি বোঝাতে পারিনি।
@SuchitraRay-q3s16 күн бұрын
Dada majhe modhhe Kajer khoj khobor dile valo hoy.... Thank u...
@bhromonindia16 күн бұрын
@SumanBiswasGuide ইউটিউব এ সার্চ করুন। এখন কাজের খবর অন্য চ্যানেলে। নইলে বিভিন্ন বিষয় এক চ্যানেলে হয়ে মানুষ বিভ্রান্ত হচ্ছে ফলে কাজের খোঁজ এর জন্য আলাদা চ্যানেল।
@ashischandra897717 күн бұрын
খুব ই উপকার হচ্ছে। আমি বহুবার গেছি, থেকেছি এবং আবার ও যাব। Update থাকা যায়। ভালো থাকবেন ❤
@soumendranathchakraborty892114 күн бұрын
আপনি যেখানে যাবেন সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন খুব ভালো ব্যাপার। অনেকের অবশ্যই সাহায্য হয়। তার মানে এটা ঠিক নয় যে আপনি বললেন আর সবাই ওখানে লাইফ settle করবে। আসলে বাংলায় চাকরি, চিকিৎসা, ব্যবসা কোন কিছু আর নেই। তাই যারা এসবের সঙ্গে যুক্ত তারাই যেখানে সুযোগ পাচ্ছে চলে যাচ্ছে।
@bhromonindia14 күн бұрын
ঠিক। আমি বললে কেউ সেটা করবে এটা হয়না। তাদের ইচ্ছা থাকলে আমার বলা তথ্য তাদের সাহায্য করে সিদ্ধান্ত নিতে - আমারও এটাই মনে হয়।
@anilsadhukhan717816 күн бұрын
আমার মেয়েরও খুব সমস্যা হচ্ছে ঐরকম আবহাওয়ার জন্য।বলছিলো মা হসপিটাল থেকে এসে খুব কষ্ট হচ্ছে স্নান করতে।
@mrinalsg4717 күн бұрын
আপনার video গুলি খুবই ভাল , শুধু পঃ বংগের বাঙ্গালী দের জন্যই না , NE এর বাংগালীদের ও জন্য খুব উপকারি ,
@asimghosal676317 күн бұрын
West Bengal eo Gatokaal porjonto Aakash Meghla Chilo ,Cyclone er jonno .
@mijanur379616 күн бұрын
দাদা কর্ণাটক চিত্র দুর্গা জেলা হিরিউর থেকে দেখছিলাম ধন্যবাদ আমার বাড়ি হুগলি ধনিয়াখালি বর্তমানে কয় বছর কর্নাটকে কর্মসূত্রে আছি।
@bhromonindia16 күн бұрын
চিত্রদুর্গা এর ওপর থেকে হাম্পি গিয়েছি কিন্তু থাকা হয়নি। ফেলুদার গল্পে চিত্রদুর্গা এর সম্পর্কে পড়েছি। একটা পাহাড় মন্দির ও মনে হয় একটা গুহা আছে। দেখেছেন সেসব আর জায়গাটা কেমন?
@mijanur379616 күн бұрын
@bhromonindia আমি গিয়েছিলাম খুব সুন্দর জায়গা আপনি একবার দেখে যান পুরনো ইতিহাস মনে করে অনুভব করে আনন্দ পাবেন দাদা আমায় খুব আনন্দ লেগেছিল
Koiekdin Bengaluru te theke aj Assam e firlam .apner songe dekha korar echche chilo kintu hoe utlo na . Valo thakben 🙏
@babuldas603517 күн бұрын
খুব ভালো সময়ে কলকাতা যাচ্ছেন।তবে একটু সাবধানে থাকবেন।বাংলার অবস্থা খুব ভালো নয়।সবদিক কেমন এলোমেলো।
@premashisdutta593317 күн бұрын
Acharya কলেজ সম্বন্ধে কিছু জানাতে পারলে ভালো হয়।
@shrabantidutta962117 күн бұрын
Ami last weak e okantheke prechi, tokhon o tai chilo
@sambhunandi511316 күн бұрын
দাদা আমার ছেলে ডিএমএলটি কোর্স শেষ করেছে কল্যাণী ইউনিভার্সিটি থেকে ।ব্যাঙ্গালোরে আফটার ইন্টার্নশিপ করে কোনো সার্ভিস পেতে পারে ? এই বিষয়ে একটা ভিডিও করলে খুব উপকার হয়।
@udayroy471315 күн бұрын
Sir , 3 yrs বাচ্চার testicular problem ,,, ভালো DR Bangalore কোথায় পাওয়া যাবে ,,জানালে উপকৃত হব
ভাইয়া indera ivf, merenahalli 2nd phase jp nagar karnataka 560078 bagaluru আসবো স্বামী স্ত্রী, কাছাকাছি হোটেল/বাসা/pg পার ডে 500 রুপির এর মধ্যে ভিডিও কোন সন্ধান দিলে খুব উপকৃত হতাম
@sazzadali199617 күн бұрын
Apni kothi thaken...Ami Bangalore asi.. kmon asen
@narayanmajumdar938617 күн бұрын
এ মাসে আমরা যাবো।
@Suryaaaa198616 күн бұрын
Sir ami msc life science school teaching job e okhne kivb job pabo, 13 + experience in teaching.. Salary kmn dai... Bilben firster dike... 🙏🙏dhonyobaad.. Sir.. Bhalo thakben
@antachat-ti8zb17 күн бұрын
আপনার কথা ঠিক। তবে ১ বছর আগের ভিডিও গুলোর তে আপনি বলেছেন, Bengalore এ কি কি কাজ কীরকম রোজগার। থাকার জায়গা, বাড়িভাড়া কি রকম? কুকুর হাটালে মাইনে কেমন, ইত্যাদী ইত্যাদী। যেখানে মনে হয়েছে অনেক কেই উৎসাহিত হয়েছেন। আমিই আপনার ভিডিও লিঙ্ক পাঠিয়ে বলেছি কিচ্ছু ছেলে পুলে কে আসতে এখানে।
@bhromonindia17 күн бұрын
বুঝেছি কোন ভিডিওটি। ওটা ২-৩ বছর আগের ভিডিও। সেখানে ব্যাঙ্গালোরের ভাল দিক গুলি বলেছি। আজ নেগেটিভ দিক কিছুটা বলেছি। আমি ভাল খারাপ সবই মিলিয়ে মিশিয়ে যা সঠিক সেটাই বলছি। আর মানুষের এসব জানাও তো প্রয়োজন। কিন্তু সিদ্ধান্ত তো মানুষের নিজের, তাই নয় কি?
@antachat-ti8zb17 күн бұрын
@@bhromonindia ... সেটা তো অবশ্যই। কিন্তু পেটের টান, কম শিক্ষিত রা সবাই কিচ্ছু আশায় আশায় চলেও আসে। আমিই জয়নগরে একজন কে মাছ কাটা কাজে নিযুক্ত করে দিয়েছি। ১ জন কে সিকিউরিটি। তবে আপনার ভিডিও গুলি যথেষ্ঠ পরিমানে যৌকিকতা ও পরিশ্রম সাপেক্ষে করা। আমার তো বেশ ভালো লাগে। শুনি। উপকার ও পাই।
@suhana43217 күн бұрын
Coach no bolben amar friends ra same date jachye hole dekha korbo
@bhromonindia16 күн бұрын
B3 - 40
@khitensarkar792017 күн бұрын
আমি আপনার আগে কয়েকটা ভিডিও দেখেছি, আগামী 11/1/25 তারিখে বেঙ্গালোর যাবো,সত্যসাই হাসপাতালে ডাক্তার দেখাতে।হাসপালের কাছে থাকার জায়গা কোথায় আছে একটু জানাবেন।
@bhromonindia17 күн бұрын
বাঙালি পাড়া নামক ভিডিওতে জায়গাটা দেখিয়েছি ও আগের একটা ভিডিওতে লিঙ্ক দিয়েছি ওই ভিডিওতে। কাদুগুড়ি বাজার - শ্রী কৃষ্ণ মন্দিরের পাসে অনেক হোটেল আছে।
@hashtagmallik408515 күн бұрын
Tomar video dekhe sobai colar poth ta soja kore nicche.bolche onno kotha.amio jabo January te.
@bhromonindia15 күн бұрын
ধন্যবাদ। “কলার পথ “ , “বলছে অন্য কথা” মানে বুঝিনি।
@sanjoykundu540616 күн бұрын
কন্নড় শিখতে কিভাবে এগাবো, জানান
@bhromonindia16 күн бұрын
আপনি খোঁজ পেলে আমায় জানাবেন। আমি কানার ভাষা জানি না। তবে ইউটিউব এ কোর্স আছে দেখতে পারেন।
@MdAbulHossain-nl3hh17 күн бұрын
ডিসেম্বর মাসে মাঝামাঝি হাওয়া মনে হচ্ছে কেমন হবে!
@bhromonindia17 күн бұрын
এবার বেশি ঠান্ডা থাকবে আবহাওয়া দপ্তর বলেছে। অন্য সময়ে ১৪-১৫ হয়। এবার হয়ত আরেকটু বেশি। আর নিম্নচাপ সে আরব সাগর বা বঙ্গোপসাগর যেখানেই হোক এখানে প্রভাব পড়বে।
@satlinkservice905017 күн бұрын
Dada apni kothai taken ektu dekha korbo
@bhromonindia17 күн бұрын
সিভি রমন নগর kaggadasapura
@sankarbhowmick67317 күн бұрын
স্যার আগামী সপ্তাহে আমি আমার মিসেস কে নিয়ে ব্যাঙ্গালোরে যাব মোনিপাল হাসপাতালে ওল্ড এয়ার পোর্ট রোড এ , ডাবল বেডের রুম দৈনিক 1000 টাকার মধ্যে হাসপাতালের কাছে হলে ভালো হয় যদি আপনার পক্ষে ইনফরমেশন দেওয়া সম্ভব হয় তাহলে খুবই উপকার হবে।
@dipikanandi355017 күн бұрын
Apni kise job koren. Apni bangalore kothai thaken
@NavanilSeth17 күн бұрын
Sir. Apnar phone no. Display ta show kolay apnar satha jogajog Kara jato ...
@mithunbiswas294617 күн бұрын
আপনি কি চাকরি করেন, একটু বলবেন আমি ও ব্যাঙ্গালোর আসতে চাই।
@bhromonindia17 күн бұрын
সফটয়্যার কোম্পানিতে। অনলাইনে চাকরির এপলাই করে ইন্টারভিউ দিয়ে পশ্চিমবঙ থেকেই পাওয়া সম্ভব। এমন চাকরি কলকাতা পুণে হায়দরাবাদ মুম্বই দিল্লি এনসিআর সব জায়গায় পাওয়া সম্ভব।
@গানেরগলাঅনবদ্যসবগানেইসাবলীলআরো17 күн бұрын
আপনার ভিডিও ওখানকার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে, কারোর ইচ্ছার বিরুদ্ধে নয়
@bhromonindia17 күн бұрын
ধন্যবাদ। আমি ঠিক এই কাজটাই করবার চেষ্টা করি। ভাল খারাপ সব জায়গায় আছে। মানুষ পুরোটা জানুক জেনে সিদ্ধান্ত নিক।
@sandipsinha567817 күн бұрын
Right now I am in Bangaluru, from Kolkata since 16th Dec, 2024 ..... Nothing odds/ absurds till now.
@sandipsinha567817 күн бұрын
Sorry, 16th November, 2024
@aniknbasu687817 күн бұрын
Ami Ruma banerjee basu, apner video gulo ami dekhi valo lage. But ek katha na likhe thakte parchi na because apni nijer borai nijei koren, jemon apnar gari ache athocho apni bike niye jan eta nijer dhak nijei petano holo , gari ache eta bolar ki ache? Tarpor jemon ami bari jabo duronto te firbo flight e. Nijer dhak petano ta ektu bondho korun.
@bhromonindia17 күн бұрын
ধন্যবাদ উদাহরণ দিয়ে বলবার জন্য। ব্যাঙ্গালোরে গাড়ি থাকা আমার ধারণা এটা বেসিক প্রয়োজনের মধ্যে পড়ে। আমার চেনা প্রায় সকলের গাড়ি আছে , করো করো একের বেশি তো করো খুবই দামি। সেসব আমার নেই, আমার গাড়িটাও প্রায় ৭ বছরের পুরনো ও সাধারণ মানের। আমার কখনও মনে হয়নি যে একটা গাড়ি থাকা ব্যাঙ্গালোরের মতো জায়গায় বড়াই করবার মতো কিছু হতে পারে। গাড়ি ও বাইকের উদাহরণ দেয়া ট্রাফিকের অবস্থা বোঝাতে যে মানুষ কি অবস্থায় পড়লে এমন করে। দুই দুরন্ত ট্রেনে যাচ্ছি তাও ৩ টায়ার এ , এটা বড়াই! যারা আমার নিয়মিত দর্শক তারা হয়ত খেয়াল করেছে গত দুই বছর এভাবেই যাতায়াত করেছি। তার ভিডিওও দিয়েছি। এটা বলবার কারণ যদি কেউ একই ট্রেনে যায় তবে দেখা করা যেতে পারে এটা ভেবে। সাধারণত যারা এখানে IT তে কাজ করে তারা প্রায় সকলে প্লেনে যাতায়াত করে বা ট্রেন হলে ১st এসি বা ২ টায়ার এ। এটা কোনও বড়াই করবার মতো বিষয় বলে মনে হয় না।
@babuldas603517 күн бұрын
রুমা মনে হয় খুব ,,,,,,,,,,মনের একজন?
@bhromonindia17 күн бұрын
@@babuldas6035 স্যার বুঝতে পারলাম না। একটা বিষয় ভুল করে ফেলেছি। আপনার ভিডিও সম্পর্কে বলতে গিয়ে ভুল করে “উনি বা তিনি “ মানে আপনি সমর্থক শব্দের উল্লেখ করা উচিত ছিল কিন্তু ভিডিও পাবলিশ করবার পরে খেয়াল কথা বলবার সময় ভুলবশত সঠিক শব্দ ব্যবহার করা হয়নি।