Рет қаралды 1,806
ব্যান্ডেল মাছের মেলা 2025 | হুগলি জেলার আদিসপ্তগ্রাম কৃষ্ণপুর গ্রামের মাছের মেলা Bandel Macher Mela
#bandel #fishfair #adisaptagram
প্রতি বছর মাঘ মাসের পয়লা তারিখে হুগলির আদি সপ্তগ্রামের কৃষ্ণপুর গ্রামে শ্রীমদ্ রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাটে অনুষ্ঠিত হয় "উত্তরায়ণ মেলা"। খাতায় কলমে এই মেলার বয়স ৫১৭ বছর হলেও এই মেলা প্রকৃতপক্ষে এর চেয়েও বহু প্রাচীন এক লৌকিক উৎসব বলে অনেকের বিশ্বাস। আদি বৈষ্ণব সাধক শ্রীমদ্ রঘুনাথ দাস গোস্বামীর জন্মভিটেকে কেন্দ্র করে অনুষ্ঠিত এই মেলার প্রধান আকর্ষণ হল মাছ। এই দিনটিতে অসংখ্য মৎস্য ব্যবসায়ীরা বিভিন্ন প্রজাতির, বিবিধ আকার ও প্রকারের বিপুল পরিমাণ মাছের সম্ভার নিয়ে আসেন ও শ্রীমদ্ রঘুনাথ দাসের শ্রীপাটকে কেন্দ্র করে গোটা দিন ধরে চলে মাছের মেলা। অসংখ্য ভক্তরা এই দিনটিতে শ্রীপাটে এসে নিতাই-গৌর ও রঘুনাথের বিগ্রহ দর্শন করে, ভোগ খেয়ে মাছ কিনে নিয়ে বাড়ি যান। আবার অনেকেই সপরিবারে পাশের প্রাচীন সরস্বতী নদী তীরবর্তী আম বাগানে সেই মাছ সহযোগে বনভোজন করেন।