ব্যবসা নিয়ে এভাবেও চিন্তা করা যায় ? উদ্যোক্তা কথা, পর্ব - ৩ | Rokomari ।

  Рет қаралды 49,935

Rokomari․com

Rokomari․com

Күн бұрын

Пікірлер: 101
@RokomariOfficial
@RokomariOfficial Ай бұрын
আপনি যদি রকমারি আয়োজিত পডকাস্টগুলোর নিয়মিত দর্শক হয়ে থাকেন এবং রিভিউ/কমেন্ট লিখে সেরা কমেন্টকারী হতে চান, তাহলে এই ফর্মটি ফিল-আপ করুন। docs.google.com/forms/d/e/1FAIpQLSe2GNm_bZ5bEIVKBpWlNl978l_BLlFlg8CRUsOAMCEl-PoFNA/viewform
@sohagkabir5565
@sohagkabir5565 Ай бұрын
মাশাআল্লাহ , ১. উদ্যোক্তার মানসিকতা: সফল ব্যবসায়িক উদ্যোগ নেওয়ার জন্য প্রথমেই মানসিকতার পরিবর্তন প্রয়োজন। উদ্যোক্তা হওয়ার মূল শর্ত হলো ঝুঁকি নিতে পারা এবং ব্যর্থতাকে শেখার অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করা। ভিডিওতে আলোচনা করা হয়েছে কিভাবে চিন্তাভাবনার পরিবর্তনের মাধ্যমে একজন সাধারণ মানুষ সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারে। ২. সঠিক পরিকল্পনা এবং প্রস্তুতি: ব্যবসা শুরু করার আগে সঠিক পরিকল্পনা এবং বাজার বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওতে ব্যবসার পূর্বপ্রস্তুতির উপর জোর দেওয়া হয়েছে, যেমন- লক্ষ্য নির্ধারণ, পণ্যের চাহিদা বোঝা এবং সর্বোপরি আল্লাহ্‌র ওপর তাওয়াক্কাল করা । ৩. চ্যালেঞ্জ ও সমাধান: ব্যবসায়িক যাত্রায় নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এই চ্যালেঞ্জগুলোকে কিভাবে কার্যকরভাবে মোকাবিলা করা যায়, যেমন-আর্থিক সংকট, সহযোগিতা, পার্টনার নির্ণয় এবং গ্রাহকদের পরিবর্তিত চাহিদা, সেগুলো নিয়েই ভিডিওতে বিশদ আলোচনা রয়েছে। ৪. নতুন উদ্ভাবনী ধারণা: ব্যবসায় সফল হতে হলে উদ্ভাবনী ধারণা নিয়ে আসা গুরুত্বপূর্ণ। ভিডিওতে এই বিষয়টি তুলে ধরা হয়েছে যে কিভাবে বাজারের চাহিদা অনুযায়ী নতুন সেবা বা খাস পণ্য নিয়ে আসা যায় । ৫. ব্যবসার সম্প্রসারণ: একবার সফলভাবে ব্যবসা শুরু হলে, পরবর্তী ধাপ হলো সেটিকে বিস্তৃত করা। কিভাবে একটি ছোট উদ্যোগ ধীরে ধীরে বড় আকার ধারণ করে এবং আরও বেশি মানুষের কাছে পৌঁছায় । সব শেষ আল্লাহ্‌র উপর ভরসা করা সব সময় ।
@tahmidislam1069
@tahmidislam1069 Ай бұрын
পুরো আলোচনা থেকে শিখলাম - সৎভাবে ব্যবসায় করলে আল্লাহ রিজিক এর দিকটা দেখবেন ।
@letslearnmarineengineering4607
@letslearnmarineengineering4607 Ай бұрын
সন বস নননসনঙঙঙঙজা্দম্সসনননস১ডনন্১্১প ন১২১১২্নন্্ঙঙনননযনযনযনঙ১১ন১ন১😊
@AminulIslam-co5pl
@AminulIslam-co5pl Ай бұрын
ব্যবসায়ী মনোভাবী মানুষ হিসেবে এই আলোচনা আমার জন্য অত্যন্ত উপকারী হয়েছে। এক নম্বর হলো ধৈর্য শক্তি নিয়ে ব্যবসায় নামতে হবে।কোন ধরনের তাড়াহুড়া করা যাবে না। দুইনাম্বার নলেজ নিয়ে আগাতে হবে এবং ডেভলপ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। তৃতীয়ত সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হল সেবার মন মানসিকতা থাকতে হবে।
@unknownbirdpro
@unknownbirdpro Ай бұрын
এই পডকাস্ট টা থেকে যা শিখলামঃ ১। আমি যে ব্যবসা করতে চাই, সেটায় প্যাশন থাকতে হবে। ২। প্রোপার রিস্যার্স করে ব্যবসা করতে নামতে হবে। ৩। ব্যবসা কি স্কেলেবল হবে কি না সেটা যাচাই করতে হবে। ৪। অপচয় কমানো উচিত এবং লম্বা সময় ব্যবসায় টিকে থাকার মানসিকতা থাকতে হবে।
@pressprintingsolution
@pressprintingsolution 28 күн бұрын
ধন্যবাদ
@pressprintingsolution
@pressprintingsolution 28 күн бұрын
আমি জিরো থেকেই শুরু করছি প্রতিদিন 25শত ইনকাম টার্গেট ছিলো পরে টিম আকারে সেটা মাসে কয়েক লক্ষতে নিতে পেরেছি , আলহামদুলিল্লাহ ( ধন্যবাদ স্যার)
@mdbarkottulla1297
@mdbarkottulla1297 Ай бұрын
Alhamdulillah . The programme was very fruitful for whom want to be an Entrepreneur in their life.
@tazkiavoice
@tazkiavoice Ай бұрын
উদ্যোক্তা কথা আমার জন্য অনেক উপকারী❤
@LearnwithAtikur
@LearnwithAtikur Ай бұрын
অসাধারণ একটি আলোচনা, আমি মনে করি সবার এই আলোচনা টি মনোযোগ দিয়ে খাতা-কলম নিয়ে বসে দেখা উচিত। আমার কাছে মনে হচ্ছে, এই আলোচনাটি আমার জীবনকে পরিবর্তন এনে দেবে। আলোচক, উপস্থাপক, এবং চ্যানেল মালিক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। জীবনে টার্গেট নিয়ে কাজ করতে হবে। যেকোনো কাজের পিছনে সৎ এবং নিরলসভাবে ভাবে লেগে থাকতে হবে, অক্লান্ত পরিশ্রম করতে হবে ও সর্বোপরি আল্লাহর উপর ভরসা রাখতে হবে। জীবনে কখনো হতাশ হওয়া যাবে না।
@AminulIslam-zi2uv
@AminulIslam-zi2uv Ай бұрын
1. ব্যবসাও ইবাদত হতে পারে যদি নিয়ত সহিহ হয়। 2. একজন উদ্যোক্তার জন্য সঠিক মেন্টর অনেক গুরুত্বপূর্ণ। 3. আমি কেন কাজটা/ ব্যবসাটা করতেছি সেটা আমাকে ভালো করে বুঝতে হবে, কারণ এটাই আমাকে কাজটা করতে এবং কঠোর পরিশ্রম করতে সাহায্য করবে।
@Nafisa-y1e
@Nafisa-y1e Ай бұрын
ভাই,, আপনাদের আলোচনা শুনলাম আপনাদের পারিবারিক সচ্ছলতা ভালো আপনারা পড়াশোনার পাশাপাশি এবং চাকরির পাশাপাশি উদ্যোক্ত হওয়ার অনন্ত প্রেরণ চেষ্টা করে কাজে লাগিয়েছেন এটা ধন্যবাদ কিন্তু যারা প্রথম থেকে পারি বারিক অস্বচ্ছলতা এবং পড়ালেখা করতে পারেনি ছোট থেকেই চাকরিজীবী গার্মেন্টস এবং একসময় কিছুই করতে পারেনা এবং উদ্যোক্ত হওয়ার চেষ্টা করলেও তারা কিছুতেই পারেনা হিমশিম খায় কি করবে কি হবে কিছুই বুঝতে পারে না হতাশায় জীবন অতিষ্ঠ,,, আপনাদের আলোচনা শুনে বোঝার কি আছে ভাই বলেন আপনারা তো সফল উদ্যোক্তা হওয়ার গল্পই বলেন পারিবারিক ছোট থেকে অতিষ্ঠ কষ্টের মানুষ হয়েছে তাদের একটা এপিসোড দেন দেখি ভাই কেমন পারেন৷ ধন্যবাদ ভাই
@JahirEmo
@JahirEmo Ай бұрын
আপনার সাথে আমি একমত
@afsarhossain9324
@afsarhossain9324 Ай бұрын
উনার একটা কথা মনে রাখিয়েন "নিজেকে বিক্রি করা।" আপনার স্কিল, সততা, পরিশ্রম দিয়ে মানুষকে বুঝাতে হবে যে আপনার উপর ইনভেস্টমেন্ট করা যায়। ছোট থেকে কিছু শুরু করুন। মানুষের কাছে রিচ করেন৷ হয়তো আপনার কাস্টমারই আপনার উপর ইনভেস্টমেন্ট করবে। শুভ কামনা। হতাশের কিছু নেই পারিবারিক অবস্থার জন্য।
@samihanabila7377
@samihanabila7377 Ай бұрын
পৃথিবীর বেশিরভাগ নামকরা মানুষজন অস্বচ্ছল পরিবার থেকে এসেছে।
@md.habibur.hr7
@md.habibur.hr7 Ай бұрын
​@@afsarhossain9324 আপনার সাথে আমি একমত,,, অনেক ক্ষুদ্র ব্যাবসায়ী আছেন যারা রাস্তায় বসেও ব্যাবসা করে তাদের ভালো প্রোডাক্ট এবং ভালো ব্যাবহার দ্বারা অনেক পর্যায়ে চলে আসছেন তাদেরকে উদাহরণ হিসেবে নিতে। পডকাস্ট দেখে সৎভাবে ব্যাবসা করা শিখেন পরবর্তীতে ধীরে ধীরে পুঁজি জমা করেন নিজের সধ্যের ভেতরে থেকে ছুট পরিসরে শুরু করে দেন। সৎ থাকেন আল্লাহর কাছে সাহায্য চান।‌ রিজিকের মালিক আল্লাহ।
@withsc755
@withsc755 Ай бұрын
প্রথমেই মাথা থেকে এই চিন্তা বাদ দিয়ে দেন যে অন্যে কে'কি এবং কোন পরিস্থিতিতে কি করেছে। আপনি এখন এটা ভাবুন যে আপনার বর্তমান পরিস্থিতিতে ,অন্যের কাছ থেকে কোন প্রকার সাহায্য ও সহযোগিতা ছাড়া , নিজের কাছে বা আশেপাশে এমন কি আছে যা আপনি অন্যের কাছে সেল করতে পারেন।আপনার নিজের পরিকল্পনা অন্যের কাছে প্রথম দিকে কখনো ই শেয়ার করবেন না। শুধু ভাবতে থাকবেন.. এর কল্পনার চোখ দিয়ে দেখতে থাকবেন। তাহলেই আপনার সামনে পথ খুলে যাবে.. ইনশাআল্লাহ
@mehediahmed3135
@mehediahmed3135 Ай бұрын
Nice to see real Muslim business. Allah help us.
@nezamuddin3997
@nezamuddin3997 Ай бұрын
আমি চট্টগ্রামের মানুষ হয়েও এতোদিন জানতাম না খাস ফুড সম্পর্কে। ইনশাআল্লাহ এখন নিয়মিত বাস্কেটিং করবো।পুষ্টিকর খাবার কে না খেতে চাই। আপনাদের কোম্পানির সকলের প্রতি দোয়া রইলো।
@JahirEmo
@JahirEmo Ай бұрын
আমরা চট্টগ্রাম থাকি খুব ইচ্ছে ব্যবসা করা কিন্তু শাহস হচ্ছে না 😔
@TarekTradition
@TarekTradition 27 күн бұрын
Taqwa is the main tool of Khas food I had feel out above the Conversation.. As Rijik comes from Allah so It is very very vast influential effect on every spare of any business that was implemented by "khas Food" like hard working, commitment, Honesty, never taking loan from traditional bank, delivered product at 1 Am etc.. So Barakallahu Feek for Both of your business that you can reach the final destination that was said By Hazrat muhammad (S)(will get the company of Shaheed ,Siddik,Ambia (A)...
@GolmatolGaming
@GolmatolGaming Ай бұрын
মাশাআল্লাহ অনেক তথ্যপূর্ণ ভিডিও!!!
@mirobaidulhasan9256
@mirobaidulhasan9256 Ай бұрын
উদ্দেশ্য ভাল থাকলে এবং ইনসাফের সহিত সৎ ভাবে ব্যবসা করলে, যে কোন ব্যাবসায় আল্লাহ সফলতা দেয়।
@nurulalamjawhary6742
@nurulalamjawhary6742 21 күн бұрын
উদ্যোক্তা হবার স্বপ্নচারী তরুণদের জন্য অনেক কিছু জানার আছে
@nurulalamjawhary6742
@nurulalamjawhary6742 Ай бұрын
Khaas Food এর জন্য বিশেষ দোয়া ও শুভকামনা রইল
@sagormahmud7639
@sagormahmud7639 27 күн бұрын
সোহাগ ভাইয়া,মিনিমাম সপ্তাহে একবার হলেও আপনার এমন একটা এপিসোড চাই।
@hossainnabil6613
@hossainnabil6613 Ай бұрын
চারিদিকে যে ভেজাল খাবারের ছড়াছড়ি সেই জায়গা থেকে খাস ফুড যে নিরাপদ খাবার কে সকলের দরজায় পৌছে দিচ্ছে এক আশীর্বাদ হয়ে। এগিয়ে যাক খাস ফুড। দোয়া ও ভালোবাসা।
@saifulislamsakib6463
@saifulislamsakib6463 Ай бұрын
আসলেই! সেইফ ফুড প্রোভাইড করাটা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার।
@nurulalamjawhary6742
@nurulalamjawhary6742 Ай бұрын
@Khaas Food is my favorite shop
@RafiAhmed-gp1dh
@RafiAhmed-gp1dh Ай бұрын
ধন্যবাদ স্যার
@mohammadarif427
@mohammadarif427 Ай бұрын
Mash Allah
@mdsabbirhossain5249
@mdsabbirhossain5249 Ай бұрын
What am I learned 1. Different perception find out & jump into full fill your personal legend. Entrepreneurs journey most of the case doesn't followed by logical maps but you'll be passionate and patient , 9 years is a long journey. 2. Reletion build up with customers Customers will be your investor, your team, marker all of this . 3. Put your philosophy into your your people yo get best, Speaker give a good exam , how, after inter philosophy and empower them, boasts overall performance .
@RafiAhmed-gp1dh
@RafiAhmed-gp1dh Ай бұрын
❤❤ মাশা আল্লাহ
@Kira-cb1xr
@Kira-cb1xr Ай бұрын
আমি শুধু আমার ইচ্ছা এখানে প্রকাশ করে যেতে চাই। ইনশাআল্লাহ্‌ আমি এই দেশের সৌর বিদ্যুৎ সেক্টরে একটা রেভুলেশন আনবো। আমি ৯০% কাজ শেষ করেছি, ব্যাগ গুছানো হয়েছে, এখন শুধু হাটা শুরু করা বাকি। যদিও খাস ফুড ভিন্ন ইন্ডাস্ট্রি কিন্তু তাদের মতোই আমি গ্রিন Awareness করে সবার মধ্যে পরিবর্তন আনতে চাই।
@HussainAhhmed-s2x
@HussainAhhmed-s2x 3 күн бұрын
আমি সিলেট থেকে😊😊😊
@Hiz444
@Hiz444 Ай бұрын
এখন থেকে সব Khaas food থেকে কিনব ইনশাআল্লাহ।
@mdmaksudurrahman
@mdmaksudurrahman Ай бұрын
ব্যবসা শুধুমাত্র অনেক টাকা অর্জনের পথ না, ব্যবসা একটা বরকতময় পথ, যে পথে হাটলে নিজের পাশাপাশি সমাজ তথা জাতির উন্নতি সম্ভব। এই মহৎ কাজে সফলতা অর্জনের জন্য অবশ্যই মানুষের ট্রাস্ট অর্জন করতে হবে, সেই ট্রাস্ট অর্জনের জন্য ইথিকস জায়গা থেকে কোন কম্প্রোমাইজ করা যাবে না, ধৈর্য সহকারে কঠোর পরিশ্রমের মানসিকতা নিয়ে কাজ করতে হবে। আয়ের সাথেসাথে খরচের খাতগুলোতে ফোকাসড থাকতে হবে... কোন সমস্যার সৃষ্টি হলে, ঐটা নিয়ে কেস স্টাডি করতে হবে।
@travellover5
@travellover5 Ай бұрын
Mashallah ❤️ from Dubai
@md.jonyhasan7595
@md.jonyhasan7595 Ай бұрын
Since 2015, Follower of Mahamudul Hasan Sohag sir
@shahedhasnain606
@shahedhasnain606 Ай бұрын
১। আধুনিক বিশ্বে সাস্টেইনেবেল ব্যবসা সওদাগরি ব্যবসার ধারণা থেকে আলাদা। বিজনেসের প্রোপার সাস্টেইনেবিলিটি, স্কেলিবিলিটি হিসাব করে একটা প্রতিষ্ঠান দাঁড় করানো অনেক গুরুত্বপূর্ণ। ২। ব্যাবসায় নামার আগে লং জার্নির প্রস্তুতি নিয়ে এগোতে হবে। ডোমেইন নলেজ আর সেই লেভেলের প্যাশন না থাকলে জার্নিটা অনেক কষ্টকর হবে। ৩। শরীআহ এর এই প্রতিকূল পরিবেশেও যথেষ্ট উদ্যম এবং সদিচ্ছা থাকলে আল্লাহ তায়ালা সৎ ও হালালভাবে ব্যবসা দাঁড় করাতে সাহায্য করেন
@MohammadIbrahim-q1l
@MohammadIbrahim-q1l Ай бұрын
ব্যবসা যেহেতু লম্বা সময় ধরে run করতে হবে তাই সেটাই প্যাশন থাকাটা জরুরী এবং বিশ্বস্ততার সাথে ব্যবসা করতে হবে। সঠিক প্রোড়াক্ট ভোক্তার নিকট পৌঁছানোর সব চেষ্টা করতে হবে। ব্যবসার সুন্নত জেনে হালাল ভাবে ব্যবসা করা।
@mohammadali3465
@mohammadali3465 Ай бұрын
❤❤Mash Allah
@MdShamimAlMamunSarkar
@MdShamimAlMamunSarkar Ай бұрын
মাশাআল্লাহ
@ArifulArif-t9x
@ArifulArif-t9x Ай бұрын
mashaaAllaah.
@SumaitibneKarim
@SumaitibneKarim Ай бұрын
ভাইয়ারা একদম শুরু থেকে সব গুলা পডকাস্ট শুরু করেন । বেশ ভালোই। কিভাবে প্রোডাক্ট সোর্সিং থেকে একটা প্রফিটেবল স্টার্ট আপ বানাতে হয় ,বুজতে বেশ সুবিধা হয় । বাস্তব একটা নলেজ পাওয়া যায় । সাথে ইসলামকে সুনিপুণ ভাবে এক সুতায় বাধা হয় তাই আরও রোমাঞ্চকর লাগে বিষয় গুলা ।
@ShariarAhmedSamir
@ShariarAhmedSamir Ай бұрын
hsc 26 batch bhaiyer junior hoite chai , jai hok bhai er niot tah khub clear , jodio bhaii er prottek line khota bola kind of part of marketing
@zdulal1
@zdulal1 Ай бұрын
Sound quality আরো একটু ভাল করতে হবে
@topsilhaqueshihab6401
@topsilhaqueshihab6401 Ай бұрын
Inshalla
@mdaliakbor8304
@mdaliakbor8304 Ай бұрын
‌ঠিক ব‌লে‌ছেন ভাই আমরা ও প‌ড়ে‌ছি ব‌্যাবসা প‌রি‌চি‌তি বইতে
@Imtusar
@Imtusar 24 күн бұрын
আসসালামু আলাইকুম ভাইয়া। ফার্ম নিয়ে একটা পডকাস্ট চাই কিভাবে সুরু করব। বা ইনভেস্ট কিভাবে করব। বা ফার্মিং এর সামনে ভবিষ্যৎ কি। এই বিষয় নিয়ে প্লিজ প্লিজ প্লিজ
@mubasshirakhantasfia3565
@mubasshirakhantasfia3565 Ай бұрын
Invester বিশ্বাস করবে আপনাকে আর আপনাকে বিশ্বাস করতে হবে ধৈর্য্যের সাথে আপনার ব্যবসাকে। পুরনো ব্যবসায় মডেল থেকে বের হয়ে সমস্যা সমাধানের মাধ্যমে নতুন কিছু গড়তে হবে।
@foisalmiah3561
@foisalmiah3561 Ай бұрын
১.আমাদেরকে আখিরাতের কথা চিন্তা করে ব্যবসা করতে হবে। কারণ ব্যবসায় হারাম থাকলে আমার ইনকাম হারাম হবে। ফলে আমার কোনো ইবাদত কবুল হবে না। ২.নিজের ইচ্ছা ও প্যাশন অনুযায়ী কাজ করতে হবে। ৩.জীবনে টার্গেট নিয়ে কাজ করতে হবে। যেকোনো কাজের পিছনে সৎভাবে লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে ও আল্লাহর উপর ভরসা রাখতে হবে। কখনো হতাশ হওয়া যাবে না। ৪.সকলের কথা চিন্তা করে ব্যবসা করতে হবে। ৫. মানসিকভাবে শক্তিশালী হতে হবে।
@rnh4335
@rnh4335 Ай бұрын
Apnader audio aro onek volo korte hobe apnader kaher kha
@mrmrsweusourself418
@mrmrsweusourself418 Ай бұрын
Apndr product price, not for mass people..they are for elegent people
@ekaka7331
@ekaka7331 8 күн бұрын
মিনি গার্মেন্টসে একজন পার্টনার আবশ্যক
@alammuhit
@alammuhit Ай бұрын
ব্যাবসা কোন টি২০ বা ওয়ানডে না এটা টেস্ট ম্যাচ। সুতরাং কোনো প্রস্তুতি ছাড়া এটায় নেমে পড়া যাবে না।
@Science_Is_Fun540
@Science_Is_Fun540 Ай бұрын
Guest er kotha kbub chuto shuna jacce (sound quality valo na)
@SaimumSiam-r4n
@SaimumSiam-r4n Ай бұрын
খাসফুড থেকে নেচারাল ডিম কিনি। আমার বাসার সব মসলাও ওখান থেকে নিই।
@RafiAhmed-gp1dh
@RafiAhmed-gp1dh Ай бұрын
ধন্যবাদ স্যার
@believe01.
@believe01. Ай бұрын
Vedio length কমিয়ে দিলে ভালো হবে
@soberShamed
@soberShamed Ай бұрын
Vai information tao to kome jabe..😊!
@ashequrrahman8529
@ashequrrahman8529 Ай бұрын
Khaas Food এর স্টুডেন্ট কাস্টমার।🙂
@ahsrafmahmud2707
@ahsrafmahmud2707 Ай бұрын
💗💗💗
@touhidrimon4083
@touhidrimon4083 Ай бұрын
নিরাপদ খাদ্য সরবরাহ আন্দোলন সকলকে বাস্তবায়ন করতে হবে
@sibbirrahman6666
@sibbirrahman6666 Ай бұрын
❤❤❤❤❤
@saifkhan-u1f3b
@saifkhan-u1f3b 24 күн бұрын
🎉
@mdakibzabed2104
@mdakibzabed2104 Ай бұрын
@MdhobiUllah-i5v
@MdhobiUllah-i5v Ай бұрын
❤❤
@letslearnmarineengineering4607
@letslearnmarineengineering4607 Ай бұрын
সাইফুর ভাইয়ের কপালের সামনের দিকে একটু ফুলে আছে। কারণ কি ভাই?
@irfansadiqchowdhury
@irfansadiqchowdhury Ай бұрын
পুরো আলোচনা থেকে যা শিখলাম: ১. যে কোন ব্যবসাই হ হোক না কেন সৎ থাকতে হবে। ২. যে বিষয়ে ব্যাবসা করবো ওই বিষয়ে প্যাশন থাকতে হবে, যার ফলে সফলতা আসতে দেরি হলেও ওই প্যাশনের জন্য হলেও লেগে থাকা যায়। ৩. ব্যবসার প্রোপার একটা প্লানিং থাকতে হবে, উনারা নিজেরা ওইভাবে পরিকল্পনা করে শুরু না করলেও এখন যারা শুরু করবেন তাদের প্রোপার একটা রিসার্চ এর পরামর্শ দিয়েছেন। ৪. অপারেটিং কস্ট এর দিয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে, ১০ টাকায় কিনে ১২ টাকায় বিক্রি এলাকার মুদি দোকানে হলেও এসব ব্যবসা এভাবে সম্ভব না। ৫. সর্বোপরি ব্যাবসা একপ্রকার একটা টেস্ট ম্যাচ, সুতরাং ওই পরিমাণ ধর্য লাগবে।
@amarstudyclub3261
@amarstudyclub3261 Ай бұрын
1st view
@Khademulummah
@Khademulummah Ай бұрын
এখনো বকা খাইতেছি বাপের হাতে বলে চাকরি ধরো এই ব্যবসা দিয়ে কিছু হবে না। 😅😅😅
@nurulalamjawhary6742
@nurulalamjawhary6742 Ай бұрын
❤🎉
@farhanabegum9287
@farhanabegum9287 Ай бұрын
💙💜💙
@soyanbabu5101
@soyanbabu5101 Ай бұрын
❤️❤️❤️🇧🇩
@nomanulhasan9383
@nomanulhasan9383 Ай бұрын
Khas food kothay Chattagram er
@saifulislamsakib6463
@saifulislamsakib6463 Ай бұрын
Agrabad r Khulshite outlet ache Khaas Food er
@Hash-g4p
@Hash-g4p Ай бұрын
39:36
@Saifulloh-
@Saifulloh- Ай бұрын
আমি কয়েকবার খাসফুড এর পন্য কিনে আর তাদের প্রোডাক্ট কিনি না, তাদের বিজনেস বড় হয়েছে কারণ তারা ধর্ম ও সেন্টিমেন্টকে ইউজ করে কোন রকমে নাম করে ফেলেছে, কিন্তু অন্যদের কথা জানি না আমি আর তাদের প্রোডাক্ট কিনব না কখনো, কি আর বলবো তাদের প্রোডাক্টের কথা, জাস্ট এইটাই যথেষ্ট তারা লাল রং করে লাল চাল বিক্রি করে।
@akmshaidul2439
@akmshaidul2439 Ай бұрын
You talking profit high. Take capital from us and make it social business. Swab accurate hobe. Otherwise you're....................
@Lisan-i6z
@Lisan-i6z Ай бұрын
1st
@GREENCHILLI-qh1js
@GREENCHILLI-qh1js Ай бұрын
ব্যবসা বাণিজ্য
@RayOfHope8
@RayOfHope8 Ай бұрын
🤲🤲🤲❤️❤️❤️🌹🌹🍉🍉
@Good_quotess
@Good_quotess Ай бұрын
বাংলা ইংরেজি কথা বেশি মিক্স হয়ে গেছে , শুনতে খারাপ লাগে। আশা করি পরের বার সাবলীল বাংলা অথবা সাবলীল ইংরেজি তে পডকাস্ট দেখতে পারব।
@MeandmetradingMeandmetrading
@MeandmetradingMeandmetrading Ай бұрын
সততা ও ভেজালমুক্ত এবং বিশ্যাস এই গুলো খুব দরকার
@Imtusar
@Imtusar 24 күн бұрын
আসসালামু আলাইকুম ভাইয়া। ফার্ম নিয়ে একটা পডকাস্ট চাই কিভাবে সুরু করব। বা ইনভেস্ট কিভাবে করব। বা ফার্মিং এর সামনে ভবিষ্যৎ কি। এই বিষয় নিয়ে প্লিজ প্লিজ প্লিজ
@nurulalamjawhary6742
@nurulalamjawhary6742 Ай бұрын
❤🎉
@nurulalamjawhary6742
@nurulalamjawhary6742 21 күн бұрын
❤🎉
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 131 МЛН
Симбу закрыли дома?! 🔒 #симба #симбочка #арти
00:41
Симбочка Пимпочка
Рет қаралды 3,9 МЛН