Рет қаралды 10,472
চমক জাগানো শখের বাগান | Amazing hobby garden | Mokaram Hossain
ছাদে বাগান করা রীতিমতো চ্যালেঞ্জিং একটি কাজ। প্রতিটি পদক্ষেপেই আছে নানান প্রতিবন্ধকতা। তা ছাড়া ছাদের গাছগুলোর প্রয়োজন বিশেষ যত্নআত্তি। সব বাধা বিপত্তি পেরিয়ে সেখানে সাফল্য নিয়ে আসা একজন উদ্যানীর জন্য বিশেষ কৃতিত্বপূর্ণ দিক। মিসেস জান্নাতুল মাসুদের এই ছাদবাগানও তার কৃতিত্বের স্বাক্ষর বহন করছে। তার এই ছাদবাগানের আয়তন মাত্র ৩৫০০ বর্গফুট। এই ছোট্ট ছাদবাগানও আপনাকে চমকে দিতে পারে তার সাফল্যের পরিসংখ্যান দিয়ে।
গত এক বছরে এই ছাদবাগানে উৎপাদিত শাকসবজি ও ফলমূলের মধ্যে রয়েছে সাড়ে ৪ মন বেগুন, ৫৫টি লাউ, ১০০টি বাধাকপি, ৪০টি ফুলকপি, ৪২টি ব্রকলি, কচুর লতি ৮ কেজি, বারোমাসি সজনে ১০ কেজি, ৮০ থেকে ৯০ কেজি মরিচ, ১টন ধুন্দুল, ৪ কেজি শিম, এবং ১৫ মন টমেটো।
এটা তো শুধু শাকসবজির হিসাব। আরও আছে বটের বনসাই, ড্রাসিনা, কাঠগোলাপ, জবা, নয়নতারা, বাহারি কচু, টগর, বেলি, মধুমঞ্জরি, ট্রাম্পেট ক্রিপার, রসুন্দিলতা, রঙন, লালপাতা, কুন্দ, নীম আরও কত কী। ধুন্দুলের মাচার পাশে আছে বারোমাসী সজনে, আমড়া আর কুল গাছ। চারপাশে বিশেষ পদ্ধতিতে লাগানো হয়েছে কচু আর এমডি-টু জাতের আনারস। একপাশে আছে টকআতা বা করোসল, জামরুল, জলপাই, বারোমাসি কাঁঠাল, বাতাবিলেবু, সফেদা বিভিন্ন জাতের আম ও গ্রীষ্মকালীন টমেটো। চলুন বাগানটি আমরা ঘুরে দেখি। #gardening #agriculture #plants #fruit #flowers #garden #rooftopplants #rooftopgardens #rooftopgardening