এলবামটা বের হওয়ার পর থেকেই সেই শুরু থেকেই ভিডিওটা দেখতে দেখতেই গানটা শোনা হয় ছবি গুলির অর্থ আমি এতদিনে বুঝতে পারলাম..... বাহ দারুণ.... রাহুল দা সব সময় সেরা...বারী ওস্তাদজী তো ওস্তাদ.....
@channdanaahmed4821 Жыл бұрын
কি শান্তি আর বিরহের মিশলে একটা গান এত্ত মায়া এই গানটায়। রাহুল দাদা, আপনাকে অনেক ভালোবাসা
@anikmiazi74111 ай бұрын
আহা কী সুন্দর চন্দনী নয়ন জলের গান।
@superartman6308 ай бұрын
এগুলি গান না , এগুলি অমৃতের কথা❤
@mrinmoysaha83495 жыл бұрын
রজনী পোহাইয়া যাইও না এ ভরা বাঁকে, থাকো তুমি আর কিছুক্ষণ, ভাসো তুমি আর কিছুক্ষণ এ পোড়া বুকে! ❤️❤️ best part of this whole lyrics😍😍
@nayonark8782 жыл бұрын
গান যে রূহ' এর খোরাক, সে কথা প্রমান করার জন্য 'চন্দনী'ই যথেষ্ট 🖤 প্রেমময় ভক্তি ও শ্রদ্ধা, উস্তাদ বারী সিদ্দীকি 'র রওজায়🙏🙏 ভালোবাসা অবিরাম 'রাহুল' দাদা🖤🥰
@moktarhossin54986 ай бұрын
স্যারের মুখের ভাষা বলা শেষ করা যাবে না অনেক ভালোবাসি স্যার আপনাকে দোয়া রইল স্যার আপনার জন্য আই মিস ইউ ❤❤❤👌👍🌹
@asishsaha52825 жыл бұрын
বারী স্যার এত করে আপনি চন্দনীকে ডাকলেন আর চন্দনী আপনাকে তার কাছে নিয়ে গেলো আমাদের একা করে😥 😥😥😥
@mirmohammadshahjahan96804 жыл бұрын
চন্দনীর বন্দনা। আহা চন্দনী...। আহা... জলের গান with বারী সিদ্দিকী, just imagine... we are blessed.
@debidas55414 жыл бұрын
চন্দনী কে কল্পনা করতে পারছিলাম এ গান শুনতে শুনতে, সত্যি বলছি চন্দনী খুবই মায়াবী....
@hirakpashari62463 жыл бұрын
💞💞💞
@shuratikssong47924 жыл бұрын
দুই দিন হলো সন্ধান পেয়েছি,এর মধ্যে সম্ভবত ১০০+ শুনছি।ইদে বাড়ি গিয়ে চাদঁনী রাতে বিলে বটতলায় বসে চন্দনীকে ডাকবো বারী স্যারের সাথে।।বুকে জলের গান এর স্থান ২০১২ থেকে।লাভ_ফর_জলের_গান♥️
@shubirsarker35812 жыл бұрын
থাকো তুমি আর কিছুক্ষণ ভাসো তুমি আর কিছুক্ষণ এ পোড়া বুকে! কি যে মায়া এই গানে😔 ❤️
@mashrafuddin62615 жыл бұрын
আহারে,কী মায়া ভরা কন্ঠ গুরুজীর। বিনম্র শ্রদ্ধা স্যার বারী সিদ্দিকীর প্রতি 🙏 ধন্যবাদ জলের গানকে আমাদেরকে এমন একটি গান উপহার দেওয়ার জন্যে। 😊
@pachmisali_heshel5 ай бұрын
এই গান গুলি আমার বেঁচে থাকা র খোরাক❤❤❤
@iftekharreza905 жыл бұрын
ফুল ঝরে গেলে ফেলে যায় বৃতি মানুষ মরে গেলে রেখে যায় স্মৃতি। চন্দনী মাটিতে নেমে এসেছে। কিন্তু যে চন্দনীকে ডাকছিলো সে উপরে উঠে গেছে। আহারে.......চন্দনীর গান
@fillingszero16965 ай бұрын
2yr থেকে গান টা শুনি♥️
@amrinibnahasnath99005 жыл бұрын
এই গান টার জন্য জলের গান কে অনেক ধন্যবাদ আর ভালোবাসা! শ্রদ্ধেয় বারী সিদ্দিকী...:)
@dulalbanerjee84302 жыл бұрын
আমার শোনা অন্নতম সেরা পরিবেশন 🙏 একরাশ ভালোবাসা 🌹🌹🌹🌹
@AponBhubonBDАй бұрын
🙏💚🙏
@abhijitmitra6973 жыл бұрын
এ কেমন গান? এ কেমন অন্তরের ব্যাকুলতা? এই গানের কথা এবং সুর মাটি কে স্পর্শ করে যেন আকাশ ছুঁতে চাইছে!! --কলকাতা থেকে অভিজিৎ মিত্র।
@manikdas91864 жыл бұрын
আনেক সুন্দর একটা গান,আনেক ভালো লাগল , একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। জলের গান সব সময় আমার কাছে প্রিয় গান।
নীরবতা, একাকীত্বটা খুব সুন্দরভাবে অর্থবহ করে তোলার জন্য, মনের কোণ থেকে বিশেষ মাধুরি মিশিয়ে ধন্যবাদ জলের গানকে। ❤️❤️
@Shorkari_Kormochari Жыл бұрын
নিশ্চয়ই ফ্রান্সের প্রেসিডেন্ট আপনার একজন ভক্ত
@Solaymanhosen.6 ай бұрын
সশস্ত্র সালাম শ্রদ্ধেয় গুরু বারী সিদ্দিকী
@abc.ashik15 жыл бұрын
গানটা প্রথম শুনি আরো বছর দুয়েক আগে, কলতাকার একটা লাইভ শো এর রেকর্ডিং! তখন থেকে গানটির প্রতিটি লাইনের প্রেমে পড়ি! আর শ্রদ্ধেয় বারি সিদ্দিকীর কন্ঠে এ গানে নতুন মাত্রা যোগ হয়েছে! রাহুল দা মানে ভালোবাসা ভালোবাসা মানে জলের গান 🖤
@pinakibiswas92074 жыл бұрын
আহাঃ গলায় কত নমনীয়তা অসাধারণ
@bhuiyanshanto90213 жыл бұрын
আমার শরীরের লোম দাড়িয়ে গেল। অসাধারণ। গানটাকে কি আদর মাখিয়ে, ভালবেসেই না গাইলেন, ওপারে ভাল থাকবেন --মহামানব 😘😘
@ShahidulIslam-ei8sg5 жыл бұрын
আসলে নয়ন জলের গান,,,,,,নিজের অজান্তে নয়ন থেকে জল পড়ল,,,কি সুন্দর মিল,,, নয়ন জলের গান
@jahidhasanshanto55795 жыл бұрын
যোগ্য গুরু'র যোগ্য শিষ্য ! শ্রদ্ধা বারী সিদ্দিকি ও জলের গান
@sulcus-abu-hanif Жыл бұрын
বারী সিদ্দিকী স্যার ❣️
@rj39375 жыл бұрын
মিউজিক ভিডিও যে গানের মতই অনন্যসুন্দর হতে পারে তার মাইলস্টোন হয়ে থাকবে এইটা... মন্ত্রমুগ্ধ হয়ে চেয়েছিলাম তুলির প্রতিটা আঁচরে... যেন গানের সুর ভেসে উঠছিল ঝরে পরা রঙে... শুক্লাদি আর রাহুলদা, এই পাগলের ভালোবাসাটুকু নিয়ো 💖
@exploreeverything49364 жыл бұрын
যত দিন যাচ্ছে জলের গানের প্রতি শ্রদ্ধা বারছে...... যদি জলের গানের সাথে থকতে পারতাম ...... কিন্ত যোগ্যতা নেই ......
@nisusmay5 жыл бұрын
❤❤❤ সুন্দর কতটা সুন্দর হতে পারে তা এই গানটা শুনতে গিয়ে উপলব্ধি করলাম।কথা গুলার সাথে সুর যেনো চাঁদের আলোর মতোই আলতো ছোঁয়ার পরশ দিয়ে যায় আর এমন কন্ঠ সেই ছোঁয়া দেয় যা তাঁর কন্ঠ দিয়ে পাওয়া সম্ভব আর কোথাও না.....অনেক দিন পর এতো ভালো কিছু শুনলাম তাও নিস্তব্ধতার মাঝে সবটুকু লুফে নিয়ে....❤❤❤❤❤
@nazmulalam91425 жыл бұрын
নিখাদ একটা মায়া এবং শূন্যতা আছে গানটায়।
@iftanik46043 жыл бұрын
কি সুন্দর , কি মায়া! কেঁদে ফেললাম কেন? অদ্ভুত সুন্দর
@bablugope6195 ай бұрын
08/08/2024 তারিখ গানটা শুনতেছি।
@hemuhore4385 жыл бұрын
ধন্যবাদ,রাহুল দাদা...! বারী স্যারের আভাস প্রদানের জন্য। গানের কথাগুলো খুবই ভালো হয়েছে।
@jabeamarsathe5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nabinkishor4275 жыл бұрын
Bari sir apni omor....beche thakun amader hrid majhare😍
@sumanmajumdar46714 ай бұрын
"এ পৃথিবী একবার পায় তারে,পায় নাকো আর। "
@soundqueofficial4 ай бұрын
" হৃদয়ের শব্দহীন জ্যোৎস্নার ভিতর..."
@কামরুলকামাল3 жыл бұрын
বারীজি ও জলের গান,যেন একসাথে ব্লেন্ড হওয়া কিছু একটা মাথায় ঢুকে গেলো শ্রোতার... সৃষ্টিশীলতার দিক দিয়ে এই গানের সম্মান জানানোর মতো কোন পুরষ্কার ব্যবস্থা নাই, এইটার জন্য একমাত্র "শ্রোতার মনের ভালবাসা"ই উপযুক্ত পুরষ্কার
@RedwanAhmed3 жыл бұрын
গুরু শিষ্যের এমন অসাধারণ কাজ রিলিজ হওয়ার পর প্রচুর শুনতাম। আহা জলের গান। কি মায়া মিশে আছে গানটাতে!
@Arifabrar313 жыл бұрын
আহারে !! বারী সিদ্দিকী কী মায়া, কী মায়া !
@shreyo96563 жыл бұрын
শহরতলিতে বসে গানটা শুনছি যখন,তখন বাইরে রোদ। কিন্তু অদ্ভুত! হঠাৎ নাকে লাগছে ভেজা মাটির সোঁদা ঘ্রাণ! আরে, পায়ের নিচে সবুজ ঘাস! কোথায় যেন এসে পড়েছি!
@leadgenerationexpert77574 жыл бұрын
শ্রেষ্ঠ 🖤 নয়ন জলের গান.. যে কারো চোখ দিয়ে পানি চলে আসবে.. পুরা এক রাত পাড় হয়ে একটা গান বার বার শুনে.. আয় আয় আয়.. 😥
@liveexclusivevedio99855 жыл бұрын
জলের গান এর সকল সদস্য কে অনেক ভালবাসা এলবাম এর জন্য।গানে অন্তর শিতল করার মত আর কেইবা আছে জলের গান ছাড়া। #চন্দনি গানটা আমাদের দেয়ার জন্য আমার কান্নাগুলা আপনাদের। অহ চন্দনি, ভালবাসার মানুষ কে কতটা মিস করা হয় বারী সিদ্দিকী ছাড়া কেউই ফুটিয়ে তুলতে পারতো না।
@sifatmahmud99014 жыл бұрын
প্রজন্ম থেকে প্রজন্ম এসব গান থেকে যাবে। হীরা মুক্তার চেয়ে দামী এসব গান। ❤
@imranhossain-lr3go3 жыл бұрын
বাংলার রুপ এমনই যে এখানে বারী সিদ্দিক,লালন,আব্দুল করিমের মত গায়ক সৃষ্টি হয় আপনা আপনি।।এখনের গায়কদের আধুনিকতার আড়ালে হারিয়ে যাচ্চে আমাদের শিখরের টান মাটির গান।।আমাদের সাংস্কৃতিক পুনঃজাগরন প্রয়োজন।।বয়কট করা প্রয়োজন আযে বাজে শিল্পিদের গান।।
@mdshofiq73295 жыл бұрын
এই গানের জন্য জলের গান কে অনেক ধন্যবাদ বারী স্যার বাংলার ভালবাসা ধন্যবাদ রাহুল দাদা😍😍😍
@sujanmiah5625 жыл бұрын
সত্যি অসাধারন. ভাষা গুলো খুব সুস্পষ্ট , ও সুন্দর ভাবে সাজানো হয়েছে...
@Poran5 жыл бұрын
আহারে!!! কি অসাধারণ সৃষ্টি। স্যারের অসাধারণ গায়কী। রাহুল দা'র অসামান্য লেখা সুর। জলের গানের পাখীদের কিচিরমিচির সব মিলে অপূর্ব একটা গান। ভিডিওতে ঊর্মিলা শুক্লার রঙের জলের মিশে যাওয়া। শ্রোতা এবং দর্শক হিসেবেও পাগল করে দিলো আমাকে। ভালোবাসা এবং শ্রদ্ধা রইলো সকলের প্রতি। 🙏❤🎙🎵🎶🎼
@chaya74224 жыл бұрын
সেরা সেরা সেরা❤️❤️ভালো বাসি মানুষ টাকে ভালো থেকো ওপারে😢😢
@saifulislam32443 жыл бұрын
আহা!! বারি সিদ্দিকী। আপনি অতুলনীয় ❤️
@abirbd3695 жыл бұрын
কী মায়া জালে জড়ালে আমাদের বারী সিদ্দিকী ........ খুব মিস করি বারী সিদ্দিকীকে.......পরপারে ভাল থেকো গুরু
@mehrabthetubebuzz50022 жыл бұрын
নিখুঁত গান গুলোর মধ্যে অন্যতম একটি প্রিয় গান। মন খারাপের দিনে একমাত্র সঙ্গী❣️
এমন দরদ নিয়ে কজনই বা গাইতে পারে। ভালোবাসা নিবেন রাহুল দা❤️
@rony_dhar5 жыл бұрын
জলের গান এই জন্যই অতুলনীয় ❤
@sohelrana47472 жыл бұрын
সকল গানের প্রশংসা ভাষায় হয় না । শুধু হৃদয় নিংড়ানো অনুভূতি হৃদয় দিয়ে অনুভব করতে হয়। যা ভাষা দ্বারা প্রকাশ করা যায় না তা শুধু অন্তর দ্বারাই উপলব্ধি করা যায়। আর একটা কথা না বললেই নয়, উপযুক্ত গাছের বীজ একটা হলেই যথেষ্ট। কৃতজ্ঞ দাদা আপনার কাছে।
@mdjonymiah28794 жыл бұрын
তুলনা হয় না.. আপনাদের কি মায়া গানে... ভালো থাকেন স্যার ওপারে
@emotion6379 Жыл бұрын
best chilo
@tchat73504 жыл бұрын
আহা! যেন হৃৎপিন্ড গাইছে, মুখ বিস্ময়ে মূক যেন।
@MDsohel-qb9vz2 жыл бұрын
আহা কি সুর কী গান 😍😍
@towsifbhalochele48934 жыл бұрын
এতো দরদ , এতো আনুভুতি !
@AtoshCiku Жыл бұрын
🫣😶 চন্দনী 😅
@masumsaruar5 жыл бұрын
অনেকদিন পর গুরুর কন্ঠের নতুন গান,ভাল থাক অজানায়।
@rohinichakraborty26724 жыл бұрын
Rahul Sir lyrics ta darun ar guru ji ki gechen sotti amazing
@miamdniazmorshed27393 жыл бұрын
আশ্চর্য সুন্দর!
@meetadas23495 жыл бұрын
Amar all time favourite song, joti suni mon chai besi besi, r watercolour ta beauty add korey dilo gaan taar feel🙏
@MohammadMahadiHassain5 жыл бұрын
ভাইরে ভাই, একদম কলিজায় গিয়ে লাগে যে ❤️❤️❤️
@iAtikurRahman3 жыл бұрын
অপেক্ষা কেনো একদিন আপনি আসলে আমরা আরো অনেক ভালো গান শুনবো RIP sir ❤️
@rahatuddin63595 жыл бұрын
কী দরদ মিশিয়ে না গাইতেন!!আর,রাহুল দাদা তো আছেনই আরেক পাগল♥♥♥
@jahidbenu21575 жыл бұрын
এতো বার কোন গান আমি শুনি নাই যতো বার করে এই গান টা শুনলাম মনটা যেন ভরে না এতো আবেগ এতো ভাব এই গানে যে না শুনে নাই সে বুঝবে না এতো দরদ দিয়েই গান করা যায় আর মানুষ এর বুকের মধ্যে গিয়ে লাগে
@jaberchowdhury43873 жыл бұрын
অাহ অনেকদিন পর বারী সিদ্দিকীর গান শুনলাম, উনার কন্ঠে জাদু ছিল ।