মানিকগঞ্জ দরবার শরীফ বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হক দরবার শরীফ। লক্ষ কোটি জনতার আগমন এই দরবারে।এর মধ্যে অধিকাংশই দেশ বরেণ্য যোগ্য যোগ্য ওলামায়েদ্বীন বায়াত নিয়েছেন। আগামীতে পাঁচ কোটি মানুষের একত্রে বসবাস হবে এই দরবারে। সেই দৃশ্য দেখার তৌফিক আল্লাহ পাক যেন আমাকে সহ পৃথিবীর সকলকে দান করেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামীন যেন আমার মোর্শেদ কেবলার দীর্ঘ হায়াত বাড়িয়ে দেন। মোর্শেদ কেবলার নেক চেহারা মুবারক দেখে দেখে যেন আমাদের কলিজা ঠান্ডা করতে পারি। আমিন।