[১ ]বাবু সাহেবের সাথে আলোচনার শুরুতেই আপনি একদম আমার মনে মত একটা বিষয়ে টাচ করেছেন! ছোট্ট একটা জায়গায় (আমার ক্ষেত্রে ঢাকার কথা বলছি) প্রচণ্ড জনঘনত্বের মধ্যে আটকে থাকতে থাকতে একটা অসহনীয় দমবন্ধ ভাব আর ক্লস্ট্রোফোবিয়ার অনুভূতি সৃষ্টি হয় আমাদের মধ্যে যা বিশাল মানসিক চাপের সৃষ্টি করে। প্রায়ই এর হাত থেকে মুক্তি পেতে ছুটে বেরিয়ে পড়তে ইচ্ছা করে। অথচ আমাদের দেশে পর্যটন-বান্ধব পরিবেশ কিম্বা ফ্যাসিলিটিজ নাই তেমন। তারপরও অনেকে লোক এখন দেশের ভিতরেই বেড়াচ্ছে্ন যা এক জেনারেশন আগেও ছিল না। কিন্তু একটা বড় সমস্যা হল ছোটো আর জনবহুল দেশ হওয়ায় প্রচলিত/জনপ্রিয় কিছু ডেস্টিনেশনে কয়েকবার করে ঘুরে আসার পর যাওয়ার মত আর খুব বেশি জায়গা বা ডেস্টিনেশন পাওয়া যায় না। আমি সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কুয়াকাটা আর সুন্দরবনসহ কিছু জায়গায় পর এখন নতুন কিছু খুঁজে পাচ্ছি না নিজের মনোমত। হয়তো আছে আমি জানি না। তবু আমার মনে হয় এই সেক্টরে আরও ডেস্টিনেশন আবিষ্কার আর ডেভেলপ করার প্রয়োজন আছে। তাছাড়া ডেস্টিনেশনের পাশাপাশি সেখানে যাওয়ার নতুনতর ইন্টারেস্টিং রুট বা পন্থা আর নতুন-নতুন এক্টিভিটিজ যোগ করতে পারলেও ডেস্টিনেশনের অভাব তাতে হয়তো কিছুটা পূরণ হবে। এই ক্ষেত্রে যারা তরুন ও ফিট তাদের জন্য - আপনি যেমন বললেন - এ্যাডভেঞ্চার ট্যুরিজম টাইপের কিছু কিছু জিনিস হতে পারে। এজন্যে আরও উদ্ভাবনী আইডিয়া দরকার। জানি না সেরকম আইডিয়াবাজ বা স্বপ্নবাজ উদ্যোক্তা আছেন কিনা। এই জায়গায় আপনি হয়তো একটা ভূমিকা পালন করতে পারেন আপনার চ্যানেল আর সাংবাদিক হিসেবে সম্ভাব্য সংশ্লিষ্ট মহলগুলিতে আপনার এ্যাক্সেসকে কাজে লাগিয়ে তাদের উদবুদ্ধ করার মাধ্যমে। সে যাইহোক, আপনার আজকের ভিডিও দেখে আমার মাথায় একটা অতি-অতি-উদ্ভট আর অবাস্তব আইডিয়া এসেছে। বাসে-ট্রেনে-লঞ্চে কিম্বা প্লেনে অনেকেই কক্সবাজার, সেন্ট মার্টিন্স, কুয়াকাটা, সুন্দরবন থেকে পঞ্চগড় ইত্যাদি সহ দেশের অনেক জায়গাতেই যান। লঞ্চে চাঁদপুর-বরিশাল ইত্যাদিতে যাওয়া যায়। অর্থাৎ ল্যান্ড এরিয়া মোটামুটি কাভারড। আপনার মতো অনেক কষ্ট করে মেঘনার মোহনায় বা কুক্রিমুক্রিতে কেউ-কেউ যেতে পারবেন। কিন্তু কয়জন - বিশেষ করে এইভাবে? এইখানে আশেপাশের দ্বীপগুলিতে যাতায়ত আর থাকার ব্যবস্থা কি আরও সহজতর আর নিরাপদ হতে পারে না? নিয়মিত কমার্শিয়াল সার্ভিস যদি ভায়াবল না হয়, তাহলে প্যাকেজ বা গ্রুপ ট্যুর অপারেটররা কি পারে না শুধু এ্যাডভেঞ্চার-পিপাসু তরুন না, পারিবারিক বা নন-এ্যাডভেঞ্চারিস্ট ট্যুরিস্টদের জন্যও কোনো অপেক্ষাকৃত স্বচ্ছন্দ নিয়মিত ব্যবস্থা ও আয়োজন করতে? সুন্দরবনের মত জলযান সহ, কিন্তু সেটা সেন্ট মার্টিন্সের মতো সিজনাল হলেও চলে। এই সেন্ট মার্টিন্সেও এক সময় কিছুই ছিল না। খুব বেশিদিন আগে না যখন এখানে বলতে গেলে কিছুই ছিল না। যেতে হত ট্রলারে করে ভীতিকর অবস্থার মধ্য দিয়ে - অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে। শুধু বেড়াতে বা অস্থানীয় লোক বোধহয় খুবই কম যেত। এখন বোধহয় প্রতিদিনই হাজার-হাজার লোক যায়। ৬-৭টা জাহাজ (লঞ্চ ও ক্যাটামারান) চলে টেকনাফ থেকে সেন্ট মার্টিন্স পর্যন্ত শুধুই টুরিস্টদের জন্য। অনেক সুবিধা, অনেক ফ্যাসিলিটিজ। শেষ গেছি ২০১৬-তে। কিন্তু এখন লোকের ভার মনে হয় আর নিতে পারছে না। মেঘনার মোহনায় সাগরের কাছাকাছি দ্বীপগুলিতে ইকো-বান্ধব এরকম কিছু নতুন ডেস্টিনেশন হতে পারে না???
@Sadiq6615 жыл бұрын
[২] আরেকটা আরও উদ্ভট আইডিয়া মাথায় আসল। এটা আমার একটা একদম আজগুবি স্বপ্নের ট্রিপ। স্বপ্ন দেখতে তো কোনো দোষ নাই, কি বলেন? আচ্ছা, শুধু নদীর মোহনার চর/দ্বীপগুলি পর্যন্ত কেন? আরেকটু বাইরে যাওয়া যায় না? পুরাই বঙ্গোপসাগরে ক্রুজ?? এটা কিন্তু একেবারেই নতুন, দারুন আর অভিনব হবে!!! এমন দু'টি পরিকল্পনার কথা একসময় শুনেছিলাম বোধহয়, কিন্তু সেগুলির শেষ পর্যন্ত কি হয়েছে জানি না। এর মধ্যে একটা কোম্পানি চেয়েছিল কক্সবাজার-সেন্ট মার্টিন্সের মধ্যে টুরিস্ট ক্যাটামারান লঞ্চ চালাতে যা সি-ওয়ার্দি হবে। এটা এখন চলে কিনা জানি না। এই কোম্পানির একটা ভবিষ্যত পরিকল্পনা পড়েছিলাম ওদেরই কোনো ব্রোশিওর বা ওয়েবসাইটে মনে হয় - যেখানে বলেছে ওরা প্রথমে টেকনাফ থেকে কক্সবাজারের মধ্যে সাগরপথে চালালেও পরে খুলনা পর্যন্ত রুট প্রসারিত করতে চায় সাগরের উপর দিয়ে। মনে হয় প্ল্যানটা বাস্তবায়ন করতে পারেনি। আমার মনে হয় এটা হলে দারুন হত। আমার স্বপ্নের ট্রিপে একই রকম জিনিস অনেকটা "আইল্যান্ড হপিং"-এর মত করে হতে পারে। দ্বীপ ধরে ধরে যাব। ধরুন, আমরা কুক্রিমুক্রিতে একটা তুলনামূলক ছোট কিন্তু ডাবল-হাল (hull) বিশিষ্ট ক্যাটামারান বোট বা লঞ্চে করে গেলাম। জোরালো ঢেউয়ের মুখেও ক্যাটামারান সাধারণ লঞ্চ থেকে অনেক স্টেবল, নিরাপদ এবং তুলমূলক ভাবে আরামপ্রদ হয়। এখানে ঘুরে-টুরে এখান থেকে আরও দক্ষিণে (এবার গুগল ম্যাপ খুলে দেখুন) গিয়ে "সোনার চর"-কে হাতের ডানে রেখে পশ্চিম দিকে ঘুরে বঙ্গোপসাগরের উপর দিয়েই সোজা সুন্দরবনের দিকে রওনা দিলেন! হা হা.. কি বলেন, কেমন হবে ব্যাপারটা?? আমি জানি নদীর লঞ্চ সাগরে চলতে পারে না। কিন্তু সী-ওয়ার্দি ক্যাটামারান আছে এবং সেগুলি এদেশেই চলে। এর একটা ছোট্ট নমুনা হতে পারে টেকনাফ-সেন্ট মার্টিন্সের মধ্যে চলমান "বে ক্রুজ" কোম্পানির ক্যাটামারান। এমনই একটা ক্যাটামারানে আমি বিশেষ ব্যবস্থায় নারায়নগঞ্জ থেকে টেকনাফ গিয়েছিলাম বঙ্গোপ্সাগরের উপর দিয়ে। তীব্র ঝড়-বৃষ্টি আর উত্তাল সাগরের মধ্যে দিয়ে গিয়েও বহাল তবিয়তে পৌছেছি। এমনিতে নদীর লঞ্চ সাগরে চলতে না পারলেও বা ইনল্যান্ড ওয়াটারের ভেসেল সাগরে যাওয়ার অনুমতি না থাকলেও এই ক্যাটামারানগুলি "কোস্টিং" অর্থাৎ তীরের সাথে নৈকট্য বজায় রেখে সাগরের উপর দিয়ে দিব্যি চলতে পারে। ঝড়-বৃষ্টির সিজন না হলে এটা যথেষ্টই কম্ফোর্টেবল। শুনেছিলাম সরকারি মহলেও এরকম নৌযানকে কোস্টিং করার অনুমতি দেয়ার একটা পরিকল্পনা ছিল। এখন কি অবস্থা জানি না।।.... তো "সোনার চর"-এ পাব ফ্যান্টাস্টিক সী-বিচ। এরপর এটাকে ঘুরে সাগরের উপর দিয়ে পশ্চিমে রওনা দিলে পাবো তেতুলিয়া নদীর মোহনার বাইরে "চর হরে (নাকি হেয়ার?)"। এখানে নাকি আবার হোটেল / টুরিস্ট রিসর্টও আছে!!! হা হা হা...তো সেটা সত্যি হলে এখানে বিশ্রাম নিতে পারবো। এরপর পথে পড়বে চর তুফানিয়া, লাল-কাকড়ার দ্বী্প আর কুয়াকাটা সমুদ্র সৈকত। কুয়াকাটায় সীফুড দিয়ে খাওয়া-দাওয়া। বিকেল হয়ে গেলে রাতে এখানেই থাকব। ভোরে আরও পশ্চিমে এগোলে আসবে ডিমের চর, পক্ষীর চর, দুবলার চর। এগুলিতে হয়তো নেমে-নেমে যতটা সম্ভব এক্সপ্লোর করা যেতে পারে। দারুন হবে ব্যাপারটা। এসবে দারুন নৈসর্গিক পরিবেশ পাওয়া যাবে - যা এখনো হয়তো অকলুষিত । দুবলার চর যে নদীর (পশুর?) মোহনার বাইরে তার উলটা পাশে আছে সুন্দরবনের হিরন পয়েন্ট। এর পর পড়বে কুঙ্গা নদী যার মোহনার বাইরে নতুন জেগে ওঠা "বঙ্গবন্ধু দ্বীপ"। তারপর আরও পশ্চিমে মালঞ্চ নদীর মোহনায় "পুটনি দ্বীপ", এরও পরে (পশ্চিমে) রায়মঙ্গল নদীর মোহনা। এটা দিয়ে সুন্দরবনে পুরাপুরি ঢোকা যেতে পারে। ঢুকলেই "সুন্দরবন পশ্চিম বন্যপ্রাণী অভয়ারণ্য" পড়বে যা একটা ইউনেস্কো হেরিটেজ সাইট। এখান থেকে উলটোপথে না গিয়ে কিভাবে বেরুবো বা এগুবো শুধু গুগল ম্যাপ দেখে বুঝতে পারছি না। তবে সুন্দরবনের জলপথে ঘুরাঘুরি করে মংলা পোর্ট পৌছুতে হবে এটাই ঘটনা। তারপর ঢাকা। হোম সুইট হোম!!! আমার স্বপ্নের যাত্রা এখানেই শেষ। এবার ঘুম ভেঙে উঠে নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করে একটা বিশাল দীর্ঘশ্বাস ফেলব আর সখেদে ভাববো - ইশ্, স্বপ্ন যদি সত্য হতো!!! হা হা হা...
@Sadiq6615 жыл бұрын
[৩] এবার আমার উপরে ২য় কমেন্টের আজগুবি স্বপ্নটাই রিমেক করে আরেকটু আজগুবি কিন্তু এ্যাডভেঞ্চারাস বানাই। ধরুন, ঢাকা থেকে কুক্রিমুক্রি হয়ে সাগরপথে সুন্দরবন না গিয়ে, যাত্রাটা শুরু করলাম সেন্ট মার্টিন্স থেকে, কি বলেন? হা হা... তারপর কক্সবাজার, মহেশখালি, হাঁসের চর, কুতুবদিয়া, পতেঙ্গা, সন্দ্বীপ, হাতিয়া, নিঝুম দ্বীপ, মনপুরা, ইত্যাদি হয়ে তারপর কুক্রিমুক্রি এবং সেখান থেকে আগের মত সুন্দরবন! দুর্দান্ত একটা সী-ক্রুজ হবে। সীক্রুজ জিনিসটাই আলাদা, নদীপথে যাত্রা থেকে এক্কেবারে ভিন্নরকম। জীবনে কোনোদিনও হবে না জানি, তাই আপনার ব্লগের পাতাতেই আমার স্বপ্নের এপিক এ্যাডভেঞ্চার করে ফেললাম!!! কিছু মনে করবেন না প্লিজ! হা হা হা....
@lalmamud64175 жыл бұрын
আপনার লেখা পড়তে আমার বারোটা বেজে গেলো, তার পরো, শেষ করতে পারলাম না।
@Sadiq6615 жыл бұрын
@@lalmamud6417 আমার ডাইনোসর মন্তব্য পড়ার জন্য ধন্যবাদ। শেষ করতে না পারার জন্য ধন্যবাদ। প্রতিমন্তব্য করার জন্যও ধন্যবাদ। একসাথে ট্রিপল ধন্যবাদ!!! হা হা হা......:))
@sunbeam75705 жыл бұрын
ভাই, আপনার আইডিয়াটা সুন্দর লাগতেছিল তাই পড়েও ফেললাম।
@mdmeherab79464 жыл бұрын
ভাই আমি ভোলা চরফ্যাশনের ছেলে। অনুষ্ঠানটা অনেক সুন্দর লেগেছে। ভাই আমাদের এই সুন্দর দৃশ্য ভিডিও ধারণ করে। বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্র আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে দেখানোর জন্য আমি এবং ভোলা চরফ্যাশন কুকরি মুকরি স্থানের সর্বস্তরের জনগণ কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। শুভকামনা রইল।
@jahanarajanu99225 жыл бұрын
খুব ভালো লাগলো এই পর্বটাও । প্রকৃতি দেখতে খুব ভালো লাগে ।
@forevergreenbangladesh22383 жыл бұрын
আপনার প্রত্যেকটা ভিডিও দেখি খুব ভালো লাগে শেষ পর্যন্ত আমাদের এলাকায় এসে এই ভিডিওটা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের চরফ্যাশনশন এ আসার জন্য
@shirinaktar53482 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ মনজুরুল করিম ভাই আপনাকে 👍🇧🇩
@sk2ak-o5g Жыл бұрын
ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভোলা যাওয়ার জন্য কুকরি-মুকরি
@oliahammad61835 жыл бұрын
বাংলাদেশকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য #Move With Munzurul Karim চ্যানেল এর প্রতি শুভ কামনা রইলো।
@nilemanilema16054 жыл бұрын
সত্যি অনেক সুন্দর আমাদের বাংলাদেশ।
@saiful51784 жыл бұрын
সোনার বাংলাদেশ স্বপ্নের সমান বড় আমার দেশ সত্যিই অসাধারণ একটা সুন্দর পরিবেশ দেখে মনটা জুরিয়ে গেলো সব শেষে মনজুর করিম ভাইকে ধন্যবাদ
@lalmamud64175 жыл бұрын
আমার দেখা আপনার ভিডিও, আফ্রিকার ভিডিও গুলো সবথেকে ভালো ছিল। কারনাটা আমরা আফ্রিকার সেরকম কিছু জানিনা, সুধু মাএ লেখা পড়া করে জেটুকু জেনেছি। আর বাংলা ভার্সন আফ্রিকার কোনো ভিডিও নাই, সে কারনে আপনারটা বেস্ট,।
@redwannasif11914 жыл бұрын
স্যার এটা আমাদের পাসের এলাকা ধন্যবাদ স্যার এখানে আসার জন্য 😍
@kb-video4 жыл бұрын
ভাই আমার বাড়ি ভোলায় আমি সময় পেলেই চলে যাই প্রকৃতির সাথে নিজেকে উপভোগ করার জন্য। আমি এখানে সর্ব প্রথম ২০০৯ গিয়েছি এ নিয়ে ৭ বার গিয়েছি। ধন্যবাদ আপনাকে আপনি এতো সুন্দর প্রতিবেদন করার জন্য 💖
@mmhasanmadraji3282 жыл бұрын
প্রিয় মুনজুরুল করিম ভাই ❤️
@yeasinhossain92815 жыл бұрын
ভাই এই জায়গায় গিয়েছিলাম অনেক সুন্দর এবং ঐ এলাকার মানুষগুলোও আরো ভালো ❤
@shalikmahmudmahmud9783 жыл бұрын
ধন্যবাদ চরফ্যাশন এর মানুষের প্রসংশা করায়
@aryanhosen73525 жыл бұрын
অসাধরন, প্রকৃতি অনেক সুন্দর ভালো লেগেছে।
@yeasin19905 жыл бұрын
দেখা শুরু করলাম বস
@cznchowdhury69044 жыл бұрын
চর কুকরি- মুকরি, As An Anthropologist, আমার জীবনের প্রথম রিসার্চ ফিল্ড ছিল... One of the Most Beautiful places in Bangladesh...😍😍
@mdsumon43234 жыл бұрын
অনুষ্ঠানটি খুব সুন্দর লাগছে ভাই
@mdRony-su8xy5 жыл бұрын
দেখতে শুরু করলাম ❤️ ভালোবাসা অবিরাম
@TaimurHassanShuvo5 жыл бұрын
বরাবরে মতোই ভালো লাগলো ভাইয়া ... শূভকামনা থাকলো।
@fastupdet52105 жыл бұрын
ভাই আপনার প্রত্যেক্টা অনুসঠান খুব সুন্দর ভাবে উপভোগ করি,,অসাধারণ
@MunzurulKarimTV5 жыл бұрын
অনেক ধন্যবাদ ভাই
@travelthirstyarif95625 жыл бұрын
দেখতেছি ফ্রান্সের বেলফোর্ট থেকে
@md.jakirhosenhosen68003 жыл бұрын
অসাধারণ দ্বীপ জেলা ভোলা
@mrj96715 жыл бұрын
বঙ্গোপসাগরের কোল ঘেষে মেঘনা ও তেঁতুলিয়া নদীর তীরে অবস্থিত " চর কুকরি মুকরি"
@NearbySoyaib3 жыл бұрын
Welcome to our Bhola.
@MizanurRahmanOfficial5 жыл бұрын
আমার হোম ডিসটিক। অসাধারণ সুন্দর 🎉
@trainntours5 жыл бұрын
বরাবরের মতোই আমার যেকোনো ট্রাভেল বা ভ্রমন বিষয়ক ভিডিও,ব্লগ আমার খুব পছন্দ।অবসর সময় সেগুলা দেখেই কাটাই।আর সেটা যদি হয় মনজুরুল ভাইয়ের সাথে তাহলে ভালোলাগা কয়েকগুন বেড়ে যায়।ভালোবাসা রইলো ভাইয়া, দাম্মাম,সৌদিআরব।
@MunzurulKarimTV5 жыл бұрын
দোয়া করবেন ভাই
@hasanhasan-vk5yw4 жыл бұрын
প্রিয় ভাই আমি আপনার অনেক বড় ভক্ত দীর্ঘ পাঁচ বছর ধরে তালাশ দেখছি আমার গ্রামের বাড়ি মাদ্রাজ ইউনিয়ন চরফ্যাশন ভোলা
@mdal-amin94093 жыл бұрын
অনেক সুন্দর উপস্থাপনা,, 💞
@mdrafe59985 жыл бұрын
খুব ভালো লাগলো ভাইয়া....... ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার সহযোগী ও তালাশ টিমের সকল সদস্যকে
@খোরশেদআরমানখোরশেদআরমান5 жыл бұрын
করিম ভাই দুবাই থেকে সব সময়
@khandakeralaminely42193 жыл бұрын
ভোলার অনেক চরেই ঘুরেছি,এমন মজা অন্য কোথাও পাইনি।,, ### প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মিস্টার ভোলা ###
@debashistime88905 жыл бұрын
ভাইযান অপেক্ষায় ছিলাম
@javedmia98183 жыл бұрын
অসাধারণ।
@mrmurad22765 жыл бұрын
ভাই নোয়াখালী নিঝুম দ্বীপ আসেন
@MunzurulKarimTV5 жыл бұрын
আসবো বেঁচে থাকলে
@shiuliakter34695 жыл бұрын
অনেক সুন্দর
@mdrashedlbd67515 жыл бұрын
জায়গাটা সত্যিই অসাধারণ।। ধন্যবাদ ভিডিওর মাধ্যমে আমাদের কে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।।।
@Sazzadhossainwithwife3 жыл бұрын
অনেক ভালো লাগল।
@msmilon43993 жыл бұрын
I love bhola
@travelthirstyarif95625 жыл бұрын
অসাধারণ
@bluehaven82595 жыл бұрын
এই পথ চলা যদি শেষ না হয় keep it up 👍 brother . বাংলাদেশ খুব ছোট দেশ অথচো দুচোখ মেলিয়া দেখা হয় নাই আমার দেশ ।
@paglamia2 жыл бұрын
can i go to nijhim dwip from chor kukrimukri?
@hadiuzzamantareq93575 жыл бұрын
যাবো একদিন ইনশাআল্লাহ 🙂
@tamimhasanrisat8745 жыл бұрын
মেঘনা ও তেতুলিয়া..💝
@yasinarafat4055 жыл бұрын
ভাইয়া নিঝুম দ্বীপ নিয়া একটি ভিডিও করবেন।
@ArifulIslam-xx2gb5 жыл бұрын
আপনার ভিডিও গুলোর ভিউ আরও অনেক অনেক বেশী হওয়া উচিত।
@supnohinshafik34095 жыл бұрын
ঠিক বলেছেন
@hasanmahmud20364 жыл бұрын
ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের ভোলা- চরফ্যাশনের অহংকার।এই চর কুকরিমুকরি।
@MunzurulKarimTV4 жыл бұрын
ভোলার মানুষের কাছে যদি এর ভিডিও পৌঁছাতো তাহলে নিজেকে স্বার্থক মনে করতাম
@hasanmahmud20364 жыл бұрын
@@MunzurulKarimTV আপনি সার্থক ভাই। আমি ভোলা বাশি। আপনার বিভিন্ন দেশের এপিসোড গুলো অনেক ভালো লাগছে। তারচেয়েও বড় সত্য হলো বার্সেলোনার নূ ক্যাম্পের টা। ভাই ভালো থাকবেন।
@Maraksap5 жыл бұрын
আমাদের এলাকা,,,,,এটা আসলেই খুব সুন্দর যায়গা প্রকৃতির সমারোহ 😍
@hossainrobin4 жыл бұрын
বাংলাদেশ আসলেই অনেক সুন্দর।
@ahamedrazib67155 жыл бұрын
অনেক ভালো অনুষ্ঠান, ভালো লাগছে দেখতে,পাশে আছি ভাইয়া
@চলোবাংলাদেশ-ফ৪খ5 жыл бұрын
Thank u bhola ka present korer jonno
@subratabarua43785 жыл бұрын
মেঘনা ও তেতুলিয়া নদী 😍
@K.hafiz69925 жыл бұрын
অনেক ভালো লাগে
@hossanshahin5993 жыл бұрын
অনেক ভালো লাগলো ........তবে দুখের বিষয় হলো আমার বাষাও চরফ্যাশন কিন্তু আমি থাকি সৌদি আরব তবে বারিতে থাকলে আপনাদের সাথে দেখা করতাম + আপনাদের ভ্রমনটা আরো ম্যামরিবল করতে পারতাম ... মনজুরুল ভাই দোয়া রহিলো আপনার জন্য ????
@MunzurulKarimTV3 жыл бұрын
অনেক ধন্যবাদ ভাই। শেয়ার করে আরো মানুষকে এই গৌরবের অংশীদার করুন
@mdalamin-js8iq5 жыл бұрын
আপনার এসব দৃশ্য দেখলে আমার মনে হই আমি উড়াল দিয়ে চলে যাই
প্রিয় সাংবাদিক মন্জুরুল করিম ভাই আমি একটা দূর্নীতি অনিয়ম বিরুদ্ধে অভিযোগ দিতে চাই কিন্তু কিভাবে তা জানাবো তা পারিনা ভাইয়া আপনার সাহায্য পেলে আমি একটা দূর্নীতি অনিয়ম সন্ধান দিতে পারবো
@ahmedriadh46515 жыл бұрын
মেঘনা ও তেঁতুলিয়া নদী।
@Ahmadsayeed4664 жыл бұрын
something new,something different -thanks a lot,Monju vaia
@Mdsabbir-kj6fp5 жыл бұрын
পায়রা নদী. মেঘনা নদী. তেতুলিয়া নদী
@masaifullah97755 жыл бұрын
নদির নাম মেঘনা, তেতুলিয়া
@abdulhasib23015 жыл бұрын
মেঘনা ও তেঁতুলিয়া নদী।।।
@HabiburRahman-cn8lw5 жыл бұрын
Good luck Sathei achi
@hyderali56304 жыл бұрын
ভাই নিঝুম দ্বীপ নিয়ে কিছু দেখাবেন কি
@MunzurulKarimTV4 жыл бұрын
এরপর গেলে দেখাবো ভাই
@dreamgallery314 жыл бұрын
ডালচর যেতে পারেন।
@moriumhossain36785 жыл бұрын
আজকের টা দারুন ছিল
@xyz17445 жыл бұрын
Bhairab Bazar Ashar dawaat roilo vaiya
@dreamgallery314 жыл бұрын
ভাই আমার বাড়ী চরফ্যাশন আপনি এত দূরে গিয়ে আমাদের এলাকা দেখানোর জন্য ধন্যবাদ।
@bijoyahmed93025 жыл бұрын
ভাই অসাধারণ দেখা শুরু করলাম
@mdal-amin94093 жыл бұрын
তালাশ টিম শেষে এখনো আপনার সাথে আছি,, 💞
@hanifsumon6105 жыл бұрын
মেঘনা ও তেতুলিয়া নদী!
@md.akibakon22803 жыл бұрын
Sir sonar char giye ekta porbo koren. Ami garanty dite pari dorsok+apner nijer mon vore jabe..
@mdjibon57934 жыл бұрын
অসাধারণ দোয়া করি এগিয়ে যান
@deepakbarman31753 жыл бұрын
Fantastic
@মোঃরায়হানগোলদার4 жыл бұрын
অভিনন্দন ভাইয়া
@smmithuahmed28205 жыл бұрын
দেখছি, আশে পাশে
@jahangiralamsagor37955 жыл бұрын
Super
@Zahidjessore0074 жыл бұрын
vai apni koi selan ato din? Khub miss korase.
@md.babluhossain24353 жыл бұрын
I ❤️❤️❤️❤️❤️❤️ bhola💋💋💋💋💋💋💋
@beautifulmomentwithforkane72165 жыл бұрын
move with munzurul ksrim t-shirt কোথায় কিনতে পাওয়া যাবে?
@mdmarufhosain12275 жыл бұрын
চর কুকরি মুকরির আশেপাশে "মেঘনা" ও "তেঁতুলিয়া" নদী আছে।