পরম শ্রদ্ধেয় এবং স্বর্ণযুগশ্রেষ্ঠ শ্রী হেমন্ত মুখোপাধ্যায়ের 'সুরারোপিত সঙ্গীত' শীর্ষক বিষয়টিকে কখনোই একটিমাত্র অনুষ্ঠানে বাঁধা সম্ভব নয়। এ যেন অগাধ সমুদ্র হ'তে সামান্য পরিমাণ জল। এই বিষয়ে এই মহান শিল্পীর কর্ম্ম মাত্রাতিরিক্ত বহুব্যাপী।।
উনি আমাদের হৃদয়ে এমন জায়গায় আছেন সেটা বলার অপেক্ষা থাকে না, চিরন্তন চিরসবুজ চিরকালের।
@m.a.quashem19895 жыл бұрын
Hemanta Mukhopaddhyay ekjon e hoy aar taar onoboddo sristi niye ei album khani o ononno.Dhannobad Sa Re Ga Ma Bengali ke.
@sayanbhattacharya43725 жыл бұрын
ভাবা যায় 'শিং নেই তবু নাম তার সিংহ' আর শ্রী হেমন্ত কুমার মুখোপাধ্যায়ের সাদৃশ্য! অবিস্মরণীয়!
@amitabhachanda49152 жыл бұрын
শিং নেই তবু... এই গানটির সুর বোধ হয় বেশিটাই কিশোর কুমারের।
@শোনোবন্ধুশোনো Жыл бұрын
@@amitabhachanda4915 Aapnaake ei faaltu kathaa ke bolechhen? Kishore Kumar?
@amitabhachanda4915 Жыл бұрын
@@শোনোবন্ধুশোনো আপনার ভাষা ভারী সুন্দর। Kaye-র ১৯১৯-এ একটি গান ছিলো "Oh by jingo".... এখন আপনি youtube-এ গিয়ে শুনতে পারেন। এই গানটি নেবার জন্য কিশোর কুমার হেমন্তবাবুকে অনুরোধ করেন। হেমন্তবাবু প্রথমে না মানলেও পরে রাজী হন। কিশোর কুমার বাকীটা modify করে নেন।
@sudipchatterjee24472 жыл бұрын
Saregama bengali কে অশেষ ধন্যবাদ জানাই এরকম সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেয়ার জন্য। কিন্ত একটা কথা বলতেই হচ্ছে যে এই মেঘলা দিনে একলা গান টি শেষ পর্যন্ত ছবির মায়া মৃগের নয়।
@soumitramondal53785 жыл бұрын
Thanks for Carvaan Classic. Eto sundor sundor gaan amader ke paribeson korar jonno . Old is gold.
@rajkumarroy56055 жыл бұрын
নাম হেমন্ত যাঁর গান শুনতে টিকিট না পেয়ে H.S.অঙ্কের পরিক্ষার আগের দিন উত্তরপাড়া স্টেসনের প্লাটফর্মে বসে শুনেছি। সেটা 1966 র মে মাস। বসন্ত যাঁর কন্ঠে আজও ভাসিয়ে নিচ্ছে।
@surjendrabandyopadhyay90405 жыл бұрын
Asadharan,apurbo collection. Ek ekta swapner gaan sob ek jaygate ekta album e. Ekhon r eisob gaan srishti hoyna,etai akkheper. Thanks for uploading
@bharathalder67795 жыл бұрын
আমার মনে হয় ওনি সংগীতের শ্রেষ্ঠ যার বিকল্প নেই প্রনাম জানাই শিল্পী কে /
@arunabhabandyopadhyay32784 жыл бұрын
Eldon Eldon thik.
@arunabhabandyopadhyay32784 жыл бұрын
Spelling mistakes .
@arunabhabandyopadhyay32784 жыл бұрын
Eldon thik.
@biswanathghosh42594 жыл бұрын
Thanks for Caravaan Classics eto sundar gaan amader paribesan karer jonye.❤️👍🙏
@mitalighosh98203 жыл бұрын
Ato din pore ki r bolbo aporbo sundor
@arunabhabandyopadhyay32784 жыл бұрын
My most favourite singer, a legend, enchanting voice and the best Bengali singer both in Bengali and hindi. An excellent music composer and a philanthropist too.
@alokeprakashdey76802 жыл бұрын
Uuuuuuik looking
@tanvirreza21463 жыл бұрын
বাংলার গানে যার নামেই বসন্ত তিনিই গায়ক সুরকার হেমন্ত🥰 -নচিকেতা
@shantanudutta11162 жыл бұрын
pLপিপলlলাL aLপ্পিPকিQ
@samiranpaikara26032 жыл бұрын
@@shantanudutta1116 oo
@MizanurRahman-pr4qd2 ай бұрын
খুব ছোট বেলায় এই গান গুলো শুনতাম,আজকে আবার সেই ছোট বেলায় ফিরে গেলাম।
@pakhi12315 жыл бұрын
Hemant Kumar is unique and genius. Ki bhalo gola! Magical voice.
@Soma-wu2fk Жыл бұрын
Bah!!! Introduction( Hemanta) darun....👍👌
@sayanbhattacharya43725 жыл бұрын
দুটি তথ্য ভুল শোনানো হ'ল। 'এই মেঘলা দিনে একলা' গানের ছবি 'শেষ পর্যন্ত'; 'মায়ামৃগ' নয়। আর, 'লুকোচুরি' ছবির সময়ে তিনি সুরকার হিসাবে বহু বছর উচ্চমার্গে লব্ধপ্রতিষ্ঠিত; তাই 'সুরকার হিসাবে সদ্য চিনছে'----- এরূপ কথা একেবারেই যুক্তিযুক্ত নয়। এই মহান শিল্পী সর্ব্বপ্রথম সুরসংযোগ করেন বাংলা আধুনিক সঙ্গীত 'কথা ক'য়ো না কো শুধু শোন'-তে ১৯৪৩ খ্রীষ্টাব্দে। এই সঙ্গীত প্রবল জনপ্রিয় হয়। প্রথম বাংলা চলচ্চিত্রে সুরসৃষ্টি করেন 'অভিযাত্রী'-তে ১৯৪৪ কিম্বা ১৯৪৫ খ্রীষ্টাব্দে; যা মুক্তিলাভ করে স্বাধীনতার বছরে। এই ছবির কাজ তো জনপ্রিয়তা লাভ করেই; তবে তার থেকেও বহু জনপ্রিয়তা লাভ করে 'প্রিয়তমা' (১৯৪৭) ছায়াছবির একটি সঙ্গীত----- 'স্মরণের এই বালুকাবেলায় চরণচিহ্ন আঁকি'। 'বিয়াল্লিশ' (১৯৫২) ছবির কাজ থেকেই তিনি তাঁর পূর্ব্বের সুরকাররূপ জনপ্রিয়তাকে চূড়ান্ত অতিক্রম করেন। অতঃপর 'नागिन' (১৯৫৪) ছবির কাজের পর তা অধিক মাত্রাতিরিক্ত হয়ে গগনস্পর্শী হয়। অতঃপর আবার বাংলা ছায়াছবি 'শাপমোচন' (১৯৫৫)-এর কাজ তো ছিলই।।
@chitrachatterjee71944 жыл бұрын
Kubvalo
@amitabhachanda49152 жыл бұрын
ঠিক বলেছেন। এই Carvaan Classics বা Radio mirchi weekend classics এ সব তথ্য ঠিক দেয় না।
Hemant kumar was versatile talented who could sing beautifully and also compose melodious songs.There was no one like him in indian film industry.
@dilipkumargupta.33743 жыл бұрын
🥀 👍 অপূর্ব ! এই সব গান কোন দিনও পুরনো হবে না মন ছুঁয়ে যায়। 🥀👌
@mihirchowdhury24262 жыл бұрын
The Hemant Mukherjee, Kishore Kumar and Lata Mangeshkar are bright because of their voice. Hemant Mukherjee was not only a singer but was a great music Director. His voice was golden
@asokechakraborty3090 Жыл бұрын
যদিও ভুল তথ্য মোটেই কাম্য নয়, কিন্তু গ্রন্থণাটি খুবই সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ।
@supriyagoldar2113 жыл бұрын
“আমরা গান গাই, আর হেমন্তবাবু শুধু শব্দ উচ্চারণ করেন, আর সেটাই গান হয়ে যায়”- মান্না দে
@khokonmukherjee55132 жыл бұрын
এই মেঘলা দিনে একলা শেষ পর্যন্ত ছবির গান। সুরকার হেমন্ত মুখোপাধ্যায় গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার
@bidyutguha88663 жыл бұрын
Excellent. Thanks to saregama.
@sajjadmolla94365 жыл бұрын
খুব সুন্দর।।। খুব ভালো লাগলো।।অনেক ধন্যবাদ আপনাকে।।
@tanimasen24975 жыл бұрын
এমন মন ভরানো গান, যতোই শুনিনা কেনো, আশ মেটেনা
@sajjadmolla94365 жыл бұрын
@@tanimasen2497 আপনি একেবারে মনের কথা বলেছেন
@fariduddinmahamood97612 жыл бұрын
Most favorite and dulcet song, musi composed and sung by respectful Legendary Hemonta Mukherjee Sir.
@sagnikbhattacharya76175 жыл бұрын
The legend Hemanta Mukhopadhyay will always remain in our hearts
@joydeepmitra1005 жыл бұрын
Amar
@radhagobindasaha69062 жыл бұрын
অসাধারণ সৃষ্টি । শ্রদ্ধাঞ্জলি দিলাম।
@utpalchowdhury24965 жыл бұрын
He was as great a composer as a singer
@anupacharya87312 жыл бұрын
Excellent selection ❤️ Thanks for uploading 🎉💓
@santanumukherjee1842 жыл бұрын
We are proud of you pranam he gurujii
@sisirjana8183 жыл бұрын
Asadharan collection
@baisakhidatta90394 жыл бұрын
অসাধারণ সব সুর আর কন্ঠ
@santwanasarkar96802 жыл бұрын
এ যেন এক অনন্য অনুভূতি।গানের কথা, সুর,গায়কী আমদের অনন্তলোকে নিয়ে যায়।আমরা হেমন্ত বুদ হয়ে থাকি।
@raghunathganguly82735 күн бұрын
Thank you Saregama Bengali
@ViralMojarTV5 жыл бұрын
পুরনো দিনের গান শুনতে কার কার ভালো লাগে
@a.d.m.niamatalikhan25405 жыл бұрын
amar
@abanerjee66363 жыл бұрын
Amar
@camillusgomes46073 жыл бұрын
আমি ছিলাম আছি এবং থাকবো।
@sayandas35233 жыл бұрын
অনবদ্য সুর আরোপ করেছেন গানগুলোতে
@radhagobindasaha69062 жыл бұрын
অপূর্ব। প্রণাম।
@বক্রবদনদাস3 жыл бұрын
সুরসৃষ্টি না গায়কী কোন সত্ত্বা কাকে ছাপিয়ে গেছে, এই বিতর্কের দরকার নেই। শুধু এই টুকুই জানি আমরা মুগ্ধ, আমরা ভাগ্যবান।
@udaynarayanmandal23222 жыл бұрын
অবশ্যই 👌👌
@DasuGopalNaskar8 ай бұрын
In a nutshell song of Hemanta is excellent
@surajitsardar5925 Жыл бұрын
অসাধারণ 🥺❤️
@fariduddinmahamood97612 жыл бұрын
So tuneful song , Music by Hemonta Mukherjee Sir , Sung by Kishore Kumarjee.
@abhiseksarkar75165 жыл бұрын
i love you hamanta babu
@sipradey3189 ай бұрын
Lots of these songs have been cut from the original films to the HD films, which we miss the enjoyment of those films. But for those films they keep asking for subscription. I can’t think why anyone should subscribe for that sort of films.
@atmadeeproy11423 жыл бұрын
Just Awwwwwwwwsommmmmmme!!!!😘👌🏻
@sudipchatterjee24473 жыл бұрын
Ami jotodur jani Ei Meghla dine ekla gan ti Sesh Paryanta chabir gan.
@jhumasaha59005 жыл бұрын
Fabulous
@udaynarayanmandal23222 жыл бұрын
বেশ ভালো লাগলো তবে তথ্য পরিবেশনে অনেক গুলো ভুল বলেছেন যা মোটেও মাফযোগ্য নয়। ভবিষ্যতে আরো সতর্ক হবেন। কেননা এমন একজন কিংবদন্তি মানুষকে নিয়ে আজ বললেন যার পুরো জীবনীপন্জী প্রায় সব বাঙালিরই জানা। অবশ্যই তিনি আমাদের সবার প্রিয় হেমন্ত মুখোপাধ্যায় 🙏🙏🙏🙏
@jagabandhumukherjee83973 жыл бұрын
গ্রেট গ্রেট গ্রেট গ্রেট গ্রেট গ্রেট গ্রেট
@nurrezuanaakhter4643 Жыл бұрын
Excellent Songs.Amer monke cool koresilen. ❤🎉😂😅
@rupanroy84545 жыл бұрын
Etake bole Bangali. Jekhanei jaoa jay sekhanei Bangali. Ami gorbito Ami Bangali
@shilpinag54903 ай бұрын
Enjoy all songs 🥰
@chandanlahiri76483 жыл бұрын
"এই মেঘলা দিনে একলা" গানটি নিয়ে এতো মারাত্মক ভুল তথ্য দিলেন দিদি ? এই গানটি হেমন্ত মুখোপাধ্যায় সুরারোপিত "শেষ পর্যন্ত" ছায়া ছবির গান। "মায়ামৃগ" ছবির নয়।
@swaponfouzder17975 жыл бұрын
এগুলোর আসলে কোনই তুলনা নেই ।
@saktighosh91684 жыл бұрын
Ai gaan guli shune khub Valo laglo
@stuti_artlove2 жыл бұрын
খুব সুন্দর গান। শুধু প্রথম গান টা হেমন্ত বাবুর কন্ঠের গান হলে আরো ভাল লাগত 💐💐💐
@vediomakerqueen41213 жыл бұрын
👍👍👏👏
@jayantahaldar1967 Жыл бұрын
হেমন্তবাবু ধুতি শার্ট পড়তেন।
@fariduddinmahamood97612 жыл бұрын
Song of Movie ' Lukochuri' . In movie it was sung by respectful Kishore.Kumar Sir.
@indranildeb9014 жыл бұрын
অসাধারণ
@tapasbasu37434 жыл бұрын
ei meghla dine ekla gaanti mayamriga chhabir noy,sesh poryanta chhabir.
@biplbmaji44495 жыл бұрын
Very nice song
@jagatpatimondal58735 жыл бұрын
Excellent.
@fariduddinmahamood97612 жыл бұрын
Voice is also Kishorejee's.
@priyankanayak44565 жыл бұрын
Very nice
@rumonqmh2 жыл бұрын
ei meghla dine ekla .... gaanta Mayamrigo noye Sheshparjanta chhobir gaan. bhul tathya keno deya hochchhe?!!!
@arunroy96014 жыл бұрын
Nice
@fariduddinmahamood97612 жыл бұрын
This is not Tagore song . Sung by Respected Madam Geeta Dutt in Movie ' Harano Sur ' music by HHemonta Mukherjee Sir.
@gamereviewandfoodvlogs84915 жыл бұрын
Music director Hemant kumar was as good as singer hemant kumar.
@akashchowdhury88843 жыл бұрын
যা ছড়িয়ে দিয়ে গেছেন এনারা ওই শুন্যস্থান কেউ পূরণ করতে পারবে না মনে হয়
@mr.ujwalbanerjee76113 жыл бұрын
সা রে গা মা karban মে রবীন্দ্রসংগীত ---এটা আবার কী 😔😔😔
@santwanabanerjee96572 жыл бұрын
Thanks Google
@বক্রবদনদাস3 жыл бұрын
হেমন্ত মুখোপাধ্যায়ের সুরারোপিত গানের সংখ্যা কত জানতে ইচ্ছে করে।
@ds864962 жыл бұрын
Sob bhasha miliye 1500 r upore..
@piyalimaitra20332 жыл бұрын
উনি ধুতি আর শার্ট পরতেন। পাঞ্জাবি নয়। একটু খোঁজখবর নিয়ে বলুন। রেডিও তে বলছেন। একটু দায়িত্ব নিয়ে বলুন।
@soumyadebdutta79085 жыл бұрын
1st gan tato kishor kumarer
@d.dgaming16984 жыл бұрын
😘😘😘
@somnathbanerjee25342 жыл бұрын
বিনম্র শ্রদ্ধা অঞ্জলি শিল্পী কে
@bablukumarmandal72062 жыл бұрын
Top or something to🎶 get amazing👍 reward for me and sweet dreams good day of my📱🎶
@chandanlahiri76484 жыл бұрын
"ও আকাশ প্রদীপ জ্বেলোনা", এই বিখ্যাত গানটির সুরকার সম্ভবত হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন না। এই গানটির উল্টো পিঠে সম্ভবত ছিল," শান্ত নদীটি, পটে আঁকা ছবিটি"। এ বিষয়ে যদি কারো বিষদে সঠিক ভাবে কিছু জানা থাকে, তবে তা জানালে বাধিত হতাম।
@souravdev88253 жыл бұрын
'ও আকাশ প্রদীপ জ্বেলোনা' এটা হেমন্ত মুখোপাধ্যায়ের সুর; এর উল্টো পিঠে ছিলো 'কত রাগিণীর ভুল ভাঙাতে'। কথা ছিলো পুলক বন্দ্যোপাধ্যায়ের। 'শান্ত নদীটি পটে' এর উল্টো পিঠে ছিলো 'ফুলের মত ফুটলো ভোর' ; কথা এবং সুর ছিলো পরেশ ধর এর।
@soumyadebdutta79085 жыл бұрын
প্রথম গানটা তো কিশোর কুমার বাবুর গান
@saunapanja83305 жыл бұрын
It is a collection of some songs whose "music director" was Hemanta Mukherjee .
@vediomakerqueen41213 жыл бұрын
Blalock Gan.
@umashankarnag55083 жыл бұрын
व ऐज।। ध
@user-nz5yr7fr3z4 жыл бұрын
হ্স্জ্স্ক্স্দ্ক্দ্গ্দিদ্গ্স্জ্স্গ্সিস্গ্সিগ্স্ক্গ্স্জ্শ্স্জ্স্ব্স্ক্স্স্ক্ক্ষ্গ্ক্ষ্ক্ধ্জহ্ক্ষ্ক্চ্ক্ষ্হ্হ্হ্হ্গ্গ্গ্ঘ্হ্হ্ঘ্হ্হ্হুউউউজিকু হক মিলন মেলা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ করে দিতে পারেন এবং ছোট গল্প করতে পারি যে অন্যেরা লিখছে নিয়মিত কিস্তিতে কিস্তিতে পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হককে হও না হলে তিনি জানান তারা এই ধরনের সমস্যা দেখা দিতে হবে যে আপনি কোন যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বাংলা দেশের বিভিন্ন অঞ্চলে বসবাস করছেন এবং সে তার সাথে জড়িত ছিলেন এবং তাদের শালা বুকাচুদা হেমন্ত
@user-nz5yr7fr3z4 жыл бұрын
নুনুনুনু
@ratnabanerjee78582 жыл бұрын
There is no figure in Indian film industry till now who is equally extremely successful as a singer as well as music director.
@syedashaheenakhan6425 Жыл бұрын
In NJ in
@শোনোবন্ধুশোনো Жыл бұрын
Tor mathaa faatiye sob kichhu ber kore aagune puriye toke jeebanta kabar deoyaa uchit. Ektaa baddho unmaado Hemanta Babur naam kore ebhaabe kathaa bolbe naa taao aabaar mithyaa o asanglagno. Toke shiyaal kukure chhire chhire khaaoyaa uchit.
@শোনোবন্ধুশোনো Жыл бұрын
Tui kon Hemantar kathaa bolchhis re chhaagol? Aamaader Hemanta ke chinis?