Рет қаралды 174
রাজৈরে মহান বিজয় দিবস উদযাপন ।
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের রাজৈরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় পতাকা উত্তোলন, ডিসপ্লে প্রদর্শন, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, ওসি মোঃ আসাদুজ্জামান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শাহাবুদ্দিন শাহা, যুগ্ম-আহবায়ক ও স্থানীয় সাংসদ প্রতিনিধি আ.ফ.ম ফুয়াদ, ফরিদা হাসান পল্লবী, পৌর আওয়ামলীগের সভাপতি মতিয়ার রহমান, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর শেখ সাগর আহমেদ উজির প্রমুখ । পরে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।