খুব ভালো লাগলো রিনি দি।আমি তোমার খুব ভক্ত।আমার চার বছরের মেয়েকে শোনালাম কবিতাগুলো।ও প্রশ্ন কবিতা শিখেছে... তাই বাকি গুলোও মন দিয়ে শুনলো।মজা পেয়েছে
@SrinivasMusic4 жыл бұрын
thanks
@proyas25656 ай бұрын
❤❤❤❤❤❤❤
@hiradhar15404 жыл бұрын
Ki pranonojjol!
@ramshah12854 жыл бұрын
Kub sunder 🌹💐
@gargimukhopadhyay83236 жыл бұрын
Khb valo lglo. Chotobela ta jeno abar fire Pelam.
@moumitakarmakar30025 жыл бұрын
mon vore gelo..
@subharak5 жыл бұрын
Sotty Mem u r superb
@santoshdas73415 жыл бұрын
Amr chele apnar chora khub valobase
@anupamray6864 жыл бұрын
😍 😍
@JOLLYSARKARRECITATION4 жыл бұрын
Khub sunder 😊😊 Amr channel e visit korar invitation roilo...r bodhutter asha rakhchhi 😊😊💐💐🙏🙏🙏🙏
@santoshdas73415 жыл бұрын
I love u soooo much mam ,,,,,,
@sujatadasroy3838 Жыл бұрын
ছোটোবড়ো এখনো তো বড়ো হই নি আমি, ছোটো আছি ছেলেমানুষ ব’লে। দাদার চেয়ে অনেক মস্ত হব বড়ো হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তারে এমনি বকে দেব! বলব, “তুমি চুপটি ক’রে পড়ো।’ বলব, “তুমি ভারি দুষ্টু ছেলে’ - যখন হব বাবার মতো বড়ো। তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষব পাখির ছানা। সাড়ে দশটা যখন যাবে বেজে নাবার জন্যে করব না তো তাড়া। ছাতা একটা ঘাড়ে ক’রে নিয়ে চটি পায়ে বেড়িয়ে আসব পাড়া। গুরুমশায় দাওয়ায় এলে পরে চৌকি এনে দিতে বলব ঘরে, তিনি যদি বলেন “সেলেট কোথা? দেরি হচ্ছে, বসে পড়া করো’ আমি বলব, “খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়ো।’ গুরুমশায় শুনে তখন কবে, “বাবুমশায়, আসি এখন তবে।’ খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব, “কাজ করছি, গোল কোরো না মেলা।’ রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব, করব না তো ভয় - মামা যদি বলেন ছুটে এসে “হারিয়ে যাবে, আমার কোলে চড়ো’ বলব আমি, “দেখছ না কি মামা, হয়েছি যে বাবার মতো বড়ো।’ দেখে দেখে মামা বলবে, “তাই তো, খোকা আমার সে খোকা আর নাই তো।’ আমি যেদিন প্রথম বড়ো হব মা সেদিনে গঙ্গাস্নানের পরে আসবে যখন খিড়কি-দুয়োর দিয়ে ভাববে “কেন গোল শুনি নে ঘরে।’ তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে, মা দেখে তাই বলবে তাড়াতাড়ি, “খোকা, তোমার খেলা কেমনতরো।’ আমি বলব, “মাইনে দিচ্ছি আমি, হয়েছি যে বাবার মতো বড়ো। ফুরোয় যদি টাকা, ফুরোয় খাবার, যত চাই মা, এনে দেব আবার।’ আশ্বিনেতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজনতলার হাটে, বাবার নৌকো কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজাসুজি, খোকা তেমনি খোকাই আছে বুঝি, ছোটো ছোটো রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় “পরো’। আমি বলব, “দাদা পরুক এসে, আমি এখন তোমার মতো বড়ো। দেখছ না কি যে ছোটো মাপ জামার- পরতে গেলে আঁট হবে যে আমার।’
@santoshdas73415 жыл бұрын
Ami nrthbengal a thaki
@santoshdas73415 жыл бұрын
Kothay Ami valo abriti sekhate parbo
@pradeepsikdar Жыл бұрын
21:38 theke 24:27 onya maa er background music ta churi kora hoyeche, eta complete amar composition since 2013...ami er against e legal step nicchi.