Рет қаралды 78
আসসালামুয়ালাইকুম ভিউয়ার্স সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ছাদে করলা চাষ একটি সহজ উপায় হলো 20 লিটার একটি বালতিতে নিচের ছিদ্র করে পানি নিষ্কাশনের জায়গা রেখে 50% বেলে দোআঁশ মাটি এবং 50% গোবর সার একত্রে মিক্স করে বাজার থেকে কিনে আনা ভালো মানের চারা অথবা পাকা করোলার বিচি রোপন করতে পারেন। আমি আমার টপ গুলোতে পাকা করলার বিচি রোপন করেছিলাম। রোপনের এক থেকে দেড় মাসের মধ্যে আশা করি ফলন পাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও একটি লাইক দিয়ে দিবেন।