গুরুত্বপূর্ণ তথ্য পেলাম দাদা । তবে এইটা কি গাছে ফুল ফুটা আবস্থায় স্পে করা যাবে এবং যেসব গাছে ফুল ফল নেই সেই সব গাছের স্বাস্থ্য ভাল রাখার জন্য কি স্পে করা যাবে যদি যাই সেটা কত দিন পরপর ।জানাবেন 🙏
@thebonggarden Жыл бұрын
ফুল ফুটে গেলে স্প্রে করে কোনো লাভ নেই। গুটি অবস্থা তে বা ফুল থেকে ফল সেট হবার পর।
@ShafiqueAhmed-mr9fw2 жыл бұрын
Bhai sagarika ki dowa jete pare
@thebonggarden2 жыл бұрын
হুম অবশ্যই। ওটা ও খুব ভালো প্রোডাক্ট😇
@ShafiqueAhmed-mr9fw2 жыл бұрын
Thanks bhai
@koushikranjanmandal7416 Жыл бұрын
Accha Agromin gold এর বদলে কি Huminol Gold ব্যবহার করা যায়
দাদা। আমি লোকাল ফার্টিলাইজার এর দোকান থেকে নিয়েছিলাম। অনলাইনে পাওয়া যাবে কিনা ঠিক জানি না দাদা।
@bishwajitmandal7455 Жыл бұрын
Fungus attack ki kore bujte parbo?
@thebonggarden Жыл бұрын
সম্প্রতি করা ভিডিও গুলো ফলো করুন৷
@lovemystoryline2 жыл бұрын
দাদা এগ্রো মিন কি যে কোন ফুলের গাছের ব্যবহার করতে পারি।?
@thebonggarden2 жыл бұрын
হ্যাঁ। অবশ্যই দেওয়া যাবে। যে কোনো অনুখাদ্য আপনি ফুল গাছে দিতে পারবেন।
@geekaydutta2 жыл бұрын
good
@thebonggarden2 жыл бұрын
Thank u dada 💜
@mohammednawaz90 Жыл бұрын
আমার দুটি ভীষণ সবল জবা গাছের বৃদ্ধি খুব সুন্দর কিন্তু কোন ফুল আসছে না । ১৫ দিন আগে সুপার সোনাটা স্প্রে করেছি কিন্তু কোন ফল পেলাম না । এখন কি Agromin gold দিতে পারি? ধন্যবাদ ।
@thebonggarden Жыл бұрын
কফি জল আর পটাশ দিন। জবার প্লে লিস্ট টা ফলো করুন
@deepanjanachakraborty2756 Жыл бұрын
আমার কাঠ গোলাপের গাছটা বেশ ঝাঁকড়া ও বড়ো হয়েছে কিন্তু ফুল পাচ্ছি না।কি করবো?
@thebonggarden Жыл бұрын
পটাশিয়াম মাটিতে দিন। ও Sopও Mgso4 স্প্রে করুন। ফুল চলে আসবে।
@shibnathguha95452 жыл бұрын
Rexolin micronutrients হিসাবে কতটা কার্যকারিতা সম্বন্ধে জানতে পারলে ভালো হয়।
@thebonggarden2 жыл бұрын
খুবই ভালো। তবে আমি ব্যবহার করিনি। আমি ম্যানেজ করতে পারিনি। আমার একবাগান প্রেমী বন্ধু গোলাপ গাছের জন্য ব্যবহার করেন। খুব ভালো রেজাল্ট পায়।
@sanjitpaul4854 Жыл бұрын
@@thebonggarden আমি এনেছি, এখনো ব্যাবহার করি নি
@sanjitpaul4854 Жыл бұрын
bougenbilia গাছে কুড়ি দেখা যাচ্ছে, এই সময়ে mobomin বা TRACEL জাতীয় micronutriant spary না করে মাটিতে দিলে কাজ হবে???
দাদা আমার লেবু গাছ ঝাঁকড়া, পাতায় পুরো সবুজ।। শুধু ফুল নেই, বলা বাহুল্য, ফল ও নেই। একবার 1 সপ্তাহ জল না দিয়ে ফুল এনেছিলাম, কিন্তু সব ঝরে গেলো। কি করবো বুঝছি না।ন
@thebonggarden2 жыл бұрын
লেবু ধরার টাইম চলে গেছে। বর্ষার মাঝামাঝি আবারও ফুল আসবে। ধৈর্য্য ধরো।ঠিক হবে।