Рет қаралды 621,404
মাত্র তিন দিন হয়েছে খলিল ভাইয়ের মাংসের হোটেল চালু হয়েছে। প্রতিদিন ১৫ থেকে ১৭ মন মাংস রান্না হচ্ছে এরপরেও সাধারণ মানুষ অনেকেই খেতে না পেরে ফেরত যাচ্ছে। মানুষের এত চাহিদা কেন জানতে পারবেন এই ভিডিওতে। খলিল দিক হোটেলের মাংসের সুনাম ছড়িয়ে পড়ছে ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে।।