Рет қаралды 1,162,586
আমাদের যুগলজীবনের দশকপূর্তিতে ভালোবাসার গান। গানের শেষটা মনমতো হয়েছে :) নিজেই টেনে টেনে শুনছি বারবার...
আমাদের বিয়েবার্ষিকীর আগে-পরে সময়টার কিছু ছবি আর ভিডিও দিয়ে এই ভিডিওটা তৈরি, একটু গল্পের মতো করে সাজানো।
কথা: চমক হাসান, ফিরোজা বহ্নি
সুর: চমক হাসান
কণ্ঠ: চমক হাসান, ফিরোজা বহ্নি, বর্ণমালা, পরশমণি
বিশেষ কৃতজ্ঞতা: হিমেল, স্বর্ণা
গানের কথা:
-----------------
আমরা দুজন কী মিষ্টি ভীষণ,
ভেবেছ কি তা কোনোদিন?
আমরা দুজন ছবির মতন
একসাথে গল্প রঙিন
হয়তো একটু আলাদা রকম, হয়তো খুব সাধারণ…
আমরা দুজন কী ---- গল্প রঙিন
কী আছে কী নেই, ভাবতে গেলেই
মেলে না হিসেব কোনোদিন।
এতটা সময় পেয়েছি তোমায়,
এ ভালোলাগাই তো সীমাহীন।
তাইতো অকারণ ভাবনা বারণ
কোনো অভিযোগ নেই, যাচ্ছে যেমন।
একটু ভালো থাকতে আর বলো
কতটুকুই বা প্রয়োজন?
আমরা দুজন --- গল্প রঙিন
পথটা কোথায়, পৌঁছবে হায়,
রইলো নাহয় অজানা!
শুধু জানি এ-ই, তোমাকে নিয়েই
পেরোব পথের সীমানা।
আরও অনেক দশক আমাদের হোক,
স্বপ্নের মতো কেটে যাক না জীবন!
হাতটা ধরো আরও শক্ত করে
চলো যাই যোজন যোজন
আমরা দুজন কী --- গল্প রঙিন
কথা: চমক হাসান, ফিরোজা বহ্নি
সুর: চমক হাসান
কণ্ঠ: চমক হাসান, ফিরোজা বহ্নি, বর্ণমালা, পরশমণি
বিশেষ কৃতজ্ঞতা: হিমেল, স্বর্ণা