Рет қаралды 2,575,911
** এই ভিডিওটাই এই গানের প্রথম ভার্সন। পরবর্তীতে কলকাতার 'বাবা, বেবি,ও...' ছবিতে আমরা গানটা নতুন করে বানিয়েছিলাম। সিনেমার গানটা শোনা যাবে এই লিঙ্কে: • EI MAYABI CHANDER RAAT...
প্রায়ই গানের কথা ভুলে যাই আমরা। সেই ভুলে যাওয়া নিয়েই আমাদের যুগলবন্দী গান।
'তার পরে আর গানের কথা'
কথা, সুর,কণ্ঠ: চমক - বহ্নি
এই মায়াবী চাঁদের রাতে
রেখে হাত তোমার হাতে
মনের এক গোপন কথা তোমায় বলতে চাই
শুনতে চাই
কিন্তু তার পরে আর গানের কথা মনে নাই ||
বলেছিলে আমার জন্য লিখবে এমন গান
হবে এক মিষ্টি-মধুর প্রেমের উপাখ্যান
শোনো প্রিয় শোনো দিয়ে মন
সেই গানই গাইছি এখন
এখনই গানের ভাষায় স্বপ্ন আশা তোমায় শোনাতে চাই
বলো! শুনতে চাই!
কিন্তু, তার পরে আর গানের কথা মনে নাই||
এই যে এই গানটা
তার শেষ অন্তরাটা
কত-রঙা স্বপ্নকথায় সাজানো ছিল যে সেটা!
ছিল? কোথায় গেল?
কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়
সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
তারপর?
সেই কুঠিটা এতই গহীন, পাচ্ছি না খুঁজে হায়!
তার পরে আর গানের কথা মনে নাই||
Translation:
On this magical moonlit night,
I want to hold your hand in mine,
And I want to tell you a secret thought of my heart
Go on! I’m all ears!
But, I cannot recall the song's lyrics after this
You promised, you would write a song for me
A sweet tale of love, it will be!
Listen, my love, listen with your heart,
I am now singing that very song.
Soon, I will reveal my dreams and hopes to you in the form of a song
Tell me! I want to listen!
But, I cannot recall the song's lyrics after this||
O, this song! The last verse of it!
How beautifully it was crafted with colors of dreams!
Was? Where did it go?
I didn’t write it on paper, fearing that it might get lost or torn
I've kept it in a deep corner of my heart.
And then?
That corner is so deep, I can't find it anymore!
So, I cannot recall the song's lyrics after this.