আজ সমাপ্ত হল একজন কিংবদন্তির অধ্যায়💔 ব্যান্ড মিউজিক যারা ভালোবাসে তারা সারা জীবন আপনাকে এবং আপনার গানকে মনে রাখবে। আপনার সৃষ্টি করা গান বাংলার বাংলার মানুষের হৃদয়ে সব সময় থাকবে। আমারা গভীর ভাবে শোকাহত আপনার মৃত্যুতে 💔
@arshanruslantv996993 ай бұрын
❤❤
@pratikbhuАй бұрын
chotobela mone korie daye eishob gaan.
@khadimulislam55732 жыл бұрын
30 বছর আগের ব্যান্ড, দলগত পারফরম্যান্স,কত চমৎকার, সংগীতের একটা স্ট্যান্ডার্ড তারা সেট করে গেছেন। অথচ এখনকার গান গুলো সব ব্যাক্তিগত, অমুক শিল্পীর গান, তমুক শিল্পীর গান। তাইতো শ্রোতাদের মনে দাগ কাটার মত এখন আর গান তৈরি হয় না। এখনকার সুপারহিট গান গুলো 2----4 বার শোনার পর শেষ, আর শুনতে ইচ্ছে করে না।
@shirajummoni24512 жыл бұрын
একবার শুনতেই কষ্ট হয়।
@sahinchoudhury75582 жыл бұрын
@@shirajummoni2451 ami apnar sathe akmot.
@saifuli382 жыл бұрын
See Lara cini chara ekhon
@Glaxy79 Жыл бұрын
@@shirajummoni2451এসব গান আপনাদের জন্য নয়, আপনারা ইমরান, হিরো আলম আর মাহফুজের গান শুনুন আপনারা তাদের শ্রোতা।
@Glaxy79 Жыл бұрын
@@sahinchoudhury7558 এ গান বুঝার মতো ক্লাশ আপনার নাই। বুঝাই আপনি হিরো আলমের ভক্ত
@springrainn2 жыл бұрын
বিটিভিতে এই গানটি দেখে মাইলসের সাথে পরিচয়। ৯০ কি ৯১। তার আগে তাদের নামও শুনিনি। সোলস, নোভা, ডিফারেন্ট টাচ, ফিডব্যাক, অবসকিউর তখন সেরা ব্যান্ড ছিল। মাইলসের এই গান আমাকে মুগ্ধ করেছিল। সময়ের থেকে একটু বেশি আধুনিক, স্মার্ট আর মিউজিকে ছিল ভিন্নতা। সব মিলিয়ে মাইলস আমাকে অতি মাত্রায় আচ্ছন্ন করে ফেলেছিল। কিন্ত সে সময় অডিও ক্যাসেট রিলিজ না হলে একটা গান ইচ্ছা করলেই শোনা যেত না। এই গানটাও আমি বিটিভিতে দেখার পর বহুদিন খুজে পাইনি দ্বিতীয় বার শোনার জন্য। কি যে ব্যকুল ছিলাম তা কেউ বুঝবে না।
@BdTareqRahmanOfficial5 ай бұрын
আহাঃ কি ভালোবাসা মাইলস্ এর প্রতি ❤❤আমার ও অবস্থা সেম ছিলো ভাই ❤ কিন্তু হঠাৎ আজকে টিভি তে হেড লাইন দেখছি,,মাইলস্ ব্যান্ডের ভোকা লিস্ট শাফিন আহমেদ আর নেই 😢😢 আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন ❤
@najmulhasan46023 ай бұрын
..
@robiulawalkhan27045 ай бұрын
সংগীতের উজ্জ্বল নক্ষত্র ছিলেন শাফিন আহমেদ ভাই, দুনিয়া থেকে চলে গেছেন যেখানেই থাকুন আপনি ভালো থাকবেন। আপনাকে মনে রাখবে মানুষ আপনার গানের মাধ্যমে,অনেক মিস করবো আপনাকে।
@marzanibtesham18095 ай бұрын
আজ শাফিন ভাই আর আমাদের মাঝে নেই। ইয়াং জেনারেশনদের মধ্যে এই গানগুলো বেচেঁ থাকবে। আর আপনাকে আমরা দেখতে পাবনা। কিন্তু এই স্মৃতি গুলো থেকে যাবে😢😢
@bantybanty12462 жыл бұрын
এখন রাত ৩.৫০ মিনিট গানটা শুনছি আর ৩০ বছর আগে ফিরে গেলাম। আর ভাবছি অতীতের স্মৃতি
@taposcomilla15 ай бұрын
বিদায় শাফিন আহমেদ। এই গাণগুলো আমাদের যৌবনের সময়ের-বেশ স্মৃতি কাতর।
@aliibrahim3285 ай бұрын
প্রবাসে থাকার সময় মাঝে মাঝে মাইলসের কয়েকটি গান শুনতাম, এখন দেশে ছুটিতে এসে শুনলাম শাফিন আহমেদ আর আমাদের মাঝে নেই, মনের মধ্যে একটু ব্যাথা অনুভব করলাম, তাই মাইলসের কয়েকটি গান শুনে মনটা শান্ত করতে চেষ্টা করছি,
@afrozamoums50075 ай бұрын
😢
@sahedjames63025 ай бұрын
25 - 07 - 24 এ কেমন চলে যাওয়া প্রিয় শাফিন স্যার ফিরিয়ে দাও, পাহাড়ি মেয়ে, ভুলবোনা তোমাকে, প্রথম প্রেমের মতো, পিয়াসি মন, চাঁদ তারা সূর্য, পলাশীর প্রান্তর গানগুলো যখন শুনব, তখন কিভাবে মেনে নেব আপনি নেই আর আমাদের মাঝে। কত আশা ছিল মাইলস্ এ আবারো আপনাকে এক স্টেজে দেখব, সেই স্বপ্ন আর পূর্ণ হলনা। মাইলস্ মিশে আছে হৃদয়ে, মাইলস্ মিশে আছে আবেগে। মাইলস্ কথাটা আসলেই সর্বপ্রথম যে নামটা চলে আসে, সেই শাফিন আহমেদ নাকি আর নেই.. 😭
@zahidulislam887910 ай бұрын
আজ কমেন্ট করে গেলাম(১৪.৩.২০২৪) রোজার তিনটা চলে। আজ থেকে আরো৫০ বছর মানুষ এই গান গুলো শুনবে আর আমাদের কমেন্ট পরবে আর ভাববে গান গুলো কত জনপ্রিয় ছিলো
@HoseokTania6 ай бұрын
Aaj 2024 er 21june raat 12 ta seei ager dingulote fire gechi.jokhoni aiee gaanta sunee amaar boyos aamar sontaan songshar sob vule jaai amar sei dintite fera jaai.mon theke doaa roiloo miles er jonno miles er baba .mayer jonno
@salvofashion5663Ай бұрын
সেই স্কুল জীবন থেকে মাইলস্ এর গান অনেক ভালো লাগে। ঢাকা নটরডেম কলেজ এ ৯৩-৯৫ ব্যাচ এ পড়ার সময় জানতে পারলাম শাফিন ভাই আমার কলেজ এর সিনিয়র বড় ভাই। আর সর্ব শেষ ২৪ জানুয়ারি ২০২৪ নটরডেম কলেজ এর ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে কনসার্ট আসে মাইলস্। সামনে থেকে সারাক্ষণ ডান্স করলাম একমাএ আমি। আর ঐ দিন ই শেষ দেখা, কথা আর সেলফি তুলা ছবি আজও আমার হৃদয়ে দাগ কাটে। মিস ইউ বড় ভাই। মাইলস্ এর জন্য শুভকামনা রইলো সব সময় 🙏❤️💚🌹
@markpatrick71515 ай бұрын
অনেক ভালবাসি মাইল্স,অনেক ভালোবাসি শাফিন মানাম হামিন আহমেদদেরকে।সেই ৯৫ সাল থেকে শুনছি মাইল্স এর গান, সেই ভালোলাগা এখনো রয়ে গেছে।। একটুও বিলিভ হয়ে যায় নি।উপরে ভালো থাকবেন প্রিয় শিল্পী। ঈশ্বর আপনাকে চিরশান্তি দান করুক।
@siam17089 ай бұрын
কোথায় হারিয়ে গেল সেই দুরন্ত শৈশব,মাইলস সোলস, অবসকিউর,অপূর্ব সেই গান গুলি আর কখনো সৃষ্টি হবে না মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে সেই গানগুলো
@JulfiqarAli-h3nАй бұрын
কি অসাধারণ, হ্যাপি আকন্দের এই গান। কি সুর, কি গানের কথা । ছোট বেলা থেকেই শুনছি, বিমুগ্ধ চিত্তে মন্ত্র মুগ্ধ হয়ে। তরুণ প্রজন্মের হার্টথ্রব এই গান, সত্যিই বিমোহিত প্রজন্মের পর প্রজন্ম।
@maynapakhi72015 ай бұрын
অসম্ভব প্রিয় গানগুলো।।।।আমি গানগুলো যখন থেকে শুনি এখনও সেই প্রথম ভালোলাগার মতই ফিল হয়।।।খুব বেশি প্রিয় ব্যান্ড শিল্পী শাফিন আপনাকে হারিয়ে শোকাহত এ মন।ভালো থাকবেন ওপারে
@mizanhusen77123 жыл бұрын
সেই ছোটবেলা যখন প্রাইমারি স্কুলের স্টুডেন্ট ছিলাম তখন শুনতাম ভাইয়া শাফিন আহমেদ(মাইলস্) এর এই গানগুলো বাজাতেন। এখন আমি ২৭।এই যুগের গানের চেয়েও কয়েক কয়েক গুণ বেশি বিমোহিত করে আমাকে শাফিন আহমেদ এর গাওয়া গান গুলো। আমি যখন বুড়ো হবো হয়তো তখনও এই গান গুলো শুনবো।❤️❤️❤️❤️
@mizanhusen77122 жыл бұрын
Hum
@RonirChamber5 ай бұрын
শাফিন আহমেদ এর মৃত্যু তে আমরা শোকাহত। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন
@trendsgallery0075 ай бұрын
ছোট বেলার প্রিয় একটি গান।মাইলসের নাম শুনলেই চোখে তাদের ক্যাপ আর সানগ্লাসের স্টাইল ভেসে ওঠে।রাতে এক সহকর্মী কারাওকে তে গানটি প্রাকটিস করলো।আর সকালে শিল্পীর মৃত্যুর খবর শুনতে পেলাম।
@dilwarhussain23193 жыл бұрын
কোথায় হারিয়ে গেল সেই সোনালী বিকেল.....চোখ ভিজে যাওয়া স্মৃতি রোমন্থন......!!!
@Qauderkaka3 жыл бұрын
দিধায় পড়ে যাই, কোনটা আগে শুনবো চাদ তারা না আর কতো কাল না পাহাড়ী মেয়ে ইত্যাদি ইত্যাদি না পিয়াসী মন।
শাফিন ভাই আল্লাহ ডাকে চলে গেছেন পরপারে। আপনার সৃষ্টি করা সংগীত চীরদিন হ্রদ মন্ডরীরে থাকবে।
@motaharhossain261Ай бұрын
গানটা শুনলে অদ্ভুত এক শিহরণ অনুভূত হয়।
@BdTareqRahmanOfficial3 жыл бұрын
মাইলস্ মানেই একটা বেচে থাকার অনুভূতি।🖤🥀ভালোবাসার শাফিন ভাই ❤️
@KonkaBothi-t3eАй бұрын
অসাধারণ একটি গান ❤❤ রাকিব পাবনা
@sheikhnahian13845 ай бұрын
৭ বছর বয়স আমার যখন, তখন শাফিন স্যারের জন্মদিন গান শুনে তার ভক্ত হয়েছিলাম, চিরকাল মনে থাকবে তাঁকে এবং তাঁর মাইলস কে✨। মাইলসের গান গেয়ে আসছি যখন থেকে গানের সুর তোলা শিখেছি তখন থেকেই এবং এভাবেই তাঁকে আমি স্মরণে রাখবো চিরকাল✨🖤
@subhampal64353 жыл бұрын
খুব সুন্দর একটি গান। love from Kolkata
@ziaurmohor513 жыл бұрын
মাইলস্ এর অসাধারণ একটি গান।
@AnathRasel007Ай бұрын
আমি যখন পুরাই যুবক তখনকার গান। পাগল করা গান। আমি কমেন্ট করে গেলাম একদিন আমার ছেলের চোখে পড়বে।
@azmirupal572511 ай бұрын
২০২৪ সাল এখন,তবুও এই গান শুনলে কতো আবেগ ভালোবাসা এখনো মনে পড়ে যায়। ননস্টালজিক হয়ে পরি এখনো
একটা গান 3 থেকে 4 বার শুনলে বিরক্ত লাগে কিন্তু পবিত্র আযান 100 বার শুনলেও কলিজা ঠান্ডা অনুভব হয়ে যায়,বিরক্ত লাগেনা সুবহানাল্লাহ
@abhijitguhabiswas49033 жыл бұрын
এই গান বাপ, ঠাকুরদা, ছেলেপেলে, নাতি, নাতনি, নাতি নাতনিদের নাতি, নাতনির আমলেও পুরোনো হবেনা👌👌👌👌👌👌👌👌
@eusufanajom1713 жыл бұрын
১০০%
@mdhelalhossan60213 жыл бұрын
রাইট
@gloriachandranibaroi79943 жыл бұрын
একদম 🙂
@md.mizanurrahman93653 жыл бұрын
Tor nang suneni
@amitsinghania95783 жыл бұрын
Evergreen
@nurhossenhasib3 жыл бұрын
অনেক প্রিয় গানটা, গানটাতে অন্যরকম অনুভূতি কাজ করে। গানের প্রত্যেকটি লাইন যেন হৃদয় স্পর্শ করে আমার।💞💞
@sumanshraban28622 ай бұрын
দুই ভাই জীবনের শেষ দিন পর্যন্ত একসাথে থাকছেনা পর আমাদের জন্য কষ্টের।
@tamimkhan92103 жыл бұрын
মাইলস ব্যান্ড এর কোন ঝুড়ি নাই, প্রতিটা গান এতো সুন্দর, আজ তোমার জন্মদিন, ফিরিয়ে দেও আমারী প্রেম ফিরিয়ে দেও, এ গান গুলো খুব সুন্দর
@binoyroy514 күн бұрын
যত দিন বাঁচব ততদিন আমার প্রিয় শিল্পীর গান শুনবো। নদিয়া। পশ্চিম বঙ্গ। ভারত।।
@UchaMarma-rx3jj7 ай бұрын
আমি ১০০ বছর এই গানটি শুনবো, তার পর ও মন ভরবে না
@ziaulmomen49364 жыл бұрын
এমন গান উপহার দেওয়ার জন্য অসংখ ধন্যবাদ।এসব গান কখনও পুরাতন হবার নয়।
@MDARIF-ne4ni4 жыл бұрын
Right vai
@UBZAYANYT4 ай бұрын
স্মৃতি রেখে গেলাম পরের প্রজ্জমও শুনে বলবে আমাদের পূর্ববর্তী মানুষ এর শুনা গান গুলা অনেক সুন্দর ছিলও 😊
@MithunDas-qh3ud Жыл бұрын
আমি শুনছি আজকে আবার ২৯/১২/২০২৩আবার হয়তো শুনবো কারণ এই গান গুলো কখন পরাতন হয় না যত বার শুন মনে নতুন শুনছি,,,, যত বেঁচে থাকবো তত দিন শুনবো,, হয় বুড়ো বয়সে নাতি নাতনিকে নিয়েও শুনবো
@attitudeanimejr Жыл бұрын
চাঁদ তারা সুর্যের মতো অনন্তকাল থাকবে এই গান। ধন্যবাদ মাইলস্।
@shajalalhwladar78603 жыл бұрын
৯৭ থেকে শুনছি এখোনো শুনি জানিনা যতোবার শুনি ততোবার শুনতে মনে লাভইউ শাফিন আহমেদ 💓💓💓💓💓💓🇸🇦🇸🇦🇸🇦🇧🇩🇧🇩🇧🇩🌹🌹🌹
@priyankabiswaschowdhury35172 жыл бұрын
গানগুলো শুনলেই ভালোবাসার দিনগুলোতে ফিরে যাই। স্মৃতিগুলো জীবন্ত হয়ে ওঠে।
@muhidvaioficial798910 ай бұрын
সৃতি রেখে গেলাম মানুষ যুগ যুগ ধরে গানটি শুনবে যদি কেউ কমেন্ট এর রিপ্লে দায় তাহলে আবার শোনা হবে প্রিয় গানটি
@badshaalomgir213110 ай бұрын
২০২৪ সালে এসেও শুনি কেননা আমি ৯০ এর লিজেন্ড
@rahadhossain76369 ай бұрын
আপনার রুচি অসম্ভব সুন্দর
@shadhinsabbir66579 ай бұрын
❤
@mdrumonbiswas31598 ай бұрын
🎉
@MdkamalHossain-w1u8 ай бұрын
❤
@amadertagail4 жыл бұрын
অতীত মনে পরে যায় মাইলস্। কত যে শুনেছি।
@bananimukharjee20073 ай бұрын
ভালো লাগল।শাফিন আহমেদ এর জন্য মনটা ব্যাথিত।
@Ash99955 ай бұрын
শাফিন ভাইয়ের মৃত্যুর পরে কে কে শুনতেছেন? 😢
@ProGamer200975 ай бұрын
Ami 😢😢😢😢
@nishatjahan73965 ай бұрын
Ami😢
@ZaraAlikhan-n3k4 ай бұрын
Me
@md.jahidulislam7914 ай бұрын
আছি
@ajanisur1233 ай бұрын
Ami😢
@hafizurrahman34455 ай бұрын
2004 সালে বাংলালিংক মিডিয়া ট্যুর - বাংলাদেশের সমস্ত টিভি এবং পত্রিকার বিভিন্ন প্রতিনিধিরা কক্সবাজার গিয়েছিলাম। কক্সবাজারে রাতে কনসার্ট হয়েছিল, আমি এই গানটি গেয়েছিলাম, আমি এবং আমার প্রিয় সহকর্মী সুমন ভাই উপস্থিত ছিলাম. শাফিন ভাইএর প্রতি শ্রদ্ধা নিবেদন করি.
@shihabuddinbogura88793 жыл бұрын
ভালোবাসার শাফিন ভাই বাংলাদেশের কিংবদন্তি গায়ক। বগুড়া থেকে নিরন্তর শুভকামনা ও অবিরাম ভালোবাসা। 💐🌺💙💜🎸🎸🎤🎤🤙🤙✌✌
@mhkhanmursalin15195 ай бұрын
গানগুলো শাফিন ভাইকে আমাদের মাঝে বাচিয়ে রাখবে। ওপারে ভালো থাকবেন। আল্লাহ আপনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন।
@shahinbdvlog5305 ай бұрын
শাফিন আহমেদ এর মৃত্যু তে আমরা শোকাহত। এমন কন্ঠ আর ১০০ বছরে হয়তো ফিরে আসবে না। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন
@m.rashed52794 жыл бұрын
The 90S The memories 😍 Those golden days🤔 Missing that life😷 Life was beautiful 😶
@careertalk9432 Жыл бұрын
chad Tara surjo nou tumi
@Ebnebillal2 жыл бұрын
২০০৩ সালে পত্রিকায় পড়েছিলাম মাইলসের প্রতিধ্বনি এ্যালবাম আসবে ,আসতে আসতে ২০০৬ সালে আসছিল। আগের এ্যালবাম গান কত যত্ন করে করা হতো ,এখন তো এক রাতেই গান বের হয়ে যায়।
@LailaAkhter2 жыл бұрын
তোমার কথা ভেবে ভেবে আমি গল্প কবিতা আর কাব্য লিখি তোমার চোখে চেয়ে থেকে সুন্দর আমার পৃথিবী দেখি -------------- !❤❤❤
@bayezidpannu73092 жыл бұрын
মনে হলো ঐ সময়ের গানের বয়সে চলে গেছি। মনে পড়ে গেল স্কুল জীবনের ক্লাশ মেটদের কথা
@royhanshaon84095 ай бұрын
বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের উজ্জল নক্ষত্র শাফিন আহমেদ এর প্রয়াণে আমরা শোকাহত। শিল্পীর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা।
@abirkhan44335 ай бұрын
😢
@TanvirMahmudHansadhani9 ай бұрын
উনিশশো নব্বই সনে প্রথম শুনি গানটা। কী যে অদ্ভূত ঘোর কাজ করেছিল বলার মত নয়।
@angrymachine46555 ай бұрын
RIP Shafin Bhai. You will be missed 😢
@farzanaislamnandi5 ай бұрын
😪😭💔💔
@Fahimkhanwtc59805 ай бұрын
মাইলস্ মানেই একটা বেচে থাকার অনুভূতি। 🖤🥀 ভালোবাসার শাফিন আহমেদ ভাই ❤
@zahidulalam71143 ай бұрын
অসাধারণ সৃষ্টি। ২০২৪ সালেও মনে হয় কত আধুনিক, কি মিষ্টি কথা সুর, দারুণ
@Jibon393518 күн бұрын
Phenomenal thinker ❤
@SiddikHasanRiad5 ай бұрын
আমাদের ৯০ দশকের শিল্পী। দিন দিন আমাদের স্মৃতিগুলো হারিয়ে যাচ্ছে এভাবেই চিরদিনের জন্য। কেনো এমন হয়? এই স্মৃতিগুলো নিয়েই তো আমরা বেঁচে আছি।এই প্রজন্মের কোনো কিছুই আমাকে স্পর্শ করতে পারেনি।
@dukheshohel94647 ай бұрын
কি চেয়ছি কিইবা পেলাম ৷ কি হারিয়েছি আর হারাবার কিইবা আছে ৷ সেই কথা গুল ভাবতে ভাবতে যখন মাথায় গোলমাল পাকিয়ে ফেলি৷ তখন এই গানটি চালু করে শুনতে থাকি ৷ মনটা এতই ভাল হয়ে যায় যে নিজেকে পুরনো স্মৃতির মাঝে হারিয়ে ফেলি ৷
@tanvirsohel6063 жыл бұрын
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস।ভালোবাসা রইল❤️
@hasnainalif6905Ай бұрын
What an elegant band❤❤
@imrulkayes5386 ай бұрын
ছোট বেলা থেকে গান গুলো শুনতে শুনতে আমার দাঁড়ি পেকে গেছে ভালো লাগা এতটুকু কমেনি আর অবাক লাগে শাফিন আহমেদ হামিন আহমেদ এর ফ্যাশন সচেতনতা দেখে!
@gawtamchakraborty47094 жыл бұрын
Chad tara is a awesome song till now for me. I think not only me but also others. No doubt about that.
@babygrowingup85653 жыл бұрын
Me too
@অভয়বাণী5 ай бұрын
শিল্পী আজ বিদায় নিয়েছেন কিন্তু তিনি তার গানের মাধ্যমে অমর হয়ে থাকবে।
@imurs90945 ай бұрын
এক বন্ধুর বাসায় কারনে অকারণে যেতাম। আর সুযোগ পাইলে জোরে সাউন্ড দিয়ে গানটা শুনতাম। ধন্যবাদ শেখ সাদি রোজেন। উকিল পাড়া, ভোলা।
@mnzurul34425 ай бұрын
আজ চলে গেলেন তিনি,, না ফেরার দেশে,, মনে থাকবে সারা জীবন,, যত দিন বাচবো,,,বিদায় কিং বদন্তি,,❤❤❤❤
@HoseokTania6 ай бұрын
I love miles .mon theke doaaa roiloo safin hamin er jonnno tader...maa babar jonno
@mahabubthedadavai72692 ай бұрын
ফিরে যাই সেই শৈশবে যখন এই প্রিয় গানগুলো ছিল, প্রিয়জনেরা ছিল। আহা
@charustudio41345 ай бұрын
আপনি এভাবে চলে যাবেন কল্পনারও করি নাই বাংলাদেশের মানুষ অনেক মনে করবে আপনাকে। আপনি গান করতে গিয়ে করতে পারলেন না চলে গেলেন।"চার তারা সূর্য নাও তুমি নয় পাহাড়ি ঝরনা যদি বলি ভূল তোবুও হবে ভুল তোমার তুলোনা হয় না।"
@awalawal54712 жыл бұрын
Wonderful Composition.Wonderful Vocal.Wonderful Famous That is Miles 🌹.
@awalawal54712 жыл бұрын
Wonderful 👍
@sojolpatwary19535 ай бұрын
ছোটবেলা থেকে শুনে বড় হইছি। ভালো থাকবেন প্রিয় শাফিন আহমেদ।
@mdelias86354 жыл бұрын
গান গুলো শুনে মনে হয় অতিতে ফিরে গেছি।।
@JhumuMukherjee-c1c5 ай бұрын
গান কি শুনবো?? আমি তো সারাক্ষন ওনার স্টাইল দেখছিলাম। বাব্বা কত স্মার্ট। এখনকার জেনারেশান এর ধারে কাছেও নেই। ১০ বছর আগের প্রোগ্রাম তার মানে বয়সও ৫০+ কিন্তু মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়া কোনো ছাত্র
@khokonpasa12264 жыл бұрын
অসাধারণ ছিল অতীত মাইলসে্র এদের গান শুনে বর হয়েছি
@noninserviam4 жыл бұрын
মাইলসের তুলনা হয় না❤️
@riazminarohi56333 жыл бұрын
গান টা আমার জন্য খুব স্পেশাল।
@solomandawan69033 жыл бұрын
সবারি
@piashahamed38953 жыл бұрын
Aub bassu
@sharifulislam0707Ай бұрын
❤
@lingkonahmed15678 ай бұрын
আমার প্রিয় ব্যান্ড মাইলস💙✔️ তাদের গান একদমই আলাদা কখনো পুরানো হবে না, তাদের এই গান গুলা ,,,তাদের মিউজিক এ অন্যরকম একটা স্বাদ আছে যেটা অন্য কোনো ব্যান্ড এ নাই ❤❤
@helalkhan16583 ай бұрын
এই গানগুলোর সাথে মিশে আছে সেই সোনালী শৈশব, এই গানগুলো শুনলে সে শৈশব চোখের সামনে এখনো ভাসমান । 😰😰
@shubjaan Жыл бұрын
মানুষ আকাশের তারা'দের দিকে তখনই তাকায় , যখন পৃথিবীর মাটিতে প্রিয় কিছু হারিয়ে ফেলে 🥀 I can't forget you 🌙😣
@lutfurrahman88482 жыл бұрын
পৃথিবী পুরনো হয়ে যাবে কিন্তু এই গান গুলো রঙিন থেকেই যাবে। মাইলস তুলনাহীন আজীবন।
@syedsayeedmahmud5 ай бұрын
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুরের জগতে এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়। সত্যিকারের এক কিংবদন্তি সঙ্গীতশিল্পীর মৃত্যুতে আজ সঙ্গীতপ্রেমীরা শোকাহত ও বাকরুদ্ধ। শাফিন আহমেদ তার গানের মাধ্যমে শ্রোতা ও সঙ্গীতপ্রেমীদের মাঝে চিরকাল অমর হয়ে থাকবেন। ভালো থাকবেন ওপারে শাফিন ভাই (১৪ ফেব্রুয়ারি ১৯৬১ - ২৪ জুলাই ২০২৪)। শাফিন আহমেদ _এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাতবাসী করুক, মহান সৃষ্টিকর্তা আল্লাহ'র কাছে এই কামনা করি। আমিন।
@MdAshik-mk1gn5 ай бұрын
এই প্রজন্মের পর পরের প্রজন্মও বিলুপ্ত হয়ে যাবে,কিন্তু এই গানগুলো কখনো বিলুপ্ত হবে না। 😍
@UnknownUser-fz5qo5 ай бұрын
তখন কনসার্ট হতো অনেক কলেজেই,আর la bamba pepsi এরা স্পন্সর করতো,আমার মনে পড়ে পান্থপথ এ ও সেই রকম একটা বড় কনসার্ট এর আয়োজন করেছিল কিন্তু সমাপ্তি হয় নি ভালো ভাবে,কলেজে ও কিন্তু কনসার্ট হতো,মাইলস এর গান মানে পাগল হয়ে যাওয়া,কোথায় সেই দিনগুলো হারিয়ে গেছে,খুব মিস করি,যদি পারতাম সেই দিনে ফিরে যেতে ❤
@MdshawkataliRaju-zo3kv Жыл бұрын
আমার অন্যতম প্রিয় ব্যান্ড মাইলস " একটা সময় প্রতিদিন মিউজিক সিস্টেমে উচ্চ শব্দে গান শুনতাম ও শোনাতাম তখন কেউ বিরক্তি প্রকাশ করতো না
@nurnobilaboni4948 Жыл бұрын
গানটা আমার আব্বার মুখে শুনেছিলাম তখন থেকে আজ অব্দি শুতেছি আজ আমার ২৭ আমার আব্বার ৫৪ আব্বার মুখে শুনেছিলাম যখন আমার ১৭ এত বছর পর ও একই ফিলিংস
@maynulhaquemasuk54395 ай бұрын
আজকে ২৪-০৭-২৪, শাফিন আহমেদ মৃত্যু বরণ করেছেন। RIP Shafin Ahmed। আমার খুবই প্রিয় শিল্পী ছিলেন।
@raselanam56223 жыл бұрын
Btv তএ দেখেছিলাম তখন আমি ক্লাস থ্রি তে পড়ি আর এখন আমি প্রাপ্ত বয়স্ক ২৫ বছরের যুবক, পুলিশের চাকুরী করছি চাকুরির বয়স ৭ বছর আহারে শৈশব!
@iftivahi12066 ай бұрын
জীবনের সাথে পুরো পুরি মিলে গেছে❤
@HoseokTania6 ай бұрын
Hazaroo salaam doaa roilo miles er jonno
@silenceking36079 ай бұрын
গান গুলা শুনলে ল্যাংটা কালের কিছু স্মৃতি চোখে ভাসে। ক্যাসেট। কি এক আজব।
@shahriarkabirrikabder84952 жыл бұрын
এই গান গুলো শুনলে মনে পইড়া যায় এক দিন বাংগালী ছিলাম রে।
সুশৃঙ্খল একটি দল,সে কোন দরদিয়া আমায়, পাহাড়ি মেয়ে,নীলা,ফিরিয়ে দাও,কোনো এক সাঝে দেওয়া কথা,জন্মদিন, আরো অসংখ্য ভালো লাগার গান যা এখোনো গুনগুনিয়ে গায় আর সময় পেলে শুনি❤😂
@UBZAYANYT4 ай бұрын
তার চলে যাওয়ার এত বছর পর ও স্মৃতি ভুলতে পারি নি অভিমান অনেক খারাপ 😌 সময় থাকতে না ভাঙলে সারা জীবন এর আফসোস