Рет қаралды 45
সবাইকে উল্টোরথের শুভেচ্ছা। গুরু সঞ্চিতা ভট্টাচার্য দির নৃত্যের সাথে আমার আবৃত্তি চন্ডালী। কবি কুমুদরঞ্জন মল্লিক এর বিখ্যাত লেখা সেই কবিতাটি যেখানে অচ্ছুৎ বৃদ্ধা চন্ডালী রথ দেখতে পুরীধামে যাচ্ছিলো। শুধুমাত্র জগন্নাথ দর্শনে। কিন্তু সে সেখানে যাবে কি করে? চলতে অক্ষম। হেঁটে হেঁটে শুধু সে কটকের কাছে পৌঁছেছে। এদিকে জগন্নাথ দেবের রথ পুরীতে বার হলো । কিন্তু সে রথ আর চলে না , হাতি বেঁধে দেওয়া হলো , তাবু রথ এক তিল ও এগোলো না। কি করে এই রথ চললো জানাতে হলে আমাদের এই অনুষ্ঠানটি দেখতে হবে।