তিনশ বছরের অবিচ্ছেদ্য পরম্পরার সাক্ষী চন্দননগরের ‘আদি মা’ লক্ষীগঞ্জ বাজারের পিছন দিকে চাউলপট্টির শিববাটী ঘাটের পাশেই আদি মায়ের স্থায়ী মণ্ডপ। এই বাজারের চালের ব্যবসায়ীরাই এক কালে এই পুজোর দায়িত্বে ছিলেন। আজ সেই চাউলপট্টির চালের আড়ত না থাকলেও এই বাজারের ব্যবসায়ীরাই এখনও এই শতাব্দী প্রাচীন পুজো চালিয়ে নিয়ে যাচ্ছেন। পুজো শুরুর সাল তারিখ আজ আর কেউই বলতে পারেন না, আনুমানিক তিনশ বছরের প্রাচীন পুজো হিসাবেই পরিচিত।