এই গানে আবার সেই হারিয়ে যাওয়া গ্ৰাম বাংলার গন্ধের অনুভূতি পেলাম। এই কন্ঠ বেঁচে থাকুক আরো অনুভূতি অনুভব করার জন্য।
@aksumonofficial Жыл бұрын
❤❤❤❤❤
@pranaymondal64932 жыл бұрын
কতো কিছু পাওয়া হয়নি জীবনে, কতো কিছু হারিয়েছি,,,,বয়স বেড়েছে বন্ধু সংখ্যা কমেছে,প্রেমিকার বিয়ে, বেকারত্ব,,,, তবুও এটা জীবন,,অসম্পূর্ণতার মধ্যেই এর স্নিগ্ধতা,,, শীতের এই পড়ন্ত বিকেলে এই গান যেনো নেশার মতো কাজ করে।। এরম গান আরো আসুক কত্তা ❤️🙏
@tindrum47005 ай бұрын
Bhalo thakun
@jayantamahata69493 ай бұрын
বাহ্ খুব সুন্দর লিখেছেন
@sujatochatterjee76853 ай бұрын
❤
@Rahuldas0-t4l3 ай бұрын
ভাই,আপনার সাথে মিলে গেল। বড় নেশা
@srikantakumar22583 ай бұрын
জীবনকে আমি খুবই ভীতু ভাবতাম ভাবতাম যেমন খুশি তেমন রাখবো । জীবন আমাকে জীবনের মনে শেখাতে শুরু করে দিলো আমি হেরে যাচ্ছি।
@arindamdas43362 жыл бұрын
না মদ চাই না বিড়ি, মন চায় শুধু এইরকম গানের নেশায় মরি।।❤️❤️
@ItzKabbo Жыл бұрын
না ঘুমানো আমার রাত গুলো সুন্দর করার জন্য আপনাকে ধন্যবাদ
@Sakhawat_khan Жыл бұрын
আপনিও এখানে ?? রুচির প্রসংসার যোগ্য,। ভালোবাসা নিয়েন ভাই,।
@aksumonofficial Жыл бұрын
❤❤❤❤❤
@mr.forhadofisial5510 Жыл бұрын
❤❤❤ love you vi
@siyammunshi5677 Жыл бұрын
Great bro
@rupamkhatua573111 ай бұрын
Are kabbo bhai 🫡🫡 .
@emotional1142 жыл бұрын
অনেক অপেক্ষার পর সেই কাঙ্খিত গান। বিরহীর মাঝে মাঝে এই গানটা আলাদা একটা ফিলিংস এনে দেয়।
@parvezbased24372 жыл бұрын
প্রথমবার শুনে একটা সাধারণ লোকগীতির মতোই লেগেছিল। কিন্তু তারপর যতবারই শুনছি,যেন প্রেমে পড়ে যাচ্ছি। গানটির মধ্যে কাউকে ভালোলাগা, ভালোবাসা, বিরহ যন্ত্রণা, না পাওয়ার ব্যাথা, অপেক্ষা- যেন সব-ই আছে।
@parvezbased24372 жыл бұрын
@@sujata_banerjee ধন্যবাদ।☺️
@arnabmajumder3466 Жыл бұрын
Eta khub sotti kotha. amio tai...😊
@jannatulema-b3f6 ай бұрын
আমি ভাষা হারিয়ে ফেলেছি। কি এমন আছে এই গানে। কিসের টানে বার বার ফিরে আসি এই গানে। চাঁদ তোমারি,,,, আহা কি সুর,,, আহা আমি ধন্য, এই দেশে আমার জন্ম। ক্যামনে পারো রে রে তুমি এত সুন্দর গাইতে। কেউ লাইক দিলে আবারো শুনতে আসবো।
@mugdhota97985 ай бұрын
Like dilam😊
@NikchonDash4 ай бұрын
আবার আইসেন❤
@rupamkumar37382 жыл бұрын
এ কয়েকদিন সারাক্ষণ গুনগুন করে এটাই গেয়ে যাচ্ছি!এত মায়াবী স্নিগ্ধতা চোখে জল এনে দেয় বারবার...
@thesilenttraveler37592 жыл бұрын
এই সুর, এই কথা, শুধু চোখ বন্ধ করে অনুভব করা যায় 😊😊😊❤️অনেক অনেক ধন্যবাদ তোমাদের টিম কে আজ এত যুগ পরে ভালো কিছু উপহার দেবার জন্য ❤️
`` চাঁদের ও অর্ধেক ও চাঁদ চাঁদের ও অর্ধেক ও চাঁদ চাঁদের ও অর্ধেক ও চাঁদ আমারই `` (২) তুমি যদি হও গো আমার তুমি যদি হও গো আমার তুমি যদি হও গো আমার চাঁদ আমারই আমি তোমার হতে পারি চাঁদে চাঁদ রাখতে পারি আমি তোমার হতে পারি চাঁদ তোমারই চাঁদের ও অর্ধেক ও চাঁদ চাঁদের ও অর্ধেক ও চাঁদ চাঁদের ও অর্ধেক ও চাঁদ আমারই `` চোখে চোখে দেখি রে চাঁদ চোখে চোখে দেখি রে চাঁদ চোখে চোখে দেখি রে চাঁদ তোমারই `` (২) `` মুখে মুখে প্রেম পদ মুখে মুখে প্রেম পদ মুখে মুখে ঝলকায় দেখ যেন সুধাবৎ ``(২) চাঁদের ও অর্ধেক ও চাঁদ চাঁদের ও অর্ধেক ও চাঁদ চাঁদের ও অর্ধেক ও চাঁদ আমারই চাঁদ আমারই চাঁদে চাঁদ ঢাকা দেওয়া চাঁদে তে দেয় চাঁদের খেয়া চাঁদে চাঁদ ঢাকা দেওয়া চাঁদ তোমারই চাঁদে চাঁদ ঢাকা দেওয়া চাঁদে তে দেয় চাঁদের খেয়া চাঁদে চাঁদ ঢাকা দেওয়া চাঁদ আমারই চাঁদে চাঁদ ঢাকা দেওয়া চাঁদে তে দেয় চাঁদের খেয়া চাঁদে চাঁদ ঢাকা দেওয়া চাঁদ তোমারই `` তুমি যদি হও গো আমার তুমি যদি হও গো আমার আমি তোমার হতেই পারি চাঁদ তোমারই `` (২) চাঁদে চাঁদ ঢাকা দেওয়া চাঁদে তে দেয় চাঁদের খেয়া চাঁদে চাঁদ ঢাকা দেওয়া চাঁদ আমারই চাঁদের ও অর্ধেক ও চাঁদ চাঁদের ও অর্ধেক ও চাঁদ চাঁদের ও অর্ধেক ও চাঁদ আমারই (৩)
@SourajBiswas2 жыл бұрын
বাহ..
@mailsandipbasumailsandipbasu2 жыл бұрын
খুব সুন্দর
@mdrobiultalukder28132 жыл бұрын
বয়েজ এর সাথে লিরিক্সটা খুঁজে নিলাম আহা কি সুন্দর লাগলো🙂
@swapanfcl2 жыл бұрын
চাঁদ আমারই ❤️
@Shamimxyz20232 жыл бұрын
WOW
@soumenbiswas41312 жыл бұрын
এই গানটার অপেক্ষায় ছিলাম। প্রতিদিন সার্চ করে দেখতাম গানটা এলো কিনা। Thank you team Birohi for this masterpiece
@prityroy66752 жыл бұрын
মুগ্ধ করে দিলেন! আজকের যুগে এমন গান সত্যিই দুর্লভ্য ❤️ এই ধরনের গানগুলো বরাবরের মতই প্রিয়❤️
@BanglaShikho2 жыл бұрын
চাঁদের অর্ধেক চাঁদ❤️❤️ আহা চাঁদ আমারই❤️❤️ মনে পড়ে গেল গো “চাঁদ তুমি আকাশেই থাকো আমি তোমায় দেখব খালি” অসাধারণ 🥰❤️🤍❤️
@souvikmondal59392 жыл бұрын
অপেক্ষায় ছিলাম 💗❣️ বেঁচে থাক এই সুর, এই কথা, এই কন্ঠ।
@amitroy97952 жыл бұрын
কথায় বলেনা "মনের শান্তি বড় শান্তি",,,,,, সেটাই খুঁজে পেলাম 😌😌😌
@aksumonofficial Жыл бұрын
❤❤❤❤❤
@sampadasgupta5312 Жыл бұрын
Amit Roy Babu akdom thik kotha bolechen. Mon ta boley jai r tarpor santi pai
@KobitaySarbani2 жыл бұрын
অপেক্ষার অবসান হল এতক্ষণে 🤗😍। ধন্যবাদ, রাতে আজ এটা শুনেই ঘুমাবো 😌❤️।
@rupbhattacharjee35502 жыл бұрын
অপেক্ষায় ছিলাম। এই সরল কথা, সহজিয়া সুর, এই অপূর্ব কন্ঠ আর গভীর অনুভব...বারবার শুনছি, প্রতিবার গানটা শেষ হওয়ার পরেও কিসের রেশ থেকে যাচ্ছে? কি একটা কষ্ট জড়াচ্ছে প্রতিবার।
@prethuroy21732 жыл бұрын
মন শান্ত হয়ে যায়
@arijeetchakraborty63302 жыл бұрын
এই গানটাকে আমি নতুন বছরে পাওয়া উপহার হিসেবেই ভেবে নিয়েছি! ধন্যবাদ! 🙂
@sudipghosh58342 жыл бұрын
আহা কি অপূর্ব সুর,কণ্ঠ,কথা । অন্ধকার ঘর চোখ বুজে শুনতে শুনতে জীবনের অতীতের সব ভুল গুলো যেনো মনে পড়ে যায়,চোখ বেয়ে নেমে আসে জলের ধারা । অপার এক মন কেমন করা অনুভূতি যা প্রশান্ত করে মন । আবার বিরহীর সব এপিসোডের জন্য অপেক্ষা করবো ❤️❤️
@ফাহমিদাসূচনা Жыл бұрын
অসম্ভব সুন্দর শুরুটা!! দারুণ দারুণ দারুণ। মুগ্ধ হয়ে রইলাম পুরোটা সময় জুড়ে
@santusarkar25152 жыл бұрын
ভিডিও তে কতোবার শুনেছি কেটে কেটে ... শুধু এই অংশটা .. শুধু গানটার জন্য..... কিন্তু dialogue এসে যেতো ...কি আর বলবো... খুবই ভালো লেগেছে...আর এই গানটা আমার মোবাইলে রিনটোন করবো.... সেই ( ফিলিং ইয়ার ) হৃদয় অনুভূতি বন্ধু।।
@rimasarkarkolkata2 жыл бұрын
আহা বেঁচে থাকো গোঁসাই।হৃদয়ের প্রতিটা তার ছুঁয়ে যায় এই মাটির সুর,প্রাণের কথা।
@BAPPY-f3x Жыл бұрын
একটা মেসেজ রেখে গেলাম যত বছর মানুষ একটা করে লাইক করবে গানটা আবার শোনা হবে 🌸☺️
@hi-pofantasy15989 ай бұрын
Baaler comment ta kore kore klanto honnai?
@tirthadipgope83974 ай бұрын
Aso bhai...sune jao...♥️
@entertainmenttravels9593 ай бұрын
একটা মেসেজ রেখে গেলাম যত বছর মানুষ একটা করে লাইক করবে, গানটা আবার শোনা হবে।🎉
@DuttaFamily3653 ай бұрын
শোন
@sandip_official_272 жыл бұрын
অতুলনীয় শুধু দৃষ্টি বদলাচ্ছে না দৃষ্টিভঙ্গিও... জীবন যে কত সুন্দর এই জগত সংসার যে কত মধুর সত্যিই আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ...
@dipanwitasarkar1999 Жыл бұрын
বড়োরা যখন বলেন এই জেনারেশনটা শেষ, তখন তাদের বলি 'এখনো সুন্দর সৃজনশীল সৃষ্টি রয়েছে, আপনারা আগে শুনুন জানুন তারপর সমালোচনা করবেন...'। সৃজনশীলতা সবসময় আছে, থাকবে... ভালো লাগলো আজকে প্রথম শুনালাম এটি আজ❤️ শুভেচ্ছা ❤️
@souravneogi6123 Жыл бұрын
যখন টেস্ট ODI হয়ে যাচ্ছে, ODI T20 হয়ে যাচ্ছে, ৩ঘন্টার সিনেমা ১ঘন্টায় ঠেকছে, নাটকের রানটাইম কমে যাচ্ছে, উপন্যাস ছোটোগল্প হয়ে যাচ্ছে, ৫-৬মিনিটের গান ১-২ মিনিট হয়ে যাচ্ছে। একটা অদৃশ্য হাত মানুষের অবসর সময় বলে কিছু বাঁচিয়ে রাখছে না। সেখানে একটা প্রায় দশমিনিটের গান পাঁচ লক্ষ মানুষ শুনছেন।..কি করছেন সাত্যকিবাবু...তিনি জানেন না!!!! ❤️
@biplabchakraborty61142 ай бұрын
আহা! অপূর্ব অপূর্ব ভাইইইইই!
@arpansaha30332 жыл бұрын
গানটির জন্য এপিসোড 1 দেখার পর থেকেই অপেক্ষা করছিলাম। গায়কের কথা আর কি বলি, ধন্যবাদ সাত্যকি বাবু এরকম গান উপহার দেওয়ার জন্য ❤️
@empresskashyapm99512 жыл бұрын
জাস্ট মুগ্ধ হয়ে গেলাম 💖 কেমন যেনো একটা অন্য জগৎ চোখ বন্ধ করলেই। 🙂❤️
@debtanumukherjee2 жыл бұрын
অসাধারণ, এ ভাষায় প্রকাশ করা একপ্রকার অসম্ভব, মনে ( হৃদয়ে) সরাসরি আঘাত করে, এই কথা আর এই কণ্ঠ শুধু অনুভব করতে হয়, তার সাথে স্বর্গীয় বাঁশি, খঞ্জনি, একতারা সব মিলে একাকার হয়ে হয়ে গেছে।
@neilnicolas48892 жыл бұрын
আজ অনেকদিন বাদে মনে হল জীবনটা ব্যর্থ, হয়তোবা এইবার কিছুই করতে পারলাম না। ঠিক তখনি কেন জানি গানটা শুনতে ইচ্ছে হল। চোখের জলটা মুছতে মুছতে কমেন্টটা করলাম। ধন্যবাদ সাত্যকিদা।🍁🙏🏼
@69playstation2 жыл бұрын
“চাঁদগান”- চমৎকার..... ভালবাসা অবিরাম💗💗💗💗 love from #Bangladesh 🖤🖤🖤🖤
@Tollywoodtimeskolkata15672 жыл бұрын
গ্রামের মাটির বাড়ি, রাত কত হিসেব নেই চারিদিক শান্ত , চাঁদ তখন তাল গাছের মাথায়, পুকুরে র জলে চাঁদের প্রতিচ্ছবি কেমন নেশা লাগানো, আর বাউল ফকিরের ঘর থেকে ভেসে আসে এই সুর, যেন সর্গ নেমেছে আজ মাটির ঘরে,
@alientv72352 жыл бұрын
কি সুন্দর পরিতৃপ্তি। বাংলা ভাষায় সত্যি জাদু আছে। ❤️❤️❤️❤️❤️
@ranamanna12 жыл бұрын
অপেক্ষায় ছিলাম, আসলে অপেক্ষারাও কবিতা হতে পারে... ভালোবাসা
@manikaroy53142 жыл бұрын
অপেক্ষার অবসান হলো শেষ অবধি ❤️ প্রতিদিন একবার করে দেখে যায় গানটা এলো কিনা। অনেক অনেক ভালোবাসা বিরহী টিমকে 💕💕💕💕💕
@suhridmondal26782 жыл бұрын
অতুলনীয় সুর আর কথা , হৃদয়ে গেঁথে গেল গানটা ,😇❣️ গান শুনে মুগ্ধ হয়েগেলেম✨❣️
@manai20112 жыл бұрын
নেশা লেগে গেলো যে গোঁসাই! এমন গান গাও ক্যামনে?
@raazbarmon79472 жыл бұрын
গতকাল রাতে পাগলের মতো খুঁজেছি গানটা।আজ পেয়ে অনেক ভাল লাগছে।
@SushobhanSamanta2 жыл бұрын
E gaan ami birohi te Season2 Ashar Sathe Sathe Khoi lageachilam. Ebony S2E2 er comment e request o krechilam. Thank you uribaba team for keeping it up so early. Jodi o jani na if it’s coincidence 😊
@aninditamukherjee21422 жыл бұрын
আহা আহা....
@sabyasachichatterjee15662 жыл бұрын
এগানে অন্যত্র উত্তরণ হয়।
@santukumarghosh1462 жыл бұрын
আহা!!! কি অপূর্ব
@mainakdey5845 Жыл бұрын
বিরহী আমার অসাধারণ লেগেছে। সাত্যকিদা ভগবান !!
@dibendujana69162 жыл бұрын
গানটার প্রতি যেন এক আলাদাই নেশা অনুভব করছি 💙, ধন্যবাদ 🙏 বিরহী টিমকে এমন এক গান উপহার দেওয়ার জন্য 😇
@BongoNarirKotha2 жыл бұрын
আহা! কি সুন্দর গান। মনখানা জুড়িয়ে গেল। সাত্যকিদা অসাধারণ হয়েছে 👌👍
@joydeeppanda59232 жыл бұрын
আজ থেকে শোনা শুরু করলাম। সারা জীবন ধরে শুনতে হবে। না শুনে উপায় নেই। ❤️
@mdrazuahammed316 Жыл бұрын
সত্যিই কি গাইলেন,,নেশা লেগে গেলো এই যুগে এসে ও এই গানগুলো শুনি কেনো জানি অতীত মনে করিয়ে দেয়😢
@SaurabhSikdar2 жыл бұрын
চাঁদ আমারই 🖤 সাদা কুয়াশা, ঘন শীত চারিদিক! আর তারমধ্যে গোঁসাই এর এই সুর এই কথা এই গায়কি। আহা কি শুনছি! মধু মধু গুরুদেব 🙏🏽
@siyammunshi5677 Жыл бұрын
Now winter
@advancephysiotips38142 жыл бұрын
পুরোনো দিনের প্রেমের স্মৃতি গুলো আবার জীবন্ত হয়ে উঠলো. Satyaki sir....এমন একটি গান উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ. ভালো থাকবেন
শুকপাখি আমার সবচেয়ে প্রিয়! এখনো! তবে চাঁদ গানের সুরে মন দুলে গেলো এক্কেবারে ❤️
@heartladder44802 жыл бұрын
আলাদায় শান্তি, এ শান্তি ইহ জগতে পাবো কখনো ভাবিনি। অসাধারণ❣️
@arpanbiswas3435 Жыл бұрын
বিরহী দেখার একটা অন্যতম কারন ছিল এর গান, সাত্যকি দা অসংখ্য ধন্যবাদ এই অসম্ভব সুন্দর গানগুলোর জন্য।
@chirantanchatterjee69692 жыл бұрын
অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ নেশা ধরানোর জন্য। সত্যকী বাবুর প্রতি অফুরান ভালোবাসা
@opithe4022 жыл бұрын
চোখ বন্ধ করে ১০ মিনিট গানটা মনোযোগ দিয়ে শুনছিলাম, কই যেনো ডুবে গেছিলাম। এ গান কাউকে নিজের মধ্যে থাকতে দিবে না। মাদকদ্রব্য ছাড়া কাউকে নেশাগ্রস্ত করে ভবের দেশে নেওয়ার জন্য এ গানই যথেষ্ট। 🌸
@azomkhan89362 жыл бұрын
#Thanks__you
@sihabmandal Жыл бұрын
বিরোহী গান, সত্যি অসাধারণ 😍😍
@sihabmandalАй бұрын
আজ ও ভালো লাগে
@MainakGhoshal2 жыл бұрын
Upload করা থেকে 6-7 বার হলো শুনলাম । সাত্যকি দার গলায় অন্য রকমের একটা মায়া আছে । 😌😌😌😌😌 অনেক শান্তি এবং অনেক টা না পাওয়া মিশে আছে গান টা তে । সাত্যকি দা প্রণাম নিও । (জয় গুরু)।🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@abhijitadhikari48152 жыл бұрын
মাঝরাতে এই ঠান্ডায় নীচে আগুন আর উপরে চাঁদ সঙ্গে গোঁসাই এর গান ❤️❤️❤️🌜🌼
@aksumonofficial Жыл бұрын
❤❤❤❤❤
@rabinmondal25402 жыл бұрын
একেই বলে সৃষ্টি , আহা প্রাণ ভরে যায় কন্ঠে যেন মায়া লাগা রয়েছে একবার শুনলেই আকর্ষণ করে । খুব সুন্দর এক খানি পরিবেশন ।100 তে 100।
@tiyashadas44512 жыл бұрын
এই চাঁদগান অনেক জেগে থাকা রাতের পর ঘুমপাড়ানি গান হয়ে উঠুক সকলের কাছে ... ❤️✨
@LogoFarmerss Жыл бұрын
অসাধারণ। মুগ্ধ হয়ে গেলাম।
@yourfriendprem90442 жыл бұрын
কত খুঁজছিলাম গানটা। অনেক ধন্যবাদ দেওয়ার জন্য। কৃতজ্ঞ রইলাম সারাজীবনের জন্য এরকম একটা গানের জন্য।
@ShuvadipSaha-i1l3 күн бұрын
অসাধারণ। আমার মায়ের শেখানো এই বাংলা ভাষা দীর্ঘজীবী হোক। দিনের শেষে এই স্নিগ্ধতা এই ভালবাসাটা খুব শান্তি দেয়।❤
@Krishnendu_shee2 жыл бұрын
Satyaki দা কে প্রণাম আর বিরোহী টিম কে ভালোবাসা। এই গান টা অনেক আবেগ ও ভাব দিয়ে গাওয়া শুনলেই মনে হয় একটা আলাদা জগত তৈরি হচ্ছে মনে মনে, অথচ গান টার কথা গুলো সহজ, বাঁশি টা, ওই কর্তাল, Satyaki দার দোতারা আহা আহা। গানের কথা গুলো description বা কমেন্ট এ দিয়ে দিলে খুব খুশি হতাম,
@RayOfHOPE23252 жыл бұрын
গান টা দেওয়া আছে তো..
@Krishnendu_shee Жыл бұрын
@@RayOfHOPE2325 পেয়েছি
@sarwarulislam18922 жыл бұрын
অপূর্ব গান। কি সহজ অথচ জীবনের সার লুকিয়ে আছে আছে এতে....আমি মুগ্ধ হয়ে শুনতে থাকি....দোতারার শব্দে আমার মনের আদ্রতা মিলেমিশে একাকার হয়ে যায় ....আমি আবার সেই অকৃত্রিমতায় ফিরে চলে যায়।
@tuhinpatiramofficial2 жыл бұрын
২ দিনে ৯ বার গানটি শোনার পর আজ কমেন্ট করলাম❤️ অনবদ্য❤️ ভালোবাসা দক্ষিণ দিনাজপুর থেকে
Ajkal ai song like korar manush khub kom ai somajey.....song osadharon
@RupChatterjee2 жыл бұрын
এই গানটি বাংলা গানের জগতে একটা ক্লাসিক হয়ে থাকবে।
@susmitaroy90452 жыл бұрын
গানটা প্রথম শোনার পরেই খুঁজেছিলাম কিন্তু পাইনি যাক সব শেষে পাওয়া গেছে অসাধারণ গুরু❤️❤️ এত স্নিন্ধতা মিশে আছে কি আর বলবো বিরোহী পুরো টিম এর জন্য রইলো ভালবাসা🥰🥰🥰
@ariyanahamed3956 Жыл бұрын
গানের কথাগুলো হিয়া প্রফুল্ল করে নিয়ে যায় গভীর নিরুদ্দেশে মনে আসে নিরব ভাবনা ❤️
@bijoydas3997 Жыл бұрын
সত্যি এমন সুর এই সময় পাওয়া যাবে,তা কখনোই ভাবতে পারি নি। অসংখ্য ধন্যবাদ আপনাদের এই টিম কে 💐💐
@pravansuparia67732 жыл бұрын
আমরা চলে যাবো,,কিন্তু এমন কথা, সুর,গান বেঁচে থাকবে,,,✨✨🌛🌛
@deepbanerjee13252 жыл бұрын
এতো কান্না এলো কেনো? এত অঝোরে কাঁদলাম কেনো? এতোবার গায়ে কাঁটা দিল কেন? একি অনুভূতি হল? অসাধারণ অনুভূতি, সার্ত্যকি দা অন্তর আত্মা দর্শন পেলাম শুধুমাত্র আপনার গান শুনে, অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা এবং প্রনাম জানায়🙏🙏🙏🙏
@siamsarker7953 Жыл бұрын
আমারও একই অবস্থা 😭 কেঁদে সাড়া আমিও😭
@azadmolla1192 Жыл бұрын
এখন রাত তিনটা, রুমে লাইট নিভিয়ে একটানা চাঁদ গান বাজছে পাশে ❤️
@galaxyart80192 жыл бұрын
বাংলাদেশ থেকে বিরহী দেখছি এবং সাত্যকি ব্যানার্জীর গানে মুগ্ধ হচ্ছি, এক কথায় অসাধারণ। কলকাতা আসলে অবশ্যই দেখা করব তারসাথে এবং মনভরে গান শুনবো, লাভ ইউ সত্যকি ব্যানার্জি।
@nilaysikder81822 жыл бұрын
বহুযুগ পর শুনলাম এমন একটা গান 🖤❤️
@saijiexpress3390 Жыл бұрын
অতৃপ্ত আত্মায় তৃপ্তির সুধা - চাঁদ আমারি..❤❤❤
@mdshiponkhan51292 жыл бұрын
🖤🖤🖤একটা মানুষকে সারাদিন মিস করা, তাকে ফিল করা, তার জন্য নিজের ভেতর প্রতিনিয়ত কি চলে সেটা তাকে বুঝাতে না পারার মতো বাজে অনুভূতি দুনিয়াতে আর কিছু হতে পারে না! 🙂
@angaming89262 жыл бұрын
Ufff santi....gan to noi mone hochee feel korte parchi....uff sottie khubi sundor hoeache....❤❤
@silverlines39582 жыл бұрын
আহ্ অপূর্ব কে কে শুনেছেন ২০২৩ সালে লাইক কমান্ড দেখে বুঝবো সকল কে ধন্যবাদ।
@tapashalder3422 жыл бұрын
এই গানটার সঙ্গে দৃশ্যায়নের এক অদ্ভুত ছবি এঁকেছেন পরিচালক। সাত্যকি ব্যানার্জী অসাধারন। আগের বার যেমন মন জিতে নিয়েছিলেন। এবার আরো সুন্দর গান উপহার দিয়েছেন। পুরো বিরহী টিম কে জানাই ভালোবাসা ও শুভেচ্ছা।
@হুলাবিলা12872 жыл бұрын
গানটার জন্য হাপিত্যেশ করে বসেছিলাম..
@rafeekhan1556 Жыл бұрын
প্রান জুড়িয়ে গেল,,,আলাদা একটা মায়া আছে এই গানে😢😢
@kb158752 жыл бұрын
গানটা শুনতে শুনতে যেন এক অনন্য জগতে প্রবেশ করছি... ❣️👌
@sadimmunna86972 жыл бұрын
Jara rater ghumer ovabe ai ganer lyrics gulo bujhar cesta kore....ghumtake ekebarei haracce ..r nijer sathe gan take feel korse ..tader jonno ek buk ভালোবাসা 🖤 26th January 2023
@Arnab_Saha_02 жыл бұрын
9:24 minutes of pure bliss ✨
@santanusaha2882 жыл бұрын
Aha....ki misti sur, ki misti lyrics r ki sundor voice ,,, mon chuye gelo 🙏
@ArifulIslam-uu3xf4 ай бұрын
নিসংগতার সংগী গান
@everywhere15182 жыл бұрын
এক্টাই কথা,,,সাত্যকি ব্যানার্জী আপনি অসাধারন অনবদ্য। যে ভাবে হৃদয় ছুয়ে জাচ্ছেন লক্ষ লক্ষ লোকের......
@sowrovhosenofficial89722 жыл бұрын
༄- জীবনে অনেকেই আসবে যাবে"༆🙃 ༄- যে সঠিক হবে বেলা শেষে সেই, থেকেই যাবে!"༆❤
@souvikkhan80652 жыл бұрын
ei gaan ta bivinno manosik obosthay shona jay...e.g. prochondo hotasha, prochondo anondo, normally etc. whole-heartedly love this song. I have been waiting for this song to be released!!!
@mdanik7473 Жыл бұрын
এসব গানের অর্থ্য সবাই বুঝে না,,, যারা বুজে তারাই এই গান সুনে☺️
@samirbinazim73582 жыл бұрын
অন্তর ছোঁয়া কণ্ঠ আর এমন লিরিক্স 👏👏👏
@SreeSopno-x6j Жыл бұрын
আমরা জিবনে কি করচি এখনো আমরা নিজে যানি না
@mamatabhowmik61498 ай бұрын
Chumu tomake
@RitabrataMitradh8 ай бұрын
বানান ভুল করছেন
@mdjamalhossan00492 жыл бұрын
অনেক মায়া ভরা গানটা শুনে অনেক দিন পর নিজেকে খুজে পেলাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে.....
@rafeerabbani58882 жыл бұрын
আহারে কি মনোমুগ্ধকর সুর আর আবেগ এসব সুরে হারিয়ে যাওয়া যায় চোখ বন্ধ করে❤️
@ghurpak516 Жыл бұрын
আসলে গান বলতে যা বুঝায়। মনের প্রশান্তি, অনুভূতির উত্থান পতন। সুন্দর।
@voiceofmahadi182 жыл бұрын
গানটা রিলিজের অপেক্ষায় ছিলাম। ফেসবুক থেকে দেখে অনেক খুচ্ছি। বাংলাদেশ থেকে দেখছি ❤️🇧🇩
@tanmoychakraborty60132 жыл бұрын
শীতের চাঁদ যেন বড় পিরিতের চাঁদ, সাথে এই চাঁদের গান। এই শহরে শীতের অপেক্ষা শেষ করতে যেন এই গানটার ই দরকার ছিল।
@insidestudy99022 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ , মন ভোরে গেলো 😌😌
@polymathedu2 ай бұрын
বাহ! একটা মোহআচ্ছাদিত সুর কথা । আবার আবার শুনতে হয় এমন সুরেলা সংগীত ☺️