সরকারকে বলেন আরো ভ্যাট বাড়ানো জন্য,১ কোঠি টাকা গাড়ি বাংলাদেশে ভ্যাট সহ ১২-১৫ কোটি টাকা হয়ে যায়,এসব বিদেশিরা শুনে মজা নেই।এসব সমাধান করুন আগে
@BhaigidBhaigid12 күн бұрын
আবাল নাকি আপনি ?🤡 দেশ যে ছোট এটা দেখেন না ? সরকার তো চাইলেই 1% ভ্যাট এ গাড়ি দেশে ঢুকাইতে পারে ! সরকার যদি ভ্যাট কমায় নেয় ঢাকাতে আর বের হওয়া লাগবে না, এখনই প্রাইভেট গাড়ির জন্য রাস্তায় বের হওয়া যায় না, আর আপনি বলেন সরকার কেন ভ্যাট কমায় না, 🤡 বড় বড় দেশগুলো চাইলেই ভ্যাট কমাতে পারে, কারণ তাদের গাড়ি রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, বাংলাদেশের তার নেই,,,,
@iloveclips125711 күн бұрын
কাস্টমস্কে দর দিলে সেটা আবার জাচাই বাছাই করে , যদি মনে হয় কম হইছে বা তাদের অন্য উদ্দেশ্য থাকে তাহলে বিক্রি করে না, এটারে কি নিলাম বলে? নিলাম হচ্ছে জায়গায় বিক্রি হবে নিম্ন প্রাইস থেকে শুরু হবে যে বেশি ডাকবে সে পাবে । এই সিস্টেম করেন সব বিক্রি হয়ে যাবে।