চট্টগ্রাম বিমানবন্দরে সরকারের সুনজর নেই।এই বিমানবন্দরের পটেনশিয়ালিটি অনেক বেশি
@syedahmed7427 Жыл бұрын
চট্টগ্রাম শাহ আমানত এয়ারপোর্টে দুটো বিমান এক সাথে আসিলে কি অবস্থা হয় আর নামে বানিজ্য রাজধানী কামে কিছু নাই
@IstiakbinMohsinvhaiiii985 Жыл бұрын
সত্যি লজ্জার বিষয় হচ্ছে,, ভারতের শিলিগুড়ি জেলার বাগডোগরা এয়ারপোর্ট আমাদের ২য় বৃহত্তর চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে হাজার গুনে সুন্দর 😡😡
@hazviahmmed Жыл бұрын
দীর্ঘ আট মাস ধরে প্রবাসীদের বৈধ ২৫ টন পন্য আটকে রেখেছে শাহ আমানত বিমানবন্দরে কাস্টমস কর্তৃপক্ষ?? যা কোনো ভাবেই কাম্য নয়
@PARVEZ_BHAI999 Жыл бұрын
এটাতো মাছের বাজার লাকিস বেল্টে থাকেনা বেল্ট থেকে পড়ে যায় দুইটি মাত্র বেল্ট মানুষের হয়রানি কিন্তু দেখার কেউ নেই।
@alkmalkm-fc8bi Жыл бұрын
কিছু কুলাংকার কর্মচারি প্রবাসিকে হয়রানি করে, অপমান সহ লান্চিতকরে,
@swarupdoha25359 ай бұрын
2/3 ta flight ak dathe namle buja jai,ki ki somossa hoi, dekhar kew nai, amra jara asha jawa kori,amra jani.
@suim601911 ай бұрын
বিমান বনদর এখনো উনত হতে পারিনি
@jasimjasimgoregemrongjasim9082 Жыл бұрын
বিশ্বমানের বন্দর
@mdenamulkhanyes4216 Жыл бұрын
❤️
@mohammadshehabuddin6207 Жыл бұрын
ভৌগোলিক দিক থেকে কুমিল্লা বাংলাদেশের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ হাব। কুমিল্লা বিমানবন্দরটি সংষ্কার করে এটাকে আর্ন্তজাতিক বিমানবন্দর করা হলে বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালী এই ছয় জেলার বিপুল সংখ্যক প্রবাসি যারা দেশের সিংহভাগ রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তারা বিভিন্ন দেশ যেমন সৌদিআরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, জর্ডান, মালয়েশিয়া, সিঙ্গাপুর,অস্ট্রেলিয়া, জাপান, ইটালি, ব্রিটেন সহ অন্ন্যান্য দেশ থেকে সরাসরি কুমিল্লায় পৌছতে পারবে। কুমিল্লা থেকে এসব জেলায় যেতে অন্য কোন জেলার উপর দিয়ে যেতে হয়না। কুমিল্লা বিমানবন্দরটি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, ঢাকা চট্টগ্রাম রেলপথের কাছেই অবস্থিত। যেখানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর,ঢাকা থেকে এসব জেলায় পৌছতে পাঁচ ছয় ঘন্টা সময় লাগে সেখানে কুমিল্লা থেকে এক দেড় ঘন্টা সময়ের মধ্যে এসব জেলায় পৌছা যায়। সড়ক ও রেল উভয় পথেই কুমিল্লার সাথে এসব জেলার যোগাযোগ ভাল (শুধু লক্ষিপুরে রেল যোগাযোগ নেই)। বর্তমানে কুমিল্লায় উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি বিনিয়োগকারী, বিদেশি পর্যটক, বিদেশি গলফাররা আসেন। কুমিল্লার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলোতে বিদেশি ছাত্ররা অধ্যায়ন করছে, বিদেশি শিক্ষকরা শিক্ষকতা করছেন। আর্ন্তজাতিক বিমানবন্দর হলে তারাও উপকৃত হবেন। এই ছয় জেলা থেকে অনেক যাত্রী চিকিৎসা, শিক্ষা, পর্যটন ইত্যাদি বিভিন্ন প্রয়োজনে আগরতলা বিমানবন্দর দিয়ে ভারতের দিল্লি, কোলকাতা, চেন্নাই, মুম্বাই, যাচ্ছে। কুমিল্লা বিমানবন্দর থেকে এসব রুটেও ফ্লাইট চালু করে বাংলাদেশ বিমান লাভবান হতে পারে। অভ্যন্তরীন ও আর্ন্তজাতিক কার্গো পরিবহনের ক্ষেত্রেও কুমিল্লা বিমানবন্দর গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর, ব্রাক্ষ্মনবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর, আশুগঞ্জ নদীবন্দর, চাঁদপুর নদীবন্দর এবং কুমিল্লার দাউদকান্দিতে নদীবন্দর স্থাপন করে এবং এসব নদীবন্দর ও স্থলবন্দরগুলোকে কুমিল্লা বিমানবন্দরের সাথে connected করা হলে অভ্যন্তরীন ও আর্ন্তজাতিক কার্গো পরিবহনের ক্ষেত্রে কুমিল্লা বিমানবন্দর গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। কুমিল্লা ইপিজেড থেকে প্রতি বছর প্রায় তিন হাজার কোটি টাকার পণ্য রপ্তানি হচ্ছে। পোষাক রপ্তানি হচ্ছে ১২০০ কোটি টাকার। এছাড়া কুমিল্লা থেকে প্রতি বছর প্রায় উনিশ লাখ মার্কিন ডলারের খাদ্য শ্বস্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, ইউরোপ, আমেরিকা সহ ২৫টি দেশে রপ্তানি হচ্ছে। কুমিল্লার লালমাই নিটওয়ার প্রতি বছর প্রায় ১০০ কোটি টাকার জুতা রপ্তানি করছে। কুমিল্লা থেকে আরও রপ্তানি হচ্ছে টুপি,মৎসসম্পদ, মৃৎশিল্প, কুটির শিল্প,খাদি কাপড়। কুমিল্লা, চাঁদপুরে একাধিক ইকোনোমিক জোন ও সফটওয়ার টেকনোলজি পার্ক স্থাপনের কাজ চলছে। প্রসঙ্গত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪০ সালে ৭৭একর জায়গার উপর চালু হওয়া কুমিল্লা বিমানবন্দর ১৯৭৬ সাল থেকে বন্ধ থাকলেও আর্ন্তজাতিক সিগনাল ভিউয়ারের মাধ্যমে প্রতি মাসে ত্রিশ লাখ টাকা রাজস্ব আদায় করছে সরকার। তাই এই অঞ্চলের প্রবাসি, পর্যটন ও অর্থনৈতিক উন্নয়নের কথা বিবেচনা করে কুমিল্লা বিমানবন্দরটি আর্ন্তজাতিক বিমানবন্দর হিসেবে চালু করা এখন সময়ের দাবি। সরকার বঙ্গবন্ধুর নামে যে বিমানবন্দরটি স্থাপন করতে চাচ্ছে সেটা কুমিল্লায় স্থাপন করার অনুরোধ করছি। আর সেটা সম্ভব না হলেও "শেখ হাসিনা আর্ন্তজাতিক বিমানবন্দর, কুমিল্লা" নামকরন করে কুমিল্লা বিমানবন্দরটিকে আর্ন্তজাতিক বিমানবন্দর হিসেবে চালু করার অনুরোধ করছি।
@alaminrahman8455 Жыл бұрын
First
@ALBADEEAGENTSSALOON9 ай бұрын
এক দম বর্ত্তমান অবস্তায় বাজে বিমান বন্দর চট্টগ্রাম।