সত্যি অসাধারণ একটা গল্প। কিছুক্ষণের জন্য মনে হলো আমিই নাটকের মধ্যে ঢুকে গেছি। চিঠিটা পড়ার সময় বুকের বা পাশটা চিনচিন করছিলো। কোনো একদিন অনেক পরে আবার নাটকটা দেখার ইচ্ছা আছে। তাই কমেন্টটা রেখে গেলাম। ভালো থাকুক আমার হারিয়ে যাওয়া ভালোবাসা💔💔💔
@mdpavel7074 Жыл бұрын
9:25
@mdjahangiralam9312 Жыл бұрын
❤
@delowarabegum9895 Жыл бұрын
🎉p😂😊lk pq@❤hd
@Emotion_Videos_Option Жыл бұрын
সত্যি ভালো থাকুক ওরা।❤
@SohelRana-ou7ew Жыл бұрын
Ami rakha galam akta ....❤
@abbasirahaman6810 Жыл бұрын
আফরান নিশোর নাটক মানেই অসাধারণ ।অভিনয় ও অসাধারণ গল্প ও কাহিনী ও অনবদ্য । ধন্যবাদ রাইটারকে এত সুন্দর একটি নাটক উপহার দেবার জন্য ।
@ashiskumarchandra62168 ай бұрын
কিছুক্ষণের জন্য ভুলে গেছিলাম যে নাটক দেখছি। অভিনয়কে সত্যি করে তোলার জুড়ি নেই আপনাদের। দুজনেই অদ্ভুত সুন্দর অভিনয় করলেন। আপনাদের দুজনের এই ধরনের নাটক আরও দেখার জন্যে উৎসুক রইলাম। ধন্যবাদ।
@banozirkhanom5328 Жыл бұрын
Onak din por monar moto salin, sundor ovinoy & sudor golpor 1ta natok dakhlam... onak Valo laglo... Ganta o cilo osadharon .❤❤❤
@daitadey4745 Жыл бұрын
অসাধারণ অভিনয় ছিলো দুজনারই,ভালোবাসা শব্দটার প্রকৃত অর্থ বোধ হয় একেই বলে,ভালো থাকুক ভালোবাসা। আফরান নিশো আমার প্রিয় ও সেরা অভিনেতা 🙏🙏
@sayedmarwan24811 ай бұрын
আবেগময় অনুভূতি সৃষ্টি করতে পেরেছে লেখক। কোন তথাকথিত রোমান্টিকতা প্রদর্শন না করেও এমন অনুভূতি সৃষ্টি করতে পারাটাই তো নাটকের সার্থকতা। জয় হোক,শুভকামনা
@MdSumon-xq5wf Жыл бұрын
বাস্তবের সাথে নাটকের মিল আছে।১০০%........
@shahadathossain3223 Жыл бұрын
আফরান নিশো আমার প্রিয় একজন অভিনেতা তিনার নাটক আমি মন দিয়ে দেখি যেন তিনার জায়গায় আমি আমাকে কল্পনা করি।তিনি দীর্ঘজীবি হোন সুস্থ থাকুন এটাই আমাদের চাওয়া।❤❤❤
@tarunbiswas787 Жыл бұрын
অনেক দিন পর আরফান ভাইয়ার অসাধারণ একটি নাটক দেখে মনটা ভরে গেল।শেষটাতে যদি ভালোবাসা টি পূর্ণতা পেত তবে আরো বেশি ভালো লাগত।।অসাধারন।ভারত,দার্জিলিং থেকে শুভকামনা রইল।।
@sonjibsd4910 Жыл бұрын
❤
@naturalbeauty-v7310 ай бұрын
নিশো ভাই সবসময় সেরাদের একজন। এই নাটকটা অসাধারণ হয়েছে। যদিও ওনার সব কাজই অসম্ভব ভালো লাগে আমার।
@parthaprotimguharoy8283 Жыл бұрын
গল্প পরিচালনা 📷 ক্যামেরা technology আরো কত কি আছে তবে এই নাটক আবার প্রমাণ করলো পৃথিবীর যে কোনো দেশের যেকোনো ভাষার সিনেমা বা নাটক অভিনয় ছাড়া মানে ভালো যথাযথ অভিনয় ছাড়া সব কিছুই ব্যার্থ। পৃথিবীর অভিনয় জগতের ইতিহাসে আফরান নিশো এক উজ্জ্বল নক্ষত্র।সকল কে ধন্যবাদ। আর মৌ এর অভিনয় এই নাটকে এক অনন্য সংযোজন।আমি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়া সদর থেকে বলছি।
@mashrafiRafi-fg2ed Жыл бұрын
আফরান নিশো বোস এর নাটক মানেই বিনোদন বোসের জন্য ই নাটকটি দেখা তার কারন আমি আফরান নিশো ভাই এর বিগ ফ্রেন্ড 🥰❤️ সবাইকে ধন্যবাদ অসাধারণ একটি দারুণ নাটক উপহার দেয়ার জন্য
নিশো ভাইয়ের পূরনো নাটক গুলো বার বার ঘুরিয়ে দেখি। কি করবো ভাইয়ের তো নতুন নাটক রিলিজ হয় নাহ আহ্ । আচ্ছা নিশো ভাই কি আবার নাটকে ফিরে আসতে পারে নাহ। খুব মিস করি ভাই কে।
@AbdulJalil-eo6wk Жыл бұрын
অসাধারণ একটি ভালো নাটক দেখার সৌভাগ্য হলো সত্যি আমি আনন্দিত। নাটকের পাত্রপাত্রি এমনকি বন্ধুর অভিনয়ের অভিনেতার অভিনয় অনেক দিন মনে থাকবে। নাটকের সঙ্গে জরিত সকলকেই ধন্যবাদ।।
@ShakilKhan-i3e Жыл бұрын
প্রিয় নিশোভাই নাটক টা দেখতে দেখতে আমি নাটকের ভিতরে ডুবে গেছিলাম। অসম্ভব রকম সুন্দর একটা নাটক। চোখের কোনে জমে থাকা পানি; গাল বেয়ে বেয়ে পড়ছিলো! শুভ কামনা সবসময় ভাই আমার।❤
@meyamurrahmansajib01 Жыл бұрын
বসের নাটক ভালো না হয়ে পারে অসাধারণ ❤❤
@ICONSTAARFAN8 ай бұрын
হুম
@ftrifat9248 Жыл бұрын
মনে হচ্ছে অভিনেত্রী হিসেবে মৌ পারফেক্ট ছিল
@mujibarrahaman4069 Жыл бұрын
Asadharon akta Natok. Anaboddo akta Valobasha r Galpo. Nisho shb Nahren Mou ar Ovinoi awasome. Shesa Chithir kothay choka Joj asa galo. Khub sundor Chitra nattya o porichalona. Kolkata. Thanks.
খুব সুন্দর একটা গল্প , অভিনয় আর পরিচালনা। আরফান নিশো আমার পছন্দের অভিনেতা।কোলকাতা থেকে দেখি আমাদের এই বাংলাদেশের নাটক। দারুণ লাগে ❤😊
@mdhabiburrahaman2932 Жыл бұрын
সত্যি কারের ভালোবাসা গুলো এই রকম এর হয়❤️❤️অসাধারণ অভিনয়। আজকাল এই রকম বন্ধু পাওয়া বড় ভাগ্যের
@aburayhan6123 Жыл бұрын
সত্যি অসাধারণ একটা গল্প ছিল। কিছুক্ষণের জন্য মনে হলো আমিই নাটোর মধ্যে ঢুকে গেছি। চিঠিটা পড়ার সময় বুকের ভিতর ব্যথা করতেছিল। ভালো থাকো, ভালোবাসার মানুষগুলো❤❤ তাই কমেন্ট বক্সে কিছু স্মৃতি রেখে গেলাম
@khwaresh8275 Жыл бұрын
The ex- girl friend was deeply moved to her ex-boyfriend as her patient. She herself operated open heart surgery successfully n paid his all charges freely n wholeheartedly. It's called humanity. It is significant to note that Nishoji's best friend did his best in the name of Allah the merciful n the benevolent. This friendship moverd me much. I praise the writer n thanks to the the whole team of the drama. I love all. From Assam INDIA. Allah Hafez ❤️!
@mashrafiRafi-fg2ed Жыл бұрын
আফরান নিশো বোস এর নাটক মানেই বিনোদন বোসের জন্য ই নাটকটি দেখা তার কারন আমি আফরান নিশো ভাই এর বিগ ফ্রেন্ড 🥰❤️
@web.worldedu.bengali875611 ай бұрын
ধন্যবাদ ❤❤ এতো সুন্দর ১টা নাটকের জন্য। প্রমাণিত ; ভালবাসা সত্যি হলে প্রকৃতিই তা এক করে দেয়। কোনো অন্যায় চলবেনা। আজকাল তো বাচ্চা পোলাপাইনদের ফাইজলামি আর আবেগি সময় নষ্ট প্রেম - ভালবাসা ছাড়া নাটকে কিচ্ছুই দেখা যায়না।
@AlponaAnonna Жыл бұрын
নওশীন আপু এটার মতো নাটক তুমি আর কখনো করোনি।সত্যি মন পিঞ্জিরা কেড়ে নিলে এই নাটকে তুমি... ❤❤❤❤❤নিশো ভাই ও সেই
@quazilulu8970 Жыл бұрын
চমৎকার নাটকের কাহিনী, অভিনয়, সব মিলিয়ে হৃদয় ছুঁয়ে গেল ।
@alamgirmist5757 Жыл бұрын
আসলে নাটক টা অনেক বার দেখেছি,, যত বার দেখি কেমন জানি নিজেরে কন্ট্রোল করতে পারি না ,,, 😢 মনের অজানতে মনের ভিতরে কান্না ভয়ে যাই আর এরেই বলে পাক্কা অভিনেতা এবং অভিনেত্রী ,, ❤❤
@mdmuchon Жыл бұрын
নাটকটা খুজছিলাম অনেকদিন ধরে,,ধন্যবাদ
@rasirasi9467 Жыл бұрын
Ei porjonto natok ta 10 bar dekhesi joto bar dekhi toro bar sudhu vavay mon take ❤❤😢😢😢
@ashiskumarchandra621611 ай бұрын
অদ্ভুত সুন্দর একটা নাটক দেখলাম অনেক দিন পর। এত সুন্দর মার্জিত অভিনয় খুউব কম দেখা যায় ।
@mdmonnafhossain8850 Жыл бұрын
সকল অভিনেতার সেরা আফরান নিশো সেটা সিনেমাতে হক আর নাটকে
@Akashmithu6571 Жыл бұрын
ভালোবাসা অদ্ভুত সুন্দর, ভালো থেকে আমার না হওয়া মিথু❤😅 আমার না হওয়া পদ্ম 😅
@NajminSalima-ir9sn8 ай бұрын
সত্যিই অসাধারণ নাটক হৃদয় ছুয়ে দেয়
@angshumandevnath2958 Жыл бұрын
অনন্য সৃষ্টি ❤❤অসাধারণ নাটক❤রেশ রেখে দিলাম ভালোবাসার❤
@sundarbannatureclub528011 ай бұрын
Ami Kolkata theke aj 10.12.23 natok ta dekhlam eto chhim chham athocho govir vabe mone dag kete gelo, ses drisye amar chokh theke top top kore jal gorie porlo ja saina ba apu keui dekhte pelona. Anobadya avinoy ebong parichalona anek anek dhanyabad
@snbagchi Жыл бұрын
কলকাতা থেকে দেখছি , অসম্ভব ভালো লাগলো বিশেষ করে নহসিন এর অভিনয় , উনি শুধু সুন্দরী নন অনেক ভালো ডেপ্থ আছে অভিনয় তে। আমার অভিনন্দন
@MdSolaman1992-vj5sf Жыл бұрын
valo thakuk 🥺🥺valobasha🥺🥺🥺🥺
@omuraljihad1402 Жыл бұрын
খুব সুন্দর অভিনয় ও লেখা পরিচালক ও লেখক পাঠকবৃন্দ কে ধন্যবাদ এতো সুন্দর নাটক উপহার দেবার জন্য।
@ainul1254 Жыл бұрын
সত্যিকারের ভালোবাসা গুলো ঠিক এমনই হয়।
@habiburrhaman5805 Жыл бұрын
🎉
@omorali8614 Жыл бұрын
কেনো জানি জীবনের সাথে মিলে যাচ্ছে, হয়তো গল্প টা ভিন্ন 😥💔
@রুদ্ররুদ্র-র৬শ Жыл бұрын
অথচ তখন ভালোবাসার মানুষকে না ঠাকালে সবাই ভালো থাকতো, হয়তো বাবা এক্কটু কষ্ট পেতো কিন্তু কিছুদিন পর মেনেই নিতো,,, সুখের লাগি গিয়ে সুখ পেলি না,,, স্বামী মারা গেলো,,,,, কেই কে কষ্ট দিয়ে সুখি হওয়া যায় না,,,,,
আমার দেখা সেরা একটা গল্প,,, পুরোটা নয় কিছুটা মিলে গেছে....
@matin634 Жыл бұрын
সত্যিই অসাধারণ একটি নাটক উপর দিয়েছেন ❤ ধন্যবাদ আপনাদের সবাইকে
@MDHazrat-hf8vo8 ай бұрын
পরিচালক অসংখ্য ধন্যবাদ সত্যি নাটোর অনেক সুন্দর হয়েছে
@MrHanif-hp6pz2 ай бұрын
৭/৯/২৪ রাত -2:48 নিশো ভাই সেরাদেরও সেরা উনার নাটক আমি মনযোগ দিয়ে দেখতে ভালোবাসি" কারণ উনার জায়গায় নিজেকে অনুভব করতে পারি আমি" আমিও উনার মতো একতর্ফা ভালোবাসি কোনো এক মায়াবতীকে বেসে যাবো সারা জীবন" আমার প্রিয়তমা স্বপ্না" ভালোবাসি তোমাকে বড্ড ভালোবাসি "❤
@Mkamalpbn Жыл бұрын
সত্যি অসাধারন নাটকটা
@SumonBiswas-qt9pv11 ай бұрын
Valo basa sundor jodi manus ta sothik hoy Heart touching ❤❤❤
@mohammadsamimmia-oy5gk Жыл бұрын
নাটকটা দেখার পর কিছু ক্ষনের জন্য থমকে গিয়েছিলাম, নিরব হয়ে গিয়েছিলাম। আমিও ত এই ভাবে কোনো একজনকে ভালোবেসেছিলাম প্রতিটামুহুর্ত তার কথা মনে পরে চোখে পানি এসেছে। কোনো একদিন অনেক পরে আবার হয়তো এই নাটকটা দেখার ইচ্ছা আছে। হঠাৎ যদি কোনো দিন তার সাথে দেখা হয় হয়তো সেই দিন। কমেন্টটা রেখে গেলাম। ভালো থাকুক আমার হারিয়ে যাওয়া, আমার না হওয়া আমার ভালোবাসা😢😢
@imranhossen810 ай бұрын
ভালো লাগার একটি নাটক অনেক আগে দেখেছি নেটে খুজেছি পাইনি আজ পেলাম
@nurmohammad3912 Жыл бұрын
ভালবাসা গুলো সত্যি এমনই হয়।কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না।ভাল থাকুক না পাওয়া ভালবাসা আমার স.................
@israkhasan99911 ай бұрын
অসাধারণ একটা কাহিনী ❤ আসলে সত্যিকারের ভালোবাসা গুলো ঠিক এভাবেই শেষ হয়ে যায় 😢 বাস্তব প্রমাণ আমি নিজেই 😢
@vaggholaxmistore994011 ай бұрын
চমৎকার ❤
@shamimhossen9091 Жыл бұрын
আমি যাকে ভালো বাসি সে ভালো থাকুক। বুঝেনিব সে আমার ছিল না তাই হারিয়ে গেছে ❤❤❤❤
@arifulislam626310 ай бұрын
খুব ভালো লাগছে। গল্প হলেও অনেক সুন্দর।
@MdShahin-pq9hw Жыл бұрын
বস মানি নিশো ভাই নোওশী আপু শেষটা অসাধারণ ছিয়ল
@irishali1074 Жыл бұрын
অনেক অনেক সুন্দর নাটক ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে।
@suvankarsengupta2945 Жыл бұрын
Well done by all, Ovinandan R Dhannyobad, Khub valo thakun sabai, suvo ratri, From kolkata,,,,
@soheltutul Жыл бұрын
সত্যি কারের ভালবাসা, মানুষ কে নতুন করে বাঁচতে শিখায়।
@md.shamimahsan4893 Жыл бұрын
প্রেম জিনিসটা আনন্দের, বেদনাদায়ক, তবুও ভালো লাগে। ভালো একটা বন্ধু পাওয়া অনেক কঠিন। এখানে নিশুর আছে, বিষয়টা আনন্দের।
@kanizferdous8589 Жыл бұрын
Very good story and perfect performance..excellent performance 🎉❤😅😊..
@muklesahmed784 Жыл бұрын
সত্যি অসাধারণ একটা গল্প যা আমার মন খেরে নিয়েছে।👍👍
@MdBabo-p1q Жыл бұрын
আমার জিবনটাও এমন সত্যি নাটকটা কতশত বার দেখেছি আর চোখের জল ঝরিয়েছি তা অঝানা,,, ভালো থেকো প্রিয় ---?
@MHSalauddin-k1z2 ай бұрын
ভালোবাসা জন্য কত কিছু হারিয়ে গেলো জীবন থেকে,,,
@AshrafulIslam-qc6fr11 ай бұрын
অল্প সংখ্যক লোক নিয়ে এই নাটকে অভিনয় টা অনেক অনেক সুন্দর হয়েছে। ভালো থেকো পাশানি, তুমি ৯ বছরে ও একটা খুজ নিতে পারোনি।
@jakirulaiub-dx8di Жыл бұрын
Really very heart touching drama.& True love never ends...Love is beautiful Thanks director sir for making this drama
@pijushkantiroy92 Жыл бұрын
আমি একজন পশ্চিমবঙ্গের হাওড়া নিবাসী। নাটকটা আমি অনেকবার দেখেছি কিন্তু যতবার দেখি ততবার একটা হতবাক করা অনুভূতির আবেশ প্রায় অনেকক্ষন ধরে আমার মনকে বশীভূত করে রাখে। তিন ব্যক্তির অভিনয় এত সর্বাঙ্গীন সুন্দর আর নিখুঁত হতে পারে, না দেখলে বিশ্বাস করার উপায় থাকেনা। নিশো ভাই, ডক্টর আর গার্জেন বন্ধু, উফফ একদম ফাটিয়ে অভিনয় না সত্যি ঘটনার উপস্থাপনা, বলা মুশকিল। ভাববেন না একটু বেশি বেশি বলছি, যা সত্যি মনে হলো, তাই বললাম। তবে এখন বড় দুঃখ পাই, ইউটিউব খুললে নিশোর নাটক আর পাইনা, কি অভিনয়, কি expression, চমৎকার লাগতো। উনি হয়ত একটু পরে বুঝতে পারবেন ঠিকই রূপালী পর্দার চকমকি ভাব নাটকপ্রীয় প্রতিটি মানুষের হৃদয়পর্দার কাছে খুবই ম্রিয়মাণ। একজন অত্যন্ত সাধারণ নাটকপ্রেমী হিসেবে তাঁকে অনুরোধ করবো, ফিরে আসুন অসাধারণ নতুন নতুন রত্নখচিত নাট্যাঙ্গনের পটভূমিতে। বারংবার আপনার অভিনীত নাটক দেখে মুগ্ধসাগরে ভেসে বেড়াই। কুশলে থাকুন।
@Gublet2228 Жыл бұрын
Apni eto boka kivabe holen, ekjon Indian erakom bokami korte pare🤭🤭
@Gublet2228 Жыл бұрын
Ekjon serious condition er patient always ICU kimba, te thake eta holo bastobota. Medical board er fist scene tai vul baniyeche, kivabe nikhut holo. Je kono medical board medical report, plate egulo sob lights board e display kore discussion kore, setai to ekhane hoi ni.
@rajibmondal400 Жыл бұрын
বসের সাথে নাওশিন ম্যাম এর ছবিতে অভিনয় দেখে খুব ভালো লাগলো। তাই দুজন কেই ধন্যবাদ রইল।
@iqbalhasan6441 Жыл бұрын
অসাধারণ একটা গল্প,,, ভবিষ্যতে আবার দেখার জন্য ❤❤❤❤কমেন্ট করলাম😂😂😂😂😂😂😂
@hamidulhaque9339 Жыл бұрын
চমৎকার গল্প তবে ব্যাকগ্রাউন্ড মিউজিক একটু হার্ট টাচি হলে দর্শক হৃদয়ের আরও গভীরে টাচ করতে পারতো বলেই মনে হয়েছে আমার।
@UttamKumar-tc7lr Жыл бұрын
খুব সুন্দর একটা গল্প, সেই সাথে অসাধারণ অভিনয়।
@shohagh_4586 Жыл бұрын
নাটক অনেক দিন পর দেখলাম। যত সময় দেখেছি মনটা ডুবে ছিলো। ভালো থাকুক সব সময় ভালোবাসার মানুষটি।
ভালবাসা,, এমন,একটি,চিত্র,যা, দেখা, যায় না,, অনুভব,,,,,
@riktakhatun7842 Жыл бұрын
সত্যি ভালো লাগছে
@tuhinalam787 Жыл бұрын
অসাধারণ একটা নাটক। নায়িকা অনেক সুন্দর এবং অনেক ভালো লাগছে 👍👍
@shafiqulislam823911 ай бұрын
বাহ্ অসাধারণ ❤️❤️
@rubeljafor6219 Жыл бұрын
অবিরাম ভালোবাসা 💖💖
@zakiasultana2746 Жыл бұрын
অসাধারণ একটি নাটক ছিল।আফরান নিশো ।
@ruhulamiin25 Жыл бұрын
নাটক টা ৪১ মিনিটের হলেও কল্যপনা জগতে চলে গেছি। সেই ছোট বেলায়,,,, যখন তার দিকে শুধু তাকিয়ে থাকতাম। প্রচন্ড ভালোবাসতাম তাকে। কিন্তু নিয়তির কি পরিহাস আজ আমি কই,,, আর সে। হয়তো কিছুদিন পর ডাক্তার হয়ে বের হবে। আর আমি,,,, সেও বিয়ে করবে হয়তো কোনো ডাক্তার বা বিসিএস ওলা লোককে,,,,, আর আমি তার কল্পনায় তার কথা মনে করে আকাশে ধোয়া উড়াতে ব্যস্ত ,,,,,, আমারও হাটে ইদানীং ব্যাথা করছে,,,, হয়তো কোনো কারনে খুব বেশি দূরে চলে যাব,, যেখান থেকে আর চাইলেও আসা যাবে না। তখন তিনি তার ক্যারিয়ার এবং সংসার নিয়ে ব্যস্ত থাকবে,,,, হয়তো কখনো বুঝতেই পারবে না তাকে কতটা ভালোবেসে ছিলাম। কোনোদিন হয়তো আর দেখা হবে না বলা হবে না কথা। কিন্তু কল্পনায় তার ছবির সাথে কতো কথা। যাইহোগ লেখলে অনেক কিছু লেখা যাবে,,,, কিছু টা লেখে গেলাম যেনো এমন ভুল কেউ আর না করে।
@tanmoysarkar9505 Жыл бұрын
হেভি কষ্টের নাটক। দূর্দান্ত অভিনয় নিশো আর মৌ এর, দুচোখে জল ধরে রাখা যায় না, বুকের বা পাশে ব্যাথা কেন করল? পূরনো কোন স্মৃতি কি ❓ পরিচালক সাহেবকে ধন্যবাদ খুব কঠিন নাটক উপস্থাপন করানোর জন্য, সাথে এইটুকু বলা এধরনের নাটকে শেষে মিলটা দেবেন, নাহলে সহ্য করা যায় না। লাস্ট এ যেটা দেখালেন সেটা মিল না হ্যালুসিনেশন বোঝা গেল না। আরও প্রপার চাইছিলাম। খুব কষ্ট লাগলো, খুব।।
@mdomarmia4892 Жыл бұрын
নাও সিন আপু অসাধারণ অবিনয় হয়েছে ধন্যবাদ 🌹
@gopalpal7104 Жыл бұрын
আফরান নিশো তুমি অসাধারণ অপূর্ব সুন্দর তোমার অভিনয়ের মাধ্যমে তোমার আন্তরিক শুভেচ্ছা জানায় তুমি মহান একজন মানুষ হিসেবে পেলাম, অনেক কিছু শিখার আছে তোমার কাছে, আমি কৃতজ্ঞ আমি ভারতীয় আপনার সমস্ত নাটক দেখে থাকি ভীষন সুন্দর লাগছে
@YeaminBhuiyan-m5z11 ай бұрын
ভালো থাকুক হারিয়ে যাওয়া ভালবাসা ।
@realmenarzo50aprime67 Жыл бұрын
অতীত বর্তমান মিলিয়ে নাটক টা 🎉🎉🎉❤❤❤😊
@udaychandramajumder5852 Жыл бұрын
Kolkata. What a supurb acting appeatance of Nisho.
@fahimabentashajahan1988 Жыл бұрын
অনেক দিন পর সুন্দর একটা নাটক দেখলাম ভালো লাগলো
@ziaurrahmanzia788911 ай бұрын
নাটক টা ভালো লাগলো। আইচি হসপিটাল তো আমার বাসার পাশেই😂😂
2015/2016 তে দেখা নাটক, নওশিন এর অসাধারণ অভিনয় ছিল।
@MdAtick-yl3jj Жыл бұрын
অনেকদিন পর একটা ভালো গল্প দেখলাম। অসাধারণ বস
@rumaakter3273 Жыл бұрын
ভালোবাসা অসম্ভব সুন্দর 😢😢
@Appten2.0 Жыл бұрын
যদি সেটা সত্যিকারের ভালোবাসা তাহলে সুন্দর!! আর না হলে জীবন টাই বৃথা!
@Raihan66738 Жыл бұрын
কমেন্ট না করে পারলাম না সুন্দর একটা গল্প nice 👍 নাটক
@AlAminIslam-xe5bn Жыл бұрын
নাটক যে বাস্তবতার সাথে মিলে যেতে পারে তা আমার জানা ছিল না।এই নাটকের ৭০% আমার জীবনের সাথে মিলে গেছে।আমার প্রিয় মানুষটি ছিল ডাক্তার আর আমি জেনারেল বিষয় পড়াশোনা করেছি।কিছু দিন পূর্বে সেই প্রিয় মানুষটির বিয়ে হয়ে গেছে এক ডাক্তার ছেলের সাথে।
@TalukdarWasim Жыл бұрын
জীবনের গল্পগুলো আসলেই এক অদ্ভুত কাহিনি আমার জীবনের সাথে কিছুটা মিলে গিয়েছে আমিও এখনো বিয়ে করিনি ওরে এখনো খুব ভালোবাসি যেখানে থাকো ভালো থেকো মিস ইউ জান পাখি